একুশে ফেব্রুয়ারীর লিফলেট: ১৯৫৩ সালের ২১শে ফেব্রুয়ারী উদযাপন উপলক্ষে ঢাকা কলেজের ছাত্ররা একটি লিফলেট প্রকাশ করেএকুশের গান: ১৯৫৩ সালের ২১শে ফেব্রুয়ারীর লিফলেটে আব্দুল গাফফার চৌধুরীর বিখ্যাত গানটি প্রথমবারের মতো মুদ্রিত আকারে প্রকাশিত হয়
তমদ্দুন মজলিসের পুস্তিকা: ১৯৪৭ এর সেপ্টেম্বরে পাকিস্তানের রাষ্ট্রভাষা বিতর্ক নিয়ে এই পুস্তিকাটি প্রকাশ করে তমদ্দুন মজলিস। এতে প্রাতিষ্ঠানিকভাবে বাংলাকে রাষ্ট্রভাষা করার উপরে তিনটি প্রবন্ধ প্রকাশিত হয়। প্রবন্ধগুলো লিখেন অধ্যাপক কাজী মোতাহার হোসেন, আবুল মনসুর আহমেদ প্রমূখ
মন্তব্য
শুভ জন্মদিন বড় ভাই
তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই
তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই
শুভ জন্মদিন!!
রাষ্ট্রভাষা নিয়ে বিতর্ক বিষয়ে ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর একটা বড়ো প্রবন্ধ পড়েছিলাম অনেক আগে। কারুর সংগ্রহে কি আছে? পড়তে ইচ্ছে করছে আবার।
জালাল ভাইকে অসংখ্য ধন্যবাদ বিরল, অসাধারণ এই ডকুমেন্টগুলো আমাদের সাথে শেয়ার করার জন্যে।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
জানতাম, একটা দুর্ধর্ষ সিরিজ হবে। তাই উস্কে দিয়েছিলাম।
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
এটাকে ইবই করে ফেললে আমাদের জন্য সুবিধা হতো।
অসাধারণ বললেও কম বলা হয়।
জালাল ভাইকে শুভেচ্ছা!
পুরোনো, কিন্তু অসাধারণ একটি পোস্ট
-------------------------------------------------
ক্লাশভর্তি উজ্জ্বল সন্তান, ওরা জুড়ে দেবে ফুলস্কেফ সমস্ত কাগজ !
আমি বাজে ছেলে, আমি লাষ্ট বেঞ্চি, আমি পারবো না !
আমার হবে না, আমি বুঝে গেছি, আমি সত্যি মূর্খ, আকাঠ !
নতুন মন্তব্য করুন