২ | লিখেছেন অতিথি লেখক (তারিখ: সোম, ০৪/০২/২০০৮ - ১:১৭অপরাহ্ন)
মুহম্মদ জুবায়ের লিখেছেন:
বাংলা ভাষার দাবির পক্ষে স্বাক্ষরকারীদের নামের তালিকায় শাহ আজিজের নাম দেখে মজা পেলাম।
মজা পাবার কারন কি ?ঐ সম্য় এর প্রথম সারির ছাত্র নেতা হিসেবে শাহ আজিজের নাম থাকা অস্বাভাবিক নয় । এর ধারাবাহিকতায় হয়ত এসে যাবে গোলাম আজমেরও নাম তখন মজাটা আরেকটু বেশী হবে!!!
মন্তব্য
বাংলা ভাষার দাবির পক্ষে স্বাক্ষরকারীদের নামের তালিকায় শাহ আজিজের নাম দেখে মজা পেলাম।
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
মজা পাবার কারন কি ?ঐ সম্য় এর প্রথম সারির ছাত্র নেতা হিসেবে শাহ আজিজের নাম থাকা অস্বাভাবিক নয় । এর ধারাবাহিকতায় হয়ত এসে যাবে গোলাম আজমেরও নাম তখন মজাটা আরেকটু বেশী হবে!!!
নুরুজ্জামান মানিক
অমূল্য দলিল।
আরেকবার সেল্যুট @ জালাল ভাই।
আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
নতুন মন্তব্য করুন