১১ মার্চ ১৯৪৮: পুরানো ঢাকা বিশ্ববিদ্যালয় (বর্তমান মেডিক্যাল কলেজ ভবন) ভবনের পশ্চাতে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে ছাত্র-জনতার সচিবালয়মুখী মিছিল
আলোকচিত্র গ্রাহকঃ মুহম্মদ তকীউল্লাহ
১১ মার্চ ১৯৪৮: আন্দোলনকারীদের থামিয়ে দেবার জন্য হাইকোর্টের সামনে সারিবদ্ধভাবে দন্ডায়মান পুলিশ বাহিনী
আলোকচিত্র গ্রাহকঃ মুহম্মদ তকীউল্লাহ
১১ মার্চ ১৯৪৮: ধর্মঘট চলাকালে পুলিশের লাঠির আঘাতে আহত শওকত আলীকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন শেখ মুজিবুর রহমান
আলোকচিত্র সূত্রঃ বঙ্গবন্ধু ফাউন্ডেশন
মন্তব্য
অসামান্য দলিল এই ছবিগুলি। সত্যি সত্যি যেন ইতিহাস কথা বলে ওঠে।
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
ঠিক বলেছেন জুবায়ের ভাই । অব্শ্য ছবি গুলি আমি আগেই দেখেছি ।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
প্রথম ছবি দুটির চিত্রগ্রাহক মুহম্মদ তকীউল্লাহর পরিচয়ের তথ্যটি হয়তো অপ্রাসঙ্গিক হবে না। বাংলা ভাষা আন্দোলনের পক্ষের একজন প্রধান প্রবক্তা ড. মুহম্মদ শহীদুল্লাহর পুত্র তিনি, চিত্রকর মুর্তজা বশীরের সহোদর।
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
অসাধারণ।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
অসাধারণ সংগ্রহ! এসব ছবি আগে কোত্থাও দেখিনি!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
এতদিন কোথায় ছিলো এই সব দূর্লভ ছবি ??
অসাধারণ !!
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায়ে ফেব্রুয়ারি...
শাবাশ জালাল ভাই।
আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
জালাল ভাই,
আমরা কি আপনার ছবিগুলো ব্যবহারের অনুমতি পেতে পারি। আগামী ২৩, ফেব্রুয়ারী আমরা একটা অনুষ্ঠান করছি ২১ নিয়ে। অতিথিদের মধ্যে বেশিরভাগই জাপানী ছাত্র-ছাত্রী এবং শিক্ষক ও অন্যান্য দেশের ছাত্ররাও থাকবে বলে আশা করছি। লোকাল মিডিয়াকেও দাওয়াত দিয়েছি।
আমরা বিজয়দিবসে (http://bsaokayama.blogspot.com/2008/01/bijoy-dibosh-2007-part-1.html) জন্মযুদ্ধের সাহায্য নিয়েছিলাম। এখন উইকি থেকে নিচ্ছি। আপনার ছবিগুলো ব্যবহারের অনুমতি পেলে বাধিত হতাম।
ধন্যবাদ
বাপ্পী
নতুন মন্তব্য করুন