খাদকায়তনের মহরত হলেও তাতে কোন রেসিপি যুক্ত হয়নি । কি আর করা! শুরুটা তাহলে আমিই করি...
গৌরচন্দ্রিকাঃ এই রেসিপি খানিকটা সেক্সিস্ট রেসিপি, পুরুষালী বিষয় আছে। পুরুষালী রেসিপিতে প্যাচগোছ কম, ধরতক্তামারপেরেক টাইপ। স্টেক বহুকাল থেকে মাচো খানার অন্তর্ভূক্ত, কিন্তু পয়সায় কুলায় না খেতে গেলে। আবার ধ্রুপদী স্টেকে গুলমরিচ ছাড়া অন্যমসলাও তেমন ব্যবহৃত হয়না, তাই ভেতো বাঙালীর জিহ্বায় প্রথমদিকে স্বাদটা ধরা কঠিন হয়ে পড়ে। এই সব ভেবেই ফিউশন স্টেকের রেসিপি বানানো। ভালো গরুর মাংসের দাম কম না। এর সস্তা বিকল্প ল্যাম্বলেগ। এখানে লেগ ঠিক পা না, থাই থেকে গোল করে কেটে নেওয়া একটা চাপ মাংস। অনেকেই ভেড়া খান না গন্ধের কারনে। ফিউশন স্টাইলে গন্ধের গলাটিপে ধরা যায় কঠিনভাবে, তাই দুশ্চিন্তিত হবার কিছু নাই। সর্বোপরি ঝালমসলার কারনে দেশী জিহ্বায় খেতে মন্দ লাগার কোন কারন নাই!
উপকরনঃ
৩০০গ্রাম ওজনের বোনলেস ল্যাম্বলেগ অথবা স্টেক বিফ (সারলোয়ান হলে ভালো) - ১ টুকরো
৭টা ডাসা রসুনের কোয়া
৩ টেবল চামচ লাল মরিচের গুড়ো
৪ টেবল চামচ অলিভ ওয়েল (অন্য তেলেও সমস্যা নাই)
৩ টেবল চামচ বালসামিক ভিনেগার (এই জিনিসটা দামী, স্বাদে টক-মিষ্টি, হাতের কাছে না থাকলে লেবুর রস কিংবা সাধারন ভিনেগার কিংবা উস্টার সস ব্যবহার করে দেখা যেতে পারে)
২ চিমটি লবন
১টা হল্যান্ডের আলু
১ চামচ সল্টেট বাটার
প্রনালীঃ
মাংস হালকা করে ধুয়ে নিন। শাস্ত্রে বলে মাছ ধুতে বেশী, মাংস ধুতে কম। শাস্ত্র মেনে চললে কোন ক্ষতি দেখি না। এবার কিচেন টাওয়েল দিয়ে মাংসটাকে আদর করে মুছে ফেলুন যাতে ভেজা ভাবটা না থাকে। প্রতি পাশে ১চিমটি করে লবন আদর করে মেখে দিন।
মাংসটাকে ঘুম পাড়িয়ে আসুন মারপিট শুরু করি। রসুন কাটা কঠিন কাজ। হাত দিয়ে ভেঙ্গে ৭টা কোয়া আলাদা করে নিন। এবার চপিং বোর্ডে ক্লিভার নাইফের ফলার নীচে একেকটা কোয়া রেখে হাতের তালু দিয়ে গদাম করে থাবড়া দিন। ক্লিভার নাইফ না থাকলে সাধারন ছুরি দিয়েও চেষ্টা করে দেখতে পারেন, কষ্ট হবে। এভাবে রসুন থ্যাৎলানো সহজ, আর খোসাটাও খুলে আসে চটপট। থ্যাৎলানোর পর একহাতে ক্লিভার নাইফের মাথা আরেকহাতে হাতল ধরে সী-স সাইটে রসুন কুচি করে ফেলুন। রসুন কুচি করাটাই দরকার, অন্যকোন কায়দা জানা থাকলে ট্রাই করতে পারেন।
এবার ব্লেন্ডারে লাল মরিচ, তেল আর রসুন কুচি মিশিয়ে ঘন্ট বানান। ব্লেন্ডার না থাকলে রসুন মিহিকুচি করে চামচ দিয়ে বাটিতে ঘন্ট বানাতে পারেন।
এবার এই ঘন্ট মাখাতে হবে মাংসের দুদিকে। তারপর ওভেনে পুরে দিন ২২০ সে. ডিগ্রী তাপে। এই ওভেন মাইক্রোওয়েভ ওভেন না, বেকিং ওভেন। বেকিং ওভেন না থাকলে নন স্টিক প্যানে ৪ টেবলচামচ তেল দিয়ে ধীরে ধীরে ভাজতে হবে। ওভেনেই হোক আর ফ্রাইপ্যানেই হোক প্রতি ৪মিনিট অন্তর উল্টে দিতে হবে।
মিডিয়াম ডান খেতে হলে ১৬মিনিট, ওয়েল ডান চাইলে ৩২ মিনিট!
নামানোর ৮মিনিট আগে ভিনেগার ঢেলে দিন মাংসে। ভাজা রসুন, লালমরিচ আর ভিনেগার একটা সুস্বাদু ঝোল তৈরি করবে!
মাংস এমনি খেতেনাই। তাই মাইক্রোওয়েভে ৭মিনিট ধরে আলুটা বেক করুন। আগে ধুয়ে নেবেন। বেক হয়ে গেলে আড়া আড়ি কেটে পেটের ভেতর মাখন লাগিয়ে দিন। এরপর ছুরি-কাটা নিয়ে খেতে বসুন। পানীয় হিসেবে রেড ওয়াইন কিংবা কোক, যাহামনে চায়, নিয়ে বসুন।
মন্তব্য
ঠিক হায়। ৬ তারিখের পরীক্ষা শেষ হোক, ভেড়ার স্টেক দিয়েই শুন্যোদরপূর্তি হবে।
হাঁটুপানির জলদস্যু
- দোস্ত, আমার লাইগা একটা কয়লে, বুকিং দিয়া রাখলাম।
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
উম্মম...ট্রাই করা যায়। অতি সহজ রেসিপির জন্য ধন্যবাদ।
___________________________
বুড়োরা সবাই সমস্বরে বললো, "নবজন্ম", আমি চাইলাম "একটা রিওয়াইন্ড বাটন"
আবার লিখবো হয়তো কোন দিন
ট্রাই করতে হইবো তো... স্টেক বড় প্রিয় বস্তু। দেখি আমিও কিছু রেসিপি ঝাড়মু সময় পাইলে।
______________________________________
পথই আমার পথের আড়াল
বউরে দেখাইতে হবে
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
দুর্ধর্ষ !!
---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
সাথে লাল মদই আদর্শ।
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
বাহবা! রেসিপি সাহিত্যের শ্রেষ্ঠতম নমুনার একটি। হাত খুলে রান্ধেন! আলুটা আদর করে দুই পাশে ভেজে নিলে খারাপ হয়না।
সবই আছে খালি হল্যান্ড থেইক্যা আলু কিন্ন্যা আন্তে হৈবো। তয় রেসিপিটা পছন্দ হৈছে।
কি মাঝি? ডরাইলা?
আপনার আশেপাশে আলুর দুষে দুষী ব্যাক্তি থেকে পেতে পারেন।
খাসা রেসিপি, লাল-সুরা ব্যাতিরেকে ইহা জমিবে না।
_________________________
সর্বাঙ্গ কন্টকিত-বিধায় চলন বিচিত্র
_________________________
সর্বাঙ্গ কন্টকিত-বিধায় চলন বিচিত্র
স্টেকের স্বাদটা আমাদের কাছে নতুন না হলেও আপনার রেসিপি বর্ণনার কায়দাটা ফাটাফাটি। যথার্থই রেসিপি সাহিত্য। স্টেকের স্বাদের তুলনায় কোন অংশে কম না।
--------------------------------------------------------
দেয়ালে দেয়ালে মনের খেয়ালে/ লিখি কথা ।
আমি যে বেকার, পেয়েছি লেখার/ স্বাধীনতা ।।
হু... এত্তো সোজা নাকি!!!
হল্যান্ডের আলুর কাহিনীটা কি?
নতুন মন্তব্য করুন