বিডিনিউজ২৪.কমে আমার বক্তব্য প্রসঙ্গে

অরূপ এর ছবি
লিখেছেন অরূপ (তারিখ: বিষ্যুদ, ১৭/০৭/২০০৮ - ১১:০৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

(বাইরে জরুরী কাজে আছি বলে সংক্ষেপে লিখছি)
কালকে অমি রহমান পিয়াল ফোন করে জানতে চান কি ঘটনা। তাকে বলেছি ফারুক ওয়াসিফ এবং আর যারা বাংলাদেশে আছেন তারা ভালো বলতে পারবেন কেননা আমরা কিছুই অফিসিয়ালী জানিনা। যেটুকু নিশ্চিতভাবে জানি তা হল, আমাদের প্রান্তে সমস্যা নেই কোন।

BDNEWS24.com এর রিপোর্টে বলা হয়েছে

সচলায়তনের প্রতিষ্ঠাতাদের একজন অরূপ কামাল টেলিফোনে মালয়েশিয়া থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যুদ্ধাপরাধীদের নিয়ে সাম্প্রতিক একটি লেখা প্রকাশের পর বাংলাদেশে ব্লগটি বন্ধ করে দেওয়া হয়েছে।"

এই প্রসঙ্গে আমার প্রকৃত বক্তব্য ছিল, আমরা জানি না আদৌ ব্যান করা হয়েছে কিনা কিংবা কি কারনে করা হয়েছে। যদি সত্যিই ব্যান করা হয় তাহলে হয়তো এক সপ্তাহের লেখালেখি দেখলে বোঝা যেতে পারে।

উদ্ধৃত বাক্যটি তাই ঠিক নয়, এবং তাতে অহেতুক বিভ্রান্তি দেখা দিতে পারে।

এখনও পর্যন্ত আমার বক্তব্য একটাই এবং সেটা সুস্পষ্ট, তা হল আমাদের প্রান্তে প্রযুক্তিগত সমস্যা নেই। প্রকৃত ঘটনা জানতে চাইলে বাংলাদেশে বসে যাচাই করতে হবে। সচলায়তনকে যদি আদৌ ব্যান করা হয় তবে তা হবে দুঃখজনক। আমি খুব আশা নিয়ে বসে আছি এই আশংকা সত্য হবে না...

এই অশান্ত দিনে এখন শুধু আশাগুলোই আমাদের সম্বল...


মন্তব্য

ইশতিয়াক রউফ এর ছবি

উহু। আমি অনেককে দিয়ে চেষ্টা করিয়েছি। কাজ হয়নি।


রাজাকার রাজা কার?
এক ভাগ তুমি আর তিন ভাগ আমার!

পলাশ দত্ত এর ছবি

অরূপ আপনার ব্যাখ্যাটা বিডিনিউজে পাঠিয়ে দেবো?

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

দিগন্ত এর ছবি

ধন্যবাদ অরূপ ব্যাপারটা পরিষ্কার করে জানানোর জন্য। আমি খবরটা পড়ে একটু অবাকই হয়েছিলাম ...


হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল।


পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।

ধ্রুব হাসান এর ছবি

তবে কমরেড ব্যান্ করলেই মনে হয় ভালো। এটলিষ্ট তাতে অন্তর্জালেও যে কিছু জীবিত কন্ঠ আছে তা টের পাওয়া যায়! তাই এই ব্যান আসলে তেমন কিছুই নয়! উই শুড টেইক ইট ইজি......সামনে আরো বন্ধুর পথ অপেক্ষা করছে।

ফারুক হাসান এর ছবি

আমিও অবাক হয়েছিলাম খবরটা পড়ে। ‌শুধুমাত্র একটা লেখার জন্য!!!

দ্রোহী এর ছবি
ধ্রুব হাসান এর ছবি

ভাই এই দারুন জিনিষ আপনি পাইলেন কোত্থেকে? ইমোকটিনটা আসলেই জোশ!

লুৎফর রহমান রিটন এর ছবি

বিডিনিউজ ডটকমের এই খবরটি পাগলকে সাঁকো নাড়াবার কথা মনে করিয়ে দেবার মতো হলো। অরূপকেতো দেখছি ঠিকমতো উদ্ধৃত করা হয়নি নিউজটাতে!

সচলায়তনের বন্ধুরা, এই বিষয়ে মন্তব্যের ক্ষেত্রে আরো সহনশীল হোন।
হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা টাইপের মন্তব্য এই সময়টায় না করাই ভালো।
সবার কাছ থেকে আমরা দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করছি।
সচলায়তনের প্রতি আমাদের ভালোবাসার উগ্র প্রকাশ যেনো সচলায়তনের জন্যে ক্ষতির কারণ না হয়।

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

বিপ্লব রহমান এর ছবি

একমত@ রিটনভাই।

সচল পরিস্থিতি নিয়ে বিবিসি ঢাকা অফিস নিউজ করতে চেয়েও শেষ মুহূর্তে তারা পিছিয়ে গেছে। এ বিষয়ে তাদের আনুষ্ঠানিক বক্তব্য হচ্ছে, যেহেতু, বিটিআরসির বক্তব্য পাওয়া যাবে না, তাই তারা সংবাদটি প্রচার করতে পারছে না।

অথচ একজন সংবাদ কর্মি ও বিবিসির পুরনো শ্রোতা হিসেবে জানি, আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া না গেলে সে কথাটিও সংবাদে উল্লেখ করতে হয় এবং বিবিসি বাংলা বিভাগ এই কাজটি অহরহই করছে।

আর সচলায়তন নিয়ে সংবাদটি শেষ পর্যন্ত প্রচার না করার নেপথ্য কারণ, চাপের মুখে তারা নিজ অবস্থান থেকে সরে এসেছে। ব্লগ সম্পর্কে কোনো স্বচ্ছ ধরণা না থাকাও এর একটি কারণ নয়, তাই বা বলি কী করে!


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

কীর্তিনাশা এর ছবি

Adbhut bdnews!!!

--------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

পলাশ দত্ত এর ছবি

আমি এইমাত্র চেষ্টা করলাম। সরাসরি ঢোকা যাচ্ছে না সচলায়তনে।

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

রায়হান আবীর এর ছবি

sorasori dhoka zachche na
---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল

faruk wasif এর ছবি

সরাসরি ঢোকা তো যাচ্ছেই না, উপরূন্তু খিড়কিপথে লগ ইন করার কিছুক্ষণের মধ্যেই সাইন আউট হয়ে যাচ্ছে।

যাহোক, বিডিনিউজ বোধহয় ঘটনাটায় একটা মুক্তিযুদ্ধ ভার্সাস রাজাকার মাত্রা যোগ করতে চেয়েছে। আমার যা বিশ্বাস তাতে এ কারণে কিছু হয় নি। হয়েছে 'অন্য' কারণে, 'অন্যরা' আহত হওয়ার জন্য। বাংলাদেশে 'অন্যদের' অবশ্যই হিসাবে নিতে হবে।

ভূঁতের বাচ্চা এর ছবি

আমার বাংলাদেশের কয়েক বন্ধুদের দিয়ে চেষ্টা করালাম, ওরা সরাসরি সচলে ঢুকতে পারছেনা। তবে দুই নম্বর তরিকা ব্যবহার করে ঢুকতে পারছে।

--------------------------------------------------------

অপর্ণা এর ছবি

আরো কিছু ব্লগাররা যারা বাংলাদেশে আছেন তারা যদি জানান যে ব্লগে ঢুকতে পারছেন কি না তবে চিত্রটা আরো একটু পরিস্কার হবে।

পলাশ দত্ত এর ছবি

অরূপের ব্যাখ্যাটা কি বিডিনিউজে পাঠিয়ে দেবো?

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

অনিক এর ছবি

বাংলাদেশ থেকে যে বিটিটিবি ব্যান্ডউইথ ব্যবহার করে সরাসরি সচলাতয়নে ঢুকা যায়না এই বিষয়টা স্পষ্ট । একন যারা পারেন তারা হয়তো ভিস্যাট ব্যান্ডউইথ ব্যবহার করছেন

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

রিটন ভাই! কেমন আছেন? আমি একটু আপত্তি জানাচ্ছি এ জন্য যে, সহনশীল আচরণ করতে করতে আমাদের পাছায় এখন লাথি এসে পড়ছে। তারপরও কি সহনশীল থাকতে বলেন? আমরা তো যথেষ্ট সহনশীলতার পরিচয় ইতোমধ্যে দিয়ে ফেলেছি। আমরা ব্লগেই আমাদের যত ক্ষোভ, হতাশা, অনুযোগ, অভিযোগ প্রকাশ করে নিজেদের একটু হালকা মনে করতাম। হ্যান-করেঙ্গা তেন করেঙ্গা বলতে সচলায়তনে এমন কিছু চোখে পড়েনি। সব ক্ষেত্রে মধ্য পন্থা আমাদের আজ কোণঠাসা করে ফেলেছে। এরই মধ্য দিয়ে আমরা যতটুকু সম্ভব আমাদের প্রতিক্রিয়া প্রকাশ করেছি। সচলায়তন ব্যান হওয়া মানে কিন্তু আমরা হেরে যাইনি। মুক্তিযোদ্ধার উপর পদাঘাত-এর প্রতিবাদ মিনমিনে না হয়ে আরো জোরালো ভাবেই দেশে হওয়া উচিত ছিলো। কিন্তু সেখানেও এই মধ্য পন্থা। আমও যেন থাকে, ছালাও যেন রক্ষা হয়। আর তাই কোথাও ব্যাপক আন্দোলন শুরু হচ্ছে না। অথচ এরই মধ্যে পুরো বাংলাদেশ উত্তাল হয়ে উঠবার কথা ছিলো।

____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

রাফি এর ছবি

উদ্ধৃতি
সরাসরি ঢোকা তো যাচ্ছেই না, উপরূন্তু খিড়কিপথে লগ ইন করার কিছুক্ষণের মধ্যেই সাইন আউট হয়ে যাচ্ছে।

আমার ও একই কেস।

---------------------------
অর্থ নয়, কীর্তি নয় ,স্বচ্ছলতা নয়-
আরো এক বিপন্ন বিস্ময়
আমাদের অন্তর্গত রক্তের ভেতরে
খেলা করে;
আমাদের ক্লান্ত করে;

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

পলাশ এর ছবি

অরুপ ভাই
এই ২০০৮ এ আইসা বাংলাদেশ একটা সাইট ব্যান কইরা দিবে এইটা একটা হাস্যকর কথা।
মাইক্র সফটের হাজার হাজার পাইরেটেড কপি বাংলাদেশের ফুটপাথে পাওয়া যায়
সেইখানে একটা ব্লগ সাইট ব্যান করা বুল শিট
ইন্টারনেট ফুটপাথের চাইতে আরো সহজে একসেস করা যায়
আর ব্যান করলেও লোক জন ঠিকই টুক টুক করে চলে আসবে
এই প্রসংগে সামহোয়ার ইন এ যখন দেশ বিরোধি কথা লেখা হচ্ছিল তখন কিন্তু কেউ সেটা ব্যান করে নাই
বড় আজব বাংলাদেশের সরকার
কি যে মনে করে নিজেদের
মন্তব্য টা শুধু অরুপ ভাইয়ের জন্য মডারেটররা পড়া হইলে ডিলিট কইরা দিয়েন

পলাশ দত্ত এর ছবি

অরূপের ব্যাখ্যা/রিজেয়েন্ডারটি bdnews24.com-এ পাঠানো হয়েছে।

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

থার্ড আই এর ছবি

আমি অরুপকে অনুরোধ করবো একটি অফিসিয়াল বক্তব্য লেখার জন্য। সব গনমাধ্যমে পাঠানো না গেলেও সচলায়তনের সাময়িক স্টিকি করে ঘটনাটির বিস্তারিত বিবরণ থাকলে বিভ্রান্তির সুযোগ কম। ---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

কীর্তিনাশা এর ছবি

খুবই কষ্ট হচ্ছে সচলে থাকতে - বার বার লগইন করতে হয়। একটা মন্তব্য কয়েকবার করে ক্লিক করে পোস্ট করতে হয়। কিছুক্ষন পর পর লেখা ওঠে validation error বা এই রকম কিছু। সরাসরি বাংলায় কমেন্ট করা যাচ্ছে না। অন্য উইন্ডোতে লিখে সেখান থেকে কপি করতে হচ্ছে এখানে।

তারপরও যত কষ্টই হোক, আমি সচলে লিখবো। সচলের একজন সদস্য বলে আমি গর্বিত।

---------------------------
সচল আছি, থাকবো সচল!!

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

শামীম এর ছবি

আমার বাসা বা অফিস কোন জায়গা থেকেই সরাসরি এক্সেস করা যায় না। বাসা ও অফিসে যথাক্রমে গ্রামীন ও ঢাকা ফোনের লাইন ব্যবহার করা হয়।

প্রক্সি ব্যবহার করেই সচলায়তনে কাজ করছি।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

জিজ্ঞাসু এর ছবি

আসলে কী কারণে সচলায়তন সাইট বাঙলাদেশ থেকে ওপেন করা যাচ্ছেনা স্পষ্ট নয়। তবে কেউ এতে বাধা সৃষ্টি করছে বলে আপাতদৃষ্টে প্রতীয়মান হচ্ছে। ফারুক ওয়াসিফ বলেছেন 'অন্য'দের কথা। যারাই করুন কাজটি অবশ্যই সময়োপযোগী হয়নি বলতে হবে। কারণ সারা বিশ্বে যেখানে প্রভাবশালী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিয়ে পক্ষে-বিপক্ষে, ব্যঙ্গে-বিদ্রুপে, আলোচনা, সমালোচনা হচ্ছে সেখানে বাঙলাদেশের কেউ যদি আহত হয়ে থাকেন, তাহলেও আমি বলব তথ্যের অবাধ প্রবাহে বাধা দেয়াটা বুদ্ধিমানের কাজ না। কারণ তথ্য (তথ্যপ্রযুক্তি নয়) বিশেষজ্ঞগণের মতে তথ্য হল আগুন। একে চাপা দিয়ে রাখা যায় না। আর কেউ ব্যঙ্গ তামাশা করলে কিংবা সমালোচনা করলে তাকে মেনে নেওয়া কিন্তু আধুনিকতার পরিচয়। সামলোচনায় ক্ষেপে গেলে বরং ক্ষতির কারণ সকলের জন্য। কারণ সমালোচনা না হলে সংশোধন হবে না। তাই বর্তমান সরকারও প্রথম প্রথম মিডিয়ার তথ্য প্রবাহে বাধা দিলেও সময়ের সাথে সাথে আরও সহনশীল হচ্ছে। তাই সবাইকেই অনুরোধ করব সহনশীল হতে। এতে আমাদের সকলেরই উপকার হবে। আমরা যে যেখানে যে দল বা প্রতিষ্ঠানেই কাজ করি না কেন- মনে রাখতে হবে আমরা কিন্তু আপামর জনসাধারণেরই অংশ। আমাদের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, ভাইবোন, প্রতিবেশি সবাইকে নিয়েই আমাদের জগত। সচলায়তন কর্তৃপক্ষকে ধন্যবাদ। আশা করি যারা সচলায়তনের বক্তব্যে কোন অবানিজ্যিক কারণে আহত হয়েছেন তারা তথ্যপ্রবাহ নিশ্চিত করার বিষয়টা আরও গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন। কেউ কিছু বললে তার টুটি টিপে ধরা কিন্তু প্রকৃত সমাধান নয়।

--------------------------------------------
সহজ করে বলতে মোরে কহ যে, সহজ কথা যায়না বলা সহজে।

___________________
সহজ কথা যায়না বলা সহজে

ফারিহা এর ছবি

যারা মোবাইলে একসেস কোরতে পারেন, চেষ্টা করে দেখেন। মোবাইল দিয়ে সাইট একসেস করা যাচ্ছে। কিন্তু ফন্ট নাই দেখে দেখতে পারছি না।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।