Hola গল্পদাদু...

অরূপ এর ছবি
লিখেছেন অরূপ (তারিখ: সোম, ০১/০৯/২০০৮ - ৭:৩৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

[০]
"Hola গল্পদাদু"
"Comostas!.. কি খবর?"
"খবর আর কি.. যেমন ছিল তেমন, রেদাং দ্বীপে গেছিলাম বউকে নিয়ে, খোলা সাগরে লাল-নীল মাছ দেখে আসলাম...এই সব..."
"ভালোই তো.."
"না ভালো না, আপনি সিনেমাটা দ্যাখেন নাই এখনও, আই ক্যান বেট হান্ড্রেড বাক্‌স। আপনি আমার কথা রাখেননি..
আমি কিন্তু কথা শুনলাম, আমি কিন্তু কথা শুনলাম
আমি কথা শোনার ছেলে না,
ঘ্যাড়তাড়ামিতে আপনার সাথে আর কে এমন পাল্লা দিতে পারে বলেন?

তারপরেও লিখলাম (যদিও আমার মোটেও লেখার কথা না, মোটেও লেখার কথা না), সেপ্টেম্বরের কোন এক সকালে আপনি খুঁজে খুঁজে এই লেখাটা পড়বেন। আমি খুব আশা করে আছি আমার ছেলেমানুষী দেখে আপনি খানিকটা হেসে কিছু একটা লিখে যাবেন।
আপনি অবশ্যই কিছু একটা লিখে যাবেন..
অবশ্যই কিছু একটা লিখে যাবেন..

[-১]
"কি খবর গল্পদাদু? সিনেমাটা তো আর দেখলেন না :("
"দেখার সময় কোই বল? একটু শরীর খারাপ"
"কি হল আবার?"
"কিছু না, ভালো হলেই সেরে যাবে.."
"কি ভালো হলে কি সেরে যাবে? হয়েছে কি?"
"কিছু না, টাইপ করতে কষ্ট হচ্ছে, পরে কথা বলি?"
"ওকে..."

[-২]
"একটা সিনেমা দেখে ফেলেন"
"কি সিনেমা?"
"দ্য বাকেট লিস্ট.. এই যে ট্রেইলরের লিংক..."
"আচ্ছা আনিয়ে নেব একসময়.."
"উহু, আপনে আর দেখবেন! আপনি সিনেমা দ্যাখা টাইপ মানুষ না.."
"তা ঠিক, সিনেমায় আমার বরাবরই অনাগ্রহ"
"এইটা দেখতেই হবে.. দেখতেই হবে!"
"আচ্ছা এই ছবিটা দ্যাখাতে চাইছ কেন হঠাৎ? শানে নুযুলটা কি?"
"কোন শানে নুযুল নাই। খুব দেখতে ইচ্ছা করছে এরকম একটা সিনেমা দেখলে বড় লেখকেরা কেমন রিঅ্যাক্ট করে.."
"হেহে, আমি তো ওই দলে পড়ি না..."
"এইরে শুরু হল আবার!.. দেখবেন কিন্তু..."

[-৩]
...
"তুমি তো আমার হাঁটুর বয়েসী.."
"আমি যদি আপনার হাঁটুর বয়েসী হই তাহলে তো আপনার জিরাফ হবার কথা.. হেহেহে আপনি কি জিরাফ?"

[-৪]
"আপনাকে আমার বড় ভয় করে.."
"কেন? আমি কি বাঘ না ভাল্লুক.."
"কি জানি! এমনি এমনিই ভয় লাগে.."
"আপনার ফোন নাম্বারটা দ্যান, কল করছি"
...
"অরূপ নাকি?"
"হু.. আরে কি সৌভাগ্য! গল্পদাদু যে!"

[১]
সেপ্টেম্বরের কোন একটা ঝলমলে দিনে আমি গুগলটকে আবার লিখবো "কি খবর গল্পদাদু..?"
একটু পরে ছোট্ট উইন্ডোটার শিরোনাম পাল্টে যাবে,
আমি গভীর আগ্রহে পড়বো, mz1971 is typing..


মন্তব্য

স্নিগ্ধা এর ছবি

আপনি অবশ্যই কিছু একটা লিখে যাবেন..
অবশ্যই কিছু একটা লিখে যাবেন..

এই কামনাই রইলো ......

আলমগীর এর ছবি

ঠিক হয়ে যাবে, এই আশা।

পরিবর্তনশীল এর ছবি

ঠিক!

---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

সৌরভ এর ছবি

ঠিক। গল্পদাদু শীগগিরই আবার গুগল টকে ফিরে আসবেন। ফিরে আসবেন সচলায়তনে। জুবায়ের ভাইয়ের জন্যে শুভ কামনা।


আবার লিখবো হয়তো কোন দিন

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

mz1971 is typing..
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

দ্রোহী এর ছবি

গল্পদাদুর ফিরে আসার অপেক্ষায়............


কী ব্লগার? ডরাইলা?

হাসান মোরশেদ এর ছবি

অন্ততঃ একটা ভালো খবর শুনি-জুবায়ের ভাই সুস্থ হয়ে উঠুন ।
-------------------------------------
"শিয়রের কাছে কেনো এতো নীল জল? "

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

সুমন চৌধুরী এর ছবি

জুবায়ের ভাই দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুন...



অজ্ঞাতবাস

ধুসর গোধূলি এর ছবি

- গল্পদাদু (এইটা বলতে গেলে কেনো জানি মনেহয় এই বুঝি পিটনা খাইলাম) যে কোনো মুহূর্তেই এসে জানাবেন, "কী হে ছোকরার দল...!"- এই প্রত্যাশাতেই তো আছি।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

ভূঁতের বাচ্চা এর ছবি

ভাল লাগল, খুব অন্যরকম একটা লেখা !

--------------------------------------------------------

নজমুল আলবাব এর ছবি

জিমেইলে ঢুকেই দেখি সবুজ বাতিটা জ্বলছে কীনা,
সচল খুলেই দেখি বাম পাশে নামটা দেখা যায় কীনা।

ভুল সময়ের মর্মাহত বাউল

আকতার আহমেদ এর ছবি

জুবায়ের ভাই সুস্থ হয়ে ফিরে আসুন দ্রুত..

কীর্তিনাশা এর ছবি

জুবায়ের ভাই সুস্থ হোন দ্রুত।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।