ভদ্রমহিলা দেখতে খারাপ নন, খারাপ হবেনই বা কেন? মিস আলাস্কা বিউটি প্যাজেন্টে তিন নম্বর সুন্দরী ছিলেন তিনি (১৯৮৪)। বাস্কেটবলও খেলতেন দারুন, লোক আদর করে বলতো সারাহ ব্যারাকুডা। সেই সারাহ প্যালিন শেষে হইচই ফেলে দিলেন দুনিয়া জুড়ে।
শুধু হইচই বললে ভুল হবে, বলা উচিত তুমুল হইচই। কারন মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী জন ম্যাককেইন রানিং মেট (ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী) হিসেবে বেছে নিয়েছেন এই সাবেক সুন্দরীকে!
কথায় বলে সুন্দর মুখের জয় সর্বত্র। আম্রিকানরা সুন্দরী ভাইস প্রেসিডেন্ট চাইতেই পারে। আমি দোষের কিছু দেখি না। আর ভালো চেহারা দিয়ে নির্বাচন জেতার চেষ্টাও অভিনব (অবশ্যই বলতেই পারেন প্যামেলা অ্যানডারসনকে আনলে আরও ভালো হতো!) । কিন্তু সুশ্রী ছাগল দিয়ে কি বিশ্বরাজনীতির হালচাষ করা যায়? সারাহ প্যালিনকে দেখলে এই প্রশ্নটাই মাথায় কূটকূট করে।
দেখা যাক এই সম্ভাব্য মার্কিনি উপরাষ্ট্রপতির কীর্তিকলাপ
× ফরেন পলিসি নিয়ে কোন অভিজ্ঞতাই নেই। সারা জীবনে যেসব দেশ ঘুরেছেন: কানাডা, মেক্সিকো, কুয়েত আর জার্মানী। ম্যাককেইনকে প্রশ্ন করা হয়েছিল, তিনি বলেছেন, "প্যালিন আলাস্কা ন্যাশনাল গার্ডের কমান্ডার ছিলেন আর আলাস্কা রাশিয়ার খুব কাছে"! এই যদি হয় ফরেন পলিসি নিয়ে অভিজ্ঞতা...
× গোঁড়া রিপাবলিকানদের মতো তিনিও এবোরশনবিরোধী (রেপ হোক আর ইনসেস্টের হোক, এবোরশন চলবে না)
× ২০০০ সালে কড়া ডানপন্হী প্যাট বুকাননের সমর্থক ছিলেন।
× ইসকুলে ক্রিয়েশনিজম শেখানোর পক্ষপাতি
× তার ধারনা বিশ্ব জলবায়ু পরিবর্তনে মানুষের কোন হাত নেই।
× তিনি মনে করেন ইরাক যুদ্ধ হল ঈশ্বরের দেওয়া কাজ!
× তেল কোম্পানীগুলোর সাথে তার ব্যাপক মহব্বত!
× তার নেতৃত্বে স্টেট অফ আলাস্কা, ফেডারেল সরকারের বিরুদ্ধে মামলা করে শ্বেতভালুককে বিপন্ন প্রাণী বলে তালিকাভুক্ত করার কারনে!
× ২০০৩-২০০৪ সালে তিনি আলাস্কা তেল ও গ্যাস কমিশনের চেয়ার ছিলেন (হুমম!)
× ২০০৬ ফাইনালি তিনি স্টেট অফ আলাস্কার গভর্নর নির্বাচিত হন (হুমম! এহেম!!)
জানা যায়, মাত্র বার দুয়েকের দেখায় ম্যাককেইন তাকে পছন্দ করে ফেলেন রানিং মেট-এর পদে। এসব শুনে ভাবলাম ইউটিউবে গুঁতোই কিছুটা।
এই ইন্টারভিউটা দেখে চেয়ার থেকে পড়ে যাবার অবস্থা আমার। তাকে করা প্রশ্নের একটা ছিল,"রাশিয়ার সাম্প্রতিক কীর্তিকলাপ সর্ম্পকে কি ধারনা পাচ্ছেন দূরত্বের কারনে (আলাস্কা রাশিয়া কাছে কিনা!)"
প্যালিনের উত্তর, "তারা আমাদের প্রতিবেশী, এবং আলাস্কা থেকে রাশিয়ার মাটি দেখতে পাবেন আপনি"
()
মুক্তবিশ্বের কপালে কঠিন দুঃখ আছে, যদি ম্যাককেইন গদিতে বসে! ভিডিওটা দেখুন। তারপর গভীর মনোযোগ পরের ভিডিওটা দেখুন। একটা মিল খুঁজে পাবেন
মুক্তবিশ্বের হবু নেত্রীর ইন্টারভিউ..
এবং একটি রূপবতী ছাগলিনী...
এবং কিথ ওলবারম্যানের লুঙ্গি ধরে টান! (মাস্ট সি)
মন্তব্য
পলিনের নিজের কন্যা নিয়ে কোনো ঘটনা আছে নাকি? এইরকম কী যেনো শুনছিলাম মনে হয়। ঠিক মনে করতে পারতেছি না। একটু জানায়েন তো এই বিষয়ে।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
ম্যাকেইনই তো বসবে মনে হয় ...প্যালিন সুন্দরীকে বোর্ড করার পর ব্যাটার ন্যাশনাল সাপোর্টে ওবামাকে ১.৫% লীড করতেছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
যতটুকু জানি তার নিজের কন্যার বয়স ১৭ বছর... সম্প্রতি তিনি সন্তানসম্ভবা হয়েছেন। এই নিয়ে বেশ হইচই হয়েছে। পলিন বলেছেন তার নিজের মা গর্ভবতী হয়েছিলেন ১৬/১৭ বছর বয়সে। সো কোনো আপদ নাই। আর সন্তানের বাপকে যেহেতু তার মেয়ে অচিরেই বিয়ে করবে সেহেতু তো আরো কোনো বিপদ নাই।
ওবামা ঘোষনা দিয়েছেন এই নিয়ে কোনো কথা নাই। কারো ব্যক্তিগত বিষয় নিয়ে তিনি কিছু বলতে চান না।
(ঠিক কইছি তো? নেটে ঘাটলে আরো অনেক জানতে পারতাম... কিন্তু গতির যা অবস্থা... ইউটিউবগুলোই দেখার সাহস পাইতেছিনা)
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
ঠিকাছে ...ওবামা লোকটা বেশী উদার ...জিওপি'র বুইড়াগুলা এমন একটা ঘটনা হাতে পাইলে কাঁপাইয়া ফালাইত
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
ম্যাককেইন-প্যালিনের জয় হলে পৃথিবীতে টেকা দায় হয়ে যাবে মনে হচ্ছে। এমনিতেই বুশ পরিবারের খপ্পরে যায় যায় অবস্থা। মনেপ্রাণে আশাকরি, আম্রিকার মানুষের যেন বোধদয় হয়।
— বিদ্যাকল্পদ্রুম
আপনে অনেক সুইট... আপনার আশাগুলা আরো বেশি সুইট... কিন্তু গুড়ে বালি...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
ইনার ছোট বোন-টোন নাই ?
হাঁটুপানির জলদস্যু
ভালোই তো । ভাইসপ্রেসিডেন্ট হিসেবে ছাগল মন্দ হবে না । আমাদের দেশে যদি ইয়াজুদ্দিন প্রেসিডেন্ট হতে পারেন , তাইলে আমেরিকায় পলিনের সম্ভাবনা অনেক বেশি বলে মনে হয় ।
ভাল্লাগছে...
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
ভাবে সাবে মনে হয় উনানে এখনো কায়দা মতো এক ফুঁ দিলে ফখরুদ্দীনের কাচ্চি নামবো....
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
-
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
অতদিন ছাগল দেখতে দেখতে দুনিয়াবাসী ক্লান্ত
এবার ছাগলিনি দেখলে অন্তত রুচি পরিবর্তনের সুযোগ আছে
০২
অরূপের তোলা ছবিটা সুন্দর হয়েছে
সেটাই...
আমারে একজন জিগাইলো, সারাহ প্যালিনরে "হট" মনে হয় কি না। আমি কইলাম, খোমা খারাপ না দেখতে, তয় "হট" কৈতারি না।
পাবলিকের মতামত কী?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
শেষ বিচারের আসরে উকিল নিয়োগের ব্যবস্থা না থাকলে ক্যাম্নে কী!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
কানে কানে কই। গুরুজনেরা যাতে না শোনে।
"মিলফ" হিসেবে মন্দ কী?
২৭. বেহেস্ত যাওনের খায়েশ হগ্গলের, আপত্তি শুধু মরনে
আবার লিখবো হয়তো কোন দিন
এক্কেরে ... ঠিকাছে...
সৌরভ যখন মিল্ফ হিসেবে টেস্টিমোনিয়াল দিয়েছে, তখন আমাদের আর কিছু বলার থাকতে পারে বলে আমি মনে করি না। এ ব্যাপারে আলোচনা শেষ, কিচ্ছা খতম। সৌরভের রায়ই চূড়ান্ত ঘোষণা করা হলো।
হাঁটুপানির জলদস্যু
জিতার সম্ভাবনা পচুর। কারণ আমি বাংলাদেশে এইরকম বহুত মানুষরে চিনি ছেলে মেয়ে নির্বিশেষে, যারা খালেদা জিয়ার রূপ-মাধুর্য আর হটনেসে ( !!!) মুগ্ধ হয়ে তারে ভোট দেন।
আশা করি আমেরিকানরা আমাগো চেয়ে বেশি ছাগলই হইবো। কাজেই আমেরিকার কপালে এই মহিলাই আছে।
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
বিএনপি সাপোর্টের কারণ হিসেবে একজন আমাকে বলেছিল, "ম্যাডামের গায়ের রংটা দেখেছেন?"
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
শেষ বিচারের আসরে উকিল নিয়োগের ব্যবস্থা না থাকলে ক্যাম্নে কী!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
হুমম এই রঙের জন্যইতো আপা ম্যাডামের কাছে হেরে গেলো।
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
এরে নাকি দুই সপ্তাহ ধরে বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেয়া হইছে। তারপর এই ইন্টারভিউ নিতে দেয়া হইছে। তার অবস্থা কি বলা বাহুল্য!
- সেইরম।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
সুন্দরের জয়জয়কার সবখানেই। আমরিকা কি সৌরজগতের বাইরে নি ?
শুনছি স্বর্গেও অপ্সরিদেরে পাইলে মহান দেবতারা মন্ত্রনালয়ের খোঁজখবর নিতেই ভুইল্যা যাইতেন। আর ইন্দ্র নামের রাজার চরিত্র তো ফুলের মতো সর্বকালের সেরা পবিত্র। আমাগো এরশাদ দাদু আর কি।
দুনিয়া জুইড়া মানুষগুলানের চউক্ষের যা অবস্থা, তাতে রাজনীতিক বাদ দিয়া সুন্দরী দিয়া দেশ শাসন মন্দ হইবো বইলা তো মনে হয় না। জ্ঞানী গুনিদের কথা মানুষে আইজকাইল পাত্তাও দেয় না। মাগার সুন্দরীগোর কথা ফালায় এমন বুকের পাটা কয়জনের আছে ?
বিভিন্ন ব্লগগুলো ঘুরলেই মিনি রাষ্ট্রের নমূনা পাইয়া যাইবেন।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
সারা প্যালিনের আরো কোটেশন পাওয়া যাবে এখানে।
শেষ ভিডিও দেখে
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
শেষ বিচারের আসরে উকিল নিয়োগের ব্যবস্থা না থাকলে ক্যাম্নে কী!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
ছোট বুশ সম্পর্কে একটা কথা পড়েছিলাম, সে নাকি "নিউক্লিয়ার" শব্দটা পর্যন্ত ঠিকমতো উচ্চারণ করতে পারে না, বলে "নিউকুলার"। প্যালিনের ইন্টারভিউ মনোযোগ দিয়ে শুনে দেখলাম, এই বেটিরও একই সমস্যা। নিউকুলার উইপনস নিয়ে কথাবার্তা বলে। রিপাব্লিকান হইলেই কি ছাগল হতে হবে? ইংরেজিটা পর্যন্ত ঠিকমতো কইতারেনা, আবার ইউএসএর ভাইস প্রেসিডেন্ট হওয়ার জন্য ফাল পাড়ে। ধইরা থাপড়ানো উচিত।
হাঁটুপানির জলদস্যু
আমার তো মনে হলো, সে "নিউকিলার" বলছে! অর্থটা ইঙ্গিতবহ
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
শেষ বিচারের আসরে উকিল নিয়োগের ব্যবস্থা না থাকলে ক্যাম্নে কী!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
- এইটা নিয়াই ভদ্রমহিলারে পাটখঁচা হইছে কতোক্ষণ। তবে ভদ্রমহিলা বোধহয় নিজেকে 'সেইরকম' বোম্বাতুল্য মনে করতেন কখনো। ঐযে বলেনা, 'লেডি কিলার', তার ফিমেল ভার্সন আরকি! নাইলে সৌরভ স্যার এতো দামী এট্টা কথা কইলো ক্যামনে?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আমেরিকানরা আসলেই হুজুগে জাতি। প্যালিনকে ভিপি নমিনেশন দেওয়ার পর যে রকম হৈ হৈ, আর তার সাথে সাথে রৈ রৈ করে যেভাবে প্রতিটি পোলে রিপাবলিকানদের সমর্থন বেড়ে চলছিলো... বলবার নয়। এখন চার্লস গিবসনের সাথে ইন্টারভিউয়ের পর পাব্লিকের একটু বোধোদয় হয়েছে মনে হয়। ফক্স যদিও নির্লজ্জ ভাবে এই নির্বোধ মহিলাকে প্রমোট করেই যাচ্ছে। কিন্তু তাতে মনে হচ্ছে না আর বিড়ালের ভাগ্যে শিকে ছিড়বে। ইকোনমির অবস্থা যে হারে খারাপ হয়েছে গত দু'দিনে তার সাথে সাথে পাল্লা দিয়ে পোলিং এ ম্যাকেইন-এর রেটিং ৪ পয়েন্ট পিছে গেছে গিয়া। এ রকম চলতে থাকলে ম্যাকেইনের প্যালিনকে নিয়ে আলাস্কা থেকে রাশিয়া দেখা ছাড়া সত্যই আর গতি থাকবে না।
তবে ইলেকশনের আগ দিয়ে লাদেন বাবাজি টিভি ফুঁরে হাজির হলে অন্য কথা ...।
পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)
পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)
আমার কিন্তু সারাহ পলিন এর চেয়ে ম্যাকেইন এর বউরে বেশি ভালো লাগে
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
অরূপের দেওয়া ইন্টারভিউটার ভিডিওর একটা প্যারডি (impersonation ) আছে, সেটা আরো মজার --
পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)
পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)
আমার জানালা দিয়ে চাঁদ দেখা যায়, আমাকে NASA-র পরিচালক করে দেওয়া উচিত।
এই মহিলার ছবি দেখে আমিও বেশ "ইয়ে" হয়ে গিয়েছিলাম, কিন্তু কথাবার্তা খুবই কেমন-কেমন যেন। বেখাপ্পা, রুক্ষ, উদ্দেশ্যহীন।
এমনিতেও এই বাম্পটা সাময়িক ছিল, তার উপর সাম্প্রতিক অর্থনৈতিক মন্দার জন্য স্যারাহ্ পেলিনের খোঁজ আর কেউ নিবে না এমনিতেও।
অপেক্ষায় আছি কখন ওবামা ক্যাম্পেইন ম্যাকেইনকে ধুনবে আচমকা একজন "রেগুলেটর" হয়ে যাওয়ার জন্য। ধাপ্পাবাজির একটা সীমা থাকা উচিত।
ইউ টিউব থেকে টিনা ফে'র করা সারা প্যালিনের ওপর রসিকতাটা দেখে নিন, মজা পাবেন।
নতুন মন্তব্য করুন