ভদ্রলোকের নাম রাজা পেটরা কামারুদ্দিন (RPK), মালেশিয়া টুডে.com এর সম্পাদক, খ্যাতনামা ব্লগার। সরকারের নিয়মিত সমালোচনা করতেন। বাহাদুর গেলেন ক্ষেপে। কয়েকবার হ্যাক করার চেষ্টা করালেন। না পেরে শেষে সরকারী নোটিশ গেল সব ISPতে, ব্লক করো ওয়েবসাইট। রাজা মিয়া বুড়ো আঙুলে কাঁচকলা দেখালেন, একটু পড়েই মিরর সাইট দাড়িয়ে গেল।
বাহাদুর তো ক্ষেপে বোম! ব্যবহার করলেন শেষ অস্ত্র ISA Act (আমাদের বিশেষ ক্ষমতা আইনের বড়ভাই), বিচার আর তদন্ত ছাড়াই দেওয়া হল ফাটকাদেশ! ISA Act এর বলে তাকে বিচার ছাড়াই বছরের পর বছরে আটকে রাখা যাবে।
কি লিখেছিলেন তার ব্লগে যে এতো রাগ বাহাদুরের? সরকারের দুর্নীতির সমালোচনা ছাড়াও ডেপুটি পিএম এর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন হত্যাকান্ডে সংশ্লিষ্টতার। আর যায় কোথা! দে পাঠিয়ে কামুন্টিং এর ডিটেনশন সেন্টারে!!
চিন্তার বিষয় হল এই চিত্রটা এখন অনেক দেশেই দেখা যায়। মনে নেই তাসনীম খলিলের কথা? মনে নেই সচল দুর্বিপাক?
সামনে ঘোর দুর্দিনে হে ভ্রাতঃ!!!
মন্তব্য
খুব খিয়াল কৈরা....
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
খুউব খিয়াল কৈরা
এজন্যই খালি ধর্ম নিয়া পোস্ট দেয়া ভালো । খালি হাদীসের বানী ।
আমাদের তেমন কোন পত্রিকা ও নাই, সম্পাদক ও নাই।
সব শালা ভায়রা ভাই
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
অবস্থা ভালো না।
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
RPK এর জন্য খারাপ লাগছে।
পারলে তার আপডেট জানাবেন
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
দীর্ঘশ্বাসের কোনো ইমোটিকন নাই?
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
রাষ্ট্রদ্রোহী ........................ তা বটে! ব্যক্তি যখন নিজেকে রাষ্ট্র ভাবে ------ এই ছবি এদেশেও প্রকট।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
আসেন ভাইসব সবাই ফুল পাখি লতা পাতা নিয়া পদ্য লিখি
পদ্য সর্বদাই সরকারিভাবে স্বীকৃত ও সরকারি বিদ্যালযে পঠিত...
তার আগে সরকারীভাবে স্বীকৃত ফুল পাখি লতা পাতা'র তালিকাটাও করে রাখতে হবে। যেমন বাজপাখি স্বীকৃত নয়।স্বৈরাচার স্বৈরাচার ভাব চলে আসলে গণতান্ত্রিক সরকার আবার মাইণ্ড করতে পারে। চুতরা পাতাও স্বীকৃত নয়। বিশেষ ইঙ্গিতের দায়ে....হতে পারে।
খুব খিয়াল কইরা...।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
নতুন মন্তব্য করুন