ফ্লিকার নিয়ে আমার মোটেও উৎসাহ ছিল না। একদিন কি কারনে যেন ছবি খুঁজছি, গুগল মহাশয় আপনা থেকেই নিয়ে গেলেন এক জায়গায়, ঠিকানার শেষে লেখা ফ্লিকার ডট কম। বাংলাদেশের সব ছবি এবং এক কথায় অসাধারন। সেই সূত্র ধরে আরো ঘাঁটাঘাটি, খুঁজে পাওয়া গেল আরো সব গুনী শিল্পীদের। ছবি দেখে খানিকটা ঈর্ষান্বিত আর খানিকটা বিষন্ন হয়ে গেলাম। একবার মনে লাথি মেরে ক্যামেরাটা ফেলে দেই ন'তলা থেকে। আরেকবার মনে হল ছবিতোলা ছেড়ে দেই চিরদিনের মতো। স্বভাবতঃই এই আবেগ স্থায়ী হয়নি, এরপর আরো আগ্রহে ছবি তুলেছি, ক্যামেরা-লেন্স কিনে ঋণের বোঝাটা আরো ভারী করেছি।
আজকে মনে হল ফ্লিকারের এই আলোছায়ার কবিদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়াটা একটা চমৎকার কাজ হবে। যাদের নাম আজকের লেখায় উঠে আসবে তাদের বিশেষ কোন মাপকাঠিতে মেপে জড়ো করা হয়নি, এরা ছাড়াও আরো অনেক রথি-মহারথি আছেন, সময়-সুযোগ মতো তাদের কাজের সাথেও আড্ডা দেওয়া যাবে।
(১) Ideas are Bullet Proof
এই ভদ্রলোককে নিয়ে আগ্রহের সূচনা তার ধাক্কা দেওয়া নিকের বদৌলতে। Ideas are Bullet Proof নিকের আড়ালের মানুষটার নাম আহমেদ শরীফ। আহমেদ শরীফ ব্লগিংও করেন, তার ব্লগ দেখা যাবে এখান থেকে। আহমেদ শরীফ নিজেকে আলোকচিত্রী পরিচয় না দিয়ে বলেন "ভ্রমনপ্রেমিক"। বাংলাদেশ নিয়ে আর অসাধারন কিছু ছবি পাবেন ফ্লিকারে
(২) zebaislam
জেবা ইসলাম থাকেন ইন্দোনেশিয়াতে (প্রোফাইল তাই বলে)। ফ্লিকারের সেরাদের নামের তালিকায় কেন তিনি থাকবেন সেটা তার ছবি দেখলেই পরিস্কার হবে। তার কাজে শৈল্পিকতা একটা বড় জায়গা নিয়ে থাকে, অনেকটা যেন রঙতুলির শিল্পীদের সাথে পাল্লা দেবার চেষ্টা।
(৩) M R Hasan
মো. রকিবুল হাসান (এম আর হাসান) ফিল্ম ও ভিডিও প্রডাকশনে পড়ালেখা করা মানুষ, ফ্লিকারে বাংলাদেশী ফোটোগ্রাফার্স গ্রুপটার জনকও তিনি। ছবি তুলে গাদা গাদা পুরস্কার নিয়ে নিজের ঝোলা ভারী করেছেন ভদ্রলোক। তার ব্যক্তিগত ওয়েবসাইট দেখা যাবে এখানে। এম আর হাসানের ছবির একটা বড়গুন হল তার ছবিগুলো নীরবতা ভেঙ্গে কথা বলার চেষ্টা করে। সাদাকালো কিছু অসাধারন ছবি দেখে যে কেউ ভক্ত হবেন তার।
(৪) -diya-
আলোছায়ার কবি শব্দটা শাভানাজ রশীদ দিয়ার জন্য একদম যথার্থ। তার ছবি দেখে ঈর্ষান্বিত হওয়াটা বড় বেশী স্বাভাবিক। দিয়ার আরেকটা পরিচয় হল তিনি ওয়ার্ডপ্রেসের নিয়মিত ব্লগার, তার লেখা পাবেন এখানটাতে।
(৫) picazam
বীর আজম তার প্রোফাইলে লিখেছেন তিনি ছবি তোলেন জীবনের শ্রেষ্ঠ মুহুর্তগুলো ধরে রাখার জন্য। অনন্যসাধারন এই শিল্পী আসলেই সেরা মুহুর্তগুলো ধারন করেছেন অনবদ্য মুনশিয়ানায়। আজম লাস ভেগাসে থাকেন, পড়ছেন ব্যবস্থাপনা তথ্য পদ্ধতিতে। তার ওয়েবসাইট দেখুন এখানে।
(৬) Kamrul - Hasan
কামরুল হাসান পেশায় তথ্যপ্রযুক্তিবিদ। তার প্রাণবন্ত ছবিগুলো দেখে সেটা বোঝার উপায় নেই। কামরুলের ছবি মানুষ-প্রধান, সাদাকালোয় অতুলনীয় অভিব্যক্তি ধরে রাখতে তার প্রতিদ্বন্ধী পাওয়া মুস্কিল!
(৭)ღ•:*..*:•Spiritual~A ffection•:*..*:•ღ
মুস্তাফিজুর রহমানে শখ ভ্রমন, আর ভ্রমনে মাঝেই তিনি ছবি তোলেন। নিজের সম্পর্কে লিখতে গিয়ে যে বিশেষন দুটো ব্যবহার করেছেন তার একটা হল সাদামাটা আরেকটা হল অপেশাদার। মুস্তাফিজুর রহমানের ছবি শৈল্পিকতাকে ইচ্ছা করেই মনে হয় দূরে ঠেলে দিয়ে নিত্যনৈমিত্তিক জীবনে গল্পকে ধারন করে গেছে।
(৮) Tipu Kibria
এই টিপু কিবরিয়া যে ছড়াকার টিপু কিবরিয়া সেটা জেনেছি একটু দেরীতে। টিপু কিবরিয়ার ছবির বিষয় বৈচিত্র্যময়, ক্যামেরা হাতে কখনও তিনি বন্ধু, কখনও ফোটোসাংবাদিক আবার কখনও গল্পবলিয়ে। টিপু কিবরিয়া ফ্লিকারের "শুধুই বাংলা" গ্রুপটিরও কর্নধার।
(৯) aftab
আফতাব উজ্জামানের ছবি অতিমাত্রায় নান্দনিক। দিয়ার মতো তিনিও পুরোদম আলোছায়ার কবি। আফতাবে ছবি না দেখাটা যদি কেউ অন্যায় বলেন তবে তাতে অতিশয়োক্তি হবে না মনে হয়।
ভদ্রলোকের ব্লগ পড়ুন এখান থেকে।
(১০) Catch the dream
মো. মনিরুজ্জামান মাইক্রোবায়োলজিতে স্নাতোকোত্তর শেষ করেছেন কদিন হল। এরই মাঝে ভালোবেসে ফেলেছেন ফোটোগ্রাফিকে। ম্যাক্রো, পোর্ট্রেট কিংবা ল্যান্ডস্কেপ-মনিরের দখল সবদিকেই। বিষয় বৈচিত্র্য আর মুনসিয়ানায় মনির সামনের সারিতে স্থান পাকা করে ফেলেছেন।
লেখাটা বড় হয়ে যাচ্ছে বলে আজকে এ পর্যন্তই, পরের পর্ব আরও কিছু আলোছায়ার কবিদের গল্প শোনানো যাবে..
(চলবে)
দ্রষ্টব্য: শিল্পীদের নাম দৈবক্রমে উল্লেখ করা, গুনের বিচার আপনাদের হাতেই থাকুক
কৃতজ্ঞতা: মো. মনিরুজ্জামান
মন্তব্য
কিন্তু আমার মনে হলো লেখাটা ছোট হয়ে গেছে। যা হোক... পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম। প্রত্যেকের দূয়ারে হানা দিয়ে দিয়ে ছবি দেখে আসতে হবে। একটু সময় হাতে করে নেই।
ধন্যবাদ পরিচয়ের সুযোগ করে দিয়েছেন বলে।
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
ধন্যবাদ এদের তুলে ধরার জন্যে। এদের অনেককেই ফ্লিকারের মাধ্যমে জানি। নতুন কয়েকজনকে জানলাম।
কার মধ্যে কি লুকিয়ে থাকে তা বলা মুস্কিল। প্রথমজন আমার প্রাক্তন সহকর্মী। এক অফিসে তার সাথে বেশ কিছু দিন কাটিয়েছি কিন্তু তার এই লুকানো গুণের কথা জানতাম না। কিছুদিন আগে ফ্লিকারে পোস্ট করা ছবির মাধ্যমে তাকে নতুন করে চিনলাম।
ফটোগ্রাফীর জগৎে পেশাদার ছাড়া পৈতে পাওয়া খুব মুস্কিল। ইন্টারনেট মাধ্যম এবং ফ্লিকারের মত প্লাটফর্ম এরকম একদল প্রতিভাবান তরুণ তরুণীর নেশাকে আমাদের কাছে উন্মোচন করিয়ে দিয়েছে যা থেকে বাংলাদেশের ফটোগ্রাফী অঙ্গন সমৃদ্ধ হবে বলেই আমার বিশ্বাস।
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
আর হ্যা, এইসব প্রতিভাবান অপেশাদার শিল্পীদের কিভাবে আমাদের মিডিয়া সমাদৃত করছে দেখুন।
প্রতিনিয়ত ফ্লিকার থেকে মেরে দেয়া হচ্ছে তাদের ছবি, পত্রিকাতে, টিভি চ্যানেলে প্রচারের জন্যে।
ইত্তেফাকে মেরে দেয়া হয়েছে শরীফের ছবি। এর আগেও বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির অনেক সদস্যের ছবি অনুমতি না নিয়ে ছেপেছে তারা।
নাজিনার ছবি চুরি করেছে মানবজমিন।
ইত্যাদি প্রচুর উদাহরণ আছে। আর চোরের মার অবশ্যই বড় গলা হয়। এসব সম্পর্কে অভিযোগ করতে গেলে নানা হুমকি দেয়া হয়েছে বলে শোনা গেছে।
এর প্রতিকার কি করা যাবে না?
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
এতসব ভাল ছবি দেখলে মন খারাপ হয়ে যায় ... এত ভাল ছবি সারাজীবন চেষ্টা করলেও তুলতে পারব না
অরূপ ভাইকে কৃতজ্ঞতা লিংকগুলির জন্য ...
......................................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...
ব্লগার আলোছায়ারুরা সচলের আতিথ্য নিয়ে দেখতে পারেন।
হাঁটুপানির জলদস্যু
ফ্লিকারে বাংলাদেশের ছবি খুঁজতে গিয়ে আহমেদ শরীফের ছবিগুলো দেখে মুগ্ধ হয়েছিলাম।
একসাথে অনেকগুলো অসাধারণ ছবির কারিগরের খোঁজ দেবার জন্য অরূপকে ধন্যবাদ।
কী ব্লগার? ডরাইলা?
কৃতজ্ঞতা , সুন্দর পোস্ট।
বর্ণনাতীত সুন্দর সব ছবি!!!
অরূপ ভাইকে ধন্যবাদ ছবিগুলো দেখার সুযোগ করে দেয়ার জন্য.........।
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
সৈরম পোস্ট। লিংক ধরে গিয়ে গিয়ে মুগ্ধ হচ্ছি।
ধন্যবাদ এদের সামনে আনার জন্য, নিঃসন্দেহে এদের মাঝে অনেক ভালো আলোছায়ার কবি উপস্থিত, ভালো মানুষ, সুন্দর মনের মানুষের উপস্থিতি আছে। এদের সিংহ ভাগই নবীন, এখনও ছাত্র। দুঃখ লাগে যখন দেখি সমাজের মূখপাত্র আমাদের সাংবাদিকদের কেউ কেউ অনুমতি ছাড়াই এদের ছবি ছাপিয়ে দেয়।
অসাধারন সব ছবি
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
এইরকম অসামান্য সুন্দর ছবি দেখলে মনটা খুব খারাপ হয়ে যায়। মনে হয়, জীবনেও এরকম একটা ছবিও তুলতে পারবো না
অরূপ'দাকে ধন্যবাদ, এতো গুণী সব ফটোগ্রাফার আর তাঁদের কাজের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য।
কোন মন্তব্য নাই ! সোজা পছন্দের পোস্টে ক্লিক করছি এখনই।
শুরুতেই যে ছবিটা দিয়েছেন, এক্কেবারে ছবিটা প্রেমে পড়ে গেছি। আপনারই তোলা, তাইনা ? দুর্দান্ত !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
আমি ইশতিয়াক জিকো র ভক্ত। আমাদের ব্লগমন্ডলের জিকো।
আবার লিখবো হয়তো কোন দিন
খুব সুন্দর লেখা। সুন্দর ঝরঝরে ভাষা। ধন্যবাদ।
নতুন মন্তব্য করুন