ঢাকায় গিয়ে লেখালেখি বন্ধের পথে। আজকে হল ২য় আড্ডা, সামনে আবার হবে বিশালাড্ডা (সুমন চৌ এর কুলখানি ইনক্লুডেড)।
কিছু ছবি দেখা যাক বরং
আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলে ক্যামেলিয়াদির ছবি তুলছেন মুস্তাফিজ ভাই, প্ল্যান হল ফোটোশপে চেয়ারের বদলে কমোড বসিয়ে দেওয়া
ক্যামেলিয়াদি টের পেয়ে পালাচ্ছেন
কমোড পোজে আনিস ভাই এর ছবি তোলা হল ১০মিমি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলে
মুস্তাফিজ ভাই পঁচিতদের ছবি দেখাচ্ছেন
সুজন্দা, তাতা, লীলেন্দা ও মৃদুল ভাই
আনিস ভাই এর টাক যেখানে পড়ার কথা ছিল
মন্তব্য
ঢাকায় গিয়ে লেখালেখি বন্ধের পথে
ঢাকার দোষ দিয়া লাভ কি ?? হাতে এসএলআর থাকলে এমনিতেই হাত নিশপিশ করে। তাই ঢাকার দোষ দিয়া ফটো ব্লগ চালায়ে দেওয়া আরকি।
ছবি ভালো হয়েছে। তবে আড্ডায় ইলেকশন রঙ্গ শুনতে চাই।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
জটিল জটিল...
ওরে কয় কী... !!!
কখন কেমনে কী হইলো... !!!
সমন্বিত মহাজোট-আড্ডা-আন্দোলনের পিঠে উদ্দেশ্যমূলক ছুরি মারা হইছে ! তীব্র নিন্দা জানাই। ওই বাহেরা, কুনঠি সবাইইইই...!!!
আমরা কই আছিলাম......!!!
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
আমি আছি আপনার সাথে ।
ব্যাপক দুঃখ পাইলাম । কেউ খবর দিল না ।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
ছবি দেখে বিশাল আমোদ পেলাম। সবগুলোই সুন্দর এসেছে। সাথে সুজন্দার সচলাড্ডা কার্টুন থাকলে আরও জোস হতো।
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
ব্লগ-লেখকের ছবি কই?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
এইখানে দ্যাখেন
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
হেভি মজার!
ধন্যবাদ, কিংকর্তব্যবিমূঢ়।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
দারুন সব ছবি। সাথে আড্ডার বর্ণনা থাকলে জমতো আরো।
আজকে দ্বিতীয় আড্ডা মাইনে! কস কী মমিন!!
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
গৌতম ভাই এবং ফটগ্রাফার মুস্তাফিজ ভাই - এই দুজনের সাথে পরিচিত হওয়ার শখ ছিল । হইল না
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
ধুর!! আড্ডায় গেলে মাগনা মাগনা নিজের একটা মাক্ষী ছবি তোলা যাইতো।
=============================
মিস করলাম এই আড্ডা ।।। এত বিশাল ক্যামেরা দিয়ে ছবি তোলাও মিস করলাম দুইটা দাওয়াত ছিল ঐ দিন
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
যাব্বাবা... অরূপদা ঢাকায় না কি !
ইশশ, অল্পের জন্য আড্ডা মিস হলো এক গাদা। আমি গতকাল রাতেই ঢাকা এসে পৌছেছি...
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
গতকালের পুরো আড্ডাটা ছিল পাপারাজ্জিদের দখলে
এদের আক্রমণ থেকে অন্যরা বেঁচে গেলেও পাপারাজ্জিদেরকে ছবি তুলতে দেয়ায় তানাবীরাকে পুরো রাত কাটাতে হয়েছে পারিবারিক হাজতে মশার কামড় খেয়ে
এই ফটোসেশনে নিজের ছবি তুলতে দেয়ায় কাল সারারাত তানবীরাকে তার বাবা বাড়ির ছাদে দরজা বন্ধ করে আটকে রেখেছিলেন মোবাইল টোবাইল কেড়ে নিয়ে
সারারাত কুয়াশা আর মশার কামড় খেয়ে সকাল বেলা হাজত থেকে মুক্তি পেয়ে সে আমাকে ফোন করে জিজ্ঞেস করে- অরূপ আর মুস্তাফিজ ভাইয়ের ফোন নম্বর আছে কি না
এইবার সামলান
(অতক্ষণে যদি এই দুইজনের বাসায় পুলিশ গিয়ে না থাকে)
তাতায়িত টয়লেট
আজিজ মার্কেটের টয়লেট যে এত সুন্দর জানা ছিলনা, আর এটাও জানা ছিলনা যে কেউ দরোজা খোলা রেখেই ভেতরে বসতে পারেন।
...........................
Every Picture Tells a Story
আর ঠ্যাঙ্গের উপরে ঠ্যাঙ্গ তুলে টয়লেটে বসা একমাত্র তাতার পক্ষেই সম্ভব
আমার বলার কিছু ছিলো না, না গো ......................................
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
ঠিক এই গানটাই তো টয়লেটে শুনেছিলাম? অনেক ভালো গলা।
...........................
Every Picture Tells a Story
আমিও এই ক্যামেরাসন্ত্রাসীদের ভয়ে আছি...
.......................................................................................
আমি অপার হয়ে বসে আছি...
.......................................................................................
Simply joking around...
আপনার ভাই ভয় পাবার কারন কি? ব্যাপারটা সন্দেহজনক, দেখি আমার ক্যামেরায় কোন সূত্র পাই কিনা।
...........................
Every Picture Tells a Story
হায় হায়. এটা কি দেখছি!!!! দরজা খোলা রেখে বাথরুমে অথবা বাথরুমে ফটো সেশন
............................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
মুস্তাফিজ ভাই, এগিয়ে চলেন, আমরা আছি আপনার সাথে।
কোনো ভয় নাই আপনার। কাজ চালিয়ে যান।
শুধু তাতা না, এই আড্ডায় অংশ নেয়া সকল সচলের কমোডে বসা ছবি আমরা দেখতে চাই, এইটা জনগণের দাবী।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
আগে আমাকে রুমাল পাঠান, নাকে বাঁধতে হবে
...........................
Every Picture Tells a Story
আড্ডার খবর জানতাম আমি। এইসব ফোটো কারগরদের হাত থেইকা বাঁইচা গেলাম। মানীর মান রাখে আল্লায়
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
আসেন হাত মেলাই
আসলেই বেঁচে গেছেন, নাইলে দেখতেন "কমোড কবি" ক্যাপশনসহ আপনার ছবি চলে আসত
অনেক সুন্দর হয়েছে অরিজিনাল ছবিগুলো। মিস করলাম ভাবতে ভাবতেই নিচে এসে মনে হ'লো- না, জব্বর বাঁচা বেঁচে গেছি বাবা।
-----------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
হিসাবটা ছিলো এইরকম
১.চা- ১১কাপ X ৪বার=
২.চপ - ২২টা
৩.ছোলা- ১১ প্লেট ..................
..........................................
---------------------------------------------------------
আমরা যারা শিখিনি চাষবাস,ফসলের গীত
গুলালিতে পাখি হত্যা
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
আমি জানতাম, মুস্তাফিজ ভাই আর অরূপ ভাই দুষ্ট ছেলেমেয়েদের এইভাবে পঁচাবেন। তাই গৌতম বুদ্ধ সেজে গিয়েছিলাম! পঁচানোর জন্য কাছে আসলেই বাণী ঝেড়ে দিতাম...
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
আল্লাহ আল্লাহ করতেছি, কখন কোন ফাঁকে কোন বেফস্কা ছবি যে প্রকাশ হয়ে পড়ে।
বেফস্কা কিছু করছিলা না কি তাইলে?! হুম?
-----------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
আর যদি বিশ্বাস করি কোনদিন এদের------। তাতা-ও তো আসতেই জানাতে পারত এদের কূট পরিকল্পনা--------।
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........
আপনি যদি আজিজের টয়লেটে না যেয়ে থাকেন ভয় কি? আমি তো আপনাকে সেখানে দেখিনি, অন্ততঃ এব্যাপারে আমাকে বিশ্বাস করতে পারেন।
...........................
Every Picture Tells a Story
- মুস্তাফিজ ভাইয়ের সচুফটুকের সাথে আসল ফটুক মিলেনা বলে মাইনাস।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
প্লাসটিক সার্জারী করিনাই, বেনী বান্ধা আর চুল ছাড়া, তফাত্ আরেকটা আছে ঘোলা আর পরিষ্কার।
...........................
Every Picture Tells a Story
নতুন মন্তব্য করুন