টাকা পাচার!!!! ??

বকলম এর ছবি
লিখেছেন বকলম [অতিথি] (তারিখ: শনি, ৩১/০১/২০০৯ - ১২:৪১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ধারনাটা মাথায় ঢুকে সম্ভবত ২০০৪ এর আগষ্ট-সেপ্টেম্বর মাসে। ২১ শে আগষ্টের বোমা হামলার পর যখন সারাদেশ যখন শঙ্কা আর গুজবের উপর ভেসে বেরাচ্ছে, কেউ একজন বলল যে এই বোমা হামলার সাথে ক্ষমতাসীনদের একটি মহা ক্ষমতাধর ভবনের সংশ্রব থাকতে পারে। সাথে আরও শুনলাম,এই ঘটনার আগে বিরাট অংকের টাকা দেশের বাইরে পাঠানো হয়েছে। যদি ঘটনা ফাঁস হওয়ার কোনো লক্ষন দেখা যায় এবং পালানোর প্রয়োজন হয়, তারই সতর্কতামূলক ব্যবস্থা। এত বেশি টাকা দেশের বাইরে পাঠনো হয়েছে যে, ব্যাংকে বিদেশি টাকার ঘাটতি হয়ে গিয়েছে। এর পরে যখন ২০০৫ এর ১৭ ই আগস্টের বোমা হামলা হল, তখনো একই ধরণের গুজব । কিছুদিন মাথায় ঘুরঘুর করল, আবার যথারীতি ভুলে গেলাম।

এরপর প্রবাস জীবন। একসময় Forex এর পোকা মাথায় ঢুকল। বিভিন্ন মুদ্রার Historical price নিয়ে কাজ করতে করতে একসময় দেখতে গেলাম টাকার graph.- কিছু কিছু অস্বাভাবিকতা চোখে পড়ল।

এ প্রসঙ্গে বলে রাখা দরকার যে Forex market একটি efficient market এবং তাতে প্রতিদিন ১.৫ ট্রিলিয়ন ডলারের কেনাবেচা হয়। একজন মানুষ বা একটি প্রতিষ্ঠানের পক্ষে কোন মূদ্রার দাম স্থায়ীভাবে কমানো বা বাড়ানো সম্ভব না।
তবে যেসব মূদ্রার volume কম (যেমনঃ টাকা), সেসব মূদ্রার কোন বড় Transaction হলে সাময়িকভাবে দাম বাড়লে বা কমলেও সাথে সাথে তা সাধারণত আগের জায়গায় চলে আসে।

এবারে আসা যাক টাকা প্রসঙ্গে। আমি এখানে ২০০৩ থেকে ২০০৮ পর্যন্ত প্রত্যেক বছরের টাকার Inter bank market এর দামের Graph দিলাম।

ImageHost.org

ImageHost.org

ImageHost.org

পর্যবেক্ষণঃ

(১) ২০০৫ এর জূলাই মাসে পর পর তিনবার ডলারের দাম সাময়িকভাবে বেড়ে গিয়েছিলো। এর মানে হচ্ছে যে ঐ দিনগুলোতে টাকার বিপরীতে ডলারের চাহিদা হঠাৎ বেড়ে গিয়েছিলো,অর্থ্যাৎ দেশ থেকে আইনি (যেমনঃ বড় L/C with over invoicing ) বা বেআইনিভাবে (সুটকেসে?) টাকা বের হচ্ছিলো। এ ধরণের pattern এর আগে কখনো দেখা যায়নি।
(২)২০০৩ এবং ২০০৪ এর শেষের দিকে এবং ২০০৪ এর মে-জ়ুন মাসে কিছুটা অন্য ধরণের কিছু pattern দেখা যায়।
(৩)২০০৫ এ আরও ৩ বার ঐ pattern দেখা যায়। তবে ২০০৬ এর সারা বছর জুড়ে অনেকবার এর পূণরাবৃতি ঘটে।
(৪)তত্ত্বাবধায়ক সরকারের সময় এই pattern ভোজবাজির মত উধাও হয়ে যায়। যদিও ২০০৭ এর জুলাই এর শেষের দিকে একবার দেখা যায়।
(৫)২০০৮ এর শেষের দিকে কিছুটা অস্থিরতা দেখা যায়। তবে তা সম্ভবত ইদানিংকার Financial turmoil এর সাথে সম্পর্কিত।

ব্যাখ্যাঃ

(১) ২০০৫ এর জুলাই মাসে ৩ দফায় বিরাট অংকের টাকা বাইরে পাচার হয়। একি বছর আরো ৩ বার একই ঘটনা ঘটে।
(২) ২০০৫ এ মজা পেয়ে যাওয়ার পর ২০০৬ এর সারা বছর জুড়ে এই ঘটনা ঘটে।
(৩) তত্ত্বাবধায়ক সরকার আসাতে অর্থপাচার বন্ধ থাকে। তবে ২০০৭ এর জুলাই মাসে একটা সন্দেহজনক ওঠানামা দেখা যায়।
(৪) বিশেষ বিশেষ দিনগুলোতে কে কে বড় অংকের টাকা তুলেছে/ বৈদেশিক মূদ্রা কিনেছে / L/C খুলেছে - তা বের করে এবং তা অনুসরণ (backtrack) করে অর্থপাচারকারীদের সনাক্ত করা সম্ভব।

পুনশ্চঃ উপরের পর্যবেক্ষণ এবং ব্যাখ্যা একান্তই আমার নিজস্ব।


মন্তব্য

এনকিদু এর ছবি

দারুন গবেষণা !


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

রায়হান আবীর এর ছবি

দেখা যাক ধরতে পারে কী না আদৌ... গ্রাফ দিয়ে ব্যাখ্যা করার জন্য ধন্যবাদ, বেশ কষ্ট করতে হয়েছে নিশ্চয়ই।

=============================

রেনেট এর ছবি

টপিক খুবই ইন্টারেষ্টিং। আরো আসুক।
আপনার শ্রমের জন্য অনেক ধন্যবাদ। আপাতত ৫ তারা নেন।
---------------------------------------------------------------------------
If your father is a poor man, it's not your fault ; but If your father-in-Law is a poor man, it's definitely your fault.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

হিমু এর ছবি

এইরকম পোস্ট নিয়মিত চিবানোর জন্য দাঁত মেজে রাখলাম। উত্তম জাঝা!


হাঁটুপানির জলদস্যু

বকলম এর ছবি

একটা কথা বলতে ভুলে গেছি। Graph গুলোর জন্য উপাত্ত ( data) নেয়া হয়েছে এখান থেকে

রেজওয়ান এর ছবি

দারুন গবেষণা।

বকলম, আপনি কি অনুগ্রহ করে আমাকে একটি মেইল করবেন? i_rezwanঅ্যাটhotmail.com

পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?

দময়ন্তী এর ছবি

ইন্টারেস্টিং!!
------------------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।