"প্রতিদিনের গল্প" বাহির হইয়াছে

অরূপ এর ছবি
লিখেছেন অরূপ (তারিখ: বিষ্যুদ, ১৯/০৩/২০০৯ - ১:৩৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


.
.
.
.
.
.
.
.
.
.
ডাউনলোড করুন এখান থেকে (২টা লেখা বাদ পড়েছিল ভুলে, সেগুলো জুড়ে দেওয়া হল)


মন্তব্য

অমিত আহমেদ / আড়াল থেকে এর ছবি

ডাউনলোড করলাম।
কালারে প্রিন্ট নিচ্ছি এক্ষুণি।

অতন্দ্র প্রহরী এর ছবি

সব লেখা পড়া হয়নি। শুধু ছবিগুলো দেখলাম। এক কথায় অপূর্ব। আলবাব ভাই আর অরূপ'দাকে স্পেশাল থ্যাংকস এই চমৎকার উদ্যোগের জন্য। সত্যিই দুর্দান্ত হয়েছে।

লীলেন'দার ছবিটা মজারু দেঁতো হাসি

মাহবুব লীলেন এর ছবি

দেইখ্যা হালাইলাম
ছবিগুলান দারুণ
(আমারটাসহ)

আরিফ জেবতিক এর ছবি

লেখা দেইনাই বলে আনন্দিত হইছি ।
এতো সুন্দর সুন্দর ছবির সাথে আমার ছবিটা গেলে সম্পাদকদ্বয়ের বিচারে ভরসা হারাতাম ।

অপূর্ব হয়েছে ।

তুলিরেখা এর ছবি

এইমাত্র ডাউনলোড করে নিলাম ছবির বই প্রতিদিনের গল্প।
পুরো বই খুব সুন্দর হয়েছে, ছবিগুলো অপূর্ব, সাথে লেখাগুলো ও !
শুভেচ্ছা ও অভিনন্দন। আগামীতে এরকম আরো দেখতে চাই।

----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

রানা মেহের এর ছবি

জটিল রকম সুন্দর

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

প্রকৃতিপ্রেমিক এর ছবি

খুবই সুন্দর লেখাগুলো আর সেইরকম সুন্দর ডিজাইন। শ্যাষ হইয়াও হইলোনা শ্যাষ!

অনিকেত এর ছবি

ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো যে লোকগুলোর অক্লান্ত পরিশ্রমের ফসল এই সংকলনটি---তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এবং বাকী সকলের তরফ থেকে।
এত অল্প সময়ের মাঝে এমন চমৎকার সংকলন ----ভাবাই যায় না।

শুভেচ্ছা সকলের উদ্দেশ্যে---

অমিত এর ছবি

সাইফুল আকবর খান, তুলিরেখা-র ছবিদুটা বেশ লাগল। পুরোনো আইডিয়া, কিন্তু অসাধারণ
লীলেন ভাইয়ের ছবি আর লেখায় জাঝা

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

দারুণ... ডাউনলোড করলাম... সবগুলো পড়া হলোনা এখনো... কিন্তু ছবি দেখে ভাল্লাগছে... পড়ে নেবো সময় করে।

সম্পাদক দুই অপুকে অভিনন্দন...

এরকম আরো করা যায়... আবেদন থাকলো।

সচলের এই প্রথম কোনো এক ইবইতে আমার লেখা গেলো। দেঁতো হাসি

ছবিগুলো আরেক্টু বড় সাইজে দেওয়া যেত না?
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

চলুক চলুক চলুক চলুক চলুক

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

চ্রম সৈন্দয্য হইসে!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

মূলত পাঠক এর ছবি

চমৎকার লাগলো, অনেক ধন্যবাদ সবাইকে যাঁরা এই প্রচেষ্টার পেছনে ছিলেন। ছবিগুলো আরেকটু বড়ো হলে আরো ভালো হতো।

লেখার মধ্যে আমার পছন্দের: রণদীপম বসু, ইমরুল কায়েস, নজরুল ইসলাম।

ছবির মধ্যে: প্রকৃতিপ্রেমিক, তুলিরেখা, অরূপ। তুলিরেখার ছবিটা বড়ো আকারে খুলতো ভালো।

কারুবাসনার শিরোনাম অসাধারণ, মনে হলো চেনা ঊদ্ধৃতি, কিন্তু কার লেখা তা তো মনে করতে পারলাম না। ছবিটা আরেকটু কাব্যিক হলে যথাযথ হতো। এই কথাটা অনিকেতের রচনার সম্বন্ধেও বলা যায়।

কয়েকটা বর্ণাশুদ্ধি চোখে পড়লো, পয়েন্টের লোভ সামলাতে পারছি না।

ভূমিকা:
উদ্দেশ্য [ভুল বানানে দ-দ-এ য-ফলা ছিলো, লিখতে পারলাম না কোনোভাবে]

নজরুল ইসলাম:
"শ্বাপদে ও সঙ্কুলে": এটা কি সঠিক ব্যবহার? শ্বাপদসঙ্কুল মানে তো বোধ হয় শ্বাপদে পরিপূর্ণ।

কীর্তিনাশা, পঞ্চম প্যারা:
"নিস্কৃতি" (নিষ্কৃতি), "উপোভোগ" (উপভোগ), "জবনিকা" (যবনিকা)

নীড় সন্ধানী:
"নাঁড়িছেড়া" (নাড়িছঁেড়া), "প্রৌড়" ও "প্রৌড়ত্ব" (প্রৌঢ় ও প্রৌঢ়ত্ব)

লীনা ফেরদৌস:
"চীরদিনের" (চিরদিনের)

মাশিদের লেখার শেষের শব্দ অসমাপ্ত রয়ে গেছে কোনো ভাবে।

ভালো লেগেছে বলেই আরো ভালো করার জন্য এত কথা বললাম, আশা করি কেউ কিছু মনে করবেন না। দ্বিতীয় খন্ডের প্রতীক্ষায় রইলাম।

মূলত পাঠক এর ছবি

য়-এ এ-কার ইত্যাদি থাকলেই ঘঁেটে যাচ্ছে, এর কোনো প্রতিকার কারোর জানা আছে কি?

একই সমস্যা ড়-এর ক্ষেত্রেও।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

নজরুল ইসলাম:
"শ্বাপদে ও সঙ্কুলে": এটা কি সঠিক ব্যবহার? শ্বাপদসঙ্কুল মানে তো বোধ হয় শ্বাপদে পরিপূর্ণ।

না সঠিক ব্যবহার না। কিন্তু আশপাশের শব্দবাক্যগুলোর মধ্যে শ্বাপদসঙ্কুল যাচ্ছিলো না, তাই ওটাকে ভেঙ্গে দিয়েছি। লেখার সময় বলেছি "ব্যাকরণ মানিনা" চোখ টিপি
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

মূলত পাঠক এর ছবি

যাক, মাস্টারি করলাম দেখে মাইন্ড করেন নি, নিশ্চিন্ত হলাম। নতুন সংস্করণে সব বানান ঠিকঠাক দেখে আরো ভালো লাগলো। সম্পাদকদের ধন্যবাদ।

এম. এম. আর. জালাল এর ছবি

শুভেচ্ছা ও অভিনন্দন।


এম. এম. আর. জালাল
"ফিরে দেখুন একাত্তর ঘুরে দাঁড়াক বাংলাদেশ।"


এম. এম. আর. জালাল
"ফিরে দেখুন একাত্তর ঘুরে দাঁড়াক বাংলাদেশ।"

আলমগীর এর ছবি

অকা আর নআ চলুক
ফন্টের সাইজ একটু ছোট লাগে।
(সম্পাদকীয় যে সাইজে লেখা, সেটা হলে জোশ ছিল)।

হাসান মোরশেদ এর ছবি

মাশীদের টা খুব মজার হৈছে ।
পায়ের ফাকে যেনো কার খোমা দেখা যায়? হাসি
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

ধুসর গোধূলি এর ছবি

- আমিও সন্দো করতাছি। হাতের টর্চ লাইটে ব্যাটারী না থাকায় খোমাটা পরিষ্কার দেখা গেলো না! মন খারাপ
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

ধুসর গোধূলি এর ছবি

- তব্দা খায়া রইলাম কতোক্ষণ, কী ফস্কানোটাই না ফস্কাইলাম। মন খারাপ
ফটুক ছিলো, কিন্তু লেখা বাইর হয় না কী করুম!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

আমারো একি কেইস, ছবি রেডি কইরাও আর লেখা হয় নাই ...

বইটা দুর্দান্ত হইছে ...
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

গৌতম এর ছবি

আমার আবার উল্টাটা। লেখা ছিলো কিন্তু ছবি বাইর হয় না কী করুম!
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

বিপ্লব রহমান এর ছবি

- তব্দা খায়া রইলাম কতোক্ষণ, কী ফস্কানোটাই না ফস্কাইলাম।
ফটুক ছিলো, কিন্তু লেখা বাইর হয় না কী করুম! চোখ টিপি


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

রানা মেহের এর ছবি

একটা বই করা যায় না শুধু ছবির বই?

অন্তত একটা দুর্দান্ত ছবি দেখেছি আমি একজন সচলের।
লিখতে পারেন নি বলে ছবিটাও দেননি।

মডারেটর এবং সম্পাদক ভাইয়েরা ভেবে দেখুন না
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

ইশতিয়াক রউফ এর ছবি

আপনাদের মত গুড-ফর-এভরিথিং লোকজনকে নিয়ে যে কী করি... দেঁতো হাসি

পান্থ রহমান রেজা এর ছবি

সৈরম।
চলুক

কীর্তিনাশা এর ছবি

কি সুন্দর! কি সুন্দর! হাসি

সম্পাদক দু'জনকে অশেষ ধন্যবাদ।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

রেনেট এর ছবি

চমতকার ছবি, চমতকার সংকলন।
সবগুলো ছবিই চমতকার। আলাদা করে ভালো লাগল তুলিরেখার ছবিটি।
---------------------------------------------------------------------------
If your father is a poor man, it's not your fault ; but If your father-in-Law is a poor man, it's definitely your fault.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

মুশফিকা মুমু এর ছবি

দারুন লাগল সবার ছবি হাসি লীলেন ভাইয়ের ছবিটা দেখে হাসতে হাসতে পরে গেলাম, লেখাগুলো বাসায় গিয়ে পড়ব

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

মুশফিকা মুমু এর ছবি

কি যে বলেন ভাইয়া, লাইফে এই প্রথম আমার আবল তাবল অফিসিয়ালি ই-বুকে উঠল আপনার জন্য দেঁতো হাসি আপনাকে অনেক অনেক অনেক অনেক টু দা পাওয়ার ওফ ইনফিনিটি টাইমস ইনফিনিটি স্কয়ারড ধন্যবাদ দেঁতো হাসি

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

আনিস মাহমুদ এর ছবি

দারুণ উদ্যোগ! সচলায়তন ছাড়া এতগুলো গুড ফর এভরিথিং মানুষ আমি আর কোথাও দেখিনি।

.......................................................................................
আমি অপার হয়ে বসে আছি...

.......................................................................................
Simply joking around...

মুশফিকা মুমু এর ছবি

ভাইয়া আমাকে এভাবে স্পট লাইটে ফেলার কি দরকার ছিল, ইয়ে, মানে... কি এমবেরেসিং লইজ্জা লাগে

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

রেনেট এর ছবি

মুমু দেখা যায় বিরাট পোতিভা।
মাঝে মাঝে অবশ্য এত পোতিভা দেখলে ভীষণ রাগ লাগে মন খারাপ
---------------------------------------------------------------------------
If your father is a poor man, it's not your fault ; but If your father-in-Law is a poor man, it's definitely your fault.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

সচল জাহিদ এর ছবি

আমি অতিথি লেখক, তাই প্রথম সচলায়তনের ই-বুকে স্থান পেয়ে অসম্ভব ভালো লাগছে।

সব ছবি আর লেখাগুলি দুর্দান্ত হয়েছে। কিছু উল্লেখযোগ্য ছবি ও লেখার মন্তব্যঃ

প্যাডেলঃ রন দা

অসম্ভব মর্মস্পর্শী এবং বাস্তবতায় পরিপুর্ন। প্রিয় অংশঃ

যে গ‌ুপ্ত ট্র্যাজেডির ভার বইেত পারবোনা, তাকে উন্মুক্ত করে দায়সারা কূটিলতায় নাগিরক সহানভুতির ভণ্ডামো দেখানোর অপমানটুকু নাই বা করলাম

তিমির আলার্মঃ মুসফিকা মুমু

আমার ছেলেটার কথা মনে করিয়ে দিলেন, কবে যে আসবে আমার কাছে !!

ঘড়ির কাটাঃ টিকিটিকির ল্যাজ
একেবারেই প্রাত্যাহিক একঘেয়ে জীবনের কথকথা

পথই আমার পথের আড়ালঃ নজরুল ইসলাম

পড়ে জেমসের গানটির কথা মনে পড়ে যায়,

'পথের বাপই বাপরে মনা পথের মা'ই মা'
পথের মাঝে খুজে পাবি আপন ঠিকানা'

একটা গ্রাম এবং এক কিশোরের র আজীবন মুগ্ধতাঃ নীড় সন্ধানী

প্রান ছুঁয়ে যাওয়া লেখা।আমাদের মত কৃত্রিম শহুরে মানুষ যাদের নাড়ী কাটা পরেছে গ্রামের কোন দাই'মার কাছে তাদের অনুভুতি।

মগঃ ইমরুল কায়েস

বিশ্ববিদ্যালয়ের হল জীবনের অতি চেনা রূপ

স্টিকারঃ এনকিদূ

আমৃত্যু দাবী

দাদু এসেছ্‌ দাদুঃ ইশতিয়াক রউফ

ইশতি তোমার সাহসীকতার প্রসংশা করতে হয়।

জীবনঃ পৰ্বাহ-প্যাঁচ-পয়জারঃ সাইফুল আকবর খানঃ

সংক্ষিপ্ত জীবন কাব্য

ফাগ‌ুন হাওয়ার আগ‌ুন ছোঁয়াঃ তুলিরেখা

অসাধারন ছবি

বিঃদ্রঃ আমারডার মন্তব্য কিন্তু করি নাই

-----------------------------------------------------------------------------
আমি বৃষ্টি চাই অবিরত মেঘ, তবুও সমূদ্র ছোবনা
মরুর আকাশে রোদ হব শুধু ছায়া হবনা ।।


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

লেখাটি লিখতে গিয়ে আমারও জেমসের গানটিই মনে পড়ছিলো।

আর জেমসের এই গানটির সাথে আমার একটুখানি দূরাগত যোগাযোগ আছে। আমি তখন আনন্দভুবন নামে একটা বিনোদন ম্যাগাজিনের সাবএডিটর। আমাদেরই একটা ফটোসেশনে গিয়ে জেমস এক কৃষকের কাছ থেকে একটি কলা খান। তখন কথায় কথায় সেই কৃষক বলেন "বুঝলা, পথই সব, পথই মা, পথই বাপ..." (একেবারে হুবহু মনে নাই, তবে কথাটা মোটামুটি এরকম ছিলো)

তখন থেকেই কথাটি একেবারে মনে গেঁথে যায় সবার। তারপর এটা গান হয়ে যায়।
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

গোপাল ভাঁড় এর ছবি

সেরম হইছে।

--------------------------------------------
<ঘ্যাচাত, ঘ্যাচাত, ঘ্যাচাত> - আমার সিগনেচার

--------------------------------------------
বানান ভুল হইতেই পারে........

লীনা ফেরদৌস এর ছবি

Lina Fardows

সবার এত ভাল ভাল লেখার সাথে আমার জগন্ধ লেখাটা আর ছবিটা দেওয়া হয়েছে এই জন্য অরুপ আর যাঁরা এই প্রচেষ্টার পেছনে ছিলেন তাদের কাছে কৃতজ্ঞ এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ । সবার লেখা আর ছবি অসাধারণ। তবে রিক্সা প্যাডেল মনে বেশ প্যডেল মারছে।

Lina Fardows

মাহফুজ [অতিথি] এর ছবি

অনেক অনেক সুক্রিয়া অরূপ এই স্পেশাল ইস্যুতে স্থান দেবার জন্য । প্রথম দফায় বাদ পড়াতে আশাহত হয়েছিলাম। এবার যারপরনেই ভাল লাগল।

বনমিয়া এর ছবি

মানুষ এত কিরিয়েটিভ হয় কিভাবে?
আইডিয়াটা খুব ভাল লাগলো।

মুস্তাফিজ এর ছবি

জটিল

...........................
Every Picture Tells a Story

রণদীপম বসু এর ছবি

মুস্তাফিজ ভাই, কথা দিয়েও কথা রাখেন নি। আপনার ছবি ও লেখা এখানে নেই !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

নীড় সন্ধানী [অতিথি] এর ছবি

ক্লোজআপ ছবিগুলো বেশী চমৎকার হয়েছে। এরম জানলে আমি একটা ক্লুজআপ দিতাম। আপসুস। লেখাগুলো এখনো পড়িনি। ছবিদেখা শেষ করলাম মাত্তর। ছবিগুলো কী আরেকটু বড় করা যেত না? নাকি প্রিন্টিং খরচ বেশী পড়ে হাসি

অম্লান অভি এর ছবি

সকালে অফিসের তাড়ায় দেখা হয় নাই এমন কি ডাউল লোড তাও না। বিকালে ঘরে ফির সচলে ঘুরা ঘুরি করতেই ফোন পেলাম ন্যাংটা ছেলের বাপের তুমি 'প্রতিদিন গল্প' ডাউন লোড করেছ? না উত্তরের সাথে সাথে হ্যা উত্তরের অর্ধেক শেষ।
কিন্তু ডাউন লোডের পরে ছবি দেখতে আর কিছু লেখা পড়তে পড়তে কখন যে 'শ্যাষ' কথাটা ছবি হয়ে দাঁড়াল টের পাই নি।

চমৎকার...........দেখে এক কথায় বললাম, পড়ে পরে জানাব। সম্পাদকদ্বয়কে সাধুবাদ। আহা সচলায়তন!

মরণ রে তুহু মম শ্যাম সমান.....

পলাশ দত্ত এর ছবি

এতো ছোটো কেনো সংকলনটা! আবার কিছুদিন পর লেখক-পাঠকদের ডাক দিয়ে তাদের লেখা জুড়ে একটা দ্বিতীয় সংস্করণ করা যায়?
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

ইশতিয়াক রউফ এর ছবি

আমার মন্তব্যের উপরেরটাতেই তো কে যেন এক হাত তুলে আছে... ওনার হাতেই দিয়ে দেওয়া যাক। চোখ টিপি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

এই সঙ্কলনে মুস্তাফিজ ভাইরে মিস করছি। অসুস্থতা তাকে দিলো না লিখতে... মন খারাপ
তবে আনিস ভাইয়ের অজুহাত কোনটা? আনিস ভাই ফটুরে হয়াও বঞ্ছিত করছে।
একই কাজ করছে মেহেদী হাসান, কিংকং, হিমু, বদ্দা, বিডিআর (অন্তত এনাদের ছবির সঙ্গে আমি পরিচিত)
আর সম্পাদক নজমুল আলবাব নিজে কোন বুঝে ফাঁকি দিলো?

পরবর্তী ছবeবুকে তাদের বাধ্যতামূলক চাই... চোখ টিপি

পহেলা বৈশাখেই হতে পারে নতুন বই... চাল্লু
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

ইয়ে মানে, সাবজেক্টটা কি একটু রিকনসিডার করা যায়? আমরা যারা বাইরে আছি তাদেরও যদি পয়লা বৈশাখের ছবি দিতে হয় তাইলে তো বাটে পড়বো ...

এইবার দেয়ার ইচ্ছা ছিল, ছবিও সিলেক্ট করছিলাম ... আলস্য করে লেখা হইলো না মন খারাপ
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

ঠিকাসে, তাইলে আছি দেঁতো হাসি
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

অতন্দ্র প্রহরী এর ছবি

আশা করি, আমিও দেঁতো হাসি

মুস্তাফিজ এর ছবি

লেখা তৈরী ছিলো। দিতে পারিনাই।

...........................
Every Picture Tells a Story

রণদীপম বসু এর ছবি

এখন পুরোপুরি সুস্থ কিনা আগে সেইটা বলেন....

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

কারুবাসনা এর ছবি

কতগলি বিষয় দিলাম, নজু মিয়ার লগে-

১)ফেলনানগর

আপনার শহরের যা আপনি চান না। লেখা সহ (৬০০ শব্দ)একটি স্কেচ দেওয়া আবশ্যক।
২)সিনেমা সংক্রান্ত

প্রত্যেকেরই স্মৃতি আছে, ভাবনা আছে। প্রথম দেখা, শেষ দেখার বাইরে ঐশ্বর্য প্রেম বা ততোধিক কিছু। সিনেমাহল, পোষ্টার বা অন্যকিছু যা সিনেমা সংক্রান্ত।

দুটি করে ছবি লেখার( ৮০০ শব্দ) সাথে দিতে হবে, সেটা ইন্টারনেট থেকে ডাউনলোড করে বা এঁকে। ছবিতে কাটাকুটি করার অধিকার সম্পাদক বা শিল্পীর থাকবে।

৩) স্বপ্ন প্রদোষ

স্বপ্ন যা দেখেন বা দেখেন না। একদল লিখবে, একদল ইলাস্ট্রেট করবে। ১০০০ শব্দ চলবে।

নজু ভাই আ্যড করেন।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

মূলত পাঠক এর ছবি

স্বপ্ন প্রদোষের আইডিয়াটা খুব ওরিজিনাল, এইটার ওপর হলে অলঙ্করণের কাজে লাগতে পারি।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আমি রাজী দেঁতো হাসি
সবগুলারে দাবড়ায়া লেখা আদায় করতেছি...

নববর্ষের প্রথম প্রহরেই নতুন ইবই প্রকাশ হবে। এখানে ছবি আর লেখার বিষয় নিয়ে একটু আলোচনা করে নেই... তারপর সেই মতো ঘোষণা যাবে আনুষ্ঠানিক...

সুমেরুদা কিছু প্রস্তাব দিছে। আমি সঙ্গে যোগ করি কিছু... জনগন বলুক...

পহেলা বৈশাখ আমাদের সবচেয়ে বড় উৎসব। ধর্মের বেড়া ভেঙ্গে আমরা সবাই মিলে উৎসবে মাতি। উৎসবের প্রকাশ নানারকম হতে পারে। যে কোনো উৎসব হতে পারে ছবি আর লেখার বিষয়

[b]আনন্দ ফূর্তির প্রকাশ বা রঙ... এসবও হতে পারে। মোটকথা ছবি আর লেখায় একটা ফূর্তি থাকবে, প্রাণ উপচে পড়া ফূর্তি...

অথবা হতে পারে আমাদের ঐতিহ্য বিষয়ক কিছু...

কেমন হয়?
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

রং/ ফুর্তি/ আনন্দ/ উতসব এই থীমটায় ভোট দিলাম ... পছন্দ হইছে চলুক
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

হ... ফূর্তির আমেজ থাকুক... প্রাণ উপচানো রঙিন আনন্দ... তাইলে ছবি তুলে ফেলেন... লেখা লিখে ফেলেন...
আর দুয়েক্টা ভোট পাইলেই ইবুকের ঘোষণা দিতাছি...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

মাহবুব লীলেন এর ছবি

সম্পাদক সাব
ছবির লগে লেখাটা বাধ্যতামূলক না রাখলে হয় না?

ছবির লগে লেখা দিতে বললেই তো ভয় লাগে

আর খালি মনে হয় মুস্তাফিজ ভাই একটা ছবি নিয়া পাতার পরে পাতা কেমনে লেখে?

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আপনার মতো লেখক যদি এই কথা বলে, তাইলে তো আর কেউ লেখতেই চাইবো না।

লেখায় ফাঁকি দেওয়ার কায়দাও তো আপনে ভালোই শিখায়া দিছেন লোকজনরে... তিনটা শব্দের এক্টা বাক্য বানায়া সেইটা কপি পেস্ট মেরে তিন লাইনের কবিতা বানাইছেন...

আপনেরে মিয়া লন্ডনে গিয়া মাইর দিয়া আসা দর্কার... চোখ টিপি
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

হ... মজাই হইবো মনে হয় বe টা... রঙিন এক দুনিয়া...

ঘোষণা তো দিয়া দিলাম... এবার ছবি দেন... লেখা দেন... জলদি...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

বিপ্লব রহমান এর ছবি

গুল্লি আইডিয়া!!

এবার আছি।...কিন্তু--

ছবি যদি শুধু ফেসবুকে নিজস্ব ফটো অ্যালবামে প্রকাশিত হয়, কোনো অসুবিধা আছে?


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আপনার কাছে তো স্পেশাল লেখা আর ছবির দাবী আছে... নিশ্চয়ই বুঝতে পারছেন? ফোনে বিস্তারিত বলুমনে...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

বিপ্লব রহমান এর ছবি

ওক্কে স্যার! জানি না আব্দার মেটাতে পারবো কী না; তবে নিশ্চয়ই চেষ্টা করবো।


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

ভূঁতের বাচ্চা এর ছবি

মনখারাপ করা একটা গল্প দিয়ে শুরু হলেও পুরো বইটার কথা ধরতে গেলে ভাল লেগেছে। ছবিগুলোর মধ্যে সবচেয়ে মজা পাইসি অরূপ দাদার ভি-শেপড ঠ্যাং জোড়া দেখে। ফারুক হাসানের লেখাটা একেবারেই অন্য ধরনের হয়েছে। শুধুই ছবি... কি তামশা ! আলমগীর ভাইয়ার ছড়াটা ছিল দারুন মজার। অংশগ্রহণকারী সব লেখক-লেখিকাদের ধন্যবাদ জ্ঞাপন করছি। আর সাথে বিশাল থ্যাঙ্কু আলবাব ভাইয়া এবং অরূপদাদাকে তাদের এত খাটুনি করার জন্য। আলবাব ভাইয়ার লেখাটেখা পেলেও মন্দ হতোনা।
-------------------------------------

--------------------------------------------------------

মুস্তাফিজ এর ছবি

মাহবুব লীলেন লিখেছেন:

আর খালি মনে হয় মুস্তাফিজ ভাই একটা ছবি নিয়া পাতার পরে পাতা কেমনে লেখে?

খোঁচা দিতে ভাল্লাগে না?

...........................
Every Picture Tells a Story

মাহবুব লীলেন এর ছবি

না স্যার
খোঁচা না
ছবির ক্ষেত্রে আমার নিজের যেমন লেখা মাথায় আসে না
তেমনি ছবিকে বর্ণনা করে লেখা পড়তেও ভাল্লাগে না আমার
শুধু ক্যাপশন ছাড়া
প্রায় ক্ষেত্রেই মনে হয় ছবির বর্ণনা ছবিকে ক্ষুণ্ন করে ফেলে

আর ছবির কাহিনী বর্ণনা প্রায় ক্ষেত্রেই ছবিটাকে একেবারে কবরে শুইয়ে কফিনে পেরেক ঠুকে দেয়

০২

আপনার কথার রেশ ধরে তাইলে এই বইটার একটু সমালোচনা করি
আমার হিসেবে সাবজেক্টের দিক থেকে এই বইয়ের একটা দুর্ধর্ষ ছবি রণদার প্যাডেল

শুধু প্যাডেল নামটা ছবিটাকে যতটুকু উচ্চতায় নিয়ে যায়
এর সাথের বর্ণনা ছবির বিষয়টাকে ততটাই সাধারণ আর সাদামাটা করে ফেলে

০৩

আমার ক্ষমতা থাকলে আমি প্যাডেল ছবির সাথের লেখাগুলো মুছে দিতাম

রণদা লিখে ছবিটাকে নষ্ট করে ফেলেছে

রণদীপম বসু এর ছবি

ছবি নষ্ট করার জন্য আমাকে দায়ী করার তেব্র পরতিবাদ ! বইয়ের সম্পাদকরা লেখা দেওনের বাধ্যবাধকতা জুইড়া দিয়া ছবির নিজস্ব ভাষারে মাইর দেওনের ব্যবস্থা করছে...। হেগোরে ধরেন....। আর এর পরথিকা খালি ছবি চাওনের ব্যবস্থা করেন।

আমি ছবিভাষার ব্যাখ্যা দেই নাই বা দেয়ার ক্ষমতাও আমার নাই। কেবল অভিজ্ঞতা এবং ছবি তোলার ঘটনার বর্ণনা দিয়েছি। অবশ্য এ বর্ণনাও ছবির ভাষাকে অবরুদ্ধ করে ফেলে।

মাহবুব লীলেনের বক্তব্যের সাথে একশ'ভাগ সহমত।

তবে দারুণভাবে এগিয়ে যাওয়া বইটার আয়তন আরো বড় ও ব্যাপক না হওয়ার জন্য দায়ী সচলদেরকে রিমাণ্ডে নেয়ার ব্যবস্থা করা হোক....

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অনীক আন্দালিব এর ছবি

পোস্টানোর সাথে সাথেই ডাউনলোড করছিলাম!! নিজের লেখা যে কোন সংকলনে দেখতে পাওয়াটা একটা বিরাট খুশির ব্যাপার!
পুরো ই-বুকটাই অসাধারণ হইছে। কিছু ত্রুটি/বিচ্যুতি আছে, কিন্তু তারপরেও দারুণ উদ্যোগ। এবং সেটার অংশ হতে পেরে খুবই আনন্দিতবোধ করছি।

পরেরটার নোটিশ-ও চলে আসছে দেখি। নজরুল ভাইকেও ধন্যবাদ। আমি ভাল ছবি তুলতে পারি না। লেখা তবুও একটা কিছু বের করা যাবে। হাসি

অরূপ ভাই এবং আলবাব ভাইকে অনেক শুভেচ্ছা!

স্নিগ্ধা এর ছবি

অরুপ, ইয়ে (ভগবান না করুন) চাকরী বাকরি খোয়া গেলে কিন্তু প্রচ্ছদশিল্পী হিসেবে চেষ্টা মেষ্টা করে দেখতে পারেন! এ পর্যন্ত আপনার করা প্রত্যেকটা প্রচ্ছদ এবং ব্যানার ভাল লেগেছে! দারুণ আইডিয়া, অন্যরকম একটা সংকলন ......

আর একটা কথা - আমি দিতে চেয়েছিলাম আমার প্রতিদিনের গল্পের মূল চরিত্র আমার দুঃখী আই পডটা নিয়ে একটা লেখা। সময়াভাবে দিতে পারি নি, ভাগ্যিস!!!! অসহ্য অনিকেত তো দেখি আমার আইডিয়া চুরি করে, ছবি টবি দিয়ে একাকার কান্ড করে বসে আছে মন খারাপ

(তাতে অবশ্য অন্যদের লাভ হয়েছে, ভালো একটা লেখা পেয়েছে হাসি )

বিপ্লব রহমান এর ছবি

কস্কি মমিন!


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

স্নিগ্ধা এর ছবি

অরূপ, আমার মত দুঃখী একটা প্রাণীর উপর গোস্বা কর্ত্তে পার্ল্লেন?! ওঁয়া ওঁয়া

এর পরের্বার - একদম সাঁইবাবার দিব্যি ! দেঁতো হাসি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

তাইলে একটা ফূর্তির ছবি আর লেখা পাঠায়ে দেন... দেঁতো হাসি
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

তীরন্দাজ এর ছবি

বাপরে! দারুন হয়েছে। আসলেই গুনী আপনারা!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

সুলতানা পারভীন শিমুল এর ছবি

রণ'দার লেখা পড়ে আবার ছবিটার দিকে ভালো করে দেখতে হয়েছে। অদ্ভুত !
মুমুর ছড়াটা মজা লেগেছে খুব, মৎস্যকুমার নামটা মনে ধরেছে। চোখ টিপি
টিকটিকির ল্যাজের ছড়াটাও ইউনিক।
ছবি ভালো লেগেছে প্রকৃতিপ্রেমিক, মাশীদ, সাইফুল ভাই এবং মহামতি লীলেনের।
লেখার মধ্যে সবচেয়ে ভালো লাগলো নজু ভাইয়ের লেখা।
আর সবগুলোর মধ্যে সবচেয়ে ফাঁকিবাজ লেখক কে, সেটা নাইবা বললাম। দেঁতো হাসি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

আবু রেজা এর ছবি

দারুণ হয়েছে। বই আকারে প্রকাশ করলে ভালো হতো ।
*****************************************************
যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।

যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।

সাইফুল আকবর খান এর ছবি

হঠাতের পরদেশসফরদৌড়ে ছিলাম ব'লে মাঝখানে এইদিককার খোঁজখবর করতে পারিনি একদম। এসে দেখি- ব্বিরাট এক ব্ব্যাপার হয়ে আছে! হাসি

জায়গা পেয়ে ভালো লাগছে। বeএর ডিজাইন মিজাইল তো সেইরম আগ্গুন হৈছে!
আর, অরূপদা' দেখি আমার তোলা প্যাঁচ-পয়জারটারে ফটোশপ ক'রে আরো জাতে তুলছেন। থ্যাঙ্কু থ্যাঙ্কু।
প্রসঙ্গে-অপ্রসঙ্গে যারাই এইখানে আমার লেখা বা ছবির ব্যাপারে যা-ই মেনশন করলেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা।
পড়া হোক সব। আবার বলবো প্রতিদিনের গল্প নিয়ে।

০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।