Warning: Creating default object from empty value in theme_img_assist_inline() (line 1488 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/img_assist/img_assist.module).
১১ | লিখেছেন সবজান্তা (তারিখ: শনি, ০২/০৫/২০০৯ - ২:৪২পূর্বাহ্ন)
ঘটনা হৈল, শিবের গোঁফ আছিলো কিনা সঠিক মনে করতে পারতাছি না। তয় অনেক রকমের শিব মূর্তি দেখছি তো, তাই মনে হইতেছে কোন কোনটায় গোফ থাকলেও থাকতে পারে। আসলে চুলের জটা, আর ভূড়িটা দেইখাই কথাটা কইসি।
এইটা আসলে কার মূর্তি, কয়া ফালান ( রিটন ভাই বাদে... )
- রিটন ভাই, একটা টেকনিক্যাল মিশটেক হইয়া গেলো তো! মাশীদ তো বাংলার ঘরে না, মালয়ের ঘরে থাকে সে। আমার মনে হয়, কমেন্টের শেষের লাইনটা একটু কাস্টমাইজ করার সময় হৈছে!
___________ চাপা মারা চলিবে কিন্তু চাপায় মারা বিপজ্জনক
- আমার কাছে মনে হৈতেছে হাতের লাঠিটা (রামায়নের কাহিনীতে দেখতে অনেকটা যেটা পেঁয়াজের মতো) তুলে এখনি মূর্তিমান রিটন ভাই জয় শিরি রাম বলে হুংকার দিয়ে অরূপকে তাড়া করবেন!
___________ চাপা মারা চলিবে কিন্তু চাপায় মারা বিপজ্জনক
মুর্তিটা এই রিটন ভাইয়ের না, আগের জনমের রিটন ভাইয়ের।
তখন তিনি ছড়া লিখতেন না, গদা দিয়ে ভুত তাড়ানি দিতেন।
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
সেই সুদুরের সীমানাটা যদি উল্টে দেখা যেত!
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
২৫ | লিখেছেন নুরুজ্জামান মানিক (তারিখ: শনি, ০২/০৫/২০০৯ - ১০:২৭পূর্বাহ্ন)
রিটন ভাইয়ের আগের জন্মের ছবি দেখে
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
মন্তব্য
হ তাইতো! মুখটা মিলে যায়, ভুঁড়িটাও কি?
লোল
ওরে ওরে ঠিকই তো রে, সত্যি রিটন ভাই !
এত্তো বড়ো লাঠি কেন ! কোনখানে পলাই ?
এই ভুড়ির কি আছে জুড়ি, একখান কথা কই ?
নাটের গুরু অরূপ দা'টাই, আমি কিন্তু নই !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
হাহাহাহাহাহাহহাহাহাহা....
___________________________
বাংলাদেশ আমার বাংলাদেশ
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
কস্কি মমিন
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
বিশ্বকবির পর এবার বিশ্বছড়াকার
আর কেউ নন, রিটন ভাই - আপন সবার ।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
এইটা কি একটা শিবমূর্তি না ?
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
ঘটনা হৈল, শিবের গোঁফ আছিলো কিনা সঠিক মনে করতে পারতাছি না। তয় অনেক রকমের শিব মূর্তি দেখছি তো, তাই মনে হইতেছে কোন কোনটায় গোফ থাকলেও থাকতে পারে। আসলে চুলের জটা, আর ভূড়িটা দেইখাই কথাটা কইসি।
এইটা আসলে কার মূর্তি, কয়া ফালান ( রিটন ভাই বাদে... )
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
রিটন ভাইকে খালিগায়ে হাফপ্যান্ট পরে এই মূর্তির জন্য মডেলিং করার দৃশ্যটা কল্পনার চেষ্টা করতেসি ...।
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
এইটা যে আমিই তাতে তো আমার নিজেরই কোনো সন্দেহ হইতাছে না!
বউকে দেখালাম, সেও তো একই কথা বললো!
দেখি কন্যা নদী আর ওর বর কি বলে......
হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!
ক্ষেপব কি মিয়া, তোমার পোস্টানো আমার এই মূর্তি তো পরিবারে আমার ভাবমূর্তি বৃদ্ধিতে ব্যাপক ভূমিকা রেখেছে!
আমার এই ভাবমূর্তি উন্নয়নে সহায়তার কারণে তোমার জন্যে একটা শিবাশৃগাল(!) বরাদ্দ করা হইলো।
হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!
মাশীদ ভালো ছড়া লেখে তো তাই সে আশংকা করেছে তুমি একজন ছড়াকারের ভাবমূর্তি বিনষ্ট করার তালে আছো।
সে-ইতো তোমারে ভালো চেনে......হাহ্ হাহ্ হাহ্
বাংলার ঘরে ঘরে মাশীদরা যুগ যুগ জিও......
হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!
- রিটন ভাই, একটা টেকনিক্যাল মিশটেক হইয়া গেলো তো! মাশীদ তো বাংলার ঘরে না, মালয়ের ঘরে থাকে সে। আমার মনে হয়, কমেন্টের শেষের লাইনটা একটু কাস্টমাইজ করার সময় হৈছে!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
এমনে পুরা মিল্লো কেমনে? হাহাহাহা
------------------------------
'..দ্রিমু য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
- আমার কাছে মনে হৈতেছে হাতের লাঠিটা (রামায়নের কাহিনীতে দেখতে অনেকটা যেটা পেঁয়াজের মতো) তুলে এখনি মূর্তিমান রিটন ভাই জয় শিরি রাম বলে হুংকার দিয়ে অরূপকে তাড়া করবেন!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আরে না, তাড়া করুম না।
বলেছি তো--অরূপরে একটা শিবাশৃগাল(!) দিমু......
হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!
মুর্তিটা এই রিটন ভাইয়ের না, আগের জনমের রিটন ভাইয়ের।
তখন তিনি ছড়া লিখতেন না, গদা দিয়ে ভুত তাড়ানি দিতেন।
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
সেই সুদুরের সীমানাটা যদি উল্টে দেখা যেত!
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
সেই "গদা" টা কিন্তু এখনো আছে আমার কাছে।
ওটা অরূপের মাথায় সময়-সুযোগ মতো প্রয়োগ করা হবে,(নিন্দুকদের পরামর্শে)।
হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!
পুনঃজন্মে বিশ্বাস করা শুরু করবো নাকি
........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
হা হা হা! অনেক মিল...
রিটন ভাইয়ের আগের জন্মের ছবি দেখে
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
এইটারে বাংলাদেশ শিশু একাডেমির ছাদে আইনা বসানোর ব্যবস্থা করেন
রিকশা ভাড়া যা লাগে আমি দিমুনে
হা হা হা! দুর্দান্ত!
দেখি, আমি এইবার অরূপদার ছবিটা পোস্ট করে দেই!
-----------------------------------
আমার ইচ্ছে হলো বাজাতে গীটার, মন আমার, মন আমার, মন আমার-
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done
---------------------------------------------------------------------------
একা একা লাগে
...........................
Every Picture Tells a Story
হা হা হা
দারুণ তো !
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
রিটন ভাইয়ের সার্টের নীচে এত্তবড় ভূড়ি আছে তা তো জানতাম না!
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
হা হা হা... কঠিন!
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
তাব্দা খাওয়ার মতোন মিল!
বেবাকেই ছবিটার কথা কইলো। দুই লাইনের পিচকি ছড়াটা যে চ্রম্মজারু হইসে, সেইটা কেউ কইলো না!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
নতুন মন্তব্য করুন