আমাদের সেই বিশাল পরিবার..

অরূপ এর ছবি
লিখেছেন অরূপ (তারিখ: শনি, ২৬/০৯/২০০৯ - ১১:১১অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমাদের সেই বিশাল পরিবার..
এতো বিশাল পরিবারটাকে কি আর একটা ছবিতে ধরা যায়!!


মন্তব্য

স্নিগ্ধা এর ছবি

আহ্‌ অরূপ, কী সুন্দর একটা ছবি, কী সত্যি একটা ক্যাপশন!

নজমুল আলবাব এর ছবি
জি.এম.তানিম এর ছবি

চলুক
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

বর্ষা এর ছবি

ছবিটির ক্যাপসন এবং গুণগত মান ভালো হয়েছে। কিন্তু আপ্সুস, বাস্তব প্রয়োগ কম!!! ট্যাগ করা নাই তাই অনেকেরে চিনলাম না।
********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।

********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।

অতন্দ্র প্রহরী এর ছবি

ছবিতে ক্লিক করে ফ্লীকারের মূল ছবিটাতে যান। সেখানে কয়েকজনকে ট্যাগ করা আছে।

অতন্দ্র প্রহরী এর ছবি

কী যে ভালো লাগল ছবিটা দেখে, বোঝাতে পারব না। ভীষণরকম সত্য একটা শিরোনাম।

রেনেট এর ছবি

ছবি আর শিরোনাম দেখে মনটা জুড়িয়ে গেল চলুক

---------------------------------------------------------------------------
একা একা লাগে

সংসারে এক সন্ন্যাসী [অতিথি] এর ছবি

মনটা ভালো করে দিলেন, অরূপ।

রেনেসাঁ [অতিথি] এর ছবি

সত্যিই আমাদের বিশাল পরিবার। ছবির ফ্রেমে এই পরিবারটাকে বাঁধা সম্ভব নয়।

বর্ষা [অতিথি] এর ছবি

অতন্দ্র প্রহরী , ধন্যবাদ। ফ্লীকারে গিয়ে এতো লোকের একসাথে জড় হবার কারণ্টিও জানা গেল। একটু মন খারাপ হলো।

অতন্দ্র প্রহরী এর ছবি

দিনটার কথা এখানে বিস্তারিত এসেছিল। চোখ এড়িয়ে গিয়েছিল হয়তো...

সুহান রিজওয়ান এর ছবি

চমৎকার একটা ছবি !!!
এর চেয়ে ভালো ক্যাপশন হতেই পারতো না...

---------------------------------------------------------------------------

মধ্যরাতের কী-বোর্ড চালক

মাহবুব লীলেন এর ছবি

একটা ছবিই কথা বলে সচলায়তনের পক্ষে...

উজানগাঁ এর ছবি

সবাইকে একসাথে দেখে ভালো লাগলো।

আর ছবি নাই ক্যান !!!!

দুষ্ট বালিকা এর ছবি

ধন্যবাদ অরুপ!

----------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

এনকিদু এর ছবি

এখানে তো পরিবারের অর্ধেকও নাই ! সবাইরে জায়গা দিতে হইলে এর দ্বিগুন আকারের ঘর লাগবে ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

শাহেনশাহ সিমন এর ছবি

ঠিক

_________________
ঝাউবনে লুকোনো যায় না

বালক এর ছবি

চলুক

_____________________________________________
ভালো করে বাঁচতে হলে, ভালো মানুষ হতে চাই...

____________________________________________________________________
"জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা
অন্য সবাই বহন করে করুক;
আমি প্রয়োজন বোধ করি না :
আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো
এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।"

সাইফুল আকবর খান এর ছবি

চলুক

___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

মেহদী হাসান খান এর ছবি

চলুক

দেবোত্তম দাশ এর ছবি

আহা কি ভালই না লাগছে সবাইকে দেখে। আর কোথা ?
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

অরূপ এর ছবি

ছবিটা তোলা সেপ্টেম্বারের ২৫ তারিখে, জুবায়ের ভাই এর প্রথম মৃত্যূবার্ষিকী উপলক্ষে তার বোনের বাসায় আয়োজিত জমায়েতে। পেছনের সারিতে বসা জুবায়ের ভাই এর মা, বোন, ভগ্নিপতি ও তাদের পরিচিতজনেরা, আর সামনে যারা বসা, তাদের প্রায় সবাই সচল। কি অদ্ভুতটানে সবাই মিলেমিশে একাকার। এই কথাগুলো বাহুল্য, তারপরেও বলা..


অরূপের ব্লগ @ http://etongbtong.blogspot.com
অরূপের ফ্লিকার @ http://www.flickr.com/photos/harvie-krumpet

বিপ্লব রহমান এর ছবি

এক ছবিতেই বাজিমাৎ। শাবাশ অরুপ দা! চলুক
---
একটা কাজে আটকে পড়ায় অনুষ্ঠানে যেতে পারি নি; খুব মিস করলাম।...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

শাহেনশাহ সিমন এর ছবি

খুব ভালো লাগল অরূপ ভাই। চলুক

_________________
ঝাউবনে লুকোনো যায় না

নুরুজ্জামান মানিক এর ছবি

ছবি আর ক্যাপশনে চলুক
কিন্তু সেদিন অরূপ ভাই তার ক্যামেরা কোথায় লুকিয়ে রেখেছিলেন ?

২। এখানে আমি বহুবার বলেছি একটা কথা , আবারও বলছি সচলায়তনের অনন্য বৈশিষ্ট্য ও শক্তি হলো-পারস্পরিক ভালবাসা । আর হ্যা, "ভালবাসা দেখাও যায়" ( শেখ জলিল )।

৩। আমি একটা স্বপ্ন দেখি -প্রবাসের আর দেশের সব সচল একবার একসাথে হবো । জানি এটা হবে না , তবুও স্বপ্ন দেখে মন ।

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

পান্থ রহমান রেজা এর ছবি

চলুক
.............................................................................................

আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব'সে অপেক্ষা করার সময় আছে।

ইশতিয়াক রউফ এর ছবি

ছবিটা দেখে ভালোও লাগলো, মনও খারাপ লাগলো। মন খারাপ

মূলত পাঠক এর ছবি

ধন্যবাদ, অরূপ, এমন ছবি দেখানোর জন্য।

ভুতুম এর ছবি

বাহ!

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

বারান্দাতেও কিছু সচল ছড়ায়ে ছিটায়ে ছিলো...

ছবি আর শিরোনাম দুইটাই ফাটাফাটি
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

দ্রোহী এর ছবি

চলুক

মামুন হক এর ছবি

খুব ভালো লেগেছিল সেইদিন অনেককে একসাথে দেখে। দারুন ছবি হয়েছে অরূপভাই, সময়ের অভাবে সেইদিন আপনার সাথে বেশি আড্ডা দিতে পারিনি। ভবিষ্যতে এটা পুষিয়ে নেয়ার ইচ্ছা আছে হাসি

দময়ন্তী এর ছবি

ছবিটা দেখে বড় ভাল লাগল৷
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

আরিফ জেবতিক এর ছবি

হ, যা ছিল ঘরে তার সমানই ছিল বারান্দায়। বিরাট ব্যাপার স্যাপার। দশ বছর পরে বনানী মাঠে সমাবেশ করা লাগ্বানে ।

s-s এর ছবি

বাহ্! জুবায়ের ভাইয়ের কেমন লাগতো তাই ভাবছি ---- ----- ---অদ্ভুত নিশ্চয়ই ---

তুলিরেখা এর ছবি

অরূপ,
আপনাকে ধন্যবাদ। এমন ছবি! একদিন হয়তো আমিও থাকবো কোনো একটা সচলপরিবারের ছবিতে! আশা করতে দোষ কি?
ভালো থাকবেন।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

হরেকৃষ্ন এর ছবি

আপনার ছবি গুলো খুব সুন্দর! একটি কপিরাইটেড ছবি অলাভজনক লেখায় ব্যাবহার করতে হলে কি করতে হবে?

মুশফিকা মুমু এর ছবি

বাহ! আসলেই মন ভাল করা একটা ছবি, কারনটা জেনে মন খারাপ লাগছে

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

নিবিড় এর ছবি

ছবিটা দেখে খুব ভাল লাগছে। অসুস্থতার কারণে ইচ্ছে থাকা সত্তেও যেতে পারি নি


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

রণদীপম বসু এর ছবি

ঢাকায় থেকেও যেতে পারলাম না নিজেরই এক নির্বুদ্ধিতার জন্য, ভাবতেই মনটা ছোটো হয়ে যায় !

ধন্যবাদ অরূপ দা, অসাধারণ একটা কাজ করলেন।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

তানবীরা এর ছবি

অনেকেই দেশে আছেন এখন। ছবিটা দেখে ভালো লাগলো।

**************************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

অতিথি লেখক এর ছবি

আহ! পরিবার!!

বোহেমিয়ান

নাশতারান এর ছবি

ছবি আর ক্যাপশন দুইই দারুণ সুন্দর।

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।