- হ্যালো বার্থডে বয়!
- হে হে হে, আপনি এসএমএস করেছিলেন,তাই না?
- আমি জানি তুমি চিনতে পারোনি
- আমি তো তখন পাঁড় মাতাল, চেনার কথা না
- ঠিকাছে, পরে চিনলে তো?
- দুটা এসএমএস, একই রকম নম্বর, একটা ভাইয়া ছিল, আরেকটা কে হতে পারে ভাবছিলাম..
- গল্পদাদু
. . . . . . . . . . . . . . . . . . . . . . . .
ভেবেছিলাম কোন এক বাইশ তারিখে ফোন দিয়ে আমিও ঘাবড়ে দেব। সেই সুযোগটা হারিয়ে গেল কাউকে কিছু না বলে, এক সেপ্টেম্বরে। নদীর কতো জল গড়ায়, কার্নিশে বাসাবাঁধা শালিকটার ছানা দুটোও একদিন পাখা মেলে উড়ে যায়, আর আমি একটু একটু করে ভুলে যাই আমাদের গল্পগুলো..
শুভ জন্মদিন গল্পদাদু!
মন্তব্য
শুভ জন্মদিন, না ফেরার দেশে চলে যাওয়া গল্পদাদু।
আবার লিখবো হয়তো কোন দিন
আপনার কষ্টটা আমাদের সবাইকেও ছুঁয়ে যায়...
শুভ জন্মদিন।
শুভ জন্মদিন জুবায়ের ভাই।
++++++++++++++
ভাষা হোক উন্মুক্ত
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
শুভ জন্মদিন, গল্পদাদু।
এপাড়ে দেখা হয়নি কখনও, ঐপাড়ে একদিন দেখা হবে ঠিক ঠিক ...
===============================================
ভাষা হোক উন্মুক্ত
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
শুভ জন্মদিন গল্পদাদু!
শুভ জন্মদিন জুবায়ের ভাই
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
শুভ জন্মদিন
...........................
Every Picture Tells a Story
শুভ জন্মদিন জুবায়ের ভাই----
শুভ জন্মদিন জুবায়ের ভাই।
দূরে থাকলেও ভাল থাকবেন জানি।
শুভ জন্মদিন গল্পদাদু ।
অনেক দূরে থেকেও যে আপনি অনেক কাছের।
শুভ জন্মদিন জুবায়ের ভাই।
*************************************************************************
ভবিষ্যতে কি হবে তা ভেবে বর্তমানকে উপেক্ষা করবো কেনো?
____________________________________________________________________
"জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা
অন্য সবাই বহন করে করুক;
আমি প্রয়োজন বোধ করি না :
আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো
এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।"
সচলে আমি সর্বপ্রথম যে লেখাটা পড়ি তা ছিল জুবায়ের পত্নীর একটি লেখা। পরবর্তী লেখাটি ছিল মুহম্মদ জুবায়ের মেয়েকে কোন এক জায়গায় দিয়ে আসবার একটি ঘটনা নিয়ে এবং ফেরার পথে তার অনুভূতি নিয়ে লেখা।
তখন শুধু সচলে লেখা পড়তাম। তার লেখাগুলো মন ছুঁয়ে গিয়েছিল।
শুভ জন্মদিন মুহ্মমদ জুবায়ের। ঈশ্বর আপনার আত্মাকে শান্তি প্রদান করুন।
পলাশ রঞ্জন সান্যাল
মুজুদা, আবারও শুভ জন্মদিন জানাই
শুভ জন্মদিন
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা, জুবায়ের ভাই। আপনার শেষ লেখা, শেষ কথা, শেষ মন্তব্য, ইত্যাদি সব চোখে ভাসে।
জুবায়ের ভাইয়ের নামটা যেন একটা সময়ের স্ফটিক হয়ে গেছে। কালের প্রবাহে আজ যত পরিবর্তনই এসে থাকুক না কেন, জুবায়ের ভাইয়ের নামের সাথে সাথে কত জমজমাট, আন্তরিক, প্রশান্ত একটা সময়ের অনুভূতি আবার ঘিরে ধরে। অনেক বড় অভিভাবক হারালাম...
গল্পদাদু নামটা মনে করিয়ে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ, অরূপ ভাই।
শুভ জন্মদিন জুবায়ের ভাই
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
শুভ জন্মদিন.
********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।
********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।
আমাকে আর কত কাদাঁবে অরূপ? এমনি করেই ভালোবাসতে হয়!
সচলে তুমি আজকাল আর আসো না। কিন্তু ওকে স্মরণ করতে তুমি ওর ভালোবাসার জায়গায় ফিরে ফিরে আসো। এখনো তোমার জুবায়ের ভাই ই তোমাকে টেনে আনে এখানে।
ভাবির একটা কথা রাখবে ভাই? এবার ফিরে এসো। জুবায়ের থাকলে কী তোমাকে এতদিন সচল ছেড়ে থাকতে দিতো?
--------------------------------------------------------------------------------
আপনার অনুরোধে যদি কাজ হয়। অরূপ ভাই রাগী মানুষে দেখে আমি এই অনুরোধ রাখার সাহস করতে পারি না।
রাগ কী আমারই কম? কিন্তু নিজে রাগী বলেই জানি, ভালোবাসা, ভালোবাসার মানুষ, ভালোবাসার জিনিসের জন্য রাগী মানুষেরা পারেনা এমন কাজ এই পৃথিবীতে নেই। সচল অরূপের ভালোবাসা। সচলকে ছেড়ে ও কেমন করে ভালো থাকবে?
--------------------------------------------------------------------------------
একমত, ভাবি। অরূপ ভাই রাগী, কিন্তু বিচক্ষণ। উনি যখন সময় হয়েছে জানবেন, তখনই আসবেন। দেরিতে হলেও আসবেন, সেই বিশ্বাস আছে।
রাগীরাই পারে ভালোবাসার মানুষ ও উপলক্ষের জন্য নিজের সবটুকু বাজি রাখতে। অরূপ ভাইয়ের এই গুণটা আমি দেখেছি সচল ব্যান হওয়ার সময়কালে।
অপেক্ষাটা একটু সংক্ষিপ্ত হলে আরও ভালো লাগতো আর কি।
হুউম।
জুবায়ের ভাই নামের এই শুধু একজন মাত্র বিষয়ই আপনাকে সচলের পাতায় ফিরিয়ে আনতে পারে বারবার!
ওই মানুষটার জীবদ্দশার সাথে তো কোনোরকম রিয়্যাল-টাইম সাক্ষাত হ'লো না যার যার একমাত্র জনমে। তবু, আপনাদের কাছ থেকে বারবারই তাঁর এই অনবদ্য অনন্যসাধারণ ক্ষমতাগুলোর সাথে পরিচিত হতে পারি কেবল- বিস্ময়ে সম্ভ্রমে স্তব্ধ হয়ে গিয়ে সেই প্রতিবারই, সালাম দিতেও যেন ভুলে যাই! আমি বোকা হয়ে দেখি, কেবল দেখি ...
ভালো থাকেন ছায়া, আপনিও।
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
জন্মদিন মানেই বয়স বাড়া, কিন্তু তুমি রয়ে গেছো একই জায়গায়। শুভজন্মদিন জুবায়ের।
--------------------------------------------------------------------------------
শুভ জন্মদিন জুবায়ের ভাই
______________________________________
পথই আমার পথের আড়াল
শুভ জন্মদিন জুবায়ের ভাই
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
শুভ জন্মদিন
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
নতুন মন্তব্য করুন