তারপর পাঁচটা বছর..

অরূপ এর ছবি
লিখেছেন অরূপ (তারিখ: মঙ্গল, ২৪/০৯/২০১৩ - ১১:৫০অপরাহ্ন)
ক্যাটেগরি:

ইদানিং ঢাকা থেকে ফোন আসলে না ধরে থাকার চেষ্টা করি।
একটা করে ফোন আসে, কেউ একজন চলে যায়, সময়টাই এখন এমন।
বয়স হয়ে গেছে, পাকা চুল ঢাকতে নাপিত রঙ মাখে ।
আয়নায় যে মানুষটাকে দেখা যায়, তাকে আজ আর খুব সহজে তরুন বলা যায় না।
জন্মদিন এলে তাই কেমন একটা অসস্তি নিয়ে দিনটা কাটে, খানিকটা হয়তো ভয়ও করে ।

গুনে গুনে পাঁচটা বছর চলে গেল।
মনের মধ্যেও শেষে ধূলো জমে যায়।
জি-টক এর সবুজ বাতিটা শেষমেষ ধূসর হয়েই থাকে।
অসময়ে খোঁজ নিতে আর টোকা দেয় না কেউ।

ঢাকা থেকে ফেরার দিন ডিউটি ফ্রি শপে চোখ আটকে গেল, স্টলিচনায়া।
একদিন পান প্রসঙ্গে লিখেছিলেন, "আমার সেই স্টলিই ভালো.."।
বিষন্ন চোখে তাকিয়ে থাকি কাঁচের বোতলটার দিকে, "আমার সেই স্টলিই ভালো.. সেই স্টলিই ভালো..."

কতো তুচ্ছ স্মৃতির মাঝেই না আমাদের প্রিয় সময়গুলো আটকে থাকে..


মন্তব্য

মুস্তাফিজ এর ছবি

সেটাও ভালো উনি আমাদের কাছে সেই চুয়ান্ন বছরেই আটকে থাকবেন।

...........................
Every Picture Tells a Story

অতন্দ্র প্রহরী এর ছবি

দেখতে দেখতে সময় কীভাবে চলে যায়...

নজমুল আলবাব এর ছবি

একটা সময় স্মৃতিগুলোও ঝাপসা হয়ে যায়... মানুষ বলে কতকিছু করতে হয়, মনে রাখতে হয়, ভুলে যেতে হয়, কস্ট পেতে হয়...

ভালো থাকবেন জুবায়ের ভাই।

স্যাম এর ছবি

মন খারাপ

তারেক অণু এর ছবি
তাসনীম এর ছবি

ভালো থাকুন জুবায়ের ভাই।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

এস এম নিয়াজ মাওলা  এর ছবি

"আমার সেই স্টলিই ভালো-------------আমার সেই স্টলিই ভালো---"

-নিয়াজ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।