প্রথমে ফেসবুকে, পরে ঢাকা ট্রিবিউন মারফৎ জানা গেল ইশ্টিশন ব্লগ নাকি দেখা যাচ্ছে না বাংলাদেশ থেকে। মজার বিষয় হল পত্রপত্রিকা কিংবা ব্লগের পাতায় এইটা নিয়ে তেমন একটা টু শব্দ নাই।
বীর জনতা চেচামেচি ছাড়া ভাত খেয়ে ঘুমাতে যেতে পারে সেইটা দেখতেও বেশ লাগছে! একটা ডাইক্লোফেনাক খেয়ে আমিও ঘুমাতে যাই।
http://www.dhakatribune.com/bangladesh/2016/09/26/istishon-blog-blocked-bangladesh-users/
মন্তব্য
আসলে একদম যে হইচই নেই সেটা মনে হয় ঠিক না। ব্লগের সময় ফেসবুক অনেকটা খেয়ে নেয়াতে সেখানে হইচই বেশী হচ্ছে। যতদূর জানি, এখানেও লিখবে কেউ কেউ এই নিয়ে। একটু দেরি হচ্ছে এই আরকি। তবে তারপরেও বাস্তবতা হচ্ছে, এগুলা অনেকেরই গা সওয়া হয়ে গেছে। ব্লগার মরার ঘন্টাখানেকের মাঝেই কত কত বীরজনতা ভাত মাছ ডাল পায়েস খেয়ে ঘুম দিল। আর ব্লগ বন্ধ তো মামুলি হাম জ্বর !
ইষ্টিশন কর্তৃপক্ষের কোনো বক্তব্য আশা করছিলাম। তারা কিছু বলেনা ক্যান!
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
ইস্টিশনের ব্লগার রাজেশ পাল অতিথি হিসেবে সচলে লেখা দিয়েছেন আজকে।
http://www.sachalayatan.com/guest_writer/56226
--------------------------------------------------------------------------------------------------------------------
সব বেদনা মুছে যাক স্থিরতায়
হৃদয় ভরে যাক অস্তিত্বের আনন্দে...
নতুন মন্তব্য করুন