এই নামটা যে দিয়েছিলাম সেটা আমার মনে ছিল না, ওনার ঠিকই মনে ছিল।
ঠাট্টা করে এই নাম ধরে আর ডাকার দরকার হবে না।
গল্পদাদু আর সন্ন্যাসীর সাথে ভালো সময় কাটবে এখন।
আপনাকে আমার অনেক হিংসা আনিস ভাই, এতো ভালোবাসা নিয়ে ক'টা মানুষ যায়..
২ | লিখেছেন হাসিব (তারিখ: রবি, ২০/০৮/২০১৭ - ৯:২২অপরাহ্ন)
ইউক্রেন যাব। সন্যাসীর ঘুমানোর জায়গাটা দেখে আসবো। মাত্র কয়েকদিন আগেই আনিস ভাইয়ের সাথে কথা হচ্ছিল। ওখানে কার সাথে যোগাযোগ করবো এইসব। হুট করে একদিন ঘুরে এসে সারপ্রাইজ দেব ভেবেছিলাম। হলোনা।
সরাসরি আলাপ ছিলোনা, কিন্তু খুব ঘনিষ্ট একজন মানুষের কাছে অনেকবার তার গল্প শুনেছি। কয়েকদিন আগে এই সচলায়তনেই তার ছবি সহ একটা পোস্ট দেখে তাকে দেখিয়েছিলাম। ছবিটা দেখে সে চমকে উঠেছিলো খারাপ কোন সংবাদের আশঙ্কায়। এবার সে আশঙ্কাটাই সত্য হলো। বিদায়
---------------------------------------------------
মিথ্যা ধুয়ে যাক মুখে, গান হোক বৃষ্টি হোক খুব।
মন্তব্য
থ্রি কমরেডস এর তৃতীয়জনও চলেই গেলেন! ভাল থাকুন আনিস ভাই!
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
ইউক্রেন যাব। সন্যাসীর ঘুমানোর জায়গাটা দেখে আসবো। মাত্র কয়েকদিন আগেই আনিস ভাইয়ের সাথে কথা হচ্ছিল। ওখানে কার সাথে যোগাযোগ করবো এইসব। হুট করে একদিন ঘুরে এসে সারপ্রাইজ দেব ভেবেছিলাম। হলোনা।
নীড়পাতা.কম ব্লগকুঠি
বিদায় আনিস ভাই। না ফেরার দেশে ভালো থাকবেন।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
বিদায় আনিস ভাই...
যেখানেই থাকুন, ভালো থাকবেন।
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
বিদায় আনিস ভাই। ভালো থাকুন।
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
ভালো থাকুন আনিস ভাই
...........................
Every Picture Tells a Story
আমার ভাই
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
আনিস ভাই... ভাল থাকুন। আনন্দে থাকুন।
সরাসরি আলাপ ছিলোনা, কিন্তু খুব ঘনিষ্ট একজন মানুষের কাছে অনেকবার তার গল্প শুনেছি। কয়েকদিন আগে এই সচলায়তনেই তার ছবি সহ একটা পোস্ট দেখে তাকে দেখিয়েছিলাম। ছবিটা দেখে সে চমকে উঠেছিলো খারাপ কোন সংবাদের আশঙ্কায়। এবার সে আশঙ্কাটাই সত্য হলো। বিদায়
---------------------------------------------------
মিথ্যা ধুয়ে যাক মুখে, গান হোক বৃষ্টি হোক খুব।
ভালো থাইকো বুড়া
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
নতুন মন্তব্য করুন