২ | লিখেছেন মুহম্মদ জুবায়ের (তারিখ: শুক্র, ০৩/০৮/২০০৭ - ১০:০৯পূর্বাহ্ন)
৭২ সালে দৈনিক পূর্বদেশ-এ এনায়েতের আঁকা একটি কার্টুনের কথা মনে পড়ে গেলো। এক পলায়নপর পাকিস্তানী সৈন্যের এক পা থেকে বুট খুলে গেছে, তার ভ্রুক্ষেপ করার সময় নেই। সে পালাচ্ছে। লুঙ্গিপরা এক কৃষক বুটটা সৈনিকের দিকে ছুঁড়ে দিয়ে চিৎকার করে বলছে, "তর জুতাডাও লইয়া যা!"
৩ | লিখেছেন থার্ড আই (তারিখ: শুক্র, ০৩/০৮/২০০৭ - ১০:১৮পূর্বাহ্ন)
৭২ সালে দৈনিক পূর্বদেশ-এ এনায়েতের আঁকা একটি কার্টুনের কথা মনে পড়ে গেলো। এক পলায়নপর পাকিস্তানী সৈন্যের এক পা থেকে বুট খুলে গেছে, তার ভ্রুক্ষেপ করার সময় নেই। সে পালাচ্ছে। লুঙ্গিপরা এক কৃষক বুটটা সৈনিকের দিকে ছুঁড়ে দিয়ে চিৎকার করে বলছে, "তর জুতাডাও লইয়া যা!"
৪ | লিখেছেন হিমু (তারিখ: শুক্র, ০৩/০৮/২০০৭ - ১২:৪৫অপরাহ্ন)
সেটা কি খুব ভালো একটা ব্যাপার হবে? এটা অনেকটা এমন ... জীবনানন্দের কোন কবিতার মাঝের দুটো লাইন মনে পড়ছে না, আরেকজন কবিকে সেই দুটি লাইন লিখে দেবার জন্যে অনুরোধ করা :)।
তর জুতাডা লইয়া যাইতে বললেও, তারা জুতা মোজা সব রাইখা গেছে।
জুতা যারা মুইছা দিত তারাও আছে। ভালোই আছে। মন্ত্রী-টন্ত্রিও হয় তারা।
----------------------------------------------- সচল থাকুন ---- সচল রাখুন
----------------------------------------------- মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
মন্তব্য
জালাল ভাই নেশা ধরে যাচ্ছে....
------------------------------
জল ভরো সুন্দরী কইন্যা, জলে দিছ ঢেউ।
হাসি মুখে কওনা কথা সঙ্গে নাই মোর কেউ।
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
৭২ সালে দৈনিক পূর্বদেশ-এ এনায়েতের আঁকা একটি কার্টুনের কথা মনে পড়ে গেলো। এক পলায়নপর পাকিস্তানী সৈন্যের এক পা থেকে বুট খুলে গেছে, তার ভ্রুক্ষেপ করার সময় নেই। সে পালাচ্ছে। লুঙ্গিপরা এক কৃষক বুটটা সৈনিকের দিকে ছুঁড়ে দিয়ে চিৎকার করে বলছে, "তর জুতাডাও লইয়া যা!"
আপনার সংগ্রহে সেটা আছে, জালাল ভাই?
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
ব্লগে কোন কার্টুনিষ্ট নাই? বর্ণনা অনুযায়ী কার্টুনটা ঝটপট এঁকে ফেলা যায়না?
---------------------------
জল ভরো সুন্দরী কইন্যা, জলে দিছ ঢেউ।
হাসি মুখে কওনা কথা সঙ্গে নাই মোর কেউ।
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
সেটা কি খুব ভালো একটা ব্যাপার হবে? এটা অনেকটা এমন ... জীবনানন্দের কোন কবিতার মাঝের দুটো লাইন মনে পড়ছে না, আরেকজন কবিকে সেই দুটি লাইন লিখে দেবার জন্যে অনুরোধ করা :)।
হাঁটুপানির জলদস্যু
দেখে ভাল লাগলো। এরকম আরো চাই। আপনাকে আন্তরিক শ্রদ্ধা।
-বিপ্লব রহমান।
তর জুতাডা লইয়া যাইতে বললেও, তারা জুতা মোজা সব রাইখা গেছে।
জুতা যারা মুইছা দিত তারাও আছে। ভালোই আছে। মন্ত্রী-টন্ত্রিও হয় তারা।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
নতুন মন্তব্য করুন