৩ | লিখেছেন অছ্যুৎ বলাই (তারিখ: মঙ্গল, ০৭/০৮/২০০৭ - ১:৫২পূর্বাহ্ন)
তেলো মাথায় তেল দেওয়ার একটা বহুপ্রচলিত মনে হয় আর্মির ক্ষত্রে খাটে না।
টিক্কারা যেভাবে ইয়াহিয়ার পা নিয়া টানাটানি করছে, তাতে এর মাথা মনে হচ্ছে হাঁটু থেকেও নিচে।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
মন্তব্য
এগুলো কেমনে যোগার করেন?
এটা আসলেই জোস ।
সব সময়ের সব উর্দিওয়ালাগুলো একই রকম । সে খানই হোক আর আহমেদ ই হোক ।
-----------------------------------
'আমি ও অনন্তকাল এইখানে পরস্পর বিস্ময়ে বিঁধে আছি'
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
তেলো মাথায় তেল দেওয়ার একটা বহুপ্রচলিত মনে হয় আর্মির ক্ষত্রে খাটে না।
টিক্কারা যেভাবে ইয়াহিয়ার পা নিয়া টানাটানি করছে, তাতে এর মাথা মনে হচ্ছে হাঁটু থেকেও নিচে।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
ঠ্যাং ধরে মারো টান ,ইয়াহিয়া খান খান
--------------------------
জল ভরো সুন্দরী কইন্যা, জলে দিছ ঢেউ।
হাসি মুখে কওনা কথা সঙ্গে নাই মোর কেউ।
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
নতুন মন্তব্য করুন