বুদ্ধিটা ছিল হিমুর। তখন কমবেশী সবাই বাধভাঙ্গারআওয়াজ নিয়ে তিতিবিরক্ত ছিলেন। www.geo.de দেখে আইডিয়া আসে হিমুর মাথায় একটা অনলাইন পত্রিকা করলে কেমন হয়। ডটু রাসেল আর সুমন চৌধুরীর সাথে আলাপ করে দলটা ভারী হয়ে যায়। আমি তখন মন্ট্রিয়লে। আগুনটা আমার মাথায় লাগতে দেরী হল না। গুগল গ্রুপসে হিমু বানিয়ে ফেললো "ব্লগারু"। পত্রিকার কথা বলাতেই দলে যোগ দিলেন ধূসর গোধুলী, হাসান মোরশেদ, উৎস, অমি পিয়াল, কনফুসিয়াস, হযবরল। কদিন বাদে দলটা আরো বড়ও হল যখন শোমচৌ আর এসএম মাহবুব মোর্শেদ সাথী হলেন।
"সচলায়তন" নামটা হিমুর কয়েন করা, জনসম্মতির জন্য প্রকাশ করা হয় ১৫ই অগাস্ট ২০০৬ এ, আমার একটা মেইলে:
"বাধভাঙ্গা ব্লগারদের জন্য
পক্রিকা বের হচ্ছে
এবার সময় একটা চমতকার নাম
ঠিক করার
তাই দেরী নয়! মাথা খাটানো
শুরু করুন এখনই"
সেই ইমেইল এর বক্তব্যটাকে পোক্ত করতে হিমু পাল্টা মেইল ছুড়ে দেয়, যেখানে সচলায়তন এর প্রাথমিক চেহারাটা সম্পর্কে ধারনা পাওয়া যায়। একই দিনে হিমুর ইমেইল থেকে:
"Pardon me, but I'm writing in English.
Please do contribute your share of brainstrain.
Me, Russel and Tareq discussed on the limbs of our "Patrika". We came
up with ideas about sections like ...
Politics
Social Glimpses
Economics
Eudcation and Academics
Science and Technology
Where does Bangladesh Stand?
Reviews
Literary Works
History
...
(More from you)
And we also are looking forward to getting suggestions from you about
the Name.
I nominate "Socholayoton" as opposed to Ocholayoton.
We also would like to suugest some characteristics to you.
The site will be throught Unicode-compliant.
Articles will be sent to the editorial body for approval. Conditions
for Approval are still on design board waiting for what you have to
say. Approved articles will be posted to appropriate section.
Comments and Rating will be enabled for every article, but the
editorial body will be able to moderate comments.
Only Registered users can comment. Objectionable comments might lead to
deletion of comment and annulment of registration of corresponding
user.
That's all so far. The rest is up to you.
Thanks.
H. "
সচলায়তনের ১ম ডেমোসাইট তৈরি হয় ১৯শে অগাস্ট আমাদের এএমমামুর কল্যাণে এবং সেটাও ছিল ড্রুপালে করা। তার ঠিকানা
http://149.169.24.205/drupal/
এরপর ২০ তারিখে আরেকটা ডেমো তৈরি করা হয় পত্রিকার ঢং-এ।
২৯শে অগাস্ট এএমমামুর ফাটাফাটি ইউনিকোড বিজয় এডিটরটা বানিয়ে ফেলে যা সচলায়তনের কোমর বেশ শক্ত করে দেয়। সচলায়তন আসতে দেরী হওয়ায় সে অন্যদের অনুরোধে সেপ্টেম্বারের ৬ তারিখ একটা কনভার্টার বানায়, যেটা একন "জব্বর" বিখ্যাত।
৩১শে অগাস্ট আমাদের ডোমেইন ও হোস্টিং কেনা হয়। শুরুটা ছিল ৩০গিগাবাইট স্পেস আর ৫০গিগাবাইট ট্রান্সফার রেটকে ভরসা করে। আজেকে সেটা ১০গুন সবল!
এরপরে অনেক দিন কাজ বন্ধ ছিল। আমার পেশাগত ঝামেলা একটা কারন তো বটেই, আবার কিছুটা অপেক্ষা করে দেখার ইচ্ছা বাধভাঙ্গার আওয়াজ শেষ পর্যন্ত কিছু করে কিনা।
আমি ও আমরা তখন গান্ধীপোকা জাতীয় একাধিক কীটের আক্রমনে বিপর্যস্ত। ইত্যবসরে কনফু আর হিমু চিন্তাভাবনা আর তাগাদা দিয়ে গেছে। আমি বলেছি এই হবে সেই হবে।
এই বছরের শুরুতে সামহয়ারে গিয়ে আমরা বেশ আশায় ছিলাম বগ কিছু পরিবর্তন আসবে। আসেনি গতানুগিতকভাবেই। আমরা আবার কাজ শুরু করলাম। গোপনে সেই ডেমো হিমু আর উৎসকে দেখানো হতো।
মে মাসের শেষদিকে জেবতিক আরিফ এবং নজমুল আলবাব গুগলটকে আব্দার করে বসলেন নতুন লেখার সাইটের জন্য। আলবাব ভাই এর কাছে শুভও প্রকাশ করেছিলেন একই ইচ্ছা। একই সময়ে জনৈক রামছাগল ওয়ার্ডপ্রেস মিউ বাংলা করতে বসে। আমি তখনও চুপ। কিন্তু যুঞ্চিক্ত নামের এক ব্লগারের পোস্ট ডিলিট হওয়াতে সামহয়ারে পরিবেশ রাতারাতি বদলে যায়। সবাই তখন সামহয়ারত্যাগী হবার ধান্দায়। তখন আর চুপ করে থাকা কঠিন। দুদিনদুরাত খোজ করে জানতে পারলাম ড্রুপাল একাজের জন্য ভালো, মনে পড়ল এসএমমামুর উপদেশ। ওয়ার্ডপ্রেস মিউ কিছুটা বাগী ছিলম অন্যদিকে মাত্র দুদিনে ড্রুপাল কনফিগার ও বাংলায়িত করা সম্ভব হল। ফলে জুনের ১ তারিখে মেইল ছুটল সবার কাছে
"Guys,
Please register to our new blog using the following url:
http://www.sachalayatan.com/drupal/user/register
It doesn't have built in bangla support. You need to use Avro or Bijoy
Ekushey
Avro can be downloaded from
http://www.download.com/Avro-Keyboard...
Feedbacks will be appreciated! "
বলাবাহুল্য, এই সময়ে আমাদের দল আকারে প্রকারে ভারী হয়েছে। ভাস্করদা, জেবতিক, আলবাব প্রমুখ সাথে আছেন মনোবল যোগাচ্ছেন।
আজ ঠিক একমাস পর সাইট এর আনুষ্ঠানিক জন্ম হল। এই কদিনে বন্ধু সাদিক "এলিট ক্লাব" বলে দুর্নাম করেছেন, আস্তমেয়ে সামহয়ার ভাঙ্গার অপবাদ দিয়েছেন, তেলাপোকা এন্ড গং স্বভাবসুলভ ভঙ্গিতে কাদাছোড়ায় মগ্ন আছে।
অনেক কিছুর পরও আজ দিনটা আনন্দের, সবার জন্যই..
এই আকালে আমরা স্বপ্ন দেখেছিলাম,
স্বপ্নটা হাতপা ছুঁড়ে বড় হচ্ছে...আর অধীর হয়ে আমি তাকে দেখে যাই..
প্রিয় স্বপ্নগুলোর প্রতি আমাদের কতোই না মমতা..
মন্তব্য
এতো দিন তারিখ মনে রাখছো কেমনে! থ্যাঙ্কস পর সেটিং দ্যা রের্কড স্রেইট।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
গ্রেট!!!
সবচেয়ে বেশী ধন্যবাদের দাবীদার মামু আর অরূপ।
হা হা, একদম দিন তারিখ সহ দিয়ে দিলেন! মজা লাগলো পড়ে। একেবারে ইতিহাস!
পুরো অংশটায় সাদিক ভাই, আস্তমেয়ে আর তেলাপোকার প্রসংগটা বেমানান। ঐটা ছেঁটে ফেলেন। লেখাটা সৌন্দর্য্য পাক আরো।
-যা দেখি তা-ই বলি...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
অবশ্যই! মামু আর অরূপদারে লক্ষ কোটি ধন্যবাদ। আমি অবশ্য হিমু ভাইএর নামও এই তালিকায় যোগ করবো, শুরুর চিন্তাটা সবসময়েই সবচেয়ে গুরুত্বপূর্ণ!
-যা দেখি তা-ই বলি...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
জয়তু সচলায়তন...
আর আপনারা যারা এই উদ্যোগটা নিয়েছেন আর তা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছেন তদের এই অধমের পক্ষ থেকে বাক্স বাক্স ভরা শুভেচ্ছা।
দৃশা
- কাঁধে কাঁধ মিলিয়ে চলার হলো শুরু- চোখের সামনে একে একে ভেসে গেলো তখনকার দিনগুলো। ধন্যবাদ, সচলায়তন সংশ্লিষ্ট সবাইকে।
_________________________________
<স্বাক্ষর দিমুনা, পরে জমিজমা সব লেইখা লইলে!>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
সাধু! :)
আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে
আজকের দিনে এই ইতিহাসটা লিখে রাখার দরকার ছিল।
কেন দরকার ছিল তা আগামী ৮/১০ বছর পরে বুঝা যাবে।
-----------------------------------
কিস্তিমাতের যুদ্ধ শেষে,সাদাকালো ঘুটিগুলো এক বাক্সেই ফেরত যাবে...
ধূসর গোধুলীর নামটা বাদ পড়েছিল। সে প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম। খুবই লজ্জিত তার নাম বাদ পড়ায়। এরকম আর কারো নাম বাদ পড়লে আওয়াজ দিয়েন!
-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!
হযুদা ছিল। আর স্বরহীন দিদিও বোধহয় জানত।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
স্বপ্নের সীমানা বাড়তে থাকুক বাস্তবের বাস্তবতায়।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
দারুণ।
------ooo0------
বিবর্ণ আকাশ এবং আমি ...
আবার লিখবো হয়তো কোন দিন
স্বপ্নের সীমানা বাড়তে থাকুক বাস্তবের বাস্তবতায়।
ব্যবহারকারীর প্রোফাইল পাতায়,জন্মদিনের পাশে, ইয়াহু অ্যাস্ট্রোলজির লিংক রাখার কারণ কী?
রাশিফল বা জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করেন সচলয়াতন কর্তৃপক্ষ? কালপুরুষ ও সাদিক মোহাম্মদ আলম সংখ্যাতত্ত্বের সাথে ঘুটা দিয়ে জ্যোতিষজ্ঞান ফলাক সামহোয়্যারইনব্লগে, এখানে নয়।
অপবিজ্ঞানকে প্রোমোট করে, এমন সব লেখা ও লিংক মুছে ফেলার পক্ষে।
_____________________________
জিকোবাজি | ফটো গ্যালারি | ইমেইল
বাই ডিফল্ট ছিল। অনেকে হয়ত জানতে চায়। সরায়ে দিবো?
আর আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম একটা বাগ নিয়ে। গুগল টকে যোগ করেছি। বা ইয়াহু, হটমেইলে কথা হতে পারে। আমার ইয়াহু , হটমেইল
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
- অরূপ, নাম জানানোটা মুখ্য না। তবু জানিয়েছো বলে অশেষ কৃতজ্ঞতা। :D
_________________________________
<স্বাক্ষর দিমুনা, পরে জমিজমা সব লেইখা লইলে!>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আমাদের অরূপ দেখি ইতিহাসবেত্তা ও হয়ে গেছে!
বৃক্ষের নাম যাই হোক,ফলে পরিচয় দেয়ার সময় এখন ।
জয়তু সচলায়তন । আজি প্রাতে সুর্য উঠা সফল হলো যার ।
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
Viva La Revolución!
হাসান মোরশেদ আপনি হইলেন জেনারেল
আমরা সব ইনফ্যান্ট্রী..
-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!
পড়তে পড়তে ড্রামরোল শুনতেছিলাম বুকের মধ্যে...
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
দিব্য ঘটনা।
ভালো থাকুন।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
এই আকালে আমরা স্বপ্ন দেখেছিলাম,
স্বপ্নটা হাতপা ছুঁড়ে বড় হচ্ছে...আর অধীর হয়ে আমি তাকে দেখে যাই..
প্রিয় স্বপ্নগুলোর প্রতি আমাদের কতোই না মমতা..
(হারাধন অভ্যাস খারাপ করে দিছে)
..................................
আমি মুঠোয় ধরে স্বপ্ন কিনি, মুঠোয় ভরে প্রেম...
তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই
ইতিহাস জানিয়া প্রীত হইলাম। ধন্যবাদ দিয়া লম্বা মানুষদেরকে খাটো করিতে চাই না। সব গুণমুগ্ধদের তরফ হইতে এক ছালা ধন্যবাদ রাখিয়া গেলাম।
অন্ধকারের উতস হতে উতসারিত আলো
স্বপ্ন সফল হওয়ায় অভিনন্দন...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
বিপ্রতীপ আপনারে কি চিনি?
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
সচলায়তনের সকল সদস্যকে জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানাই। অনেকের টুকরো টুকরো স্বপ্নের যোগফল সচলায়তন, যোগ করার মতো আরো স্বপ্নের ঠাঁই আছে এখানে। যাঁরা শুরুর দিকে ভাবনা দিয়ে খানিকটা কাঠামো দাঁড় করিয়েছেন, তাঁদের ভাবনা মেইলের বিস্মরণস্তুপে যোগ দিতো, যদি অরূপ কামাল আর এস এম মাহবুব মুর্শেদ অক্লান্ত নির্ঘুম সময় কাটিয়ে এই ভাবনায় হাড়মাংস যোগ না করতেন। ভাবনার স্তরে যারা "আছি" বলে সাহস যুগিয়েছেন, তাঁরা সচলায়তনের রথযাত্রায় স্কন্ধবীর। আর আজ যাঁরা সচলায়তনে লিখছেন, আঁকছেন, ভাবছেন, ভাবাচ্ছেন প্রতিনিয়ত, সচলায়তন তাঁদের নিয়ে বেঁচে থাকবে। এই সামান্য ইতিহাস গৌণ হয়ে যাক ভবিষ্যতের দোল উৎসবে।
হাঁটুপানির জলদস্যু
আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো ....
অভিনন্দন সচলায়তন পরিবারকে।
_______________________________________
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
এভাবেই এগিয়ে যায় সময়। এভাবেই সৃস্টি হয়, পূর্নতা পায় আমাদের স্বপ্ন।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
শুভেচ্ছা রইল।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
ব্লগারু আর এমএসএন এ হিমুর ক্রমাগত গুঁতোনো ভুলবার নয়। জয়তু সচলায়তন।
ওরে পিষ্টুরী!!! মাঝি ডরাইছে!!!
__________
কি মাঝি? ডরাইলা?
পড়তে পড়তে ড্রামরোল শুনতেছিলাম বুকের মধ্যে...
(হারাধণ আসলেই অভ্যাস খারাপ করে দিসে)
______XXXXX_______
Little by Little
the
Night Turns Around...
গ্রেট জব...
খুব ভাল লাগল ইতিহাসটা জেনে ...
পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।
অরূপ ভাই, সচলায়তন সম্পর্কে ক্লিক করলে সচলায়তন এর জন্মের ইতিহাস হিসাবে এই লেখাটা আসে। ভুল নাই কোন। কিন্তু একটু ভেবে দেখেবেন এখানে ক্লিক করলে খুটি নাটি বাদ দিয়ে অল্প কথায় আমাদের উদ্দেশ্যটা দেয়া যা কিনা। উদ্দেশ্য হচ্ছে আমাদের বীজ আর ফল হবে সচলায়তনে পাঠকরা যা পাবে।
এত ইতিহাস কিছুই জানা ছিল না! ভাল্লাগ্লো পড়ে।
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
চমৎকার! সচল হয়েছি খুব বেশিদিন হয়নি। অথচ এরই মধ্যে সচলায়তন হয়ে পড়েছে আমার দৈনন্দিন কার্যক্রমের একটা অপরিহার্য অঙ্গ। এর উদ্যোক্তা, প্রতিষ্ঠাতা, নির্মাতা, উৎসাহদাতা, শুভানুধ্যায়ী - সবার প্রতি কৃতজ্ঞতা।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? :-?
কৃতজ্ঞতা...
---------------------------------
ভাল লাগল ইতিহাস জেনে।
হুম ইতিহাস টা জেনে নিলাম!! :)
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!
ইচ্ছার আগুনে জ্বলছি...
খুব ভাল লাগলো ইতিহাসটা পড়ে। প্রতিষ্ঠাতাদের অজস্র ধন্যবাদ এরকম অসাধারন একটি সাইটের জন্য! জিও ডট ডিই থেকে তো এখন অনেক ডাইভারজেন্ট সচল!
এটা আগেও পড়ছি। মানুষ যাতে আবার পড়ে সেইজন্য কমেন্টান। পাঁচও দিয়া গেলাম একখান! :)
এইমাত্র পড়লাম। চমত্কার।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
অনেক কিছু জানার বাকি!!!!!!!!!
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
আহ, আমি ঈর্ষাকাতর !!!
বিপ্লব দীর্ঘজীবি হোক !!!
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!
ইতিহাস জেনে ভালো লাগলো
ইতিহাস কথা কয়...।
২০০৭ এর পরের গল্প কে বলবে শুনি? :-)
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...
সচলায়তন জন্মের ইতিহাস পড়ে ভীষণ ভালো লাগলো। কতগুলো মানুষের স্বপ্ন আর শ্রমে আজকের সচলায়তন!
লেখালেখি পারিনা, তবুও সচল আঁকড়ে থাকবার গর্বে গর্বিত হচ্ছি( শুধুই মন্তব্যকারী হিসেবে সেটা কতটুকু জায়েজ যদিও জানিনা :S ) যারা সচলের ইতিহাসটা পড়েননি তাদের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যেই মন্তব্য করলাম।
অনেক শুভকামনা সচলায়তনের জন্য।
- আয়নামতি
স্বপ্নকে ছোঁয়া হয়ে গেছে......................সচল অক্ষয় থাকুক।।।।
সচল 'সচল' থাকুক অযুত নিযুত বছর ধরে
ঢাকাইয়্যা যাদুকর
প্রিয় সচলায়তনের শুরুর ইতিহাস জেনে খুব ভাল লাগল।
লেখককে অসংখ্য ধন্যবাদ।
দারুণ তো ^:)^
_______________
আমার নামের মধ্যে ১৩
নতুন মন্তব্য করুন