১৬ | লিখেছেন দ্রোহী (তারিখ: বুধ, ০৩/১০/২০০৭ - ২:৪৪পূর্বাহ্ন)
চমৎকার সব ব্যানার!
গ্যালারীটা নিয়মিত আপডেট করে রাখলে এবং আরিফ জেবতিকের পরামর্শ অনুযায়ী দিন তারিখ দিয়ে সাজিয়ে রাখতে পারলে ব্যানারগুলোর তাৎপর্য বোঝাটা সহজ হবে। কি মাঝি? ডরাইলা?
ব্যানার মালিকদের প্রতি অনুরোধ - আজকে ঈদের দিন - কিন্তু আজকের উত্সব ব্যানারে কি এই জিনিসটাও স্বীকৃতি দেয়া যায় না? 'ঈদের শুভেচ্ছা' বা 'ঈদ মোবারক' জাতীয় মেসেজ ব্যানারে দিলে সচলের সেক্যুলার চরিত্র নষ্ট হয় না বইলাই আমার বিশ্বাস।
বাইরে এখন যে রকম মাইনরিটিরা কি ভাববে এই ভয়ে 'মেরি ক্রিসমাস' না বইলা অনেকে বলে season's greetings বা happy holidays - অনেকটা সেই রকম হইয়া গেলো।
মন্তব্য
বাহ !!
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
জট্টিল!
-----------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।
আরো কয়েকটা ছিল মনে হয়।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
সাবাস! এরকম কিছুই খুঁজছিলাম।
সচলায়তনের সময় সচেতনতা প্রশংসনীয়।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
এটা দারুন হলো।
ব্যানার বদলানোর এই আইডিয়ার জন্যে সচলায়তন মাইলস্টোন হয়ে থাকবে।
-যা দেখি তা-ই বলি...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
অসাধারণ ... চরম ভাল্লাগছে ... ব্যানার বদলানো আর ব্যানার মিউজিয়াম - দুইটা আইডিয়াই ...
কারিগরদের ধইন্যবাদ ...
গরীবের কয়েকটা কথা।নিচের তথ্যগুলো যোগ করুন।নয়তো ৫ বছর পরে এই ব্যানারগুলোর অধিকাংশেরই কার্যকারন বুঝা যাবে না।
১.ব্যানারগুলো কবে থেকে কবে ছিল,এই তথ্যটি চাই।(আগের গুলো না পেলেও এখন থেকে দেয়া যায়।)
২.কোন ব্যানারটি কার করা।
৩.থিমটি কেন বেছে নেয়া হয়েছিল।
আরিফ ভাইয়ের প্রস্তাবটা অতি উত্তম ...
দারুন...
______________________________________
পথই আমার পথের আড়াল
এস এম মাহবুব মুর্শেদের কীর্তিঃ
ইশতিয়াক জিকোর কীর্তিঃ
FRONT-ZICO.JPG
কবি নজমুল আলবাবের কীর্তিঃ
শিল্পী পলাশের কীর্তিঃ
বাদবাকিগুলো কার কীর্তি সেটা না হয় নাই বললাম
-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নির্বোধের ধারেকাছে না থাকাই শ্রেয়!
তাইলে আমিই ঢোল বাজাই।
বাদবাকি সবের কৃতিত্ব অরূপ কামাল এর।
আপনার মুখার্টুন (মুখ+কার্টুন) টা মজার হৈসে।
হিহহি..
আবার লিখবো হয়তো কোন দিন
ব্যানারগুলোর দিকে তাকিয়ে হঠাৎ মনে হলো ,"দেখতে দেখতে অ-নে-ক গুলো দিন চলে গেল।"
কে জানে,বুড়ো বয়েসে হয়তো সন্তানদের দিকে তাকিয়েও বাবা মা দের এই ভাবনাটাই হয়।
আসলেই, শিশুর বয়স তিন মাস..
-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নির্বোধের ধারেকাছে না থাকাই শ্রেয়!
তিন মাসের এচিভমেন্ট দেখে আমি হতভম্ব।এখন রাত পৌনে তিনটায় ১৫ জন সাইট দেখছেন।দিনের বেলায় গড়ে দেখেছি ৩০ জনের মতো থাকে যে কোন সময়েই।
আমি যখন গত ডিসেম্বরে বাংলা ব্লগিং শুরু করি,তখন আমার সেই সাইটের ব্যবহারকারীও তেমনই ছিল।২০ থেকে ৩৫ জন।
চিন্তা করুন,যদি আমরা কঠোর হস্তে সদস্যপদ নিয়ন্ত্রন না করতাম,তাহলে তো হিটের যন্ত্রনায় চাট্টিবাট্টি গোল করতে হতো ।
চমৎকার সব ব্যানার!
গ্যালারীটা নিয়মিত আপডেট করে রাখলে এবং আরিফ জেবতিকের পরামর্শ অনুযায়ী দিন তারিখ দিয়ে সাজিয়ে রাখতে পারলে ব্যানারগুলোর তাৎপর্য বোঝাটা সহজ হবে।
কি মাঝি? ডরাইলা?
খুব ভাল হয়েছে।
কিছু ব্যানার আগে দেখিনি, তার মানে বোঝা যাচ্ছে আমি সচলে নিয়মিত না!!
ব্লগস্পট | অর্কুট | ফেসবুক | ইমেইল
আমিও দেখিনি ।অথচ আমি নিয়মিত।
- অমিতের ব্যাপারে একমত, আবার বেগতিক ভাইয়ের ব্যাপারেও সহমত।
শেষমেষ সন্দেশ বাবুর কথায় টাশকি মার্কা পূর্ণমত!
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আমার মনে হয় টের পাবার আগেই অনেক ব্যানার বদলে যায়।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
এটা কেমন কথা!
ব্লগস্পট | অর্কুট | ফেসবুক | ইমেইল
সচলে লগইন করেই সবাইকে কন্ট্রোল চেপে ধরে F5 দেয়ার অনুরোধ রইলো।
চমৎকার,অসাধারণ
===
এম. এম. আর. জালাল
"ফিরে দেখুন একাত্তর ঘুরে দাঁড়াক বাংলাদেশ।"
এম. এম. আর. জালাল
"ফিরে দেখুন একাত্তর ঘুরে দাঁড়াক বাংলাদেশ।"
কয়েকটা মিস করলাম ক্যামনে ??
______ ____________________
suspended animation...
"অদ্ভূত উটের পিঠে" ব্যানারটা মজার।
তবে কখনো দেননি মনে হচ্ছে।
আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি
আবার লিখবো হয়তো কোন দিন
ধরেন আজকা কিন্তু একটা বারীণ মজুমদার ব্যাণার হৈতে পারতো...
______________________________________
পথই আমার পথের আড়াল
এক কথায় অসাধারন...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
বান্দরেরটা তাফা হইছে।
কিন্তু ঐটা কি উপলক্ষে দেয়া হইছিল?
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
ফাটাফাটি। ৫/৫
=====================
পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)
পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)
দুর্দান্ত (বিশেষ করে বানরেরটা)!
রাত-বিরেতে নিজের ল্যাপটপের সামনে বসে ব্লগ পড়া আর চ্যাটিং এর ফাঁকে ফাঁকে এর অনেকগুলোই তৈরি হতে দেখেছি কয়েক ফিট পিছনে থেকে। আশা করি আরো দেখব অচিরেই ।
ভাল আছি, ভাল থেকো।
ভাল আছি, ভাল থেকো।
বানরের আর উটের ব্যানারটা দেখি আমিও মিস করেছি!
কি মাঝি? ডরাইলা?
সাবাস!
এর মধ্যে একটি মাত্র ব্যানার বেছে নিতে বললে আমি মাস্টারদা - প্রীতিলতা (২৩ সেপ্টেম্বর) ব্যানারটিকে নেবো।
....................................................................
চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির।।
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
ব্যানার মালিকদের প্রতি অনুরোধ - আজকে ঈদের দিন - কিন্তু আজকের উত্সব ব্যানারে কি এই জিনিসটাও স্বীকৃতি দেয়া যায় না? 'ঈদের শুভেচ্ছা' বা 'ঈদ মোবারক' জাতীয় মেসেজ ব্যানারে দিলে সচলের সেক্যুলার চরিত্র নষ্ট হয় না বইলাই আমার বিশ্বাস।
বাইরে এখন যে রকম মাইনরিটিরা কি ভাববে এই ভয়ে 'মেরি ক্রিসমাস' না বইলা অনেকে বলে season's greetings বা happy holidays - অনেকটা সেই রকম হইয়া গেলো।
গোস্তাখী হইলে মাফ করবেন। সচলের সবাইকে ঈদ মোবারক!
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
আগের ব্যানারগুলো দেখে ভালো লাগলো
...........................
Every Picture Tells a Story
দারুন। আগের ব্যানরগুলো দেখে ভালো লাগলো।
মুস্তাফিজ ভাইয়ের যেই ব্যানারটা এখন শোভা পাচ্ছে সেইটা দেখেই আমি মুগ্ধ। কোথায় ধন্যবাদ জানাবো বুঝতে পারছিলাম না, এইখানে তাই জানিয়ে গেলাম।
=============================
ভাগ্যিস রায়হান মন্তব্য করেছিল ! নইলে আমি তো এই দুর্দান্ত পোস্টের খবরই জানতাম না !
চমৎকার...!
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
কেউ ব্যনারা তৈরী করলে তা আপলোড করার সিস্টেমটা কি? বা কি করতে হবে?
নতুন মন্তব্য করুন