নিম নাখারা

অরূপ এর ছবি
লিখেছেন অরূপ (তারিখ: বুধ, ১০/১০/২০০৭ - ১:৫৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

নিম নাখারা - প্রচ্ছদনিম নাখারা - প্রচ্ছদ

নিম নাখারা
মাহবুব লীলেন
--------------------------
সচলায়তনে 'নিম নাখারা' বইটির ইবুক ভার্সন প্রকাশ করা হল। লেখক মাহবুব লীলেনকে ধন্যবাদ। আমরা আশা করি, বইটি ব্যাপক পাঠকপ্রিয়তা অর্জন করবে...

পিডিএফ ভার্শন ডাউনলোড করুন এখান থেকে


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

বাহ চমৎকার!!!

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

দ্বিতীয় ই-বুক সচলের। শুভেচ্ছা মাহবুব লীলেন।
দু'টো গল্প পড়া হয়ে গেছে। এখন ভালো হলো। সময় করে খুঁজে পড়া যাবে।
-----------------------------------------------
খড়বিচালি জোগাড় করি, ঘর বানাবো আসমানে

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

আরিফ জেবতিক এর ছবি

গুড জব।

আরিফ জেবতিক এর ছবি

হ,খালি আমার প্রচ্ছদটা দিতেই বাকী থেকে যায়।

দ্রোহী এর ছবি

বাহ! চমৎকার ব্যাপার। দুটো গল্পতো এখানেই পড়লাম। বাকীগুলো এখন সময় করে পড়ে ফেলা যাবে।


কি মাঝি? ডরাইলা?

হাসান মোরশেদ এর ছবি

দুর্দান্ত কাজ ।
অরূপ নামের করিৎকর্মা(একটু মাথাগরম যদিও) ছেলেটাকে অনেক অনেক ধন্যবাদ চোখ টিপি
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

ইশতিয়াক রউফ এর ছবি

এই ভাবে চলতে থাকলে কিছুদিন পর 'শুভ সচলায়তন!' বলে শুভেচ্ছা জানাতে হবে। সাবাস। চলুক।

বিপ্রতীপ এর ছবি

মাত্র অল্প দিনের মাঝেই দ্বিতীয় বই...
সচলায়তন সচল থাকুন...এভাবে

হাসিব এর ছবি

কঠিন হৈছে । সহস্র ধন্যবাদ লেখকের জন্য ।

লেখকের জন্য অথবা যিনি পিডিএফ ফাইলটি বানিয়েছেন তার জন্য:
বাংলা পিডিএফের একটা সমস্যা হলো বাংলায় অনেক ফন্ট আছে যেগুলো সহজে পিডিএফ ফাইলে এমবেড করা যায় না । এই এমবেড না করা থাকলে যেসব পিসিতে ফন্ট নেই সেখানে ফন্টটা দেখাবে না । হাবিজাবি ইকড়ি মিকড়ি কিছু একটা দেখাবে । এই পিডিএফটাতে মূল টেক্সট সিয়াম রূপালীতে করা হয়েছে । এটা এমবেডযোগ্য যেকোন প্রিন্টার ড্রাইভারেই । কিন্তু ধারনা করি ফুটারটি (footer) রয়ে গেছে সুতন্বী এমজে ফন্টে । এটা এমবেড করতে সব ড্রাইভার পারে না । এজন্য আমার সাজেশন হলো
- পিডিএফ করার সময় পিডিএফ৯৯৫ সফটওয়ারটি ব্যবহার করা । এতে সব ফন্টই এমবেড করা সম্ভব ।
- অথবা এরকম কোন ফন্ট ব্যবহার করা যেটা সহজে এমবেড হয় আপনি যে সফটওয়ারটি ব্যবহার করেন সেটা দিয়া ।
সব ফন্ট এমবেডেড হয়েছে এটা বুঝতে ডকুমেন্ট প্রপার্টিজে যান । সেখানে ফন্ট ক্লিক করে ব্যবহার করা ফন্টের লিস্ট দেখুন । খেয়াল করুন সবগুলো ফন্টের পাশে (embedded subset) লেখা আছে কিনা । যেসব ফন্ট এমবেড করা নেই সেগুলোর পাশে এলেখাটি দেখাবেনা ।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

'বৈরাত' পড়ে আরাম পাইছি। বাকিগুলাও শেষ করবো।

বিপ্লব রহমান এর ছবি

আরে, দারুন তো!


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

শেখ জলিল এর ছবি

দারুণ পোস্ট। ধন্যবাদ।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

মুহম্মদ জুবায়ের এর ছবি

লেখককে অভিনন্দন।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

হাসিব এর ছবি

আপনার চুপকথাটা তুলে দেন ।

মাহবুব লীলেন এর ছবি

বহুদিন থেকে নিজের ওয়েব করব করব করে করা হয় না
আসোলে আমরাতো ম্যানুয়েল-ইকোনোমিক্সের ম্যানুয়েল মানুষ
লেখাটাও এই সেদিন পর্যন্ত ম্যানুয়েলিই লিখতাম

ওয়েবে আমার বই। হঠাৎ করেই হয়ে গেলো....
অন্তত যাদের কাছে বই পাঠাতে পারি না অথচ যাদেরকে বলার লোভ সামলাতে পারি না যে আমার একটা বই হয়েছে তাদেরকে অন্তত এই ঠিকানাটা দিতে পারবো

ধন্যবাদ কাকে দেবো?
সচলায়তন সাইটটা আমাকে পাঠানোর জন্য মোর্শেদ?
সুপারিশ করার জন্য আরিফ?
ইবুক করার জন্য অরূপ?
নাকি সবাইকে?
পুরো সিস্টেমটাকে?

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

সবাইরেই দেন। সবাই মিইলা ঝুইলাই সচলায়তন।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

আহমেদুর রশীদ এর ছবি

বাহঃ দারুন।
তবে মুল প্রকাশক কে- তার উল্লেখ থাকা উচিত।

মাহবুব লীলেন এর ছবি

নিম নাখারা-র মূল প্রকাশক
শুদ্ধস্বর
এখন পর্যন্ত আমার সবগুলো বইয়ের প্রকাশকই শুদ্ধস্বর

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।