বাবার অফিস থেকে সন্ধ্যে নাগাদ দুজন লোক এসে কি বলতেই মা যেন কেমনধারা হয়ে কাছের চেয়ারটায় ধপ করে বসে পড়লেন। এই ছবিটায় না থাকলেও বাবা সম্পর্কিত এটাই আমার প্রথম স্মৃতি। পরের স্লটের দৃশ্যটায় দেখি ঐ লোক দুজনের সাথে মা, ভাই আর আমি শীতের রাতে একটা গাড়িতে করে ছুটে চলেছি কোথায়। কে একজন বলছে, আমরা বডি নিতে যাচ্ছি। আরেকজন ধমকে উঠে বলছে, আহ্, কিসব বল, এখনও কনফার্ম হয়নি তো। পাশের সিটে মা পাথরের মত মুখ করে চুপচাপ বসে আছেন। অনেক রাতে ঘুম ভেঙ্গে দেখি একটা হাসপাতালে এসেছি আমরা। সারি সারি আলো আলো ঘর পেরিয়ে, অনেক কাতরানি আর নার্সকে পাশ কাটিয়ে একটা ঘরে এসে দেখি পুরো গায়ে মমির মত ব্যান্ডেজ বাঁধা একটা লোককে হাত পা খাটের সাথে বেঁধে শুইয়ে রেখে কি মেশিন লাগিয়ে ভয়ানক শক দেয়া হচ্ছে আর লোকটার শরীর তিড়িং বিড়িং করে লাফিয়ে উঠছে। কে একজন বলল, মামনি, ঐ তোমার আব্বু । আমি ফিক করে হেসে বললাম, ধ্যাত, ওটাতো আব্বু না, ওটা ভূত।
পরদিন সকালে হাসপাতালের মাঠে একটা সত্যিকারের হেলিকপ্টার এসে মা আর ঐ ব্যান্ডেজ বাঁধা ভূতের মত বাবাটাকে নিয়ে চলে গেল । আমার এমন কান্না পেল । তখন আকাশে দৈবাৎ কোনোদিন হেলিকপ্টার দেখতে পেলে আমরা ছুটে গিয়ে যতক্ষণ পারা যায় দেখতে থাকতাম, কী ভালো লাগত; আর মা কিনা আমাদের রেখে জলজ্যান্ত একটা হেলিকপ্টারে করে উড়ে চলে গেল ! বড় খালা বললেন, কেঁদো না, বাবাকে নিয়ে মা ঢাকায় বড় হাসপাতালে গেছেন, কদিন পরেই ভালো হয়ে ফিরবেন ।
বাবার নাকি মোটর সাইকেলে একটা ভয়ানক এক্সিডেন্ট হয়েছিল । বড়রা হেসে হেসে বলতেন, ছাগল বাঁচাতে গিয়ে তোর বাবা পাগল হলেন । আমি মাথা হেঁট করে শুনতাম, ছোট্ট বুকটা ধুকধুক করত অপমানে । কিছু বলার ছিলনা । বাবা সত্যি পাগলাটে হয়ে গেছলেন ।
কতদিন জানিনা তবে অনেকদিন পর বাবাকে নিয়ে মা ফিরলেন । উঁকি মেরে দেখি ন্যাড়া মাথা বড় বড় চোখের একটা লোক বিছানায় শুয়ে আছে । অনেকদিন কোমায় থেকে বাবা নাকি সব ভুলে গেছেন । সব মানে স-অ-ব । এমনকি খেতে, কথা বলতেও ভুলে গেছলেন । মা কে দেখতাম সামনে বসে কলা ছিলে আস্তে আস্তে খেয়ে দেখিয়ে দিয়ে বলতেন, খাও, এভাবে খাও । বাবা বোকা বোকা মুখ করে এক কামড় দিয়ে চুপ করে বসে থাকতেন । একদম বাচ্চাদের মত । অপরিসীম ধৈর্য নিয়ে বাবাকে মা সব কিছু শেখালেন আস্তে আস্তে । এমনকি কদিন পর বাবা আবার আগের মত অফিস যাওয়াও শুরু করলেন । আমাদের পরিবারটা ধীরে ধীরে স্বাভাবিক হতে লাগল ।
বাবার সব কিছুই প্রায় ঠিক হয়ে এসেছিল, একটা জিনিষ বাদে। সেটা আমি ।
আমি ভুলেও বাবার কাছে যেতাম না। ঐ অপরিচিত জ্বলজ্বলে চোখ দেখেই ভীষণ ভয় পেতাম । একদিন ঘুমোচ্ছে ভেবে কাছে যেতেই খপ করে হাত ধরে ফেলে মেঘস্বরে জিজ্ঞেস করলেন, এই, তুমি কে ? আমি ভয়ে ফোঁপাতে শুরু করেছি, মা তাড়াতাড়ি হাত ছাড়িয়ে বলল, ঐ তো তোমার মেয়ে, আশালতা। বাবা অবিশ্বাস ভরে তাকিয়ে বললেন, হতেই পারেনা । আমার মেয়েটা তো একদম এই এত্তটুকু ছোট। এ অন্য মেয়ে। মা হেসে বললেন, আগে তো ছোটই ছিল, এখন এই কদিনে একটু বড় হয়ে গেছে , তোমার মনে নেই তাই। বাবা কিছুতে বিশ্বাস করলেন না ।
করলেন না তো, জীবনের শেষ দিন অব্দি করলেনই না। সবার জোরাজুরিতে এমনিতে চুপ করে গেলেও একা পেলেই আমাকে প্রায়ই জিজ্ঞেস করতেন, আচ্ছা সত্যি করে বলতো, তুমি কোথা থেকে এসেছ ? তোমার বাবার নাম কি ? আমার গলায় কী একটা আটকে যেত, উত্তর দিতে পারতাম না। মাঝে মাঝেই দুপুরবেলায় মা ঘুমোলে দেখতাম বাবা লুকিয়ে লুকিয়ে উঠোনের পেয়ারা গাছের নিচের ঝোপটায়, নয়ত ছাদের কোনায়, কখনও ষ্টোর রুমের বড় বড় ট্রাঙ্ক গুলো ঘেঁটে কি খুঁজছেন । জিজ্ঞেস করলে ফিস ফিস করে বলতেন, আমার একটা মেয়ে ছিল আশালতা নামে, হারিয়ে গেছে, ওকে খুঁজছি । চলতো খুঁজে দেখি।
বাবার সাথে মিলে আমিও ছোট্ট আশালতাকে খুঁজে বেড়াতাম ।
আজ জীবনের এতগুলো চড়াই উতরাই পার হয়ে এসে কোন কোনোদিন আয়নায় চোখ পড়লেই ভয়ানক চমকে যাই । প্রতিবিম্বের মুখটাকে বড় অচেনা লাগে । চেনা ছকের ব্যস্ত জীবনে তাঁতের মাকুর মত চলে ফিরে বেড়ান মানুষটাকে মনে হয় অন্য কেউ। বৃষ্টি হলেই মাথায় শর্ট সার্কিট মত হয়ে যেত বলে মা মিস্ত্রি ডাকিয়ে ছাদের রেলিং উঁচু করে দিয়েছিলেন যাতে বৃষ্টিপাগলা মেয়েটা ইচ্ছে মত অন্যের চোখ বাঁচিয়ে ভিজতে পারে, সেই মেয়েটা কোথায় হারিয়ে গেছে। অস্তিত্বের পরতে এক জন্মের জরা। এখন আর আগের মত আইসক্রিম দেখলেই হামলে পড়তে ইচ্ছে যায়না । টিভির পর্দায় কোন শিক্ষিকার দগদগে কাটা নাকের খবর মাঝ পথে অফ করে অবলীলায় বলতে পারি, চল ভাত খেয়ে নিই, রাত হচ্ছে । সকালে আবার কাজ আছে ।
শুধু কোন কোন দিন রিকশা করে ঘরে ফেরার সময় আচমকা বৃষ্টির হাতে ধরা পড়ে মন কেমন করে ওঠে । বৃষ্টির সাথে অল্প একটু চোখের পানি মিশিয়ে দিয়ে আনমনে বলি, আমায় খুঁজে দাও বাবা, আমি হারিয়ে গেছি ।
মন্তব্য
এইটার ট্যাগে গল্প থাকলেই খুশি হতাম...
এটা তো গল্পই, জীবনের গল্প এই যা ।
----------------
স্বপ্ন হোক শক্তি
প্রকৃতির এই এক অদ্ভুত খেয়ালীপনা, কারো শূন্য জীবনে পূর্ণতা আনে আবার কাউকে একেবারেই শূন্য করে দেয়............
মেয়ের কাছে তার বাবা সবচে নির্ভরতার স্থান, সবচে আপন। আর সেই জায়গাটুকুই যখন অচিন হয়ে যায়............
ভাল থাকবেন।
নির্ঝরা শ্রাবণ
ধন্যবাদ নির্ঝরা শ্রাবণ। পিতৃস্নেহ একেবারেই পাইনি তা কিন্তু নয়। বাবার সাথে আমার অন্যরকম একটা র্যাপো ছিল, কিন্তু সেটা আলাদা গল্প। আর হ্যাঁ, সেই জায়গাটা অচিন হয়ে যাবার শূন্যতাটা ছিল বরাবর, আছেও। এইসব পাওয়া না পাওয়া নিয়েই তো জীবনের গল্পগুলো তৈরি হয়, তাইনা ?
----------------
স্বপ্ন হোক শক্তি
ধন্যবাদ অনার্য সঙ্গীত। আমি ভেবেছিলাম আমার 'সর্বনাশা দুঃখ টাইপ' লেখাগুলো আপনি পড়েন না। ভুল প্রমানিত হওয়ায় খুশি হলাম খুব ।
----------------
স্বপ্ন হোক শক্তি
সর্বনাশা দুঃখ টাইপ লেখা আমি আসলেও পড়ি না। সমস্যা হচ্ছে না পড়ে বোঝা যায় না কোনটা দুঃখ-বিরহ-ভালোবাসা টাইপ লেখা! এই বিষয়ে আমার নিজস্ব ফিলসফি আছে সে আলোচনায় না যাওয়াই ভালো!
দুঃখ বিষয়ক কমেন্টটা যে আপনার পোস্টে ছিল তা-ই ভুলে গিয়েছিলাম। আজকে দেখে এলাম! মন্তব্যও করে এলাম আবার।
সবকিছুর ওপরে যে ব্যাপার, সেটা হচ্ছে, আপনার লেখার হাত অসাধারণ! যা ইচ্ছা লিখুন। কেউ কেউ না পড়লে কী এসে যায়!
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
ফিলসফিটা জানতে ইচ্ছে হল একটু। আমি আবার বিশিষ্ট দার্শনিক কিনা। জায়গায় অজায়গায় নিজস্ব দর্শন ফলাই
লেখা কেউ না পড়লে আগে কিছুই যেত আসত না, নিজের জন্যেই লিখে অভ্যস্ত বরাবর, কিন্তু আপনারাই অভ্যাস নষ্ট করে দিলেন যে। আমি বোধ হয় এখন স্তুতিখোর টাইপ বাজে ধরনের লোভী হয়ে যাচ্ছি, খালি খালি কমেন্টে ইতিবাচক বিশেষণ পেতে ইচ্ছে করে...
----------------
স্বপ্ন হোক শক্তি
শুধু লেখাটার ব্যাপারেই মন্তব্য করতে পারি, অসাধারণ লিখেছেন!
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
মৌনকুহর কি চিরকাল মৌনই থাকবে ? ভালো বলতে বোর লাগলে খারাপ দিকটাই বলুন নাহয়, আমার খুব উপকার হয় তাহলে ।
----------------
স্বপ্ন হোক শক্তি
না, বোর-টোর ফীল করি না। লেখাটা ভালো হয়েছে। কিন্তু কমেন্ট করতে গিয়ে যখন দেখলাম ট্যাগ 'স্মৃতিচারণ', কী বলব ভেবে পেলাম না।
ভালো থাকা হোক।
..........................................!!!!!
এটা গল্প হলে আমার চাইতে বেশি খুশি কেউ হতনা শান্তিপ্রিয়। পড়ার জন্য ধন্যবাদ।
----------------
স্বপ্ন হোক শক্তি
মন খারাপ হয়ে গেল আপু। এমন প্রাণ-ছোয়া গল্প পড়লে দুঃখ বিলাস করি; লেখার চমৎকার ভঙ্গির তারিফ করি। কিন্তু এ তো স্মৃতিচারণ, সত্যি! কৌস্তুভ ভাইয়ার মতনই মত, ট্যাগে গল্প থাকলেই খুশি হতাম!
আসাধারণ! আর কোনও কথা নেই।
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
আমি আপ্লুত ।
----------------
স্বপ্ন হোক শক্তি
.........................
----------------
স্বপ্ন হোক শক্তি
অসাধারন লেখা...বহুদিন পর ভালো লেখা পড়লাম...
nawarid nur saba
'বহুদিন পর ভালো লেখা পড়লাম...' মানে! আমার আগের লেখাগুলো এতো পচা ছিল ??!!
----------------
স্বপ্ন হোক শক্তি
অনার্য সঙ্গীত-এর কথা ধার করে বলি:
"শুধু লেখাটার ব্যাপারেই মন্তব্য করতে পারি, অসাধারণ লিখেছেন!"
অনেক অনেক ধন্যবাদ যুধিষ্ঠির। আপনাদের মন্তব্যের প্রত্তত্তরের ভালো লাগা জানাবার সঠিক ভাষা আমার জানা নেই।
----------------
স্বপ্ন হোক শক্তি
বাকরুদ্ধ হয়ে রইলাম অনেক ক্ষন।
অনার্যের সাথে আমিও সুর মিলিয়ে বলে যাই---'অসাধারণ' !!!
ধন্যবাদ অনিকেত। বাবার কথা আমি কখনও কাউকে বলিনি। এই লেখাটা লিখতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে। পুরনো মমির মত করে সেই দিনগুলো জ্যান্ত হয়ে আবার হেঁটে ফিরে বেড়াতে শুরু করেছিল মাথার ভেতর। লেখা শেষ করে আমিও তাই বাকরুদ্ধ হয়ে থেকেছি অনেকক্ষন।
----------------
স্বপ্ন হোক শক্তি
মন ছুয়ে গেল।
===========
আমি জানি না
আপনার মন্তব্য আমারও মন ছুঁল নাম না জানা পাঠক ।
দয়া করে নাম দিয়ে দেবেন মন্তব্যে, আমাদেরও তো জানতে ইচ্ছে করে কে এতো ভালো বলল।
----------------
স্বপ্ন হোক শক্তি
মন বিষণ্ন হয়ে গেল.......... ............অনার্যদার সাথে সহমত................আর একটা অনুরোধ করে ফেললাম আপু, পরবর্তি পোস্ট এমনভাবে/এমন বিষয়ে লিখবেন যেন সবার মন ভালো হয়ে যায়, হুমম!!!!
কবি-মৃত্যুময় কে ধন্যবাদ।
একটা গল্প বলি। এক ছাত্র পরীক্ষার হলে গিয়েছে একটা মাত্র রচনা মুখস্ত করে, সেটা হল নদী। এদিকে পরীক্ষায় নদী টদি আসেনি, এসেছে 'গরু'। এখন উপায় ? বুদ্ধিমান ছাত্র তখন লেখা শুরু করল এই ভাবে যে, গরু একটি চারপেয়ে প্রাণী, এই চার পা দিয়ে সে মাঝে মাঝেই 'নদী'তে পানি খেতে যায়। আর কি, নদী পর্যন্ত এসেই শুরু হয়ে গেল সেই মুখস্ত নদী রচনা !!
আমিও ওরকমই রে ভাই, হাসির গল্প লিখলেও মনে হয় তাতে কান্নামত হাসি শোনাবার ভয় থাকে। আমার গরু কেবলই নদিতে পানি খেতে যায়...
----------------
স্বপ্ন হোক শক্তি
তবু চেষ্টা করবেন আরেকবার!!!!
এরকম শক্তিসঞ্চারি মন্তব্যের জন্য কৃতজ্ঞ অতীত ।
----------------
স্বপ্ন হোক শক্তি
কিছু কিছু লেখা শুধু লেখা না, পড়ার জন্যেও বিরল সৌভাগ্যের অধিকারী হতে হয়। প্রথমটার সাথে আমার কোনো সংশ্লিষ্টতা কোনোকালেই ছিলো না, সে যোগ্যতাও নেই...দ্বিতীয়টা হাতে গোনা কয়েকবার মাত্র টের পেয়েছি। আজ আবার পেলাম, আজকের দিনটার অনেকাংশ শুধুমাত্র এই লেখা পড়ার কারণে আমার জীবনে মহিমান্বিত হয়ে থাকবে।
আপনি সেই ছোট্ট আশালতাকে কোনো এক বৃষ্টির পরশেই খুজে পান, এই কামনা করি।
(অতীত)
এটা গল্পই হোক!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
আহা! যদি তাই হত !!
----------------
স্বপ্ন হোক শক্তি
মন ছুয়ে গেল।
===========
আমি জানি না
পড়েই মনটা খারাপ হয়ে গেল । হৃদয় ছুঁয়ে যায় এমন একটা লেখা ।
পড়ার জন্য অনেক ধন্যবাদ জাতিস্মর ।
----------------
স্বপ্ন হোক শক্তি
ধন্যবাদ তিথীডোর । বাবা দিবসে সবাই বাবাকে নিয়ে কথা বলছে দেখে ভাবলাম আমিও একটা লেখা দিই। কিন্তু... সেই লেখা লিখতে যেয়ে আমার নিজেরই যে এতো কষ্ট হবে বুঝিনি। আপনাদের সবার কমেন্ট পেয়ে মন ভালো হয়ে যাচ্ছে ...প্রায় ।
----------------
স্বপ্ন হোক শক্তি
বাবা বিষয়ক লেখায় আপনি সাধারণত মন্তব্য করেন না আমি জানি। কমেন্ট পেয়ে অবাক হলেও ভালো লাগলো তাই।
অ টঃ আপনার ভবিষ্যদ্বাণী সফল হয়েছে। মডুদের মেইল করে এত ত্যক্ত করেছি যে শিগগির শিগগির আমার পুরনো লেখাগুলো ফিরিয়ে দিয়েছে। কি মজা ! হুঁ হুঁ বাবা, এখন আমিও আপনাদের মত সকল লেখাসমেত ব্লগাধিকারি !!
----------------
স্বপ্ন হোক শক্তি
মডুরা সবার লেখাই ফিরিয়ে দেয়, শুধু আমার অতিথি অবস্থায় লিখা এতিম ব্লগগুলোকে আমার অ্যাকাউন্টে ফিরিয়ে দেয় না। কার কাছে ফরিয়াদ করি!
---
মানুষ তার স্বপ্নের সমান বড়
সেকি! আপনিই না লেখা ফেরতের বুদ্ধি বাতলে দিলেন, আর আপনারই এই দশা ! ওনাদের মেইলে কিন্তু লেখা আছে, দুদিন পরও কাজ না হলে রিমাইন্ডার দিতে।
----------------
স্বপ্ন হোক শক্তি
ঘটনা খুবই স্বাভাবিক। মডুদাদারা একটু ইয়ে...
প্রথমে দুইবার ইমেইল করে জানতে চাইলাম নিয়ে আসা যায় কিনা, কোন উত্তরই দিলো না। পরে খুঁজে দেখি সাহায্যের কোন চিপায় লেখা আছে আনা যায় - মডুরা অবশ্য বলেই দেন যে প্রশ্নের উত্তর সাহায্যে দেয়া আছে সেই সংক্রান্ত ইমেইলের উত্তর দেয়া হবে না।
তারপরে কৌস্তুভকে জিজ্ঞেস করে নিশ্চিত হয়ে লিস্টি পাঠালাম। খবর নেই তো নেই-ই... শেষটা যখন নিজেই ভুলে গেছি ইমেইলটার কথা তখন হঠাৎ একদিন দেখি সব এনে দিয়েছে।
সজল ভাইয়ের কপালে আরো দুঃখ আছে, এই সব সার্ভিস দ্রুত পেতে হলে নিকটা ফেমিনিন হতে হয়...
হে হে, "গঠনা" তাইলে এই।
---
মানুষ তার স্বপ্নের সমান বড়
সজলদা, আপনি আপনার পুরনো লেখার লিংকগুলোসহ আবার কনট্যাক্ট অ্যাট-এ মেইল করে দেখেন। মডুরা বেশ ব্যস্ত থাকেন, মাঝে মাঝে মনে করায়ে দিতে হয়...
আর নিক ফেমিনিন হওয়ার মতন ডিসক্রিমিনেশন সচলায়তন করে না অবশ্যই, আমার নিকতো নাকি পুরাই মেইল (এইটা একটা চরম ডিস্ক্রিমিনেশন বাই দ্য ওয়ে, মেয়েরা যাযাবর বা ব্যাকপ্যাকার হইতে পারে না এইরকম চিন্তা...!! আমি বলবো, আমার নিক হলো চরম নিউট্রাল )। যাই হোক, আমার এক মেইলেই কাজ হয়েছিল কিন্তু।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
প্রথম বার লিস্ট সহ মেইল করেছিলাম গত সেপ্টেম্বারে, আশালতাকে উপদেশ দেওয়ার পরে আবার মনে পড়ায় এই মাসে আবার মেইল করলাম। মডুরা ব্যস্ত থাকে বলেই বারবার ঘ্যানঘ্যান করতে খারাপ লাগে, কিন্তু এই খানে মনে হয় ভালোই কান্নাকাটি করে ফেললাম
নিক ডিসক্রিমিনেশনের কথা নিশ্চয় ফান করে বলা। "আর ঘরেতে এলোনা সে মনে তার নিত্য আসা যাওয়া" এর মত আমার এতিম ব্লগগুলো আমার অ্যাকাউন্টে না থাকলেও আমার পিসিতে লিংকগুলো সেভ করা আছে । সো, নো প্রবলেম।
---
মানুষ তার স্বপ্নের সমান বড়
ফেমিনিন নিকটা অবশ্যই ফান। মডুদের খোঁচানোর সুযোগ পেলে ছাড়ে কে?
বাবাকে নিয়ে লেখা পোস্ট পড়ে আমার চোখে পানি আসেটাসে না।
এই লেখা বহুদিন পর চোখ ভিজিয়ে দিলো...
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
অনেক্ষন চুল হাতড়েও কোনো একটা মন্তব্য লিখতে পারলাম না। ভালো থাকুন সবসময়।
ধন্যবাদ অপ্রকৃতিস্থ ।
----------------
স্বপ্ন হোক শক্তি
ছুঁয়ে গেলো...! ভালো থাকুন, আর সবসময় ভালো লিখুন!
ধন্যবাদ শায়ের আমান।
কিন্তু...সব সময় ভালো লিখবার নিশ্চয়তা দিতে পারছিনা ভাই, যখন যা মাথায় আসে লিখে ফেলি যে
----------------
স্বপ্ন হোক শক্তি
লিখে ফেলুন যে...! পড়ার জন্য আমরাতো আছি-ই সবসময়!
----------------
স্বপ্ন হোক শক্তি
আমি ও হারিয়ে গেছি, কিন্তু বলতে পারছি না কাউকে।
বলতে না পারলে লিখে ফেলুন বাহিরি ।
----------------
স্বপ্ন হোক শক্তি
একী !! মন্তব্য তো উল্টে পাল্টে হুলুস্থুলুস ব্যাপার ! ও মডু, আমি খেলবো না কিন্তু !
----------------
স্বপ্ন হোক শক্তি
কিছু বলার নাই
কাউকে সমবেদনা জানানো আমার জন্য কখনোই সহজ ছিলো না, আর এখানে 'সমবেদনা' জানানোর সাধ্য রাখি না- চিন্তা করতেই কেমন লাগছে, আপনার সমান বেদনাহত হতে পারবো সে ক্ষমতা সৃষ্টিকর্তা দেন নি
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...
বালাই ষাট ! বেদনাহত হতে যাবেন কেন ! ভালো থাকুন
----------------
স্বপ্ন হোক শক্তি
কল্প কথার গল্প নয়, বাস্তবতার গল্প, তাই মনে হয় আরও বেশী মন ছুয়ে গেলো।
----------------
স্বপ্ন হোক শক্তি
অসাধারণ লিখেছেন...
বাবা দিবসে চুপচাপ সব এড়িয়ে গেছি। আমার জন্য ব্যাপারটা বেশ যন্ত্রনার...
______________________________________
পথই আমার পথের আড়াল
যা পেয়েছিলেন তার দশ গুন নিধিকে ফিরিয়ে দিন। দেখবেন ওর চোখের তারার ঝিলিমিল একদিন আপনার সব কষ্ট শুষে নিয়েছে।
----------------
স্বপ্ন হোক শক্তি
:'(
পড়ে
মন থমকে গেছে,
ঠিক হতে অনেক সময় লাগবে..
একটা ঝড় উঠেছে আজ
বুকের ভেতর
কথাগুলো সব হারিয়ে গেছে
বৃষ্টিজলের কথকতায়..
ধন্যবাদ বিষণ্ন বাউন্ডুলে । সবাইকে এইভাবে মন খারাপ করতে দেখে তো লেখাই উচিত হয়নি মনে হচ্ছে
----------------
স্বপ্ন হোক শক্তি
দিনের শুরুতে আজকের আমার প্রথম পড়া এই লেখাটা। শেষ করার আগেই গলা ধরে আসাতে বুঝেছি এটাতে মন্তব্য করা সম্ভব হবে না। তবু শেষ বেলায় এসে পাঠচিহ্নটা রেখে গেলাম।
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
ঠিক আছে নীড় সন্ধানী । ভালো থাকুন।
----------------
স্বপ্ন হোক শক্তি
.... .... ......
শুভকামনা। এছাড়া বলার মতো কিছু পেলাম না।
ধন্যবাদ সুহান রিজওয়ান ।
----------------
স্বপ্ন হোক শক্তি
অসাধারণ।
ধন্যবাদ নৈষাদ । আপনার নিকটা ভারী সুন্দর তো !
----------------
স্বপ্ন হোক শক্তি
আচ্ছা, সেই নতুন বাবাটার সাথে মজার, সুন্দর আর অন্যরকম স্মৃতি আছে না...? আছে তো? কষ্টের কী তাহলে? ছোট আশালতা হারিয়ে গিয়েছিলো না হয়, আরেকজন তো ছিল তাঁর পাশে, তাঁর স্মৃতিতে...
লেখাটা সুন্দর ...
আর অফিশিয়ালি হাচল হবার (মানে নিজের নামে লেখা প্রকাশ আরকি) ই-মেইল পাবার গিয়াঞ্জাম মিটেছে দেখছি। অভিনন্দন!
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
লেখা পোস্ট হবার পর থেকেই আপনার মন্তব্যের জন্য অপেক্ষা করছিলাম, সেই যে নিজের নামের পোস্টের কথা বলেছিলেন...সেইটা শেয়ার করার জন্য। শেষতক গিয়াঞ্জাম মিটেছে, হাচল ধন্যবাদ তাই।
নতুন বাবাটার সাথে অনেক 'অন্যরকম' স্মৃতি আছে, তবে 'মজার' বা 'সুন্দর' অর্থে সেরকম কিছু নেই। মায়েরা নাহয় পেটে ধরেন, বাবারা তো তা করেন না, তাঁরা বিশ্বাস করেই নিজের স্নেহটুকু দেন। আমার বাবার সেই বিশ্বাসের জায়গাটা আমি পাইনি। উনার স্মৃতিতে সেই ছোট্ট মেয়েটাই থেকে গিয়ছিল, আমি বুঝতাম কিন্তু উনার ভুল ভাঙ্গাতে না পারার অসহায়তা বয়ে নিয়ে বেড়াতাম।এইটাই কষ্টের।
----------------
স্বপ্ন হোক শক্তি
কষ্ট পেলেই কষ্ট, কষ্টকে কষ্ট মনে না করলেই কষ্ট না, তাছাড়া কবি নাকি বলেছেন কষ্টের মাঝেও আনন্দ আছে... দার্শনিকতা কপচানো টাইপ কথা হয়ে গেলো...
হালকা কথা বলি -
খাইসে! আমার মন্তব্যের জন্যেও কেউ অপেক্ষা করেছে!! এতো নিজের দেড় বছর আগের কিছু স্মৃতি মনে করিয়ে দিলেন গো আপু! সচলায়তনে এইটা আমার সবচেয়ে ভালো লাগে মনে হয়, সবার আন্তরিক মন্তব্য, কোনটুকু ভালো লেগেছে, কোনটুকু লাগেনি, খোলামেলা আলাপ। উপরে একটা মন্তব্যে আপনি যেমন বলেছেন নিজের জন্যেই লেখা, আমারো অনেকটা ঐরকম। কিন্তু কেউ পড়ছে, ভাবছে, আর প্রায় সাথে সাথেই প্রতিক্রিয়া জানাচ্ছে এইটা সত্যি চমৎকার। আমি নিজে এখনো কারো কারো মন্তব্যের সাগ্রহ অপেক্ষায় থাকি... হয়তো চিরকাল থাকবো...
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
জীবনের এইসব গল্পগুলোতে চুপ হয়ে যাই, কারণ কোন শব্দেই মনে হয় যেন মনের অনুভূতি প্রকাশ করতে পারবো না। ভাল থাকুন।
ধন্যবাদ বইখাতা।
----------------
স্বপ্ন হোক শক্তি
বইখাতাপা সচল হবার পর থেকে গল্প লেখা নাই হয়ে গেছে...
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
অসাধারণ...পড়ে নির্বাক হয়ে রইলাম। অনেক শুভকামনা রইল।
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
ধন্যবাদ তাসনীম। সত্যি অনেক সময়ই গল্পকে ছাড়িয়ে যায় বোধ হয়। আপনার জন্যেও শুভকামনা রইল।
----------------
স্বপ্ন হোক শক্তি
হৃদয় ছোঁয়া লেখা।
---
মানুষ তার স্বপ্নের সমান বড়
----------------
স্বপ্ন হোক শক্তি
এটা গল্প হলেই ভালো হত।
আপনাকে মনে হয় বলা হয়নি এর আগে যে আপনার লেখার হাত অসাধারণ।
------------------------------------------
হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস
তবুও তো ভাই কারোরই নাই, একটুখানি হুঁশ।
ধন্যবাদ পাগল মন। আপনাদের এরকম অকুণ্ঠ ভালো লাগায় আজকাল ভয় ধরে যায়, ভয় হয় এই ভেবে যে এই কথাগুলো পুরোই বিশ্বাস না করে বসি ! তাহলে হয়তো লেখার খাতায় 'আমার' নিজের আর লেখা হবেনা, আমার মত দেখতে অন্য কেউ লিখবে লেখাগুলো। তখন নিজের মত করে বলতে না পেলে দম আটকে মরেই যাব যে !
----------------
স্বপ্ন হোক শক্তি
বোন,
ক্রুর নিয়তির হাতে লেখা জীবনের এই গল্পের সহ্য করার শক্তি আমার নেই! আমায় ক্ষমা কোরো!
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
ধন্যবাদ রোমেল চৌধুরী। আপনাদের শুভকামনাতেই এতোটা পথ পাড়ি দিয়ে আসা, নইলে হারিয়ে যেতাম কবেই।
----------------
স্বপ্ন হোক শক্তি
আপনার লেখাটি অনেক বেশী আপ্লুত করে গেলো। ভালো থাকবেন। শুভেচ্ছা, তানিম এহসান
আপনাকেও শুভেছা তানিম এহসান। পড়ার জন্য ধন্যবাদ।
----------------
স্বপ্ন হোক শক্তি
অসাধারন লেখা
অনেক অনেক কৃতজ্ঞতা।
----------------
স্বপ্ন হোক শক্তি
আশালতা,
আপনার বাবার জন্য অনেক শ্রদ্ধা।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
ধন্যবাদ নজমুল আলবাব।
----------------
স্বপ্ন হোক শক্তি
আপনার এই লেখাটা পড়িনি আগে। না পড়লেই ভালো ছিলো।
আজকের লেখাটার লিঙ্ক থেকে পড়লাম, কিছু বলার ভাষা পাচ্ছি না শুধু আপনার জন্য শ্রদ্ধা
ইসরাত
নতুন মন্তব্য করুন