শীতের সকালটায় হি হি করে কাঁপতে কাঁপতে স্যারের বাসায় পড়তে গিয়ে দেখি বাগানের পুরনো বেদিটায় একা একা বসে আছেন। বললেন, 'আজ পড়াব না রে, মনটা ভালো নেই'। সবাই খুশি মনে ফিরতে শুরু করতেই ডেকে বললেন, 'আশালতা, তুমি থাকো, তোমার সাথে কথা আছে'। আমি অবাক হওয়ার চেয়ে চিন্তিত হলাম বেশি। কারন একা ফিরতে হবে। তার মানে রোজদিন দরজার আড়ালে গোলাপ হাতে দাঁড়িয়ে থাকা উনার পাগল ছেলেটার সামনে দিয়ে একাই যেতে হবে, এইটাই চিন্তার।
আমাদের এই স্যারকে দেখে মনেই হতনা উনি অত ভালো ইংরেজি জানেন। পাজামা পাঞ্জাবী পড়া বেঁটে খাটো মুসল্লি টাইপ মানুষ। মুখে স্নিগ্ধ হাসিটি লেগেই রয়েছে। শুধু যখন ওয়ার্ডসওয়ার্থ বা শেলি-কিটস পড়াতে শুরু করতেন, গমগমে গলাটা আবেগে কেঁপে যেত। ভুলভাল উচ্চারন করে ফেললেই দুঃখিত গলায়, 'আহা, ওভাবে নয় মা, এই ভাবে', বলে অসীম ধৈর্যের সাথে ফনেটিক্স শেখাতে শুরু করতেন। আমি চকিতে একবার দরজার ওপাশের ছায়ামূর্তির দিকে ভয়েভয়ে তাকিয়ে পড়ায় মন দেবার চেষ্টা করতাম।
স্যারের সামনে আপাতশান্ত একটা ভাব নিয়ে সেদিন বেদিটায় বসলাম। দীর্ঘক্ষন চুপ থেকে বলে উঠলেন,'আমার জীবনে একটা ঘটনা ঘটেছে, কাউকেই বলতে পারছিনা। তুমি তো লেখালেখি কর, তুমি বুঝবা জিনিষটা'। একটু বিরতি দিয়ে কেমন বিব্রত গলায় বললেন, 'আমার সাথে চল্লিশ বছর পর একজনের দেখা হয়েছে। বলতো, সে কে হতে পারে ?' আমি অনেক মাথা ঘামিয়ে বললাম, 'দেশভাগের সময় আলাদা হয়ে যাওয়া আত্মীয়'! স্যার বাধা দিয়ে আহত গলায় বললেন, 'না না, সেরকম নয়... ওকে আমি...মানে... খুব পছন্দ করতাম'। এইবার আমার মোটা মাথায় ঢুকল ,কিন্তু কি বলতে হবে বুঝলাম না। তাই চুপ করে রইলাম। স্যার নিচু গলায় সেই হারিয়ে পাওয়া ভাললাগার কথা বলতে লাগলেন। আসলে বোধ হয় উনি ঠিক অন্য কাউকে নয়, নিজেকেই বলছিলেন কথাগুলো । আমার আনাড়ি মস্তিষ্কে কিছুই গেলনা, শুধু মন খারাপটা আন্দাজ করলাম। কথা শেষে বললেন, 'কাল যেতে বলেছে ওর বাসায়, যাব কিনা বুঝছিনা, যদি যাই, তোমাকে জানাবো'। আমার জানা দরকার কেন, তা না বুঝলেও ছাড়া পাওয়ার খুশিতেই মাথা ঝাঁকিয়ে দিলাম ছুট। গেটের মুখে এসে দেখি গোলাপ হাতে ছায়ামূর্তি হাজির। বলল, 'আশালতা, আমাক বিয়া করবা ?' আর বিয়া ! আঁতকে উঠে দেদ্দৌড়। পাগলের ভয়ে স্যারের বাড়ি আর যাওয়া হলনা, অসমাপ্ত প্রেমকাহিনী অজানা রয়ে গেল ।
অনেক বছর বাদে, এক দুপুরে ছোট শহরটায় ফিরে পুরনো কলেজটায় গেলাম । করিডোর ধরে হেঁটে যেতে যেতে দেখি ঠিক আগের মতো করেই স্যার ম্যাডামরা ক্লাস নিচ্ছেন... দপ্তরি বুড়োর মুখে আরও কটা বলিরেখা পড়েছে আর গাছগুলো যেন আরও উঁচু উঁচু হয়ে উঠেছে। সামনের বাগানটায় ঝাঁক বেঁধে পায়রাগুলো বকম বকম করছে অনেক আগের মতই। কোন কিছুই আর তেমন পালটায় নি ।
প্রায় ফাঁকা কমন রুমে যেতে দু চারজন চেনা টিচারের সাথে দেখা হল। একজন পুরনো দিনের গান শুনছিলেন, এসময় দরজা ঠেলে ঢুকলেন আমাদের যুক্তিবিদ্যার মজিদ স্যার । ভীষণ আবেগ দিয়ে লজিক পড়াতেন বলে আমরা ডাকতাম 'অযৌক্তিক স্যার'। আমাকে দেখে অন্যদের মতই খুশি হলেন খুব । কেমন বুড়োটে হয়ে গেছেন, চেহারায় দীর্ঘ অসুস্থতার ছাপ। প্রাথমিক কথাগুলো শেষ করে টুকটাক কথা বলতে বলতে একসময় চুপ করে গেলেন। আড্ডাগুলোয় যেমন হয়, হটাৎ সবাই চুপ মেরে যায়, তেমন। পুরনো খোলা জানালাটার বাইরে কতগুলো কাক খা খা করে ডেকে উঠতে পায়রাগুলো ঝপাৎ করে দল বেঁধে উড়ে গেল ডানা ঝটপটিয়ে। স্তব্ধ দুপুরের ক্লান্ত বাতাসে শুধু লতার গান ঘুরে ঘুরে বাজতে থাকল, 'প্রেম একবার এসেছিল নীরবে......। সেই গান শুনতে শুনতে সেই থমকে যাওয়া নিরব দুপুরে হটাৎ, হটাৎই মজিদ স্যার, 'এই গান তোমরা কেন বাজাও!' বলে হাউমাউ করে কেঁদে উঠলেন। কেউ কিছু বলতে পারলনা। একটু পরে চোখ মুছে উনি উঠে চলে গেলেন। আমরা ভ্যাবাচ্যাকা খেয়ে বসে রইলাম।
বাসায় ফিরলাম মন খারাপ করে। সন্ধ্যায় এলেন পড়শি দাদু। এইয়া লম্বা চওড়া মানুষ, গমগম করে কথা বলেন, ঠা ঠা করে হেসে উঠে মানুষের পিলে চমকে দেন। এসেই ধমকে বললেন, 'কিরে, মুখ ভোঁতা করে ঘুরছিস কেন ?' মজিদ স্যারের ঘটনাটা বলতেই হো হো করে হেসে উঠেই কেমন গম্ভীর হয়ে গেলেন। কিছুক্ষন কি ভেবে বলে বসলেন, 'আমারও একটা মেয়েকে ভারী ভালো লাগত জানিস...এত অভিমানী ছিল...একদিন রাগ করে বিষ খেয়ে ফেলল...'। তারপর একটু চুপ থেকে গা ঝাড়া দিয়ে উঠে বললেন,'আজ যাইরে, বাসায় কাজ আছে'।
পেছন থেকে দেখলাম লম্বা মানুষটা একটু ঝুঁকে কেমন ক্লান্ত ভঙ্গিতে হেঁটে বের হয়ে গেলেন। তারপর হাস্নাহেনা ঝোপটার পাশে একটু দাঁড়িয়ে মাথা নিচু করে জামার হাতায় আলগোছে চোখদুটো মুছে নিয়ে পথের বাঁকে হারিয়ে গেলেন।
মন্তব্য
বাহ্, এই ধরনটা বেশ মজার তো।
----------------
স্বপ্ন হোক শক্তি
আহারে বেচারা
উনাদের জন্য:
প্রেম একবারই এসেছিলো চুপ কইরা,
আমারে রাইখা গেছে কাইত কইরা.....
পড়ার জন্য ধন্যবাদ ফ্রুলিক্স।
----------------
স্বপ্ন হোক শক্তি
“সেযে এসেছিলো বাতাসতো বলেনি,
হায় সেইরাতে দ্বীপ মোর জ্বলেনি
তারে সে আধাঁরে চিনিতে যে পারিনি”
এই না চিনতে পারার সাথেই বোধকরি সব প্রশ্নের উত্তর মিলে যায়। কেউ পারে, কেউ পারেনা, কেউ আগে পারে, কেউ পরে পারে। কেউ কোনদিন পারেনা, শুধু খুঁজে খুঁজেই যায়, কেউ পেয়ে হারায়, কারোবা সয়না। প্রেম চিরদিন প্রথম প্রথম নিরবে আসে, তার পর না তার রঙে রঙে উড়ে উড়ে চলা।
গানটা আমার খুবই প্রিয় এবং গানটার একটা মুড আছে। সেই ম,ুডে গানটা শুনতে শুনতে এখন থেকে আপনার মজিদ স্যার এর কথা মে ন পড়বে কি পড়বেনা কিংবা পড়শী দাদুর কতটা মনে পড়বে জানিনা, তবে পৃথিবীতে প্রেম থাকুক অবিচল।
আশালতা আপা, আমরা সবাই লিখতে থাকি মনের সুখে! শুভেচ্ছা রইলো। তানিম এহসান
আপনার লেখা দেখে কেন যেন মনে হচ্ছে সচলায়তন নামক বহ্নিশিখায় তানিম এহসান নামক আরও একটি পতঙ্গের বিনাশকাল উপস্থিতপ্রায়। হ্যাপি বারনিং ইন সচল তানিম এহসান।
----------------
স্বপ্ন হোক শক্তি
নাহ্ ঠিক জমল না। দুঃখিত সমালোচনা করার জন্য। আমি নিজে লিখতে পারি না তবে সমালোচনা করি
অনেক অনেক ধন্যবাদ সাইদুল। অতি সত্যকথা বলেছেন, এতে দুঃখিত হবার কোন কারন তো আমি দেখছিনা। শুধু কষ্ট করে কেন জমল না সেটা যদি জানাতেন বড় ভালো হত। উপকৃত হতাম।
----------------
স্বপ্ন হোক শক্তি
চমৎকার গল্প। না ভুটিয়ে পরলাম না। প্রায় সবার জীবনেরই প্রথম প্রেমটা হয় এমনই সময় যখন বাস্তবতা দুটো পাখিকে এক নীড়ে ঢুকতে দেয়না। তাই, প্রথম প্রেমের স্মৃতিটা অধিকাংশের কাছেই বেদনাদায়ক। এস্মৃতি জীবনে কখোনেই ভোলা যায়না, সারাটা জীবন বুকের কোনে ধরে রাখতে হয়। হয়তো মজিদ স্যার বা পড়শী দাদুর মতো দু'একজন জীবনের পড়ন্ত বেলাতেও ব্যাক্ত করে ফেলেন।
জীবনে প্রথম প্রেম
সে যেনো ঝকঝকে এক প্লাটিনামের ফ্রেম,
যার বুকে রাখা সাদাকালো যতো ফটোগ্রাফির মেলা।
বর্ণছটায় কাহিনীরা সব রাঙা
তবু শেষ তার যুগলহৃদয় ভাঙা।
সোনালী উষায় দিনময় উজ্জল, তবু রক্তিম সাঁঝবেলা।।
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
কৃতজ্ঞতা রাতঃস্মরণীয়।
----------------
স্বপ্ন হোক শক্তি
আমি আবার এই গানটা শুনতাম এরকম কিছু
"সে যে একবারই এসেছিলো নীরবে/ আমারই এ দুয়ার প্রান্তে"কী অবস্থা! প্রেম কথাটাই বুঝতে পারিনি।
আরে আমাদের কালে সবকিছু মারাত্মক ভিক্টোরিয় ছিলো, "দীপজ্বলা সন্ধ্যায় হৃদয়ের জানালায়" পর্যন্ত শুনেই এক বন্ধু একেবারে মূর্ছা গেছিলো, জানালাতেই এই, দরজা হলে তো আর কথা ছিলো না।
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
সত্যি সত্যি মূর্ছা?
মূর্ছার কাছাকাছি।
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
হা হা হা, দরজা হলে বোধ হয় স্বর্গপ্রাপ্তি নিশ্চিত ছিল
আমিও কিন্তু প্রায় প্রায় মূর্ছা যেতাম। কি যেন একটা ইংরিজি ব্যান্ড ছিল, তার প্যানপেনে গান শুনে মূর্ছা যেতাম, মান্না দে, হেমন্ত, সন্ধ্যা, নিহারঞ্জন, আশুতোষ, বঙ্কিমসহ আরও কি কি যেন, সবতেই মূর্ছা । শেষে জীবনানন্দ এসে তো মূর্ছারোগই হয়ে গেল।
----------------
স্বপ্ন হোক শক্তি
ধন্যবাদ রু।
প্রেম যেভাবেই আসুক না কেন দুঃখ অবধারিত। সেটা সফল হলেও, আর বিফল হলে তো কথাই নেই।
অ টঃ আপনার নিকটা ভীষণ ভীষণ চমৎকার।
----------------
স্বপ্ন হোক শক্তি
আপনি খুব ভালো লিখেন। প্রেম নীরবে আসাটা কি দুঃখের বিষয়? আমার জীবনে প্রেম আসে ঢোল ডগর বাজায়ে, আর যায় বোমা ফাটায়ে। নীরবে আসলে আমি খুবই খুশি হতাম।
পেম্পিরিতি কী জিনিস তা এখনও অভিজ্ঞতা হলুনি। কেবল লোকেদের দেখি, কেউ গর্ব করে, কেউ হুতাশ।
লেখা
সেকী!!!
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
আপনি দেখবেন সচলে প্রায়শই নতুন লেখকদের লেখা প্রকাশিত হয়। তাদের মধ্যে খুব কমই নিয়মিত হন। যারা কিছুটা নিয়মিত হন তাদের মধ্যেও পরিচিত মুখ হয়ে ওঠেন কয়েকজন মাত্র। আপনি আপনার লেখাতেই পরিচিত হয়ে উঠছেন বলে মনে হয়। আপনার লেখার সব বিষয় হয়তো নয়, কিন্তু আপনার লেখা আমার পছন্দ।
এই লেখাটাতে মনে হচ্ছে কম সময় দিয়েছেন। পূর্ণ লাগেনি, তারপরও ভালো লেগেছে।
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
থাক থাক, আর ঘুরিয়ে লুল ফেলতে হবেনি!
সেই তো! আমিই তো ঘোষণা দিয়ে বেড়াচ্ছি যে আমি প্রেমস্পর্শহীন বিরান বালক!
[আজকাল আর লুল ফেলে সুখ নেই! প্রতিযোগিতার বাজার! ]
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
ডাইনোসরের কামড় খেয়েও আজকাল বালকেরা বিরান হচ্ছে, কি দিনকাল যে পড়ল।
----------------
স্বপ্ন হোক শক্তি
এই মন্তব্যটার জন্য আমি কৃতজ্ঞ অনার্য সঙ্গীত।
একদিন আগেও নিজেকে বলেছি এই শেষ, অনলাইন লেখালেখির মধ্যে আর নেই। তারপরও এই লেখাটা দিয়েছি তার দুটো কারন ছিল। একটা হল, যাহোক একটা কিছু লিখে দিলেই আপনাদের প্রশ্রয় পাওয়া যায় এবং সেই লেখার সুতো ধরে দারুন একটা আড্ডা জমে উঠতে থাকে যেটার লোভ সামলানো খুব মুশকিল। আর দ্বিতীয় ও আসল কারণটা আমার ব্যর্থতা। আমার নিজের চোখে গত লেখাটা একটা ডিজাস্টার ছিল। তখন থেকেই মাথায় ঘুরছে, 'আমি লিখতে পারছিনা'। এই বোধটা থেকে বেরিয়ে নিজের কাছে নিজেকে প্রমান করতে ইচ্ছে করছিল, কিন্তু দেখছি, পারিনি।
সময়ের কথাটা বলে ভালো করেছেন। এমনিতে আমি যেকোন লেখাই একটানে লিখি, গ্যাপ পড়ে গেলে লেখা আর হয়না। কাজেই লেখায় সময় দেয়ার কিছু নেই, সময়টা বোধ হয় আমার নিজের দরকার। লেখালেখিতে যতিচিহ্ন দেয়ার এটাই সেরা সময়।
আরেকটা কথা না বললেই নয়, নিজের লেখা ধ্বংস করার পুরনো অভ্যাস আছে আমার, কিন্তু, এই লেখাগুলো পারছিনা, এগুলোতে আপনাদের কমেন্টগুলো আছে বলে। নিজের লেখা থেকেও আপনাদের কমেন্টগুলো একশোগুণ বেশি দাম রাখে।
----------------
স্বপ্ন হোক শক্তি
কৌস্তুভ, এর একমাত্র কারণ আপনার প্রণয়প্রার্থীরা এখনো প্রপার চ্যানেল খুঁজে পায়নি - ও বেচারিরা কী করে বুঝবে যে আপনাকে পটানোর একমাত্র রাস্তা একখানা মুরগী রেঁধে নিয়ে আসা?
কৌস্তুভকে 'পটানোর একমাত্র রাস্তা' এবং 'প্রপার চ্যানেল' অপছন্দনীয় খুঁজে পেল কিভাবে এবং কেন সেটাই ভাববার বিষয়
----------------
স্বপ্ন হোক শক্তি
---
মানুষ তার স্বপ্নের সমান বড়
বড়দের বিষয় নিয়ে লেখা ব্লগ নিয়ে মন্তব্য করলাম না । তবে লেখালেখি ছাড়ার চিন্তা মাথায়ও আনবেন না। আরে লিখছেন তো ব্লগেই, কোন ধর্মীয় ভার্সতো লিখছেন না, যে হাজার বছর টিকে থাকতে হবে। যা লিখতে ইচ্চা করলো তাই লিখবেন, নিজের জন্যই লিখবেন, লেখার কোয়ালিটি নিয়ে মাথা ঘামানোর দরকার কী! বেশি বাজে লেখা হলে মডুরাই আটকে দিবে, আপনার নিজে থেকে বলতে হবে না।
---
মানুষ তার স্বপ্নের সমান বড়
তাইতো !
----------------
স্বপ্ন হোক শক্তি
কৌস্তুভ মুরগীভক্ষণ প্রতিযোগিতায় আমার একমাত্র প্রতিদ্বন্দ্বী - এটুকু খোঁজখবর তো রাখতেই হয়, প্রয়োজনে কাজে লাগাতে হবে না?
পৃথিবীতে মুরগি কি আর একটিখানাই অবশিষ্ট আছে যে এতোটাই মরিয়া হতে হয় !!
----------------
স্বপ্ন হোক শক্তি
@কৌস্তুভ
পেম্পিরিতির অভিজ্ঞতা তো ছোটোদের জন্যে নয়। এ হল বড়দের ব্যাপার। ছোটরা দূরে থাকো।
----------------
স্বপ্ন হোক শক্তি
কেন কেন, 'কাফ লভ' কত ভালো জিনিস!
কে বলল 'কাফ লভ' ভালো জিনিষ ?! দেবদাসে দেখেন নি শাহরুখ খান কেমন কফ্ কফ্ করে কাশতে কাশতেই মরল ?!
----------------
স্বপ্ন হোক শক্তি
সেই ভিক্টোরিও যুগে আমার মা-বাবা প্রেম করে বিয়ে করেছিলেন। শুনেছি বাবার কথায় দাদা’র মনের সম্মতি না থাকলেও বাধ্য হয়েছিলেন হ্যা বলতে কারন তার বড় ছেলে ছোটবেলা থেকেই যা চেয়েছে করে ছেড়েছে। নানি ছিলেন আমার মা খালাদের বন্ধুমা, নানা নিমরাজী থাকলেও , সেযুগেও ‘মেয়ের নিজের পছন্দ আছে!’। দাদা ঘটা করেননি, সামর্থ্য ছিলো; আবার মারা যাবার আগে দাদার সবচাইত পছন্দের ছেলের বউ ছিলেন আমার মা।
সেই ভিক্টোরিও যুগের যারা সমাজকে অতিক্রম করে প্রেম করেছিলেন, বিয়ে করেছিলেন তাদের জন্য রইলো অকৃত্রিম অভিনন্দন আর সুভাশীষ। আপনাদের জয় হোক!! তানিম এহসান
প্রেম-পিরিতি জটিল এবং কঠিন জিনিস। এর থেকে দূরে থাকাই নিরাপদ মনে করি।
========
আমি জানি না
নিরাপদ মানে ! একশ বাহাত্তর হাত দূরে থাকুন।
----------------
স্বপ্ন হোক শক্তি
মাঝে মাঝে তো গায়ের উপর এসে পরার উপক্রম হয়। একশ বাহাত্তর হাত দূরে থাকলেও সচেতন না হলে বিপদের আশঙ্কা কিন্তু থেকেই যায়।
ওবাবা! একেবারে 'গায়ের উপর এসে পরার উপক্রম হয়!' lucky !!!
----------------
স্বপ্ন হোক শক্তি
মনে পড়ে গেলো
মনে পড়িয়ে দেয়ার জন্য দুঃখিত অপছন্দনীয়। কিন্তু এগুলো তো বুড়োদের গল্প, আপনারা না কচিকাঁচা ?! শুনলাম যেন...
----------------
স্বপ্ন হোক শক্তি
প্রত্যেকের ঘটনাগুলো যখন ঘটেছে তখন বয়স হয়তো আমার সমানই ছিলো... আর আমিও একদিন ওনাদের বয়সে পৌঁছাবো, যদি বেঁচে থাকি ততদিন...
.......এবং হাউমাউ করে কাঁদবেন?
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
হয়তো...
হুঁউউ, একেবারেই ভালু না...পচা।
----------------
স্বপ্ন হোক শক্তি
ভালুবাসা ভালু না...
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
এই যে খুকি... এসব বড়দের ব্যাপার, আগে বড় হয়ে নাও তারপর বুঝবে, ঠিক আছে? আপাতত এই চকলেট আর আইসক্রীম খাও...
সচলায়তনে ছ্যাকামুক্ত পুষ্টিকর প্রেম চাই.......
@শহরবালকঃ ছ্যাকামুক্ত পুষ্টিকর প্রেম সব্বার চাই, কিন্তু সাপ্লাই নেই এটাই সমস্যা।
----------------
স্বপ্ন হোক শক্তি
সাপ্লাই না থাকলে এপ্লাই করেন.......পেরেম লাইন ধইরা নামবু........
উঁহু উঁহু, ন্যাড়া একবারই বেলতলায় যায়। বেশি দরকার থাকলে নিজেই ফ্যাক্টরি খুলে বসেন।
----------------
স্বপ্ন হোক শক্তি
প্রেম একটা ভ্রান্ত ধারণা মাত্র
আমি আরো ভাবলাম এইটা আত্মজীবনী... দেখি খালি গুরুজনদের পচানি...
______________________________________
পথই আমার পথের আড়াল
বলেন কি ? ধরে নিচ্ছি মজা করে লিখেছেন।
নিত্যানন্দ রায় কি আমাকে বলছেন ? তাহলে বলি, আমি আমার মত লিখেছি, সেটার রস আপনারা বুঝে নিন।
----------------
স্বপ্ন হোক শক্তি
শুনেছি আঙ্গুরফল ভীষণ টকে গেলে পরে লোকে 'প্রেম একটা ভ্রান্ত ধারণা মাত্র' জাতীয় তত্ত্ব প্রদান করে।
কিন্তু...আমি কি গুরুদের পচিয়েছি ?! একটু হড়কালাম শুনে, নাহ্, লেখালেখিটা সত্যি ছাড়তে হবে দেখছি।
----------------
স্বপ্ন হোক শক্তি
ঐ মিয়া আপনের সমস্যা কী? কথায় কথায় লেখা ছাড়াছাড়ির ঘোষণা দেন কেন? আজেবাজে লেখা কতো প্রকার ও কী কী দেখতে চাইলে নিশ্চিন্ত মনে আমার ব্লগ পড়তে থাকেন। বছরের পর বছর ধরে শত শত আজাইরা ব্লগ লিখেই যাচ্ছি।
গত একমাসে আপনার যে কয়টা ভালো লেখা পড়ছি আমি সারাজীবনেও তা লেখতে পারি নাই
লেখার কোনো ভালোমন্দ নাই... একই লেখা আপনার কাছে খারাপ আর আমার কাছে ভালো লাগতে পারে।
লিখতে থাকেন মন খুলে...
______________________________________
পথই আমার পথের আড়াল
@নজরুল ইসলাম
বাজ্জে কথা। আপনার লেখা আমি খুব পড়েছি, মোটেও আজাইরা না। কিন্তু...এইসব ভালো ভালো কথা বলে আমারে কান্দানের তাল করেন, আপনি খুপখ্রাপ লুক ।
----------------
স্বপ্ন হোক শক্তি
ইরি মুতাব্বির, কৈ গেলি- একটা চিলুমচি দিয়া যাইস এইদিকে। অ্যাশলোটা কানবে বলছে...!
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
হা হা হা...সত্যি বলছি ধুসর গোধূলি, এইরকম একটা কিছু বলবেন সেই আশঙ্কাই করছিলাম তখন থেকে। কিন্তু আপনি সারাক্ষন চিলুমচি নিয়ে ঘোরেন কেন ? মেয়েদের জন্য রুমাল কিন্তু বেটার অপশন। আর আজকে বেশি খোঁচাবেন না কিন্তু আগেই বলে রাখি, আজ আমার মন ভালো নেই। কান্নাকাটি করার ছুতো পেলেই শুরু হয়ে যাব...।
----------------
স্বপ্ন হোক শক্তি
মন খারাপ থাকলে নাতিপুতিদের (মানে, আমাদের) কোলের কাছে বসিয়ে ঠাকুরমার ঝুলি শোনান, মন ভালো হয়ে যাবে।
আসল কথাটা হবে -
আপ্তবাক্যের বিকলাঙ্গ উদ্ধৃতি গোবধের ন্যায় মহাপাপ (#সৈয়দ মুজতবা আলী, দেশে বিদেশে)
জ্বী না, ঠাম্মা হলেও আমি হলাম মডার্ন ব্লগ লেখিয়ে ঠাম্মা। কাজেই ওইসব লণ্ঠন জ্বালিয়ে গপ্প শোনাবার দিন শেষ। টিভির রিমোট বা বড়জোর কুংফু পাণ্ডা-2 এর সিডি দিয়ে বসিয়ে দিতে পারি।
----------------
স্বপ্ন হোক শক্তি
অ্যাশলোটা
নামখানি বড় ভালো লাগ্লো গো ধুগোদা।
------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল
এইযে আপনে নান্নামুন্না ধুগোরে দৌড়ানি খাওয়াইতে চান রহমান ভাই। আপনি পঁচা, আপনার সাথে আড়ি!
অ্যাশলোটা, দেইখা যান রহমান ভাই আপনেরে 'অ্যাশলোটা' কইতাছে! (দিলাম বিচার)
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
দুজনে ষড় করে লোটা ধরাচ্ছেন ! আপনাদের দুজনের সাথেই আড়ি ।
----------------
স্বপ্ন হোক শক্তি
ভাইবা দেখেন, অ্যাশ বললেই কেমন বিশ্বসুন্দরী মনে হয় আর ক্যাথরিন জেটার মতন অ্যাশ লোটা।
ও আশালতাদি আপনে বিচার করেন, কেডায় আগে কইছে।
------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল
১/ আপনার লেখায় এক ধরণের আশ্চর্য প্রবহমানতা আছে। স্বচ্ছন্দে অবাধ সাঁতার দেয়া যায়।
২/ প্রেমাকাঙ্ক্ষী পাগলের জন্য খারাপ লাগছে।
৩/ অডেনের 'উই মাষ্ট লাভ ওয়ান এনাদার, অর ডাই' আর রবীন্দ্রনাথের 'গুপ্তপ্রেম' কবিতাটি হঠাৎ মনে পড়লো,
"তবে পরানে ভালোবাসা কেন গো দিলে
রূপ না দিলে যদি বিধি হে!
পূজার তরে হিয়া উঠে যে ব্যাকুলিয়া,
পূজিব তারে গিয়া কী দিয়ে?"
৪/ শুভপ্রীতি।
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
সকৃতজ্ঞ ধন্যবাদ রোমেল চৌধুরী। কদিন থেকে নিজের লেখা নিয়ে আমি নিজেই অসন্তুষ্ট, আপনার সদয় মন্তব্য পেয়ে ভালো লাগছে।
আমি কবিতা একদমই বুঝিনা, শুধু মাঝের কিছু বাক্য বা বাক্যাংশ ভালো লেগে যায়। এইজন্যে কবিতায় কমেন্ট দেয়ার স্পর্ধা করিনা।
----------------
স্বপ্ন হোক শক্তি
আপনার লেখার ধরন এবং স্বাদ আমার থেকে একদমই আলাদা এবং আপনি কারো লেখা খুব পছন্দ না হলে কমেন্ট করেন না জানতাম। কাজেই আমার লেখায় এই কমেন্ট পেয়ে সত্যি অবাক হয়েছি।
ধন্যবাদ ইস্কান্দর বরকন্দাজ।
----------------
স্বপ্ন হোক শক্তি
আপনার জানাটা সঠিক। কোন লেখা আমার কাছে খারাপ লাগলে আমি এড়িয়ে যাই। কমেন্ট করি না। আমি আপনার মত কখনোই লিখতে পারবো না। আপনার লেখা সত্যিই অসাধারন।
এটা ঠিক, আপনি আমার মত কখনোই লিখতে পারবেন না, ঠিক যেমন আমি আপনার মত পারবোনা। আসলে কেউ কারোর মত পারেনা, হয়না। আমরা যে যার বোধের গভীরতা থেকে লিখি।
আর যে প্রশংসা বাক্যটি বলেছেন, সেটা আমি আজকাল ভীষণ ভয় পাই। ভয় হয় যে, সত্যি করে এই কথাটা না আবার কখনও বিশ্বাস করে বসি। তাহলে সেই মুহূর্তেই বোধ হয় আমি আর আমি থাকবনা, অন্য কেউ হয়ে যাব।
----------------
স্বপ্ন হোক শক্তি
আশাদি’র লেখা থেকে এটাই প্রমাণিত হলো প্রেম করেছেন তো মরেছেন!!
প্রেম ব্যাখ্যাতীত, মনের গভীরে যার বসবাস। কখনও অতীতে, কখনও বা ভবিষ্যতে বয়ে নিয়ে যায় সময়কে।
ভুলতে চাইলে আরও বেশী করে চেপে বসে বুকের উপর।
হুম, গভীর গিয়ানি কথা। মন্তব্য থেকে তাইলে এটাই প্রমানিত হয় যে মন্তব্যকারি প্রেম করেছেন এবং মরেছেন!!
----------------
স্বপ্ন হোক শক্তি
আমি আবার কখন বললাম, আমি পেরেম কইরা মরছি!!
খালি খালি আমারে দোষ দিতাছে! আমি খেলুম না।
এই ভরা বর্ষার দিনেও আপনার মন্ত্যব্য পড়ে না হেসে পারলাম না।
দিদি অনেক পুরানো কথা মনে পরে গেল, সেই ইন্টারমিডিয়েট কলেজ এর কথা মনে পরে গেল। কিন্ত শুধু একটা দীঘ নিঃশ্বাস বের হয়ে গেল......... ভাল লাগলো লেখা পরে।
ধন্যবাদ শ্রীকৃষ্ণ।
----------------
স্বপ্ন হোক শক্তি
আশালতা'দি লেখাটা ভালো লেগেছে, আপনার প্রায় প্রতিটা লেখা ই ভালো লাগে... ... ...
আপনাকে কতবার (কিভাবে) অনুরোধ করলে লেখা ছাড়বেন না বলেন!!!
একি! ছি ছি ছি ছি!এইসব কি বলেন ? আমার এমন কিছু পাঁচটা শিং গজায়নি যে তার জন্য আমাকে মাখন লাগাবে সবাই। নেহাত মোটামাথার মানুষ, তাই বানিয়ে গুছিয়ে ডিপ্লোম্যাটিক কথা বলতে পারিনা। যা মনে আসে গড়গড়িয়ে বলে ফেলি। আমার নিজের কাছেই ওরকমধারা মনে হয়েছিল তাই বলেছি। সাত মন তেল পুড়িয়ে রাধা নাচাবার দুরভিসন্ধি নেই আমার, ছিলও না কোনকালে ।
----------------
স্বপ্ন হোক শক্তি
প্রেম নীরবে আইসা কোনো LOVE নাই। অনেকে সময় থাকতে জিনিসটা বুঝে, অনেকে সময় চলে গেলে বুঝে, অনেকে কখনোই বুঝে না, খালি কান্দে।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
ক্যান, আমি তো শুনছি বেটার লেট দেন নেভার।
সেদিন একটা মুভি দেখে আশান্বিত হইছি, ১০১ টা মেয়ের সাথে ডেট করেও প্রেম আসে নাই তার, বিয়াও করে নাই। কিন্তু ৬৩ বছর বয়সে গিয়ে ৫৮ বছরের এক বুড়ির প্রেমে পড়ে হাঁউমাউ করে কানতেছে।
তাই কই, 'লাভ' আসতে চাইলে আসুক, দরজায় ছিটকানি না দিয়া, ভেজায়া রাখেন।
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
ঠিক ঠিক, কথা ঠিক।
----------------
স্বপ্ন হোক শক্তি
আমি তো দেখি নিরব-সরব যেভাবেই আসুক সবাইই কান্দে। সেই যে দুই পাগলের গল্প আছে না, একজন গোলাপিকে না পেয়ে পাগল, আরেকজন পেয়ে পাগল !
----------------
স্বপ্ন হোক শক্তি
সময়টা যত কাছেরই হোক, প্রথম প্রেমের কথা মনে হলে নিজেকে কেন জানি বুড়োই বোধ হয়।
ভালো লেগেছে পড়ে।
ধন্যবাদ দিগন্ত বাহার।
----------------
স্বপ্ন হোক শক্তি
আপনার লেখাতে সাবলীলতা আছে, লেখা অব্যাহত রাখুন।
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
ধন্যবাদ তাসনীম। সবাই এভাবে সাহস দিলে আসলেও সব সম্ভব বোধ হয়।
----------------
স্বপ্ন হোক শক্তি
আশালতার জীবনে নীরবে আসা প্রেমের কাহিনি পড়বো বলে, সবার আগে এই পোষ্টে ঢুকলাম, ধুরো! কিসের কী! তবে যাই করা হোক না কেন লেখালেখি ছাড়বার কথা ভুলেও যেন আর মাথায় না আসে
হুম, বুঝলাম নামকরণটাই ঝামেলা করছে বেশি। আর...এভাবে মায়ায় জড়াতে নেই... মায়া কাটলে বড় কষ্ট হয় তখন...
----------------
স্বপ্ন হোক শক্তি
এই লেখালেখিটা কোথায় হত শুনি?
প্রেম থাকুক আর থাকবে, তবে একটু কষ্টার্জিত হলে ক্ষতি নেই, আর সৎ যে তাকে হতেই হবে!!!!
আরেহ্ ঐ কলেজ ম্যাগ, দেয়ালিকা এইসব
----------------
স্বপ্ন হোক শক্তি
মর্নিং শৌজ দ্যা ডে!!!
প্রেম বহুবার এসেছিল নীরবে
nawarid nur saba
বহুবার!! বাপ্রে !!
----------------
স্বপ্ন হোক শক্তি
আহারে....
ভালো লাগছে।
ধন্যবাদ ধৈবত, সত্যি ধন্যবাদ।
----------------
স্বপ্ন হোক শক্তি
আরি, মিষ্টি বালিকা যে! কি আনন্দ! সেই কবে সামু আমল থেকে আপনার লেখা পড়ছি। প্রোফাইলের লেখাটা পড়েই এমন মজা লেগেছিল। লেখার কথা আর কি বলব, বয়েস হচ্ছে তো, বুড়ো জেহবায় আর স্বাদ সোয়াদ বুঝিনা ঠিকমত। ক্ষমা ঘেন্না করে নিয়েন।
যাহোক, প্রেমের জ্বালার কথা আর বইলেন না, জেবন বেদনাময় হইল। তাই এখন আম্মো প্রেমের নিকুচি করি।
আমারও এক কথা, প্রেমিক বালক, দূরে গিয়া মর্।
----------------
স্বপ্ন হোক শক্তি
আইজকা ক্যান জানি খুব লিখতে ইচ্ছা করছে সকাল থেকেই। খুব জমায়ে চা বানায়ে রবিবুড়োর গান শুনতে শুনতে আপনার লেখাটা পড়লাম। পড়ে বুঝলাম এই ডজন খানেক প্রেম করে আমার যে ধারনাখান হয়েছে তা মুটামুটি সইত্য। প্রেম জিনিস্টা করনের সময় ফাস্টকেলাস, কিন্তু ছাড়নের পরে বড়ই ডিশটার্বিং!
আজকে এই গান শুইনা রবিরে মনে পড়বো, কাল ঐ সিনিমা দেইখা কবিরে মনে পড়বো, পরশু পাড়ার দুকানে চা খাইতে গিয়ে দবিররে, তারপরের দিন আয়েশ করে মরিচে কামড় দিয়া খিচুড়ির দলা মুখে দেবার সময় রহিমের কথা ইয়াদ আসায় খাইবেন হেচকি! তার চেয়ে বিন্দাস থাকেন, খান দান কলকলান, প্রেম কইরা হইবো টা কি? হ্যারে ঘুম থেইকা জাগাইতে হয়, তারে খাওনের কথা মনে করাইতে হয়, ওরে আবার বিড়ি বাদ্দিতে কওন লাগে, আরেকজনের আবার লেখালেখির শখ, তার লেখার বানান আর বাইক্য ঠিক করন লাগে, জেবন ফানাফানা! প্রেমের আমি নিকুচি করি! :|
আপ্নের লেখা ভালা। তয় আজকের টায় মিরচি কম হইসে। রান্ধন নামানোর আগে চাইখা দেখেন নাই বোধহয়! লেখা বন করবেন না। লিখতে লিখতেই লেখক!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
----------------
স্বপ্ন হোক শক্তি
নতুন মন্তব্য করুন