সকালটা শুরুই হল তুমুল হট্টগোলে। ঘর থেকে বেরুতেই দেখি বসার ঘরে চার থেকে আট বছর বয়েসি চার পাঁচটে বিচ্ছুর গলা দিয়ে বিকট আওয়াজ বেরোচ্ছে। ব্যাপার ঘোরতর; একজনের পায়ের ওপর দিয়ে আরেকজন ট্রাইসাইকেল চালিয়ে ইচ্ছে করে 'আকসিটেন' করায় এই শোরগোল। বিচার সালিশ শুরু করার আগেই ক্রন্দনরত অত্যাচারিত উঠে এসে অত্যাচারীর প্যান্ট টেনে নামিয়ে দিয়ে প্রতিশোধ নিয়ে নিল । এইবার অত্যাচারীর আঁতে বিষম চোট লাগায় সে রেগে লাল হয়ে ঘোষণা দিল, এর প্রতিবাদ হিসেবে সে আজ সারাদিন প্যান্টই পড়বে না। কোন দিকেই কুল করতে না পেরে জরুরী অধ্যাদেশ জারি করলাম, সবাই শান্ত হয়ে বস, এখন আমরা নতুন গ্লাসে করে জুস খাব। জুস খাওয়া শেষ হতেই একজন ঠং করে গ্লাস মাটিতে ছুঁড়ে দিয়ে বলল, আমার শেষ । সাথে সাথে বাকিরাও ছুঁড়ে দিয়ে কোরাসে বললে, আমারও শেষ। সদ্য কেনা গ্লাস সেটের চুরমার চেহারা দেখে দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, আমিও শেষ !
এই ক্ষুদে বিচ্ছুগুলো আমাদের অতিথি। কিন্তু একদিনেই এরা ঘরের যে হাল করেছে তাতে নিজের বাড়ি আর নিজের বলে চেনার যো নেই। অবস্থা আয়ত্তে আনতে তাই দ্রুত ফন্দি এঁটে ফেলি। রূপকথা ! হ্যাঁ ! রূপকথার গল্প শোনালে নিশ্চয় ঘন্টাখানেক আটকে রাখা যাবে। তাড়াতাড়ি ঠাকুমার ঝুলিখানা টেনে এনে সবাইকে জড়ো করে বসি। বেড়ালছানার মত শান্ত টুকটুকে মুখে ওরাও কৌতূহলী হয়ে গা ঘেঁষে বসে।
-এক ছিল রাজা...
-কোন দেশের রাজা ? রাজা কেন ? প্রেসিডেন্ট না কেন ? রাজা কি করে ?
-সেকি তা-ও জানিস না ? রাজা খালি চেয়ারে বসে থাকে আর আঙ্গুর খায়!
-আহা, হট্টগোল করেনা। শোনই না... তার ছিল সাত রানি...
-ওও, রানি মানে ওয়াইফ ? কিন্তু সাআতটা ? রানিরা কেস করেনি ?
-আহ্, এমন কল্লে কিন্তু গল্প বলব না।
-আচ্ছা আচ্ছা বল...
......তারপর তো সেই সাত পারুল ফুলের ভেতর থেকে সাতটি রাজপুত্র বেরিয়ে এসে ঝাঁপিয়ে পড়ল রানীর বুকে...
হা হা হা হি হি হি...এইটা কেমন গল্প ? ইউ আর ইম্পসিবল ! হি হি হি...
এরপর আর কথা চলেনা। নিজেকে কেমন বেকুব বেকুব লাগে। যে বলেছিল শিশুরা ফুলের মত সে বোধ করি ক্যাকটাসের ফুলের কথাই বলেছিল মনে হতে থাকে।
সন্ধ্যায় ঠিক হল সবাই মিলে ভূত দেখতে যাব। মানে সত্যিকারের ভূত নয়। রেস্টুরেন্ট ভূত। সেখানে গা ছমছমে অন্ধকারে খাবার দেয়া হয়, সাথে একটু পরপর 'ভূত' এসে হাঁউমাঁউখাঁউ বলে ভয় দেখায়। হইহই করে সব বেরোলাম। রেস্টুরেন্টে গিয়ে সবার তুমুল উত্তেজনা। কিন্তু আলো আঁধারি আর ভয় ধরানো মিউজিকের জন্যেই বোধ হয় কেউই তেমন ট্যাঁ ফোঁ করছে না। মনে মনে হাসলাম, সারাদিনে একটুও যদি চুপ হয়ে বসে এগুলো ! এইবার ঠিক হয়েছে ! একটু পরেই খাটো মাঝারি আর লম্বা মাপের তিনটে 'ভূত' কালো কাপড় আর বিদঘুটে চেহারা বানিয়ে সামনে এসে হাউহাউ করে ভয় দেখাতে শুরু করল। হটাত কি থেকে যেন কি হয়ে গেল। দেখি সামনের ছোট দুইজন তড়াক করে লাফিয়ে একটা ভূতের ঘাড়ে চেপে বসে গদাম গদাম কিল চড় ঘুষি। কিছু বুঝে ওঠার আগেই বাকিগুলোও 'আক্রোমঅঅন্' বলে তেড়ে এসে ভুতেদের মুখোশ টুখোশ কেড়ে নিয়ে লাথি ঘুষি দিয়ে একদম ধরাশায়ী করে ফেললে। লম্বা আর মেজো ভূত একপাশে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে গেল। আর ছোটভূত সবকটাকে নিয়ে জড়ামড়ি করে মাটিতে পড়ে কোঁকোঁ করতে লাগলো । হাঁ হাঁ করে সবাই ছুটে এসে কোনরকমে ক্ষুদে দানোদের হাত থেকে ভূতদের ছাড়িয়ে আনতেই তারা অবশিষ্ট কাপড় চোপড় সামলে উঠেই একদম চোঁ চাঁ দৌড়। একটু ধাতস্থ হয়ে বসে বাকি খাবারটা শেষ করে বিল মিটিয়ে বেরোতে বেরোতে পাশ থেকে একজন বললে, আপা এই বাচ্চাগুলা কী খায় ?
হতাশ চোখে ওদের দিকে তাকিয়ে বললাম, আমার মাথা।
মন্তব্য
পড়ার জন্য ধন্যবাদ বাওয়ানী। নতুন বছরের শুভেচ্ছা রইল। ভালো থাকুন।
----------------
স্বপ্ন হোক শক্তি
অনেক দিন পরে কোন লেখা পড়ে টেবিল চাপড়ে হাসলাম...
...আর ওমনি আমার আঙুল ব্যাথা করে কিবোর্ডের ছালবাকল তোলাটা সার্থক হয়ে গেল।
----------------
স্বপ্ন হোক শক্তি
অনেকদিন পর এসেই ফাটাফাট্টি লেখা দিলেন
সত্যি বলতে কী, মন্তব্যের ঘরে আপনার নাম দেখে এক্টুখানি মুখ শুকিয়েছিল। সিরিয়াস সৎ পাঠকদের একটু ইয়ে লাগে কিনা। তবে মন্তব্য পড়ে দাঁত মেলেছি।
----------------
স্বপ্ন হোক শক্তি
" সিরিয়াস সৎ পাঠক" বলে চামে গালি দিয়া দিলেন? আমি কোনদিন মুখ শুকানোর মত কমেন্ট করসি ?
এই যা! গালি দিতে যাব কেন ? আমারে গালি দিতে দেখেছেন কোনোদিন ? সত্যি বলতে কি, পাঠক হিসেবে আমি নিজে ভয়ানক বায়াসড। যাদের লেখা ভালো লাগে তারা 'ডাইল দিয়া ভাত খাইলাম' জাতীয় লেখা দিলেও আমি মুগ্ধ হয়ে পড়ি। কিন্তু অনেকের মত আপনাকেও দেখি সত্যি করে যা মনে আসে তাইই বলেন, পিঠ চুলকানো টাইপ মন্তব্য করতে দেখিনা। এমন পাঠককে যে কোন লেখকেরই সমীহ করার কথা।
----------------
স্বপ্ন হোক শক্তি
১০ মিনিট হইলো খালি হাসতেছি । জটিল
ধন্যবাদ হাসান মামুন।
----------------
স্বপ্ন হোক শক্তি
ভূতেরা তাদের বাবাদের দেখা পাইছে।
একদম !
----------------
স্বপ্ন হোক শক্তি
নিজের জীবনের ঘটনা নাকি !
facebook
আরে বল কি ! একদম সইত্য ঘটমা।
----------------
স্বপ্ন হোক শক্তি
অনেক দিন পর লিখলেন। ভূতের আড্ডা'য় সুখস্মৃতির কথা মনে পড়ে গেল। লিখুন নিয়মিত।
নিয়মিত লিখতে পারলে তো ভালোই হত, কিন্তু লেখাটাই মাঝে মাঝে ভুলে গেসি মনে হয় যে ! পড়ার জন্য অনেকই ধন্যবাদ সুমাদ্রি। নতুন বছরের শুভেচ্ছা রইল।
----------------
স্বপ্ন হোক শক্তি
হাসি আটকাতে পারছিনা কিছুতেই............
আটকানোর দরকারই বা কী ? ছেড়ে দিন না !
----------------
স্বপ্ন হোক শক্তি
আপনার লেখা মিস করছিলাম অনেকদিন ধরেই। যথারীতি চমতকার।
থ্যেঙ্কু উদাস দাদা। আপনি আমার লেখা মিস করেন ! আর আমি আপনাদের লেখা হিংসাই। অমন কলকলিয়ে গরগরিয়ে লিখতে পেলে তো বর্তেই যেতাম।
----------------
স্বপ্ন হোক শক্তি
বা রে বা। আমি মরি আমার জ্বালায়, এদিকে সবাই হেসেই খুন। তবে কিনা পড়বার জন্যেই ঘুম কুমারকে মেলাই ধন্যবাদ।
----------------
স্বপ্ন হোক শক্তি
গতকাল নিজের আর অতিথি দুই পিচ্চিকে দুষ্টুমি না করার অঙ্গীকারে দুটো ম্যাজিক বুক উপহার দিলাম। পাতা উল্টালেই এনিমেটেড কার্টুন চলে। আমার নিজেরই খুব মজা লেগেছিল। আজকে অফিস থেকে ফিরে দেখি ম্যাজিকবুকের সাতটা এনিমেশানই খন্ড খন্ড হয়ে ড্রইংরুমের এপাশ থেকে ওপাশে ছড়িয়ে আছে।
এই বাচ্চাগুলা কী খায় ? বুড়োদের মাথা
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
বড়দের মাথা যে ওদের প্রিয়খাদ্য সে আর বলতে। কিন্তু এত চমৎকার বই আপনি কই পেলেন আগে সেইটা বলেন।
----------------
স্বপ্ন হোক শক্তি
আপনি তো পুরা "লাইফ ইজ বিউটিফুল" এর গুইদোর মতন ধৈর্যশীল !! বাচ্চাদের উপর ধৈর্য ধরে রাখা খুবই শক্ত ।
সেই যে 'ভুলভুলাইয়া' নামে একটা সিনেমা ছিলনা, যেখানে বিদ্যা বালান ভূতের মত নাকি সুরে বিকৃত গলায় কথা বলে ? সেইটা দেখে ওরাও শিখে নিয়েছে। কেউ বকলেই ওইরকম গলায় 'কিঁইঁইঁ !! তুঁই আঁমাঁকে বঁকা দিঁলিঁইঁইঁ !! তোঁর এঁত বঁড় সাঁহঁস ...' বলে তেড়ে মারতে আসে। ধৈর্য ধরা ছাড়া আর কোন উপায় নাই রে ভাই।
----------------
স্বপ্ন হোক শক্তি
এত্ত ভাল, এত্ত সুন্দর, এত্ত অপূর্ব যার লেখার হাত, সে এত্ত কম লেখে কেন?!
জবাব চাই
“Peace comes from within. Do not seek it without.” - Gautama Buddha
এর জবাব আমি কি করে দিই ?! সে যারা ওই ক্যাটাগরিতে পড়ে তাদের জানার কথা। তবে কিনা সর্বজনশ্রদ্ধেয় উদাস দাদা যেমন বলেন 'ভালো জিনিষ কমই ভালো'।
----------------
স্বপ্ন হোক শক্তি
ক্যাকটাসের ফুলে কাঁটা হয়না বটে, কিন্তু অনেকগুলোর ফুলে দারুণ পচা গন্ধ হয়।
রে ছিদ্রান্বেষী ! আমি কি বলেছি ক্যাকটাসের ফুলে কাঁটা থাকে ?? সে ফুল দেখতে মনোহর হলেও কন্টক পরিবেষ্টিত থাকে তা জানোনা বুঝি ? নাহ্, অঙ্ক করে করে তোমার মাথাটা গেছে দেখছি। শারুখখানের সোনাচান্দি চ্যাবনপ্রাশ দেব নাকি হাতা খানেক ?
----------------
স্বপ্ন হোক শক্তি
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
----------------
স্বপ্ন হোক শক্তি
এটা কি বাংলাদেশের রেস্টুরেন্ট? নাম ঠিকানা দিবেন প্লিজ?
উত্তরায় ওভারব্রীজের কাছেই একটা আছে। খাবারের মান অত ভাল না, দাম যথারীতি চড়া।
উত্তরারটার নাম ''ভূত'' নয়, ''ভূতের আড্ডা''। সুমাদ্রি ভাইয়া। ''ভূত'' আবার এই উত্তরার রেস্টুরেন্টের নাম নিয়ে আপত্তি তুলেছিল। পত্রিকায় বিজ্ঞাপণ দেখেছিলাম কি না, তাই বললাম।
বাংলাদেশে তো অবশ্যই। উত্তরা বা অন্য আর কোথায় আছে জানিনা, তবে ঢাকার বিডিয়ার গেটের মার্কেটের কাছাকাছি ধানমন্ডি চার বা পাঁচেও একখানা আছে। বড় রাস্তার ওপরেই। বিরাট সাইনবোর্ডওলা কালো কুচকুচে দোতলা বাড়ি। এখানেও খাবারের মান অত ভাল না, দাম যথারীতি চড়া।
----------------
স্বপ্ন হোক শক্তি
ধানমন্ডির "ভূত"এ গেসি। ভাল না। ইদানিংকার ভূতগুলাও ভালো না।
দুই নাম্বার রোডে ছিল, আম্বালা ইনের আগে। আমি একবারি গেছি, মেলাক্ষন বসে খাওয়া দাওয়া করেও একটা ভুতের দেখা পাইনি বড়ই আজিব!!!
_______________
আমার নামের মধ্যে ১৩
সাড়ে আটটা আর রাত দশটা এই দুইবার তেনারা দেখা দেন। আরে বাবা, ভুতদেরও একটা সময়জ্ঞান আছে তো নাকি ! ভূত বলে কি তারা মানুষ না ? আশ্চর্য !
----------------
স্বপ্ন হোক শক্তি
ডুপলি ঘ্যাচাং
_______________
আমার নামের মধ্যে ১৩
এক কথায়----দুর্দান্তিস!!
নতুন বছরের শুভেচ্ছা রইল!
থেঙ্কু অনিকেতদা। লেখায় আপনার কমেন্ট পেয়ে গেলাম মানে তো নতুন বছরের গিফট পেয়েই গেলাম। থেঙ্কু থেঙ্কু থেঙ্কুস।
----------------
স্বপ্ন হোক শক্তি
আমার বউ আমারে ত্যাজ্য করব এই ভাবে ডেইলী রাতে আমার হাসির চোটে তাঁদের ঘুম ভাঙ্গালে। আপ্নেরা এত্তো ভালা লিখেন কেম্নে?
হে হে হে... ইয়ে... 'তাঁদের'?! আপনার বৌ কি আসলে সিঙ্গুলার নন, প্লুরাল ?
----------------
স্বপ্ন হোক শক্তি
বউ এবং মেয়ে।
হাসলাম। পেট ভরে। আর কি বলব , ডিজিটাল পিচ্চিদের ডিজিটাল কাহিনী
ডাকঘর | ছবিঘর
লেখাটা হাসি ফোটাতে পেরেছে জেনে আমারও যে মন ভরে গেল।
----------------
স্বপ্ন হোক শক্তি
মজা লাগছে পইড়া। পিচ্চিগুলা এমন ইয়্যো হইছে না বলার মত না।
আমার ভাইগ্না আমারে কয় খামন ম্যান!!!!
হা হা হা... জোস ভাইগ্না ।
----------------
স্বপ্ন হোক শক্তি
ভালোই মাথা খেয়েছে দেখি বিচ্ছুগুলো! প্রথম প্যারা দু'বার হয়ে গেছে দিদি লেখা পড়ে দারুণ মজা পেলাম!
আছো কেমন দিদি? নতুন বছরের শুভেচ্ছা থাকলো।
আয়নামতিইইইই ! কত্তদিন পর !! কী ভালো লাগলো তোমায় পেয়ে।
প্রথম প্যারা দুইবার আমি দিইনাই। অইটা ছাপাখানার ভূত। মুছে দিতেও পারছিনা, কি থেকে কি হয় ভেবে। নতুন বছরের শুভেচ্ছা রইল তোমার জন্যেও।
----------------
স্বপ্ন হোক শক্তি
দিদিইইইইইইইইইই তবে কি বিচ্ছুদের পিটা খেয়ে ভূতগুলো তোমার পোস্টে হামলা চালালো
তুলিদি, পছন্দনীয়, তিথী, কৌস্ত্তভ, ফটুরেসহ সবাইকে ডাকো তো জমিয়ে আড্ডা দেই আবার! কতদিন আড্ডা দেয়া হয়না দিদি! তোমার জিলেপির রেসিপিটা কি দিবে নাকি দিবেনা
ভাইরে, বুড়ো হাবড়ার কথা কেউ গায়ে মাখেনা। তুমি ডেকে দেখো, কাজ হলেও হতে পারে। ... কিন্তু
জিলেপির রেসিপি আবার কি জিনিষ ? কেজানে বাবা, বুড়ো হয়েছি,বয়েস হয়েছে, আজকাল মনেও থাকেনা কিছু...
----------------
স্বপ্ন হোক শক্তি
বিচ্ছুর দলের আরো গল্প শুনতে চাই আমরা......................
(হ্যাপি নিউ ইয়ার লতাদি। )
_____________________
Give Her Freedom!
থ্যাঙ্কিউ এন্ড হ্যাপি নিউ ইয়ার ব্যস্ত কবি।
----------------
স্বপ্ন হোক শক্তি
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
কবিকে ধন্যবাদ।
----------------
স্বপ্ন হোক শক্তি
) )
----------------
স্বপ্ন হোক শক্তি
ওয়াও, অনেক চমৎকারস লিখেছেন.....
ধন্যবাদস
----------------
স্বপ্ন হোক শক্তি
অনেকদিন পর লিখলেন আশাদি। এমন বাচ্চা ভয়ংকর কাহিনি আরো চাই-ই-ই
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
আপনাদের গপ্পের চক্করে আবার আমায় এমন বিপদে পড়তে বলছেন ?!
----------------
স্বপ্ন হোক শক্তি
মনটা খুব খারাপ হয়ে আছে----তবুও পড়ে অনেক মজা পেলাম।
আহা ফেরারী পাখির মন ভালো হয়ে যাক।
----------------
স্বপ্ন হোক শক্তি
অনেক দিন পর সচলে ঢুকে প্রথম পোস্ট পড়েই মন মেজাজ ভাল হয়ে গেল।
বাচ্চাগুলো আসলেই সবচেয়ে বেশি খায় বড়দের মাথাই
বাচ্চা ভয়ঙ্কর কাচ্চা ভয়ঙ্কর গুলোকে
আর
আশালতা'দিকে নববর্ষের শুভেচ্ছা।
এত সুন্দর করে বললেন! বছরের শেষ দিনটা হাসিমাখানো করে দিলেন বলে অনেক অনেক ধন্যবাদ। শুভেছা আপনাকেও।
----------------
স্বপ্ন হোক শক্তি
----------------
স্বপ্ন হোক শক্তি
কিছুদিন ধরে আপ্নার করা কমেন্ট গুলো দেখে (ভিন্ন ভিন্ন পোস্টে) বুঝেনিয়েছিলাম হয়ত লেখা অন দা ওয়ে হেহে আপ্নার সাবলিল লেখা দ্রত শেষ হয়ে গেল। ভাল লেখা কমই ভাল।
শাফি।
তাই নাকি ! কই আমি নিজে বুঝিনিত ! যাহোক, কম লেখবার সাহস দেবার জন্য অনেকনেক ধন্যবাদ।
----------------
স্বপ্ন হোক শক্তি
এমন অসাধারণ লিখেন বলেই তো 'আশাপূর্ণা দেবী' বলে ডাকি!
আহারে সংসারে সুখ আছে শান্তি নাই, আমার ১ বছর ৯ মাসের রিলকে একাই যা করে!
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
নাহয় আপনি স্নেহান্ধ, তাই বলে এমন লজ্জা দিতে হয় ?
----------------
স্বপ্ন হোক শক্তি
"এর প্রতিবাদ হিসেবে সে আজ সারাদিন প্যান্টই পড়বে না।"
উফ!হাসতে হাসতে মারা গেলাম।
এমন ভাল লেখা কম কম হলে কি চলে?
এত চমৎকার সব আইডিয়া ওদের মাথাতেই আসা সম্ভব। ...আমার লেখা আপনাদের ভালো লাগে এ আমার সৌভাগ্য। নইলে জাত লেখিয়ে তো নই, অনেক বেশি কি করে লিখি ?
----------------
স্বপ্ন হোক শক্তি
সারাদিন প্যান্ট না পড়ে থেকে প্রতিবাদ করার আইডিয়াটা চরম... এরা আসলে কমপ্লেন বাচ্চা-কাচ্চা...
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
হা হা হা...যাই বলুন, বাচ্চাকাচ্চা একটু আধটু দুস্টুমি না করলেই কেমন আলুনে লাগতে থাকে।
----------------
স্বপ্ন হোক শক্তি
আপনার লেখার হাত সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। অসাধারণ!
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
অনেকদিন পর আপনাকে কমেন্ট করতে দেখে ভালো লাগছে। কিন্তু এতটাই বাড়িয়ে বললে তো বিপদ, শেষটায় মাটিতে পা পড়বে না যে। ভেসে ভেসে চলতে হবে।
----------------
স্বপ্ন হোক শক্তি
ক্ষুদে পিচ্চিগুলো এমনই থাকুক সারাটা জীবন , লেখা খুব ভাল লেগেছে দিদিভাই
থ্যাঙ্কু বইপাগলা। কিন্তু এরা সবাই যদি সারাজীবন এইরকমই থাকে তবে ঘর সংসার মাটি হতে বেশি দেরী নেই কিন্তু।
----------------
স্বপ্ন হোক শক্তি
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ
ইহা একটি ফাঁকিবাজি মার্কা লেখা। শুরু করতে না করতেই ফুড়ুত। চরম পেতিবাদ।
_______________
আমার নামের মধ্যে ১৩
হ, আপ্নেরে কইসে।
----------------
স্বপ্ন হোক শক্তি
সত্য কথার দাম নাই
_______________
আমার নামের মধ্যে ১৩
নতুন মন্তব্য করুন