একটা সময় ছিল যখন নতুন বছরটা আসত যেন ঘোড়ায় চেপে, টগবগিয়ে। তখন নতুন বছর মানেই নতুন ক্লাস, কাগজের মায়াবী গন্ধ মাখানো নতুন বই; তাতে রাত জেগে পুরনো ক্যালেন্ডারের মলাট লাগানো। হিম কুয়াশার ভোরে নতুন জুতো মোজা জামা গায়ে স্কুলে যেন উড়ে যেত মন। সেসময়টায় থার্টি ফার্স্টের হুল্লোড়ের সাথে পরিচয় হয়নি আমাদের। মাঝরাতে টিভিতে বম্বের হিরো হিরোইনরা নেচে কুঁদে একশাও হতেন না। তাই বলে কি নতুন বছরের আবাহন হত না ? হত বৈকি। খুব সকালে জানলা খুললেই ঝুপ করে পড়ত ভিউকার্ডের শুভেচ্ছা। অনেক রাতে বন্ধুদের লুকিয়ে রেখে যাওয়া। কোনটা দুটাকায় কেনা পাড়ার দোকানের গোলাপ নয়ত জাপানি ঝর্ণার ছবি; কোনটা হয়ত হাতে আঁকা।
আর ছিল নামকরণের ধাক্কা। বছরের প্রথম দিনটায় পাড়ার কারুর না কারুর দেয়ালে পোষ্টার পড়তই। তাতে ফচকে বড় দাদারা ছবিটবি কার্টুন এঁকে পাড়ার সব্বার নামকরণ করত । সেই নাম নিয়ে হাসাহাসি চলত দিন কতক। গোলগাল মুখ হওয়ায় ফিবছর আমি পেতাম গোলালু নাম। তাতে ফি ফি করে কেঁদেও পার পাওয়া যেত না।
নতুন বছর নামলেই জানুয়ারির হিম হিম ভোরে মা বড় বড় ফুলকো ফুলকো ভাপা পিঠে বানাতেন গুড় নারকেল দিয়ে। সাথে থাকত বিরাট আড় মাছের ঝোল আর টমেটো বেগুনের ঘন্ট। লাল সোয়েটারটার ওপরে বাবার আলোয়ানটা চড়িয়ে ফুলতোলা ঢাকনায় চেপে সেইসব পিঠে নিয়ে যেতে হত সব বাড়ি বাড়ি। রানু মাসি, আজাদ মামা, দারোগা দাদা, এস পি চাচা আর পাই খালাদের বাসায়। কোথাও থেকেই খালি বাটি ফেরত আসবার জো ছিলনা। ঘরে তৈরি পিঠে পায়েস মুড়কি কিছু না কিছু দিয়ে ট্রে বোঝাই হয়ে বাসায় ফেরত আসতই।
এখন ভাবলে কেমন অবাক লাগে। এই মানুষগুলো আমাদের আত্মীয় নন। তবু সুখে দুখে এমনভাবে জড়িয়ে ছিলেন সবসময় যে আপনজনদের কথা ভাবলে এঁদের মুখই ভেসে ওঠে সবসময়।
এই মানুষগুলো এখন আর নেই। সময়ের স্রোতে হারিয়ে গেছে। নেই সেই দিনগুলোও। জীবন বেয়ে চলে এসেছি অনেক দূর। শীতের ভোরে কুয়াশা মেখে হেঁটে হেঁটে স্কুলে যাবার দিনগুলো নেই আর। নেই সিগারেট ধরাবার ভঙ্গি করে নাকমুখ দিয়ে ভাপ বের করে হেসে কুটিপাটি হবার নির্মল আনন্দের বয়েস। এখন জীবন ব্যস্ত তেলের দাম আরও বাড়ল কেন, সব্জির দাম কমছে না কেন, আজও দুপুরে গ্যাস ফুরিয়ে যাবে কিনা এইসব ভাবনায়। নাগরিক যন্ত্রণায় রোজ দিন ক্লিষ্ট হতে হতে ভরসার জায়গা খুঁজে না পেয়ে মধ্যবিত্ত মন কেবলি ক্লান্ত হতে থাকে।
নিউইয়ার রেজোল্যুশন বলে তাই এখন আর কিছু করা হয়না। আশাহত হতে হতে ক্লান্তমন এখন শুধু পুরনো রেজোল্যুশন ধরে রাখতে পারলেই খুশি হয়ে যায়। দীর্ঘমেয়াদী সুখ নয়; এখন শুধু আজকালের দিনটায় একটুখানি ভালো থাকা। দিনশেষে কাছের মানুষগুলো একসাথে একঘরে হলেই মন নির্ভার হয়। খাবার টেবলের অনাড়ম্বর আয়োজন নিঃশব্দে বলে, এই বেশ ভালো থাকা। এটুকুই থাকুক।
মাঝরাতে সবাই ঘুমোলে আবছায়া বুড়ি চাঁদ জানলায় উঁকি দিয়ে হেসে বলে, না ঘুমিয়ে অত ভাবিস কেন ? এত না পাওয়ার মাঝেও এই যে এত বড় সচল পরিবার পেলি, এই বা কম কি ? এতসব চমৎকার মানুষ তো আগে ছিলনা তোর জীবনে। অগুনতি মানুষ, অগুনতি ভালোবাসা। ছিল কি আগে ? শুনে হেসে ফেলতে গিয়ে কেন যেন চোখে জল ভরে আসে। এক চিলতে অন্ধকার আকাশটায় তাকিয়ে অদেখা প্রিয় মুখগুলো খুঁজে দেখার ছেলেমানুষি চেষ্টা করতে করতে ফিসফিসিয়ে বলি, সচল বন্ধুরা, তোমরা আমার জীবনে আছো বলেই আজকাল আমি ভীষণ ভালো থাকি। তোমাদের ঋণ স্বীকার করেই বলি, হ্যাপি নিউ ইয়ার সচলায়তন।
মন্তব্য
সাবাস দিদিভাই, লেখা চলুক এমন অবিরাম গতিতে। কাঁচা লঙ্কার শুভেচ্ছা লঙ্কা আর টম্যাটোর আদিদেশ থেকে।
facebook
----------------
স্বপ্ন হোক শক্তি
বাহ! এইত চাই।।আমার প্রিয় লেখিকার লেখা প্রতিদিন!! শুভেচ্ছা সচলায়তনকে।
প্রতিদিন ! ওরে বাবা! অতটা কুলোবে না ভাই।
----------------
স্বপ্ন হোক শক্তি
এমন কথা মনে করিয়ে দিলেন যা বেমালুম ভুলে গিয়েছিলাম। ভিউ কার্ড এখনও আছে অন্য নানান নামে। আর নামকরণের কথাটাও আমি ভুলে গিয়েছিলাম। আপনার লেখা দারুণ। চলুক।
সকলকে নতুন বছরের শুভেচ্ছা।
___________________
সহজ কথা যায়না বলা সহজে
পড়বার জন্যে অনেক ধন্যবাদ জিজ্ঞাসু। আপনি এত বৈচিত্রময় বিষয় নিয়ে লেখেন দেখতে ভালো লাগে। আবার লিখুন নিয়মিত।
----------------
স্বপ্ন হোক শক্তি
সুন্দর একটা লেখা। তবে কষ্ট পেলে চলবে কেন? নিউ ইয়ারে নো কষ্ট, সে...লাইফ রক্স এগেন
ডাকঘর | ছবিঘর
কষ্টগুলো বোধহয় ইনবিল্ট রয়ে গেছে। তারপরও লাইফ অলওয়েজ রক্স ভাইটি।
----------------
স্বপ্ন হোক শক্তি
মনটা ভালো হয়ে যায় তোমার এরকমের লেখাগুলো পড়লে! যদিও লেখার ভেতর থেকে উঁকি দেয় থম্ ধরা বিষন্নতা।
তারমাঝেও দেখা দিয়ে যায় দিদির আনন্দে ঝলমলে মুখ। সে মুখে লেগে থাকুক হাসি অমলিন! নতুন বছরটা তোমার
আনন্দের হোক। তোমার সাথে সাথে আমিও সচলপরিবারের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। ভালো থেকো গোলালু
ফের আবার ??!!! বাপু হে, এখন আমি সেই ছোট গোলালুটি নেই জেনো, এখন মস্ত বড় হল্যান্ডের আলু হয়েছি, কব্জিতে জোরও হয়েছে বেশ। লাগতে এলে পটকান খাবে কিন্তু।
----------------
স্বপ্ন হোক শক্তি
নতুন বছরের শুভেচ্ছা রইল
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
শুভেচ্ছা আপনাকেও।
----------------
স্বপ্ন হোক শক্তি
ভালো লাগলো
ধন্যবাদ জালিস। আচ্ছা... আপনার নামের মানেটা কি বলুন তো !?
----------------
স্বপ্ন হোক শক্তি
হ্যাপি নিউ ইয়ার আপনাকেও।
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
----------------
স্বপ্ন হোক শক্তি
আমি কী চাই তা কি আমি জানি?জানতে জানতে-ই জীবন পার করে দিলাম।এখন থেকে আর না পাওয়ার দু:খ নয়।শুধু-ই সামনে এগিয়ে চলা,২০১২ সালের এই আমার আঙ্গীকার......
অঙ্গীকার পুরো হোক।
----------------
স্বপ্ন হোক শক্তি
"দিনশেষে কাছের মানুষগুলো একসাথে একঘরে" হওয়াটাই এখন কাম্য। তেলের দাম, খাবারের দাম, কাপড়ের দাম, ওষুধের দাম বাড়া নিয়ে চিন্তা করা ছেড়ে দেয়া ছাড়া আর কোন গতি নাই। এভাবেই চলবে। এখন নিউ ইয়ার উইশ মানে শুধু বেঁচে থাকা আর স্বাভাবিক মৃত্যু কামনা করা।
আপনার মাথা খাওয়া বাচ্চাকাচ্চাগুলোকেসহ আপনাকে হ্যাপি নিউ ইয়ার , আপনার মাথা খাওয়া জারি থাকুক
এইজন্যেই বোধ হয় এখন আর নতুন করে কিছু চাইতে ভরসা হয়না। পুরনো চাওয়া পাওয়াগুলো বেঁচেবর্তে থাকলেই খুশি।
কালোকাকের দিন ভালো যাক।
----------------
স্বপ্ন হোক শক্তি
উফ, ইমোর জ্বালায় অতিষ্ঠ হয়ে গেলাম। মুখে কথা নাই ? নতুন বছরেও ফাঁকিবাজি ?!!
----------------
স্বপ্ন হোক শক্তি
সেই! আমি তো কদাচিৎ দেখি ইস্কান্দর ভাই স্মাইলি ছাড়া নিজের কথা কিছু বলছেন আমাদেরকে মন্তব্যে...
তবে এত এত স্মাইলি যে কই পান! মনে হয় ওনার একটা স্মাইলিকারখানা আছে!
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
স্মাইলি কারখানা তো আছেই। সেইটার ঠিকানাও আছে আমার কাছে। নিবা নাকি ?
----------------
স্বপ্ন হোক শক্তি
দিদি,
কোথায় ছিলেন এতদিন বলেন তো???
নতুন বছরের শুভেচ্ছা..................
আমি তো সচলের চারধারেই ঘুরঘুর করি রোজ। কখনও ডুবে কখনও ভেসে। শুভেচ্ছা তোমাদেরকেও।
----------------
স্বপ্ন হোক শক্তি
আশায় ভরা আশার জীবন ..... হ্যাপি নিউ ইয়ার
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
হা হা ভালো বলেছেন তো। শুভেচ্ছা আপনাকেও।
----------------
স্বপ্ন হোক শক্তি
আশা দি, ভালো পেলুম! আর আজব। একখানা এরকমই লেখা পোস্টালাম মাত্র! আগে আপনারটা দেখলে হয়তো পোস্টাতাম না!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
দুজন মানুষ কক্ষনও এক হয়না যেমন, লেখাও তেমনি। তোমারটা তোমার মতন। আমি পড়েছি সেটা। অমন মিষ্টি লেখা না পোস্টানোর কথা মাথায় আনে নাকি মানুষে ! আরে বলে কি !
----------------
স্বপ্ন হোক শক্তি
বহুদিন পর আশালতার নিয়মিত পোস্ট পেলাম। চলতে থাকুক।
লেখা ভালো লেগেছে। নুতন বছরের জন্য শুভকামনা রইল।
দীপাবলি।
ধন্যবাদ দীপাবলি। হয়েছে কি জানেন, সামনেই পড়া জমা দেয়ার ডেডলাইন। স্যারের ভয়ানক থমথমে চেহারা ভাবলেই দিন দুনিয়া সব মেকি মনে হচ্ছে। তাইতেই এত লেখা।
----------------
স্বপ্ন হোক শক্তি
নুতন বছরের জন্য শুভকামনা।
শুভকামনা রইল আপনাদের জন্যও।
----------------
স্বপ্ন হোক শক্তি
হ
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
হ
----------------
স্বপ্ন হোক শক্তি
কদিন ধরেই কেবল ভাপাপিঠা খেতে মন চাইছে, তুমি এখন সেটা আরো উস্কে দিলে দিদি।
নিজে নিজে বানিয়ে খেয়ে ফেল। খুব কঠিন না। চাইলে রেসিপি দিতে পারি।
----------------
স্বপ্ন হোক শক্তি
ফোঁস করে একটা শ্বাস ফেললাম। যা বলতে চাচ্ছিলাম আর যা চাচ্ছিলাম না দুটোই বলে দিলেন।
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
এই যা, সব আমিই বললে ক্যাম্নে কি ? আপনারাও বলুন।
----------------
স্বপ্ন হোক শক্তি
পুরনো দিনের অনেক স্মৃতি মনের মাঝে উঁকি দিয়ে গেল।
ইংরেজী নতুন বছরে মঙ্গল কামনায়...।
বয়েস হয়ে গেলে এই এক যন্ত্রণা, পুরনো দিনগুলোই বেশি করে আঁকড়ে ধরতে থাকে।
শুভেচ্ছা জানবেন।
----------------
স্বপ্ন হোক শক্তি
আহ, ভিউকার্ড আর নামকরনের কথা তো ভুলেই গিয়েছিলাম।
নতুন বছরের শুভেচ্ছা
শুভেচ্ছা আপনার জন্যেও।
----------------
স্বপ্ন হোক শক্তি
হ্যাপী রকিন' নিউ ইয়ার!
আশালতা হাসিমুখে সব প্রতিকূলতা হটিয়ে জোরকদম এগিয়ে যাক...দোয়া আর শুভেচ্ছা রইল।
“Peace comes from within. Do not seek it without.” - Gautama Buddha
সেম টু ইউ
----------------
স্বপ্ন হোক শক্তি
_______________
আমার নামের মধ্যে ১৩
----------------
স্বপ্ন হোক শক্তি
নতুন মন্তব্য করুন