বরাবরের মতই তোকে বাসে উঠিয়ে ফিরে যাচ্ছিলাম
বাসের গেটটা বন্ধ হতেই তুই দৌড়ে এলি
দরোজা ধরে অস্পষ্ট চিৎকার-চেঁচামেচি শুরু করলি
কন্ডাক্টর বেশ বিরক্ত হল
একটা গালি তার গলা পর্যন্ত উঠে এসেছিল
নেহাৎ তুই বলেই হয়তো মুখ অব্দি এলো না
বাস থেকে নেমেই তুই আর আমি
মানে, আমরা---আবারো হাঁটা ধরলাম
নীলক্ষেত থেকে সংসদ ভবন
সংসদ থেকে নীলক্ষেত
রাউন্ড এ্যাণ্ড রাউন্ড, রাউন্ড এ্যাণ্ড রাউন্ড
আমাদের কথা তবু শেষ হয় না
যদি এবং কেবল যদি তুই পাশে থাকিস
‘দূরত্ব’ নামক শব্দটা আমার অভিধান থেকে উধাও হয়ে যায়
অনেকগুলো দেশ, কাল, সমাজ, পাত্র
অনেকগুলো মিনিট সেকেন্ড মাস বছর প্রান্তর
অনেকগুলো কাশফুল ঘাসফুল জ্যাম যন্ত্রণা সিনেপ্লেক্স
একে একে আমার অভিধান থেকে উধাও হতে থাকে
তুই নিজেই তো একটা বিরাট অভিধান
আমি কি তোকে পড়ে শেষ করতে পারবো কখনো?
মন্তব্য
আলেখ্য কবিতা, মন্দ লাগল না।
alamgir_promity
কেউ-ই কি পারে, কবি? ঐ অভিধান যে সমানে বেড়ে যেতে থাকে! (Y)
- একলহমা
'তুই নিজেই তো একটা বিরাট অভিধান
আমি কি তোকে পড়ে শেষ করতে পারবো কখনো ?"
দুর্দান্ত চরণ ।অসম্ভব ভাল লাগল ...
"অক্সফোর্ড" আর "বাংলা একাডেমী" ছাড়া আর কোন অভিধান চোখেই দেখলাম না :(
কাব্যে (জাঝা)
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
চমৎকার!
রাসিক রেজা নাহিয়েন
বাহ। ভাল তো !
পড়লাম, ভাল লাগল।
(Y)
-নিয়াজ
বেশ ভাল লাগল। প্রেমিকা নামক অভিধান পড়ে শেষ করা যায় না।
রঙধনু
নতুন মন্তব্য করুন