• Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_clear_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_electoral_list_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_results_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_writeins_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).

ছবি ব্লগ : ও পোড়া চোখ সমুদ্রে যাও

আনোয়ার সাদাত শিমুল এর ছবি
লিখেছেন আনোয়ার সাদাত শিমুল (তারিখ: শনি, ২৯/০৩/২০০৮ - ১:১১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কো-সামেট, কো-সামেড অথবা কো-সামেত যে নামেই ডাকা হোক না কেনো, এ দ্বীপে বছরে একবার চক্কর মেরে আসতে মন্দ লাগে না। এবারের ডেটলাইন ২৭ মার্চ, বৃহষ্পতিবার; ২০০৮।

কিছু ছবি, এবং ব্লগীয় ক্যাপশন।

---দূর থেকে দেখা---

-

---নীল সাগর পার হয়ে---

-

---ছলাৎছল, ছলাৎছল------ছলাৎছল, ছলাৎছল---

-

---হাঁটু পানির জলদস্যূ------হাঁটু পানির জলদস্যূ---

-

---ঝরাপাতা------ঝরাপাতা---

-

---ধুসর ললনা: হয়তো কারো শালী---

-

---বিষন্ন বালকের খোঁজে এক বালিকা------বিষন্ন বালকের খোঁজে এক বালিকা---

-

---'এক নি:শব্দ আততায়ী' গল্পের নায়ক------'এক নি:শব্দ আততায়ী' গল্পের নায়ক---

-

---শেষে বিকেলের দিকে---

-

---বালিতে ব্লগের নাম লিখে দিলাম------বালিতে ব্লগের নাম লিখে দিলাম---


মন্তব্য

ধুসর গোধূলি এর ছবি
অছ্যুৎ বলাই এর ছবি

খাইছে! এই পিচ্চিপাচ্চাগুলার মধ্যে গল্পের নায়ক কি খোঁজে?

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ধুসর ললনা ক্যাপশনের ফটুকে কিলিক করলে, ডান পাশে খানিক কারণ পাওয়া যাবে। ;)

অছ্যুৎ বলাই এর ছবি

হ, পিছন থাইকা

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

ধুসর গোধূলি এর ছবি
থার্ড আই এর ছবি

বালিতে ব্লগের নাম লিখে দিলাম.

হাটু পানির জলদস্যু
ঝরাপাতা
ধূগো জন্য শালি...

সারা দিনযে মাথায় সচলায়তন ঘুরে সেটা এই ফটো ব্লগই বলছে।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ঠিক ধরেছেন।
তৃতীয় নয়নের সাথে মিলে , এরকম কিছু পাইনি। নইলে নির্ঘাৎ---

রায়হান আবীর এর ছবি

চরম...

---ছলাৎছল, ছলাৎছল--- টা বেশী জো......
---------------------------------
এভাবেই কেটে যাক কিছু সময়, যাক না!

মাহবুব লীলেন এর ছবি

গল্পের নায়কের আশেপাশে (অবশ্যই ছিল। নাহলে তার ছবি তুলল কে?) যে ছিল তার ছবিটা ছাপালে ব্লগের আকর্ষণ এক হাজার গুণ বৃদ্ধি পেতো

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

পারমিশন দেয় নাই :(

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

ভেবেছিলাম, আপনার ছবিও দেখা হবে :(

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? :-?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

প্রোফাইল ফটো আপডেটের চেষ্টায় আছি। অতি দ্রুতই এই রংবাজের চেহারা দেখা যাবে।

নিঝুম এর ছবি

শিমুল ভাই যে স্বার্থপর না বোঝা গেলো।নিজেও দেখলেন আর আমাদেরও দেখালেন ।ভাল লাগলো।তবে সমুদ্র দেখে, তার কাছা কাছি যাবার ইচ্ছাটা আরো বেড়ে গেলো।
---------------------------------------------------------
শেষ কথা যা হোলো না...বুঝে নিও নিছক কল্পনা...

---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন

তারেক এর ছবি

জট্টিল সব ছবি। শিমুল ভাইয়ের পোড়া চোখ সমুদ্রে গিয়াও কারন খোঁজে দেখি ;)
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

বিষন্ন বালক এর ছবি

বালিকার বয়স কম।
বাল্য বিবাহ আইনে আটকায়। :-D

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ছোটোবেলা থেকে মিলমিশ জানাশোনা থাকলে ভালো হইতো না? কত বয়স চান হে, বিষন্ন বালক?

নজমুল আলবাব এর ছবি
আনোয়ার সাদাত শিমুল এর ছবি

=))

কনফুসিয়াস এর ছবি

ওররে!
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

পরিবর্তনশীল এর ছবি

সেইরকম...
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

শেখ জলিল এর ছবি

সুন্দর সুন্দর ছবি। চোখ জুড়িয়ে যায়...ঘুরে বেড়াতে ইচ্ছে করে।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

জলিল ভাই:
আসার প্ল্যান থাকলে জানাবেন।

সুলতানা পারভীন শিমুল এর ছবি

পৃথিবীটা যে কি অদ্ভুত সুন্দর !
ছবিগুলো শুধুই লোভ জাগায়।
কবে যে দেখব এই সব...

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

কনফু, নিঝুম, তারেক, পরিবর্তনশীল, আবীর, ধুগো, সু-পা-শিমুল'সহ সবাইকে ধন্যবাদ।

সৌরভ এর ছবি

কথা সেটাই। শিমুলকে কয়েক মিনিটের জন্যে প্রতীকী ব্যান করা হোক।


আবার লিখবো হয়তো কোন দিন

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।