কো-সামেট, কো-সামেড অথবা কো-সামেত যে নামেই ডাকা হোক না কেনো, এ দ্বীপে বছরে একবার চক্কর মেরে আসতে মন্দ লাগে না। এবারের ডেটলাইন ২৭ মার্চ, বৃহষ্পতিবার; ২০০৮।
কিছু ছবি, এবং ব্লগীয় ক্যাপশন।
-
-
-
-
-
---ধুসর ললনা: হয়তো কারো শালী---
-
---বিষন্ন বালকের খোঁজে এক বালিকা---
-
---'এক নি:শব্দ আততায়ী' গল্পের নায়ক---
-
-
মন্তব্য
-![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
![চলুক চলুক](http://www.sachalayatan.com/files/smileys/yes.gif)
ঝাক্কাস!
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
খাইছে! এই পিচ্চিপাচ্চাগুলার মধ্যে গল্পের নায়ক কি খোঁজে?
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
ধুসর ললনা ক্যাপশনের ফটুকে কিলিক করলে, ডান পাশে খানিক কারণ পাওয়া যাবে।![চোখ টিপি চোখ টিপি](http://www.sachalayatan.com/files/smileys/3.gif)
হ, পিছন থাইকা
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
- এবং কিঞ্চিৎ বাম দিকে
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
বালিতে ব্লগের নাম লিখে দিলাম.
হাটু পানির জলদস্যু
ঝরাপাতা
ধূগো জন্য শালি...
সারা দিনযে মাথায় সচলায়তন ঘুরে সেটা এই ফটো ব্লগই বলছে।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
ঠিক ধরেছেন।
তৃতীয় নয়নের সাথে মিলে , এরকম কিছু পাইনি। নইলে নির্ঘাৎ---
চরম...
---ছলাৎছল, ছলাৎছল--- টা বেশী জো......
---------------------------------
এভাবেই কেটে যাক কিছু সময়, যাক না!
গল্পের নায়কের আশেপাশে (অবশ্যই ছিল। নাহলে তার ছবি তুলল কে?) যে ছিল তার ছবিটা ছাপালে ব্লগের আকর্ষণ এক হাজার গুণ বৃদ্ধি পেতো
পারমিশন দেয় নাই![মন খারাপ মন খারাপ](http://www.sachalayatan.com/files/smileys/2.gif)
ভেবেছিলাম, আপনার ছবিও দেখা হবে
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
প্রোফাইল ফটো আপডেটের চেষ্টায় আছি। অতি দ্রুতই এই রংবাজের চেহারা দেখা যাবে।
শিমুল ভাই যে স্বার্থপর না বোঝা গেলো।নিজেও দেখলেন আর আমাদেরও দেখালেন ।ভাল লাগলো।তবে সমুদ্র দেখে, তার কাছা কাছি যাবার ইচ্ছাটা আরো বেড়ে গেলো।
---------------------------------------------------------
শেষ কথা যা হোলো না...বুঝে নিও নিছক কল্পনা...
---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন
জট্টিল সব ছবি। শিমুল ভাইয়ের পোড়া চোখ সমুদ্রে গিয়াও কারন খোঁজে দেখি![চোখ টিপি চোখ টিপি](http://www.sachalayatan.com/files/smileys/3.gif)
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
বালিকার বয়স কম।
বাল্য বিবাহ আইনে আটকায়।
ছোটোবেলা থেকে মিলমিশ জানাশোনা থাকলে ভালো হইতো না? কত বয়স চান হে, বিষন্ন বালক?
মজা নিতাছ না?![চোখ টিপি চোখ টিপি](http://www.sachalayatan.com/files/smileys/3.gif)
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
ওররে!
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
সেইরকম...
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
সুন্দর সুন্দর ছবি। চোখ জুড়িয়ে যায়...ঘুরে বেড়াতে ইচ্ছে করে।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
জলিল ভাই:
আসার প্ল্যান থাকলে জানাবেন।
পৃথিবীটা যে কি অদ্ভুত সুন্দর !
ছবিগুলো শুধুই লোভ জাগায়।
কবে যে দেখব এই সব...
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
কনফু, নিঝুম, তারেক, পরিবর্তনশীল, আবীর, ধুগো, সু-পা-শিমুল'সহ সবাইকে ধন্যবাদ।
কথা সেটাই। শিমুলকে কয়েক মিনিটের জন্যে প্রতীকী ব্যান করা হোক।
আবার লিখবো হয়তো কোন দিন
নতুন মন্তব্য করুন