একটি গভীর ষড়যন্ত্র, বিষয় - শালী

আনোয়ার সাদাত শিমুল এর ছবি
লিখেছেন আনোয়ার সাদাত শিমুল (তারিখ: মঙ্গল, ০১/০৪/২০০৮ - ৮:৪৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

এক রকম ব্রেকিং নিউজ বলা যায়।
বাংলাদেশ টাইম রাত আটটার পরে কোনো এক ইয়াহু রুমে গোপন রুদ্ধদ্বার বৈঠকের খবর পাওয়া গেছে।

আলোচক:
জার্মান প্রবাসী জনৈক শালী আসক্ত
আলাবামাবাসী মেম্বার সাহেব যিনি একাধিক শালীর দুলাভাই
ব্যাংককের এক আবিয়াইত্যা, ইদানিং শালী সন্ধানী।
টোকিওবাসী বিষন্ন বালক জ্যামে আঁটকা পড়ছে (অনুপস্থিত)।

-

আঙুলে শালী গণনা চলছে।
জার্মান বাসী কাপড় ও কামড়ের নিশ্চয়তা দিয়েছে।

সর্বশেষ ঘটনা মোতাবেক শালী ভাগাভাগির কাজ শেষ।

আমি চলে যাচ্ছি চ্যাটরুমে সরাসরি।

বাদবাকী আলাপ কমেন্টের ঘরে।

(বাংলাদেশ টাইম রাত ৮টা ৪৫)


মন্তব্য

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

এখন শালীর ছবি দেখানো হচ্ছে।
টাইম: ৮:৪৫

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

জনৈক কালিদাসকে কথা দেয়ায় আলাবামাবাসী মেম্বার সাব চাপে আছেন।

প্রশ্ন:
কালিদাসটি কে?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

জার্মান প্রবাসী জনৈক শালী আসক্ত বলেছেন:
ভাবীকে ডাকেন, শালী কয়টা লাইনে আছে, গুনি

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

টোকিওর বালকটি ভালো তাস খেলতো জানা গেছে।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আলাবামাবাসী মেম্বার সাহেব বলেছেন:
বিয়ার দিন তো অনেকেই দুলাভাই ডাকছে, শালি কয়টা কেমনে বলি

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আপাতত: এক দফা>
মেম্বর সাব - আপনি ভাবীকে ডাকেন।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

টোকিও বালক ফোনে বলেছেন:

মেম্বারের শালী ১টা হলে কিভাবে ভাগাভাগি?
জটিল প্রশ্ন।
আমরা এ ব্যাপারে ব্লগার জরিপ আশা করছি।

ধুসর গোধূলি এর ছবি
আনোয়ার সাদাত শিমুল এর ছবি

বয়স বড় ফ্যাক্টর। সেই ক্ষেত্রে ----

সৌরভ এর ছবি

মানি না,
বয়সের কথা কইয়া আমারে সন্ন্যাসী বানানোর বুদ্ধি??


আবার লিখবো হয়তো কোন দিন

ধুসর গোধূলি এর ছবি

- হ, ডাকেন ভাবীরে।
হালায় পুরা ফাউল খালি কথা ঘুরায়, ঘুরায়া ঘুরায়া খালি বৃত্ত বানায় আর সেই বৃত্তে টাবঘুরুন্টি খাইতে থাকে বালকেরা!! মন খারাপ
_________________________________
<সযতনে বেখেয়াল>

বিপ্লব রহমান এর ছবি

ধু. গো. র চান্স কতোখানি?


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

টোকিও বালকের ২য় প্রশ্ন:

শালী ২টা হলে কি হবে?

কালিদাসের পরিচয় একটু আধটু জানা গেছে, বিস্তারিত পরে আসছে

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

এইমাত্র টোকিও বালক আলাপে যোগ দিয়েছেন।
শালীর জন্য প্রতিযোগি এখন ৩ জন।

উনি প্রথমেই মেম্বারের গম চুরির ব্যাপরটি তুলে ধরেছেন। হাসি

দ্রোহী এর ছবি

মেম্বারটা কে?


কি মাঝি? ডরাইলা?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আলাবামাবাসী কি এখন অনলাইন, সচলে?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

বলতে না বলতেই হাজির হাসি

দ্রোহী এর ছবি
আনোয়ার সাদাত শিমুল এর ছবি

জার্মানের হাভাইত্যাকে রুমে দেখা যাচ্ছে না।
মেম্বার সাহেব তাকে চোরাই গম দিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

ধুসর গোধূলি এর ছবি

- আমি তেব্র পেরতিবাদ জানাই।
চিক্কুর পাড়তে পাড়তে জান খানদান হৈয়া গেলো, মনে হয় বাকীরা গোপনে আঁতাত করছে মেম্বারের শালি সনে- আমারে অফসাইডে পাঠায়ে ইনসাইড গেইম খেলা হইতাছে। মানিনা মানুম না। মেম্বারের শালি জয় না কইরা ফিরুম না আইজকা!
_________________________________
<সযতনে বেখেয়াল>

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

খেলায় মজিয়া বালক কাটাইও না বেলা।।।।।।

ধুসর গোধূলি এর ছবি

- হৈ মিয়া, স্যার তো দেহি আলাপরে ফেইসবুকের দিকে লইয়া হাঁটা দিছে। স্যার হালার মনের ভিতরে কী আছে কন দেহি। লক্ষণ তো সুবিধার পাই না। আমি থাইকাও বলে নাই, আলাপ হৈতাছে বেলাইনে। মিয়া মাঠা মারা যামু তো।

পরেতো সেই কালিদাসেরই জয় হৈবো দেখি মন খারাপ
_________________________________
<সযতনে বেখেয়াল>

পরিবর্তনশীল এর ছবি

ঊর্ধ্বগগনে বাজে মাদল...
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আপনিও কি শালী সন্ধানি?

সৌরভ এর ছবি

মেম্বরের গম চুরির ইতিহাস ফাঁস করার ভয় দেখাইতেই সে পালাইয়া যাইতে চাইতেসে।


আবার লিখবো হয়তো কোন দিন

দ্রোহী এর ছবি

কালিদাস কইলাম দুষ্ট ট্যাবলেট খায়!


কি মাঝি? ডরাইলা?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

বিস্তারিত বলেন

বিপ্লব রহমান এর ছবি

দ্রোহীর মন্তব্যে (বিপ্লব)


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

কালিদাসের গোপন ষড়যন্ত্রের কাছে বাকি সবাই কি হেরে যাবে?

সৌরভ এর ছবি

রয়টারের খবরে প্রকাশ, কালিদাস আমাদের শ্যালিকা ডিস্ট্রিবিউশন সহ্য করিতে না পারিয়া সচলায়তন সার্ভারে গোলযোগ ঘটাইবার চেষ্টা করিতেসে। দেঁতো হাসি


আবার লিখবো হয়তো কোন দিন

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

সর্বনাশ!

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

কি একটা পাখির তেল নিয়ে আলাপ হচ্ছে।
বুঝতেছি না। মন খারাপ
মেম্বার বললো - পাইযার

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আপডেট:

ছবি অলমোস্ট আমরা পেয়ে গেছি।

আপাতত: টোকিও বালকের কাছে আছে।

হাতে পাওয়া মাত্রই আমরা এখানে প্রকাশ করবো।

দ্রোহী এর ছবি

জার্মান প্রবাসী: বিষণ্ণ বালক কোন এক গোঁফওয়ালার হুঙ্কারে নির্বাসনে গেছে গা।


কি মাঝি? ডরাইলা?

সৌরভ এর ছবি

কে নির্বাসনে গেছে?
মেম্বর কী কৈতে চায়?


আবার লিখবো হয়তো কোন দিন

ঝরাপাতা এর ছবি

ধুররর কি ছবি দিলেন?? আরেকটু কিলিয়ার করেন।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আপনি এই টাইমে?
চোখে মুখে পানি দেন, ঠিক দেখবেন হাসি

অমিত আহমেদ এর ছবি

আমাদের না জানিয়ে এমন বৈঠক ডাকার ঘোর প্রতিবাদ জানাই...

এক দফা এক দাবি,
শালি চাই, দিতি হবি।


ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

অই অই, ছবিটা নিলো কে?
কে নিলো?
কেনো নিলো?

সৌরভ এর ছবি

কালিদাস।
এএফপি র ব্রেকিং নিউজ। কালিদাস তার মডু-ক্ষমতার অপব্যবহার করে এই পোস্টটিকে ছবিবিহীন ও আকর্ষণহীন করার চেষ্টা চালিয়েছে।

তীব্র প্রতিবাদ জানাইলাম।


আবার লিখবো হয়তো কোন দিন

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

কালিদাস?
কে এই কালিদাস?
জুম্মানপাহাড়ের ধারে কি তার নিবাস?
আমি আমার ঘোড়-পদাতিকে দল নিয়ে রওনা দিলুম - -

শাঁই শাঁই শাঁই

(টগবগ টগবগ ঘোড়া ছুটছে)

অমিত আহমেদ এর ছবি

কত্ত বড় সাহস!
কিছু না বলে বলে এই হয়েছে।
বানর ঘাড়ে চড়ে বসেছে।


ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

অমিত, এই ফাঁকে ফটো টা নিয়ে গেছে।
অমিত, ফটো ফেরত দাও। এটা শম্পার ছবি আমার জন্য।
তোমার জন্য না।

ফেরত দাও, নইলে তোমার একদিন কি আমার একদিন।

অমিত আহমেদ এর ছবি

তবে রে শয়তান, আমার ঘরের ছবি নিয়ে টানাটানি...
ডিশুইমাআলী...


ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

অই ই ই ই।
কিইইইইইই??????????

ইয়া- ঢুশম। ঠুস ঠাস - ঠুস - -জিক্স জিক্স।।।।।

ঠা ঠা ঠা

ধুসর গোধূলি এর ছবি

- গম চোরাকারবারী রা কি গমচুরি রেখে এবার ফটুক চুরিতে হাতে খড়ি তুলে নিলো?
গমচুরিকল্যানসমিতি'র সভাপতি মেম্বার সাব, উপদেষ্টা কালীদাস রামায়ন আর প্রচার সম্পাদক অমিত্রাক্ষর ছন্দের দৃষ্টান্তমূলক বিচার দাবী করি!
_________________________________
<সযতনে বেখেয়াল>

ভজঘট এর ছবি

অশালীন (শালীর ছবিহীন) পোষ্ট!!! তীব্র নিন্দা!!!!!

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

প্রচার সম্পাদক অমিত্রাক্ষর ছন্দের দৃষ্টান্তমূলক বিচার দাবী করি!
হাসি

সৌরভ এর ছবি

শেষ খবর পাওয়া পর্যন্ত, এই রূদ্ধদ্বার ইন্টারনেট বৈঠক যখন শেষ হয়, তখন আলাবামার কোন গৃহে বাঙালি গৃহকর্তা তার স্ত্রীর হাতে হালকা উত্তম-মধ্যম-অধমের শিকার হইতেছিলেন।

সূত্র: ছিনহুয়া, এএফফি, বিডিনিউজ২১


আবার লিখবো হয়তো কোন দিন

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

নাউজুবিল্লাহ।
মেয়েরা এমন হয়!
আলাবামায় এরকম ঝাড়ু পেটা?
কী দিনকাল আসলো?

আমি আপাতত: শম্পাকে ফোন করি।

বাংলাদেশ সময় রাত: ১০টা ৪৫।

শুভরাত্রি

ধুসর গোধূলি এর ছবি

- শিমুল, আপনার আর সৌরভের ভাবী'র ফটুকটা কি তাইলে কালিদাস রামায়ন মেরে দিলো নাকি এই ব্যাটা অমিত্রাক্ষর ছন্দ!
_________________________________
<সযতনে বেখেয়াল>

অমিত আহমেদ এর ছবি

মুহাহাহাহাহা
তবেরে রে ইঁদুরের দল, তোরা গম দেখেছিস আটা দেখিসনি!
এবার বুঝবি কত মাত্রায় কি ছন্দ।


ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল

ঝরাপাতা এর ছবি

রে শয়তান, তাড়াতাড়ি ছবি ফেরত দে,
নইলে
নইলে
তোকে আমি আত্মহত্যা করবো . .. . .


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

অমিত আহমেদ এর ছবি

তুমি আবার কোত্থেকে এলে চাঁদ?
তোমার চাঁদবদন করবো বরবাদ।


ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল

ধুসর গোধূলি এর ছবি
অমিত আহমেদ এর ছবি

ধর ধর...
লারেলাপ্পা গানটা ধর...


ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

গুল্লি
গুল্লি
গুল্লি
গুল্লি
গুল্লি

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

এবার ফলাফল ঘোষণা:

জার্মানী: ৩
টোকিও: ১
ব্যাংকক: ১

সবার সম্মিলিত অংশগ্রহণে ভাগ-ভাটোয়ারা সুষ্ঠুভাবে হয়েছে।
জাঝা

বাংলাদেশ টাইম: ১১টা ১২ মিনিট।

অছ্যুৎ বলাই এর ছবি

শুকরিয়া! আমিও একটা পাইলাম তাইলে।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

পরিবর্তনশীল এর ছবি

ঐ মিয়ারা... ছুড ভাইগো দিকে একবারও না তাকাইয়া নিজেরাই মারামারি করতাসেন ক্যা। ছবি লাগব?? এই লন আমার হারিয়ে যাওয়া শালীর ফুটু...আমার হারিয়ে যাওয়া শালী!!!

---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

এইটা তো আমাদের এলাকার ময়মুনা পাগলি।
আপনের শালী হয় ক্যামনে?
অ অ, খাড়ান, আপনার নামটা কি? ম-ম-হ-অ ---
এরম কিছু একটাই তো বকে???

কাহিনী কি?

পরিবর্তনশীল এর ছবি

অ তাইতো কই হারাই যাওয়ার আগের দিনে শি...শি... ল ক্যান করতেসিল:D
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

বিপ্লব রহমান এর ছবি

জট্টিল! খাইছে


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

অতিথি লেখক এর ছবি

শালি নিয়ে স্বজনপ্রীতি মানি না- মানব না
তোমাদের শালি আমাদের ঘরে দিতে হবে দিতে হবে

অতিথি লেখক এর ছবি

সবাই শালী শালী করলে বউয়ের কি হবে গো? বউ তো ভাগিয়া যাইবে আরেকজনের হাত ধরে...চোখ টিপি
~রেনেট

অতিথি লেখক এর ছবি

এতবার শালী শালী শালী দেখলাম এই ব্লগে, শালী কথাটাই কেমন যেন অপরিচিত লাগতাসে !! ইয়ে, মানে... ইয়ে, মানে...

- খেকশিয়াল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।