বলা যায় অনেক কথা।
কতো কিছুই তো লেখা যায়।
জনশ্রুতি আছে - তিনি মডুরাজ্যের অন্যতম কেহেরমান।
হইলেই বা কী!
পোস্ট পড়ে বোঝা যায় - তিনি গান ভালোবাসেন।
ইংরেজী হাবিজাবি অথবা মিলা-তিশমা।
অতি উত্তম!
এক সময়কার ঝানু ব্লগার এখন মাঝে মাঝে ভ্রমণ পোস্ট দেন।
তবে, সেই একটি পোস্টের কথা আজ মনে করিয়ে দিই -
"প্রণতি হে বেজন্মার জাত"।
একজন শক্তিমান ব্লগারের ছাপচিহ্নের জন্য এরকম একটি পোস্টই যথেষ্ঠ।
এবং-
আজ ৯ এপ্রিল -
শুভ জন্মদিন - প্রিয় অরূপ ভাই।
মন্তব্য
তার বিশেষ তিনটা গুণ বাদ পড়িয়া গিয়াছে
০১
তিনি খাইতে ভালো বাসেন এবং ভ্রমণ কাহিনীর ৯০% জুড়িয়া খাওয়ার গল্প শোনাইতে ও ছবি দেখাইতে ভালোবাসেন
(বলেন সাবাশ ...)
০২
তাহার যে বস বাংলা ভাষার ব বোঝে না সেই বসকে তিনি প্রকাশ্যে বাংলাভাষায় গালাগালি করিবার সাহস রাখেন
(বলেন শাবাশ বাঙ্গাল)
০৩
আর উনি এই দিনটাকে জন্মদিন হিসাবে পালন করিতে মনস্থির করিয়াছেন
(বলেন সাবাশ জন্মদিন)
- পোস্টের সাথে সম্পূর্ণ একমত। কিন্তু মিলারে নিয়া না মিশাইলে হয় না ওস্তাদ! বুকের ডাইনদিকে লাগে তো!!
জিজু'র বত্রিশতম জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। বুড়া তো হৈয়া গেলা এইবার কিছু একটা করো জিজু।
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
"মডুরূপ" জিজুর বত্রিশতম জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম।
বুড়া তো হৈয়া গেলা এইবার কিছু একটা করো জিজু।
(আমি কই নাই, উপরের পুলাটায় কইসে)
শিমুলের জন্যে ।
আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি
আবার লিখবো হয়তো কোন দিন
আমি মডুরূপের জন্মদিনে বেহেশতে আমার ভাগের থেকে কিছু হুর-পরী উপহার দেবো কি না ভাবতেছিলাম। কিন্তু, মাশীদাপুর লাঠি-খুন্তির কথা ভেবে আপাতত সে চিন্তা বাদ।
আবার লিখবো হয়তো কোন দিন
- আমারে দিতে পারেন। 'রিসিভড উইথ থ্যাংক্স' লেইখা প্রাপ্তিস্বীকারপত্র পাঠায়া দিমুনে আমার পক্ষের এক হূরীরে দিয়া।
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
রাশি-টাশিতে বিশ্বাস নেই একদম। তার পরেও নিজের রাশিতে পছন্দের ও প্রতিভবান ব্যক্তিদের সমাবেশ দেখলে চমত্কার এক ধরনের অনুভূতি হয়। বাংলা ইউনিকোডে লেখা ও প্রচলিত বাংলা থেকে ইউনিকোডে পরিবর্তনের অনলাইন এপ্লিকেশন-এর প্রতিভাবান ডেভেলপার (দু'জনের একজন), যাঁর লেখা খাদ্যের বর্ণনায় জল চলে আতে জিভে, "ফেলে আসা ছেলেবেলা"-র মনকাড়া প্রচ্ছদের রূপকার অরূপ কামালকে তাই পছন্দ না করে উপায় আছে?
শুভ জন্মদিন।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
কী যে করি! আবার ফোন করেছিল মাদাম ত্যুসোর মিউজিয়াম থেকে...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
হুম, মেষ আমারও প্রিয় রাশি। তা আপনার নিজেরটা কী? আপনার কেকটা কবে কাটছি? আগেই বলে রাখি, পিছলানোর চেষ্টা করে লাভ নেই। তখন আচমকা কোনদিনে বানোয়াট কথা-বার্তা সহ কিছু একটা ছেপে দেবো!
অপ্রকাশ্যে বলতে চাইলে মেসেজে বলুন।
গোপনে বা প্রকাশ্যে - কোনওভাবেই জানানো যাবে না (নিজের জন্মদিনকে আমি আদর করে বলি জন্মদোষ )
শুধু বলতে পারি, দিনটি পার হয়ে গেছে
বানোয়াট যা খুশি লিখতে পারেন। আমার চামড়া গণ্ডারের চেয়েও পুরু
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
কী যে করি! আবার ফোন করেছিল মাদাম ত্যুসোর মিউজিয়াম থেকে...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
তাই নাকি? কয়দিন আগে পার হয়ে গেল শেষবার?
শুভ জন্মদিন।
— বিদ্যাকল্পদ্রুম
ব্লগীয় - হেপি বাড্ডে (হাসি)To অরূপ ভাই।
-----------
কালবেলা
দুইটা জিনিস :
১. ২০০২ সালের ডর্নফেল্ডার( ওয়াইল্ড রেড)
২. এক ব্রুইয়ারী ভর্তি শুভেচ্ছা।
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
বহু গুনের কথা আলোচনা হইলো, একটা দোষের কথা বলি। অভিযোগ আছে, তিনি তাহার একমাত্র বিবাহিত স্ত্রী'র ফটুক তুলতে চান না। আশা করি এই জন্মদিনে তিনি তার স্ত্রীর একটা ফটো সেশন করিয়া ব্লগাইবেন ।
শুভেচ্ছা।
--------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
শুভ জন্মাদিন অরূপ! শুভ হোক সামনের দিনগুলো।
**********************************
যাহা বলিব সত্য বলিব
**********************************
যাহা বলিব, সত্য বলিব
জন্মদিনের শুভেচ্ছা।
ঠিক ঠিক, হইলেই বা কি?
তবে শিমুলের মতো আমি ও বলি- "প্রণতি হে বেজন্মার জাত" ছিলো সে সময়ের জন্য অর্জুনের লক্ষ্যভেদ । একেবারে জায়গামতো বিদ্ধ করেছিল ।
শুভ জন্মদিন হে । আরো খানা,আরো পিনা হোক ।
পিনার একটা আপডেট দিও ।
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
...অথবা সময় ছিলো;আমারই অস্তিত্ব ছিলোনা
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
.
শুভ জন্মদিন, হে অরূপকথা'র রাজা!
আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
খুব খুব খুব প্রিয় অরূপ'দার জন্মদিনে অনেক অনেক অনেক শুভকামনা।
শুভ জন্মদিন।
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
শুভ জন্মদিন
বত্রিশেই যদি লোকজন আপনারে বুড়া বানাইয়া দেয় তবে আমার জীবনই শুরু করা হলো না (ভাবছিলাম আরো ক'টা বছর ফটকামি করা যায়, অন্তত ৩৫ পর্যন্ত! কিন্তু এখন তো ভয় ঢুকে গেল!)। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, ভালো খান ভালো থাকুন তবে ভুড়িটার দিকে নজর দেয়ার টাইম বোধহয় হয়ে গেল...!
বেহায়া এইভাবে নিজের জন্মদিন সবাইরে জানাইতে নাই-
তোরে যেইরম বুইড়্যা বানাইলো রুম্মান- তোরে আমার চাচা ডাকতে ইচ্ছা করে-
চাচা শইলডা ভালা?
হ্যাপ্পি বার ডে।
-------------------------------------------------------
বাংলায় হাগি, মুতি, বাঁচি
------------------------------------
আমি তো গণে নেই বিচ্ছিন্ন একা
সঙ্ঘে সমুহে নেই সঙ্ঘমিতা।
রাসেল আসলে কি বলতে চায়?
অরূপরে চাচা ডাইকা সে আরো ইয়াং ও এনার্জেটিক হইয়া উঠলো?
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
...অথবা সময় ছিলো;আমারই অস্তিত্ব ছিলোনা
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
জন্মদিন বা বাল দিন যেইটাই হোক, আপনি ভাল থাকেন বা না থাকেন, এই শুভেচ্ছা জোর কইরা দিলাম...
নেন মিয়া, নিবেন না মানে???
শুকনা কাথা একটায় হবে না, দুইটা দেয়া হইলো। শুভ জন্মদিন।
হাঁটুপানির জলদস্যু
শুভ জন্মদিন।
eru
-------------------------------------------------
সুগন্ধ বিলোতে আপত্তি নেই আমার
বস্তুত সুগন্ধ মাত্রই ছড়াতে ভালবাসে।
সুমন বোতল দেয় বুঝলাম. হিমু কাথা দেয় কেন?
তা যাই হোক...
মাশীদ মনে হয় বিরাট রান্নাবান্না কইরা জল-স্থল কাপাইয়া দিলো...
শুভ জন্মদিন অরূপ....
-----------------------------------------------
Those who write clearly have readers, those who write obscurely have commentators.--Albert Camus
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
কেক কাটার ছবি চাই ... আর কনফেশনস অফ অ্যান ইকোনমিক হিটম্যান-এর মত আরো লেখা চাই। শুভ জন্মদিন ...
---------------------------------
হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল।
পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।
শুভ জন্মদিন
---------------------------
দুঃখ সুখের স্পর্শ নীরে
সাঁতরে বেড়াই;
নিঃসংগ এক,নিঃসংগ মেঘ।
---------------------------------
বাঁইচ্যা আছি
একসময় মাশীদের জামাই বলেই তারে ভালো লাগতো। সেই সময় পার হইছে। এখন অরূপ নিজেই তার জায়গা করে নিয়েছে মনে। ভার্চুয়াল দুনিয়ার সবচে প্রিয় মানুষদের একজন ছিলো। এখন সে বাস্তবের প্রিয় মানুষ, বন্ধু এবং ভাই। সেই অরূপের আজ জন্মদিন, শুভেচ্ছা না জানিয়ে কি থাকা যায়? শুভ জন্মদিন অরূপদা
শিমুলকে ধন্যবাদ এই পোস্টের জন্য। সকালেই আশা করেছিলাম এরকম একটা লেখার...
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
জন্মদিনের শুভেচ্ছা
=============
"আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে"
অরূপ,
শুভ জন্মদিন
এম. এম. আর. জালাল
"ফিরে দেখুন একাত্তর ঘুরে দাঁড়াক বাংলাদেশ।"
এম. এম. আর. জালাল
"ফিরে দেখুন একাত্তর ঘুরে দাঁড়াক বাংলাদেশ।"
এম. এম. আর. জালাল
"ফিরে দেখুন একাত্তর ঘুরে দাঁড়াক বাংলাদেশ।"
এম. এম. আর. জালাল
"ফিরে দেখুন একাত্তর ঘুরে দাঁড়াক বাংলাদেশ।"
শুভ জন্মদিন, অরূপদা! এই উপলক্ষে একটা ফটকা গানের আসর হয়ে যাবে নাকি?
সবার দেখাদেখি আমিও একটু পিঠ চুলকে দেই... আসলেই আপনার কাজে মুগ্ধ অনুসারী আমি। প্রিয় ব্লগার, প্রিয় আপুর বর, আর কী লাগে!!
ছেলে ভালো । তবে একটু পেয়াজ খায় ।
আশাকরি 'জন্মদিন অনুষ্ঠানের আগে ও পরে ভুড়ির সাইজ' শিরোনামে পোস্ট নিয়ে অরূপ অচিরেই হাজির হবে। আপাতত, হেপি বার নাইট!
শুভ হোক প্রতিটা ক্ষণ
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
শুভ জন্মদিন !
হিমু কর্তৃক শুকনা কাথা , ভেজা খেতা প্রসঙ্গটি সন্দেহজনক ।
জনগন কি কোন জনগুরুত্বপূর্ণ তথ্য মিস করিয়া যাইতেছে ?
পিপাসুরা মোটেও এরকম অজুহাত দিয়ে পান করার কথা বলে না।
---------------------------------
হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল।
পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।
শুভ জন্মদিন !
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।
শুভ জন্মদিন অরূপ।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
শুভ জন্মদিন অরূপ ভাই...।
-নিরিবিলি
শুভ জন্মদিন অরূপ ভাই!
~রেনেট
অসাধারণ একজন মানুষ।
নাম্বার দিলে অরূপ ভাই ১০০ তে ৯৮ পাবেন নিঃসন্দেহে।
শুভ জন্মদিন অরূপ ভাই।
জন্মদিনের খাবার নিয়ে পোস্ট চাই না।
দুই দিন ধরে পাউরুটির উপরে আছি।
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
---------------------------------
এভাবেই কেটে যাক কিছু সময়, যাক না!
অরূপ রতন
শুভ জন্মদিন অরূপ !!!
উপহার রইলো ১খানা অরূপ রতন!
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
শিমুল ভাই কে পোস্টের জন্য ধন্যবাদ।
অরূপ ভাই কে জন্মদিনের শুভেচ্ছা। জীবন থেকে আরেক্টা বছর চলে যাওয়া খুব কাজের কথা না।শংকার ই বটে। তারপরেও জীবনের আরেকটা বছর এসে গেছে, তাকে বরণ করে নেয়াটাই রীতি।চাই কিংবা না চাই ... মানুষের জন্য কিছু করে যাওয়াটা নাকি একটি মানুষের , মানুষ হিসেবে জন্মবার স্বার্থকতা। আমি না... বিজ্ঞজনেরা বলেন। সে হিসেবে অরূপদা স্বার্থক। আবার কীর্তিমানেরা কীর্তি করে থেমে থাকেন না।এইটাও বিজ্ঞজনেরা বলে থাকেন। সে হিসেবে অরূপ'দা মানুষের জন্য কাজ করে যাবেন এটা তিনিই ভালো করে জানেন। আমি শুধু আমার একটা কৃতজ্ঞতাই বলি, সচলায়তন না থাকলে আমার হয়ত লেখা-লেখি'র ধার কাছ দিয়েও যাওয়া হতো না। আমি যে লিখতে পারি তা-ও হয়ত জানা হোতো না। আমার পক্ষ থেকে তাকে সচলায়তনের জন্য ধন্যবাদ অন্তরের অন্তঃস্থল থেকে।
জন্মদিন চমত্কার কাটুক, সুন্দর হোক সাম্নের দিনগুলো।
ভালো থাকবেন।
আপনার মঙ্গল হোক।
---------------------------------------------------------
শেষ কথা যা হোলো না...বুঝে নিও নিছক কল্পনা...
---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন
ধন্যবাদ শিমুলকে পোস্টের জন্য।
শুভ জন্মদিন অরুপ ভাইকে। আপনার কাজকর্মের মুগ্ধ দর্শক এবং পাঠক আমি।
many happy returns o'the day
___________________________
বুড়োরা সবাই সমস্বরে বললো, "নবজন্ম", আমি চাইলাম "একটা রিওয়াইন্ড বাটন"
হ্যাপি বার্থডে অরূপ!
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
শুভ জন্মদিন!
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
শুভ জন্মদিন।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
একদিন পরে শুভ জন্মদিন বললে কোন সমস্যা আছে?
সমস্যা থাকলেও কই...
শুভ জন্মদিন
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
শুভ জন্মদিন
হায় হায়, এত একদিন পর হয়ে গেল !!
আমি মনে হয় দেরি কৈরা ফালাইলাম
তাও বলি সাবাশ জন্মদিন
ভাল থাকুন... আজীবন...
পুষ্পআলোয় ভরে উঠুক আপনার জন্মদিন ।
বেটার লেইট দ্যান নেভার
শুভ জন্মদিন !
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
শুভ জন্মদিন!!!
একটু বেশীই দেরী হয়ে গেল মনে হয়।
তার পরও শুভ জন্মদিন
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
নতুন মন্তব্য করুন