এক নি:শব্দ আততায়ী

আনোয়ার সাদাত শিমুল এর ছবি
লিখেছেন আনোয়ার সাদাত শিমুল (তারিখ: রবি, ২২/০৭/২০০৭ - ৪:২৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

হাল্কা পাতলা ছিমছিমে গড়ন। মাথায় ছোট চুল, চোখে চশমা। লম্বা লম্বা পা ফেলে ক্যাম্পাসের এপাশ-ওপাশ দুমড়ে বেড়ান সারাদিন। সময়মতো ক্লাসে যান, রাস্তার পাশে খুপড়ি দোকানে চা খান। বিকেলে সাংস্কৃতিক সংগঠনের রিহার্সাল রুমে - 'নী-লা-ঞ্জ-না অই নীল নী-ল চোখে'। তবুও ক্লান্তি নেই কোনো। তার ব্যাক্তিত্বে আমি এবং আমরা অনেকেই ঈর্ষান্বিত।
তিনি আমাদের নাজমুল ভাই।
পড়ালেখায় আমার চেয়ে দু'বছরের সিনিয়র। ভাগ্যফেরে অ্যাপ্লাইড স্টাটিস্টিক কোর্স একসাথে করায় আমার সাথে নাজমুল ভাইয়ের সম্পর্ক খুব ভালো। দূর থেকে দেখলেই ডাক দেন - 'হাই ম্যান, কী অবস্থা?'
আমিও পাল্টা জবাব দিই।

সিনিয়র হলেও নাজমুল ভাইয়ের সাথে আমার খুব মিলে, কেবল একটি বিষয় ছাড়া; নাজমুল ভাই নারীসঙ্গ বিবর্জিত, নারী বিদ্বেষী, এন্টি-ফেমিনিস্ট। আমরা অনেকেই যখন শান্তা-কান্তা, সোনিয়া-তানিয়া, আয়েশা-মাঈশাদের হৃদয়ে অনবরত কড়া নাড়ায় ব্যাকুল, নাজমুল ভাই তখন মেয়েদের যন্ত্রণায় মোবাইল ফোন বন্ধ রাখেন। সিনিয়রদের সাথে কথা বলেও নাজমুল ভাইয়ের সফল কিংবা ব্যর্থ প্রেমের অতীত খুঁজে পেলাম না। বরং জানলাম - নাজমুল ভাই কর্তৃক প্রত্যাখাত এক কণ্যার কানাডায় ক্রেডিট ট্রান্সফারের করুণ কাহিনী। নাজমুল ভাইয়ের মতাদর্শ আমাদের হতাশায় আশার আলো দেখায়। ছাত্রজীবনে প্রেম করার বাইরেও অনেক কিছু করার আছে কিংবা একজন নারী কখনো আলটিমেট ডেসটিনেশন হতে পারে না জাতীয় কথাগুলো আমাদের মনে বাণী চিরন্তনী হয়ে থাকে।

তবুও বয়সের ধাক্কায় পথভ্রষ্ট হই। সেমিস্টারের শুরুতে নতুন নতুন ফারা-সারাহ, নীপা-দীপাদের দেখে বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যায়। ক্লাস-ক্যুইজ-অ্যাসাইনমেন্ট কোনো কিছুতে মন দিতে পারি না। ক্যাফেতে মাথা নিচু করে আড়চোখে তাদের চটপটি-ফুচকা খাওয়া দেখি। টের পাইনা কখন নাজমুল ভাই পাশে এসে বসেন।
- শোনো ছোট ভাই, কিছু কথা বলি। মনে রাখার চেষ্টা করো।
- জ্বী বলেন। আমি জবাব দিই।
- একটা গার্লফ্রেন্ডের চাইতে একটা সাইকেল ভালো, আর একটা বৌয়ের চাইতে এক কাপ কফি ভালো।
- একটু খোলাসা করেন গুরু। নাজমুল ভাইয়ের কথা আমি বুঝতে পারি না।
- অন্তত: উনত্রিশটা কারণে একটা গার্লফ্রেন্ডের চাইতে একটা সাইকেল ভালো। কয়েকটা বলি এখন -

১) সাইকেল কখনো চায়নিজ খেতে চায় না
২) সাইকেল নিয়ে বেড়াতে গেলে কোনো খরচ হবে না
৩) তুমি অন্য কয়টা সাইকেলে দিকে তাকালে তা নিয়ে তোমার সাইকেল কোনো অভিযোগ করবে না
৪) সাইকেলের কোনো বাবা-মা অথবা মাস্তান কাজিন থাকে না, যে কিনা তোমাকে থ্রেট দিবে
৫) বন্ধুর সাইকেল নিয়ে যত বেশী বাইরে ঘুরতে পারো, কেউ কিছু মনে করবে না
৬) যখন খুশি তখন তুমি সাইকেল পাল্টাতে পারো
৭) সাইকেল চালানোর জন্য প্রতিদিন শেভ করা বা পারফিউম দেয়া লাগে না
৮) সাইকেল তোমার নির্দেশমতো সামনে-পেছনে, ডানে-বামে চলবে। উল্টা পাল্টা কিচ্ছু করবে না
৯) এর আগে তোমার কয়টা সাইকেল ছিলো তা নিয়ে বর্তমান সাইকেল কোনো প্রশ্ন করবে না বা সন্দেহ করবে না
১০) দিনরাত ২৪ ঘন্টা সাইকেল তোমার কাছাকাছি রাখতে পারো, নো প্রবলেম!!!

এটুকু বলে নাজমুল ভাই থামেন। আমি সাগ্রহে জিজ্ঞেস করি - তারপরে?
- নাহ বাকীগুলো তোমাকে বলা যাবে না। ইন্টারনেট থেকে পড়ে নিও। এই নাও টাকা, দু'কাপ কফি নিয়ে এসো।
আমি কফি নিয়ে আসি।
কফিতে চুমুক দিয়ে নাজমুল ভাই শুরু করেন, কেনো বৌয়ের চেয়ে কফি ভালো -
১) তুমি দোকান থেকে প্রতিদিন ফ্রেশ কফি কিনতে পারো
২) কফি আর সিগারেট একসাথে খাওয়া যায়
৩) দাঁত ব্রাশ না করেও কফিতে চুমুক দেয়া যায়
৪) কফি ঠান্ডা হয়ে গেলে নিজের পছন্দমতো রাত-বিরাতে গরম করা যায়
৫) কফি কখনো ইমোশনাল আচরণ করে না

নাজমুল ভাই কফিতে শেষ চুমুক দেন। বলেন -এখন ক্লাসে যাই। এই নাও ওয়েব সাইটের ঠিকানা, বাকীগুলো পড়ে নিও। আরেকটা কথা - শুক্রবারে পত্রিকায় তোমার লেখা গল্প পড়লাম।
- থ্যাংকস।
- কিন্তু ঐসব প্রেমের গল্প বাদ দিয়ে দেশের ব্যবসা-অর্থনীতি নিয়ে কিছু লিখো। ইকনোমিকসে তোমার মাথা ভালো।
- মানলাম, কিন্তু সবাই যদি আপনার মতো প্রেম-ডেটিং বন্ধ করে দেয় তাহলে ইকোনমির কি হবে ভেবেছেন?
- শোনো, ডেটিং হলো অপচয়মুলক ব্যয়। অর্থনীতির প্রয়োজন উন্নয়নমূলক ব্যয়। বোঝতে পারছো? বলে নাজমুল ভাই গটাগট বেরিয়ে যান।

সেদিন বিকেলে www.laughnet.net এ গিয়ে সাইকেল কফি বিষয়ক বাকী কারণগুলো পড়ে আমার চোখ-কান লাল হয়ে উঠে। নাজমুল ভাইকে গুরু মানি আর একটা সাইকেল কেনার প্ল্যান করি মনে মনে।

দিন বয়ে যায়। নাজমুল ভাই গ্র্যাজুয়েশন শেষ করে একটি বিদেশী ব্যাংকে জয়েন করেন। ক্যাম্পাসে আমি তার জায়গা দখলের চেষ্টা করি। তার মতো করে কথা বলি, লম্বা লম্বা পা ফেলে হাঁটি। কাউকে কেয়ার করি না। অবিশ্বাস্যভাবে এই আমি পরপর তিনটা প্রেমের অফার প্রত্যাখান করি। খবর রাখি না - কেউ ক্ষোভে ক্রেডিট ট্রান্সফার করলো কিনা। তবে বুঝতে পারি - নাজমুল ভাইয়ের মতাদর্শের কারিশমা। সাইকেল কফি থিয়রী আমার জীবন পাল্টে দেয়। তারপর আর অনেকদিন আমাদের দেখা হয় না। প্রায়ই ভাবি তার বাসায় গিয়ে দেখা করে আসি। যাওয়া হয় না।

হঠাৎ একদিন মৌরি মেডিসিনে নাজমুল ভাইয়ের সাথে দেখা। অনেকগুলো ঔষধ কিনছেন তিনি।
- কার অসুখ, ভাই?
- আর বলো না, তোমার ভাবীর শরীরটা ভালো না।
ভাবী! আমি অবাক হই।
- আপনার না পার্মান্যান্ট ব্যাচেলর থাকার প্রমিজ ছিলো?
- অইসব তো ইমোশনের কথা। বাস্তব জীবন অন্যরকম। বুঝলে -ভালোবাসা এক নি:শব্দ আততায়ী, বলে নাজমুল ভাই চশমায় ধাক্কা দেন।
- চিন্তা ভাবনা পাল্টালেন কবে? কীভাবে?
- না-মানে-আসলে কীভাবে কী-ভা-বে কী হয়ে গেলো বুঝতে পারলাম না।
নাজমুল ভাই আমতা আমতা করে মোটরসাইকেলে স্টার্ট দেন।
আমার মাথায় দুষ্টামি চাপে। জিজ্ঞেস করি
- এখনো কফি খান?
নাজমুল ভাই মুচকি হাসেন। বলেন
- বাসায় এসো, তোমার ভাবী খুব ভালো কফি বানায়।

নাজমুল ভাইয়ের মোটর সাইকেল আমার চোখের আড়াল হয়। কানের কাছে বাজতে থাকে - 'কীভাবে কী-ভা-বে কী হয়ে গেলো - - -'
আসলেই বোঝা যায় না!
ভালোবাসা এক নি:শব্দ আততায়ী।

_______
লিখেছিলাম ২০০৪ সালে। ব্লগে তুলে দিলাম।


মন্তব্য

??? এর ছবি

ভাল্লাগল। ভালবাসার মত ঘৃণাও নিঃশব্দ আততায়ী। হাসি

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আপনার মন্তব্য দেখে আমারও ভাল্লাগল। আপনার জন্য জাঝা ।
_________________________
'আজকে না হয় ভালোবাসো, আর কোন দিন নয়'

তারেক এর ছবি

জাঝা! গড়াগড়ি দিয়া হাসি

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

তারেক এর ছবি

আরে আরে... এইটা কি হইল? জা ঝা ও কি লিখা যাইব না শান্তিতে? গড়াগড়ি দিয়া হাসি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

তারেক, আপনার জন্যও ঐটা - - -
_________________________
'আজকে না হয় ভালোবাসো, আর কোন দিন নয়'

নজমুল আলবাব এর ছবি

জাঝা আমারে নিয়া লিখছ বুঝি? এখন হাতে সময় নাই। কপি করে রাখলাম। পরে পড়ব। উৎসাহ দেয়ার জন্য ৫ দিলাম। হাসি

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আলবাব ভাই, আপনি আমার রেটিং কমাইলেন কেনো? আমি এডমিনের কাছে নালিশ করবো।
_________________________
'আজকে না হয় ভালোবাসো, আর কোন দিন নয়'

হাসিব এর ছবি

জাঝা


আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে

নজমুল আলবাব এর ছবি

আমি কমাই নাই। হাসিব ভাই কমাইছে শয়তানী হাসি

হাসিব এর ছবি

কাউরে বিপ্লব ছাড়া আমি কিছু দেই না ।


আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে

নজমুল আলবাব এর ছবি

উহ... কইলেই অইলো? আমি রেটিংই দিতে পারিনা। আর আপনে অচলমাল শয়তানী হাসি এই কাম করছেন আমি নিচ্চিত। শিমুল তুমি ইনারে চোখে চোখে রাখবা শয়তানী হাসি চান্স পাইলেই জাঝা দিয়া দিবা হাসি

শামীম এর ছবি

পোস্টটির রেটিং-এ জাঝা দিলাম।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

কনফুসিয়াস এর ছবি

ঠিকাছ। কিন্তু কেমন করে আততায়ীর হাতে পরাস্ত হইলেন, সেই কাহিনিও জানতে ইচ্ছে করতেছে।
-যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

দশ আঙুল কীবোর্ডের থেকে দশ ইঞ্চি উপরে তুলে আপনারে দশবার ধন্যবাদ জানাইলাম কনফু।
বলেন তো, এমনটা কেনো করলাম?
আপনি যদি কারণটা বলতে পারেন, তাইলে আমি বাদবাকী কাহিনী বলতে পারি চোখ টিপি

_________________________
'আজকে না হয় ভালোবাসো, আর কোন দিন নয়'

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

._________________________
'আজকে না হয় ভালোবাসো, আর কোন দিন নয়'

কনফুসিয়াস এর ছবি

বুঝতেছি না। মন খারাপ কি দোষ করলাম আবার?

-যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

যাক। তাহলে থাক। চোখ টিপি
আজকের দিনটি জা-ঝা-ময় হয়েই থাক।
_________________________
'আজকে না হয় ভালোবাসো, আর কোন দিন নয়'

ঝরাপাতা এর ছবি

এইজন্যই বোধহয় চিরকুমার সংগঠনের সভাপতিকে সবার আগে বিয়ে করতে দেখা যায়। আমিও উত্তম ঝাজা দিলাম শিমুলকে।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

তারেক এর ছবি

খাইছে, আইজ তো জা-ঝা বিপ্লব হইতাছে সচলায়তনে। আহলান ওয়া সাহলান মহাকবি জারীর। তাঁর পূণ্য লেখনির উদ্দেশ্যে শ্রদ্ধা
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

আমি বিয়া করার পর কর্ণফুলি গার্ডেন মার্কেটের মোড়ে হঠাত্ দেখি একটা মাইক্রোবাস থেকে আখলাক নামলো লাফ দিয়া। আমারে সালাম দিয়াই আগায়া গেল রেহনুমার দিকে। বলে, ভাবী আপনার সাথে পরিচিত হতে আসলাম।
তারপর আমারে কোণায় ডাইকা নিয়া জিজ্ঞেস করলো, ভাইজান বাজারে কি দুধের দাম বাড়তির দিকে?
আমি কই, ধুর মিয়া কি কও এইসব আবঝাব।
আখলাক: ভাইজান, আমরা ছোটরা যখন আপনার আগে বিয়া করছিলাম তখন আপনি কইতেন যে, বাজারে সস্তায় দুধ পাওয়া গেলে কেউ বাড়িতে গাভী পালে না। তাই জিজ্ঞাস করলাম।
আমি: ও তাই বলো। আরে না দুধের দাম কি আর অতো বাড়ছে? তবে কথা হলো তোমার কাছে যদি অঢেল অর্থ থাকে তবে তুমি অনেক অপশন খোলা রাখবে। একটু বিলাসিতা করবে। আমি সেই স্টেজে আছি। বাজারে খোলা দুধ কিনার অপশন তো আর বন্ধ হয় নাই। বৃষ্টি-বাদল-বন্যা কত রকমের ঝামেলা। ঘরেও একটা অপশন থাকলো আর কি।

-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

এই কমেন্ট পুরোটাই জাঝা জাঝা এবং জাঝা
_________________________
'আজকে না হয় ভালোবাসো, আর কোন দিন নয়'

মুহম্মদ জুবায়ের এর ছবি

এ দেশে একটা কথা চালু আছে - You own a car doesn't mean you can't test-drive another!

সুতরাং চিরকুমার থাকার দরকার কী? হাসি

লেখাটা ভালো লাগলো।

একটু মাস্টারি করি। আততায়ী শব্দটার ঘাড় থেকে চন্দ্রবিন্দুটা নামিয়ে দাও।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

অনেক ধন্যবাদ, জুবায়ের ভাই। ঠিক করে দিলাম।
_________________________
'আজকে না হয় ভালোবাসো, আর কোন দিন নয়'

দ্রোহী এর ছবি

শমচৌদা ফাটাইয়ালাইছে। তাঁর জন্য জাঝা হাসি

গল্প ভালৈছে, আমাদের নজমুল আলবাব ভাই এই গল্পের নায়ক তা আগে বলে দিলে আরও ভালো হতো হাসি

শিমুল বেচারা, আপনার আততায়ী কবে এসেছিলো?


কি মাঝি? ডরাইলা?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

মহোদয়, এইটা নাজমুল ভাই (এখন একটা মোবাইল ফোন কোম্পানীতে আছে)। আর আমাদের আলবাব ভাই হইলেন, 'নজমুল'। খুউব খিয়াল কইরা চোখ টিপি
আততায়ী আসে রোজ রাতে ঘুমের ঘোরে - - -
_________________________
'আজকে না হয় ভালোবাসো, আর কোন দিন নয়'

মুহম্মদ জুবায়ের এর ছবি

স-কার এবং নিরাকারের পার্থক্য। আলবাব নিরাকার!

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

জুবায়ের ভাই, চমৎকার বললেন। নজমুল আলবাব নিরাকার।
_________________________
'আজকে না হয় ভালোবাসো, আর কোন দিন নয়'

নজমুল আলবাব এর ছবি
দ্রোহী এর ছবি

আততায়ী ঘুমের ঘোরে আসে? ইন্নালিল্লাহ!!

আপনেরে প্রতিদিন বোবায় ধরে নিকি?


কি মাঝি? ডরাইলা?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

হা হা। হাসি
_________________________
'আজকে না হয় ভালোবাসো, আর কোন দিন নয়'

মাশীদ এর ছবি

ভাল লাগল।

তোমার গল্পের জন্য ভাল রেটিং দিলাম আর শোমচৌ বসের কমেন্টের জন্য জাঝা।


ভাল আছি, ভাল থেকো।


ভাল আছি, ভাল থেকো।

তিথীডোর এর ছবি

পড়েছিলাম ,যাযাদিতে!
লেখকের ইমেইল এড্রেস ছিলো নিচটায়,

--------------------------------------------------
"সুন্দরের হাত থেকে ভিক্ষা নিতে বসেছে হৃদয়/
নদীতীরে, বৃক্ষমূলে, হেমন্তের পাতাঝরা ঘাসে..."

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।