দ্রোহের আগুনে জ্বলে দ্রোহীর জন্মদিনের মোমবাতি

আনোয়ার সাদাত শিমুল এর ছবি
লিখেছেন আনোয়ার সাদাত শিমুল (তারিখ: শুক্র, ২৩/০৫/২০০৮ - ৮:৪৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

শম্পার সাথে আমার ইটিশপিটিশ তখন শাহবাগের মৌরী, নাজিমুদ্দিন রোডের নীরব কিংবা অসংখ্য বাদামওয়ালা পেরিয়ে বনানীর নিউ ইয়র্কারে গিয়ে পৌঁছেছে। সেরকমই এক মংগলবারে মে মাসের ২৩ তারিখে বিকালে বসে দুইজনে ফ্রেঞ্চ ফ্রাই খাই, সামনে বড় কফির মগ থেকে ধোঁয়া উড়ে। শম্পার সাথে এ পথ চলা এবং ধোঁয়ার মাঝ দিয়ে শম্পার চেহারা পুরাটা এক মনে হয়। কেবলই ধোঁয়াটে। এসব যখন ভাবছিলাম, তখন শম্পা বলে – ‘তাড়াতাড়ি কফি শেষ করো, সোবাহানবাগ যাবো’।
আমি বুঝলাম না, হঠাৎ করে সোবাহানবাগের দরকার হলো কেনো? তবে চুপ থাকলাম, নিঃশব্দে কফিতে চুমুক দিই। আমার নীরবতা দেখে শম্পা বলে, ‘আপুর বাসায় যাবো, তুমিও যাবে, প্রোগ্রাম আছে।‘

এরপরের সময়টুকু কথা ছাড়াই কাটে। সিএনজি থামিয়ে সুমি’জ থেকে কেক কিনে, আমি একটু গা ঘেঁষে – ‘কার জন্মদিন’ জিজ্ঞেস করলে শম্পা ‘ভীতূর ডিম কোথাকার’ বলে ভেংচি কাটে। এই ভেংচির অর্থ হতে পারে – ‘তুই একটা গাধা’ অথবা ‘ওরে আমার গুডি বয় রে...’। এইসব সম্ভাব্য অর্থে হাবুডুবু খেয়ে বিজয় স্মরণী – শ্যামলী পেরিয়ে সোবাহানবাগে একটা বাড়ীর সামনে সিএনজি থামলে, শম্পা বলে – ‘নামো’।

আমি অনুগত ছাত্রের মতো তাকে ফলো করি। সিঁড়ি বেয়ে তিন তলায় উঠি। কলিং বেল টিপতেই দরজা খুলে যায়। কিন্তু এ কী!
এমন শব্দ করে কোন যুবক কান্না করছে?
আমি চোখ কচলাই, স্বপ্ন দেখছি না তো?
দুই হাতে নিজের কানে চাপ দিই – বাইরের গাড়ীর হর্ণে কানের পর্দা ফাটেনি তো?
নাহ, ঠিকই আছে।
তাহলে, এরকম ভরাট গলার যুবকের কান্নার আওয়াজ ভেসে আসছে কোত্থেকে?
‘আমি প্যান্টাসি কিন্ডমে যাবো, আমাকে নিয়ে যাও, আমি যাবো’ - বলে কান্না করছে কে?
আবার মনে হয়, টিভিতে নাটক হচ্ছে না তো, যে নাটকের সংলাপ শুনছি!
শম্পাও আমাকে বসিয়ে রেখে ভেতরে গেলো। এবার নিশ্চিত হই এ কান্না – এ হাহাকার নাটকের সংলাপ হয়, কারণ – যুবকটি বলছে, ‘শম্পা, তোমার আপুকে বলো আমাকে প্যান্টাসি কিন্ডমে নিয়ে যেতে, আমি রুলার কুস্টারে চড়বো’। শম্পা কী বলে শুনি না, তবে আরেক অগ্নিকন্ঠা, দ্য এরাবিয়ান নাইটসের মালিকা হামিরার মতো, বলে – ব্যালকনিতে নিয়ে সোজা নিচে ফেলে দেবো, তখন বুঝবে রোলার কোস্টারের মজা। তখন যুবকটি ফ্লোরে হাত পা আছড়ে চলেছে। ভেঁউ ভেঁউ কান্না করছে।

আমি বাদাইম্ম্যা হয়ে বসে থাকি। একটু পর শম্পা আসে, সাথে ঐ অগ্নিকন্ঠা (তবে দেখতে শম্পার মতোই...) আমাকে পরিচয় করিয়ে দেয়, এ হলো আমার আপু, আর আপু এর কথা তোমাকে বলেছিলাম, ও হলো...
শম্পা আর আমার নাম বলতে পারে না, বড় আপু বলে – ‘নাম জানি, এই ছোকড়া তুমি বিড়ি খাও?’
আমার হাঁটু ততক্ষণে কাঁপাকাপি শুরু করেছে।
আপু আবার বলেন, ‘বিড়ি না খেলে ঠোঁট এতো কালো কেনো? আজ কটা খেয়েছ বলো?’
আমি থতমত খেয়ে বলি, ‘আ-প-উ, আমি তো বিড়ি খাই না, শুধু শম্পার সাথে মাঝে মাঝে ফ্রেঞ্চ খাই?’
আপু হাতের খুন্তি উপরে তুলে বলেন, ‘কী খাস? কী ফ্রেঞ্চ...’
আমি তড়িৎ সামলে নিয়ে বলি – ‘ফ্রেঞ্চ ফ্রা-ই খাই’।
এবার ভেতরে রুম থেকে হাত পা বাঁধা সে-ই যুবক, যাকে শম্পা একদিন দূর থেকে দেখিয়ে বলেছিলো - উনি আমার দূলাভাই, তিনি খুড়িয়ে হেটে বের হয়ে আসেন। ভদ্রলোক অনলাইনে দ্রোহী নিকে পরিচিত। আমি শম্পাকে বলি – ‘শম্পা আমি আসি’, শুনে দ্রোহী ভাই বলে – ‘ভাইরে, আমারে উদ্ধার করেন। আজ জন্মদিনে প্যান্টাসি কিন্ডমে যেতে চাইলাম বলে সারাদিন হাত পা বেধে রেখেছে, এই অত্যাচার...’।

আমি কিছু বলার আগেই আপু বলে, ‘এই শম্পা, তোর সাথে আসা বলদাটারেও ধর, দুইটারে একসাথে বান্ধা দরকার। ওদের হাড্ডি-গুড্ডি ভেঙে আমরা ফরিদপুরের ভাঙা থানার মান রক্ষা করবো। শম্পা আমার হাত ধরতেই আমি হাঁটুপানির জলদস্যু স্টাইলে যত্ন করে কামড় দিয়ে এক দৌড়ে ভোঁ... রাস্তার ওপারে।

হোটেল নীদমহলের সামনে দেখি অনুভূতিশুন্য কেউ একজন দাঁড়িয়ে। আমাকে দেখে হেসে বলে – কী, ক্যামন দৌড়ানি দিলো? আমি হাঁপাতে হাঁপাতে বলি – চলেন ৯নম্বর বাস আসছে উঠি। অনুভুতিশুন্য লোকটি আমাকে থামায় বলে দেখেন কে যায়। দেখি রিকশায় বসে পায়ের উপর পা তুলে এক হাতে হুড ধরে, আরেক হাতে খাজানার মিষ্টি নিয়ে শম্পাদের বাসার গলির দিকে যাচ্ছে ধুসর গোধুলী।

আমরা দুজনই বলি – ‘আল্লাহ জানে, ধুসরের কপালে আজ কি আছে। তবে রশি-বান্ধা ধোলাই নিশ্চিত।‘

এরপর তো অনেক কিছু ঘটে। আলাবামা কাহিনীর টুকটাক ব্লগেও প্রকাশিত হয়। মন্দ লোকেরা বলে, আলাবামায়ও সে-ই যুবক মাঝে মাঝে কাতর স্বরে কান্না করে। তবে আজ আমরা আর সে-সব দুষ্ট গল্প শুনবো না।

আজ ২৩ মে। আজ খুব চমৎকার একজন মানুষ – দূর্ধর্ষ ব্লগার দ্রোহীর জন্মদিন। জন্মদিনে অযুত নিযুত শুভকামনা।

অরল্যান্ডো ফ্লোরিডাতে ওয়াল্ট ডিজনী ম্যাজিক কিংডম, আর ইউনিভার্সাল স্টুডিওতে তিন দিন আনন্দে কাটুক।

ভালো কাটুক সবসময়!


মন্তব্য

রেনেট এর ছবি

জন্মদিনের বিশাল শুভেচ্ছা, জামাই।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

জন্মদিনের শুভেচ্ছা।
আপনার ভাষাতেই বলি, কোপা, শামসু হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সবজান্তা এর ছবি

শুভ জন্মদিন প্রিয় ব্লগার দ্রোহী ভাই ।


অলমিতি বিস্তারেণ

দ্রোহী এর ছবি

খাইছে!!! ঘরের কথা শিমুল জানলো ক্যামনে!!!!

সবাইকে ধন্যবাদ। তিনদিন পর দেখা হবে হাসি


কি মাঝি? ডরাইলা?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

হোক্কে।
ফিরিয়া আসিয়া ফটুকসহ পোস্টাইয়েন।

লুৎফর রহমান রিটন এর ছবি

শুভ জন্মদিন দ্রোহী।

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

গোদা অমিত(ঠিক করছি অফিসের কম্পু থেকে আর লগ অফ করুম না) এর ছবি

জন্মদিনে দ্রুহী ভাইকে জাঝা মোবারক। তো ছাগলের তেহারি চড়ামু নাকি ???

জ্বিনের বাদশা এর ছবি

দূর্ধর্ষ ব্লগার দ্রোহীকে জন্মদিনের লাল শুভেচ্ছা চোখ টিপি
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

আকতার আহমেদ এর ছবি

শুভ জন্মদিন দ্রোহী

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

বারাক ওবামার জন্মদিনে প্রেসিডেন্ট নির্বাচিত হোন এই কামনা করি।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

আলমগীর এর ছবি

জন্মদিনের শুভেচ্ছা।
ইদানিং ক্যামনে জানি একটু ম্যানায়ে গেছেন গা।
আশাকরি জন্মদিনের খানা খাদ্যিতে নতুন উদ্যম পাবেন।

মুশফিকা মুমু এর ছবি

হিহিহি ।। শুভ জন্মদিন দ্রোহী ভাই, অনেক অনেক শুভেচ্ছা হাসি
-------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

অয়ন এর ছবি

শুভ জন্মদিন দ্রুহী ভাইকে।

খেকশিয়াল এর ছবি

শুভ জন্মদিন দ্রোহী ভাই ।

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

সামসুর কোনো খোঁজ নাই
কোপাবে এবার দ্রোহী ভাই

দ্রোহীদা... জন্মদিনের শুভেচ্ছা... রোলার কোস্টারে যাইতে না পারলে আমগো দেশের সিএনজি বা ব্ল্যাক ক্যাবে চড়লেই পারেন... এত কান্দাকাটির কি আছে? পুরা ঢাকা শহর তো আপনের লাইগ্গা ফ্যান্টাসি কিংডম বানায়া রাখছি।

আইচ্ছা... এই তাইলে শালী কাহিনী?
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

তারেক এর ছবি

হ্যাপি জন্মদিন দ্রোহী ভাই!!
ঘুরেন ঘুরেন... লাট্টিমের মত ঘুরেন হাসি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

তীরন্দাজ এর ছবি

শুভ, শুভ জন্মদিন দ্রোহী!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

অনিকেত এর ছবি

শুভ জন্মদিন, বস!!

কনফুসিয়াস এর ছবি

ঠিক কথা, চমৎকার একজন মানুষের আজ জন্মদিন।
শুভ জন্মদিন দ্রোহী ভাই।

আর শিমুলের জন্যেও জাঝা। ঘরের কথা কি আচানক ভাবেই না সবাইরে জানান দিলো! হাসি
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

রণদীপম বসু এর ছবি

শিমুল, ঐ বন্দুক কাঁধেঅলা লোকটারে বাইন্ধা রাখছিলো ! খাইছে ! হের আরেকটা জন্মদিনের তো গ্যারাণ্টি নাই ! তারাতারি আমার শুভেচ্ছাটাও জানাইয়া দেন।
আর হাঁ, ওই বান্ধুনীওয়ালী তো আরো মারাত্মক ! দেইখেন, ভুল কইরাও আর হেই দিক মাড়াইয়েন না। তাইলে আপনারও গ্যারাণ্টি থাকবো না।
ধন্যবাদ শিমুল, ভালো লাগলো।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

জ্বী!
চিন্তা করে দেখেন - এই বন্দুক নিয়া উনার এই দশা। আর আমার মতো সুবোদ বালক ঐ ফ্যামিলির জামাই হইলে কী দশা হইবে গড়াগড়ি দিয়া হাসি

সুমন চৌধুরী এর ছবি

মারাত্মক শুভ জন্মদিন!



ঈশ্বরাসিদ্ধে:

স্বপ্নাহত এর ছবি

শুভ জন্মদিন দ্রোহী ভাই হাসি
অনেক অনেক ভাল থাকেন। আর খুব শিগগিরই মামা-চাচা হইতে চাই চোখ টিপি

আর শিমুল ভাইয়ের কথা কি আর কইতাম। দুর্ধর্ষ শ্যালিকা কথন।

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

স্বপ্নাহত ভালো ছেলে। আমাদের মতো খালু হইতে চায় নাই চোখ টিপি

ধুসর গোধূলি এর ছবি

- শিখেন শিমুল, বড়দের জন্য কীভাবে জায়গা ছাড়তে হয় সেটা এই স্বপ্নার কাছ থেকে আহত'র কাছ থেকে শিখেন।

আর কেমনে কমু? মুরুব্বি টুরুব্বিতো আর মানেন না মিয়া। আল্লাহ্ যে ঠাডা কই ফালাইবো সেইটা নিয়া আল্লাহ্ নিজেই বুঝি কনফিউজড। দুনিয়াডা কিমুন জানি হৈয়া গেছেগা। মন খারাপ
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

শিখলামঃ

জম্মানের রাইন নদী চলে বাঁকে বাঁকে,
শম্পার ছেলে ধু-গো'কে মামা বলে ডাকে।

হিক!

ধুসর গোধূলি এর ছবি

- জম্মনদেশে এমনিতেই মায়রে 'মামা' কইয়া ডাকে পুলাপাইন। আর যেই পোলার দাঁতই ওঠে নাই ঠিকমতো হেয় বাপ আর মায়ের পার্থক্য বুঝবো ক্যামনে?

পারে খালি দুইটা শব্দই বাইর করতে, একটা হৈলো ওঁয়া আরেকটা হৈলো 'মা-মা'।

ঐটাতে আমি সেন্টু খাইনা। দেঁতো হাসি

তবে এই পোলা বড় হইয়া আপনেরে যখন চাচ্চু কইবো তখন আবার আপনে কষ্ট পাইয়েন না। চোখ টিপি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

কী আজিব।
ব্যাংকারের পোলা আমারে তো চাচ্চুই কইবো।
এতে কষ্ট পাওয়ার কী আছে।
নাকি নিজের অনুভূতি অন্যের উপর চাপাইলেন? চোখ টিপি

মাহবুব লীলেন এর ছবি

কোথায় কোন মনিষী যেন বলেছিলেন পিঠ না ঠেকলে কোনো হালাই বিদ্রোহী হয় না
দ্রোহীর বিদ্রোহের মূল কারণ উদঘাটনের জন্য শিমুলকে ধন্যবাদ
আর একমাত্র বন্দুকধারী এবং অর্ধ উলঙ্গ সচল দ্রোহীকে একখানা লেবেনজুস

ইশতিয়াক রউফ এর ছবি

দ্রোহীর জন্মদিন উপলক্ষে আমার প্রাণপ্রিয় চাটনি-ভাবিকে ব্লগে কিছু লেখার অনুরোধ রাখছি। দেখবো তখন দ্রোহীর দ্রোহ... চোখ টিপি

প্রিয় মানুষ ও প্রিয় ব্লগারকে জন্মদিনের শুভেচ্ছা রইলো।

বিপ্রতীপ এর ছবি

দ্রোহীর জন্মদিনে বিপ্লবী শুভেচ্ছা!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
বিপ্রতীপ ব্লগ | ফেসবুক | আমাদের প্রযুক্তি

অতিথি লেখক এর ছবি

ব্লগার দ্রোহী ভাই ...জন্মদিনের শুভেচ্ছা।

--------------------------

আশরাফ

অতিথি লেখক এর ছবি

সরি দুলাভাই, আপনার জন্মদিনে দেরি করে ফেললাম।
আপনি যেন আরো মিনিমাম ১০০ টা জন্মদিন পার করতে পারেন আপু'র সাথে সেই দোয়া করছি।
দুলাভাই এটা কততম জন্মদিন যেন!!! বযেস জানার জন্যে বলছি না। তবে সমান নাম্বারের রসগোল্লা দাবি করতেই পারি। দেঁতো হাসি :D

আপনার পরমাত্নীয(শালা),
~~~টক্স~~~

নিঝুম এর ছবি

জন্মদিনে এই রম্য লেখক কে অভিনন্দন। (রেনেটের জামাই হলে অবশ্য আমারো জামাই)

যাক,দ্রোহী ভাইয়ের জন্মদিন উপলক্ষে শেষ পর্যন্ত শিমুল ভাইয়ের একটা লেখা পেলাম!!
---------------------------------------------------------
পৃথিবীর সব সীমান্ত আমায় বিরক্ত করে। আমার বিশ্রী লাগে যে, আমি কিছুই জানিনা...

---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন

হিমু এর ছবি

শুভ জন্মদিন, প্রিয় ভূতোদা! এট্টু দেরি হয়ে গেলো, সেন্টু খাইয়েন না।


হাঁটুপানির জলদস্যু

বিপ্লব রহমান এর ছবি

শ্রদ্ধা
আজ ২৩ মে। আজ খুব চমৎকার একজন মানুষ – দূর্ধর্ষ ব্লগার দ্রোহীর জন্মদিন। জন্মদিনে অযুত নিযুত শুভকামনা।


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

মুজিব মেহদী এর ছবি

দ্রোহীর দ্রোহের এই তাহলে কারণ! শুভেচ্ছা রইল। তাঁর দ্রোহ আরো ডালপালা ছড়াক।
***
শিমুল ভাই বনানী থেকে সোবহানবাগ যেতে মানিক মিয়া এভিনিউ রেখে শ্যামলী দিয়ে ঘুরপথে এসেছিলেন কি শম্পার সাথে আরেকটু বেশি সময় ধরে ইটিশপিটিশের প্রয়োজনে?
................................................................
আমার সমস্ত কৃতকর্মের জন্য দায়ী আমি বটে
তবে সহযোগিতায় ছিল মেঘ : আলতাফ হোসেন

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ইস! মুজিব ভাই ধরে ফেলছে।
ইয়ে মানে, অইদিন কেন যেন সিয়েঞ্জি আগারগাও হয়ে শিশুমেলা হয়ে ঘুরলো...। মনে পড়তেছে না।;)

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আরে সোবহানবাগের কথা মনে করায়ে দিলেন। জীবনের অন্যতম সুন্দর সময়গুলো কেটেছে ওখানে....
দ্রোহী'র জন্মদিনে থ্রি-নট-থ্রি রাইফেল দিয়ে ৩০৩ টা ফাঁকা আওয়াজ করা হলো।

রেজওয়ান এর ছবি
অতিথি লেখক এর ছবি

শুভ জন্মদিন দ্রোহী ভাই আর অনবদ্য লেখার জন্য শিমূল ভাইকে "বিল্পব"

কল্পনা আক্তার

..........................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

স্পর্শ এর ছবি

দ্রোহী ভাই, বলেন তো উদ্ধার কর্মী পাঠিয়ে দেই।
অবশ্য রশি বাইন্ধ্যা এক রকম 'ব্যপার স্যপার' আছে। চোখ টিপি ঘটনা সেইরকম হইলে ব্যপার না!! দেঁতো হাসি
সে ক্ষেত্রে ধুগো দার ভয় পাওনের কিছুনাই।
হা হা হা
-----------------------------
এখনো নজরবন্দী!


ইচ্ছার আগুনে জ্বলছি...

ধুসর গোধূলি এর ছবি

- আমি ভয় পাই নাই। দেঁতো হাসি

লগে আছে খাজানার মিষ্টি,
বাঁনতে আইলে করুম খিইচ্যা খিস্তি।

লেখাটা জোঁশ হইছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত জাপান প্রবাসী স্যার হইতে প্রাপ্ত খবরে প্রকাশ জানা গিয়াছে যে সোবাহানবাগের সেদিনের সেই একই পরিস্থিতির উদ্ভব হওয়াতে, আম্রিকার পুলিশী ঝামেলা এড়াতে দ্রোহীকে ডিজনীল্যান্ড ঘুরতে যাওয়ার পার্মিশন গ্র্যান্টিত হয়েছে। তবে সেখানে কোনোরূপ (অরূপ না) পাদাপাদি সংক্রান্ত অসামাজিক কার্যকলাপ যাতে না করতে পারেন সেইজন্য ভাবি (মানে শম্পার বড়বোন আরকি!) হাত ব্যাগে প্রমাণ সাইজের একখানা চেলাকাঠ লইয়া গিয়াছেন।

আমরা প্রাণপনে আশা করি যাতে সেই চেলাকাঠের সদ্ব্যবহার ডিজনীল্যান্ডের ভরা মজলিশে না হয়। বারাক ওবামা যাতে সহিসালামতে ফিরিয়া আসিয়া ব্লগাইতে পারেন, তারজন্য দুই হাত উল্টাইয়া দোয়া করতে শুরু করি আমরা। বহোৎ ফায়দা হবে ভাই ভবিষ্যতে। চোখ টিপি

আর হ্যাঁ বারাক ওবামাকে জন্মদিনের কয়েক ট্রিলিয়ন শুভেচ্ছা জানাতে ভুল করার কথা না কারো। তবে শম্পার দিকে কেউ বেগানা দৃষ্টি দিয়েন না জনাব! চোখ টিপি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

স্পর্শ এর ছবি

শম্পা দেখতে কেমুন?? আমি নিজেও কিন্তু সুপাত্র !! দেঁতো হাসি
সুপাত্রী খুজিতেছি। চোখ টিপি
-----------------------------
এখনো নজরবন্দী!


ইচ্ছার আগুনে জ্বলছি...

সৌরভ এর ছবি

পুরান পাগলে ভাত পায় না, নতুন সন্ন্যাসীর আমদানি।


আবার লিখবো হয়তো কোন দিন

সৌরভ এর ছবি

হ, শিমুল তো গল্পের খালি শুরুটা কইসে। খাজানার মিষ্টি নিয়া যাওনের পর কী হইসে, সেই গল্প আপনি হয়তো ভুলে যাওয়ার চেষ্টা কর্তে পারেন। কিন্তুক পাড়ার পুলাপান এখনো ভোলে নাই। দুই তিন ব্যাচ পরের পিচ্চি পুলাপানও আপনের গল্প জানে।

গতবারও দেশে গিয়া পুলাপানের সাথে দেখা হইলো। আপনার কথা মনে কৈরা অনেকক্ষণ হাসাহাসি করলাম।

শম্পার হবু হাজব্যান্ডের গল্প শুনসেন? একটা বড় ব্যাংকে সেইরম চাকুরি করে - শুনলাম। আপাতত নাকি সম্পর্ক গড়াগড়ি চলতেসে। বাড়ির থাইকাও সিগন্যাল সবুজের দিকে - শুনি।

ঘুইরা হইলোটা কি দেখলেন তো, শম্পা কারুরই হইলো না। মেম্বার সবাইরেই ঘুরাইলো। মেম্বারের অবশ্য হেল্প করার মতো পাওয়ারই নাই।
এমনি তো আর কই না, পুরান পাগলে ভাত পায় না।
আহহারে!


আবার লিখবো হয়তো কোন দিন

ধুসর গোধূলি এর ছবি

- এসকিসমি!! রেগে টং

ডয়চেব্যাঙ্ক আবার সেইরম বড় ব্যাঙ্ক হৈলো কবে?
আমি আগেই সন্দেহ করছিলাম গমচোরা চামে চিকনে গম পাচার করছে সূর্যোদয়ের দেশে। শ্যামদেশ আর রামদেশে বইসা আমরা খালি কাইজ্যাই কইরা গেলাম। গমের মালাই খাইলো স্যার হালায়! মন খারাপ
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

সৌরভ এর ছবি

লে হালুয়া। আমি কৈ কী আর আমার মনু বোঝে কী?

শম্পার বিয়ে দেশে, ভাইজানের নাম আশিক, তার বড় ভাই নাকি আবার আর্মির লোক।
ধানমন্ডীতে ফ্লাট কিনসে কয়দিন আগে। আমি সোবহানবাগের পুলাপানের কাছে এই গল্প শুনলাম গত ডিসেম্বর দেশে গিয়া। এতোদিন কই নাই, আপনি আর শিমুল কষ্ট পাবেন বইলা।


আবার লিখবো হয়তো কোন দিন

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

এখানে কী নিয়ে আলাপ হইতেছে?
হুঁ!!!

ধুসর ভাইজান - থামেন!
খেলা শেষ।
ব্যাংকার অলরেডি ফিক্সড ডেপোজিট করে ফেলছে।
শম্পা কাহানী শেষ।
আমি জম্মান থাকেন।
মুশিমুশি আর সাওয়াদিখাপের মধ্যে আসবেন না।
পরে হৃদযন্তের ক্রিয়া বন্ধ হইলে আমাকে ফাঁসিতে চড়তে হবে।
জাঝাকুল্লাখাইরান।

ধুসর গোধূলি এর ছবি
আনোয়ার সাদাত শিমুল এর ছবি

থাই-জাপান ঐক্য পরিষদ।

ধুসর গোধূলি এর ছবি

- অ এই কতা, ঠিকাছে তাইলে-
আমি তাইলে ডাইরেক্ট গমব্যাপারীর লগে ঐক্য করুম।

শালিচোর-গমচোর ঐক্যতান
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

হ। এইবার লাইনে আসছেন।
চোরে চোরে মাসতুতু ভাই হইতে পারে বড়জোর, কিন্তু কখনোই ভায়েরা ভাই হইতে পারে না।
খুঊব খিয়াল কইরা।

স্নিগ্ধা এর ছবি

শুভ জন্মদিন দ্রোহী !

(আচ্ছা, এলাবামায় কে থাকে ? প্রায়ই তার নামে হুমকি দেখি ?!)

সৌরভ এর ছবি

আবার বলে!
কাহিনী তো শিমুল খালি একদিন দেখছে। আমি সেইসময় সোবহানবাগে একটা ভিডিওর দোকানে আড্ডা মারি, টাংকিও মারি পার্টটাইম। তো একদিন নীদমহলের সামনে দাড়ায়া বিড়ি টানতে ছিলাম, সেইসময় দেখি, শিমুল ছুটতেসে। বাকি গল্প তো উপ্রেই লেখা আছে।

তয়, ধুসর গোধূলির গল্প কিছু ব্ল্যাক আউট হইয়া গেসে।
সেইগুলান আস্তেধীরে হাঁড়িভাঙা হবে।

পাড়ার পুলাপানের কাছে শুনছি, দ্রোহী ভাইর গল্প। আসলে দ্রোহ সব দ্রোহী ভাবীর আর হতে-পারতো-ভাবী শম্পা আপুর, দ্রোহী ভাই সেইটারেই স্যাটায়ার কইরা নিক নিছে, দ্রোহী।
( যার নাই চেহারা, তার নাম হয় পেয়ারা )

দ্রোহী ভাই, বদ্দার থাইকা কোট করলাম।
মারাত্মক শুভ জন্মদিন

--
অনুভূতিশূন্য কেউ একজন


আবার লিখবো হয়তো কোন দিন

ধুসর গোধূলি এর ছবি

তয়, ধুসর গোধূলির গল্প কিছু ব্ল্যাক আউট হইয়া গেসে।
সেইগুলান আস্তেধীরে হাঁড়িভাঙা হবে।

হ, জনগণ খালি চামে চিকনা কোণায় খাড়ায়া থাকে কখন ধুসর গোধূলি'ড় হাঁড়িতে ঠাশ কইরা একটা বারি দিবো মন খারাপ

দুঃখে কইলজাডা হাডি যায় এক্কারে...
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

সুজন চৌধুরী এর ছবি
দুর্দান্ত এর ছবি

সোবহানবাগে একটা ভিডিওর দোকানে
- অনেক চেষ্টা করেও এই দোকানটার নাম মনে করতে পারছি না। এদের ধানমন্ডী আর গুলশানেও শাখা ছিল।

মুজিব মেহদী এর ছবি

ফ্ল্মি ফেয়ার
................................................................
আমার সমস্ত কৃতকর্মের জন্য দায়ী আমি বটে
তবে সহযোগিতায় ছিল মেঘ : আলতাফ হোসেন

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

তানবীরা এর ছবি

ফিল্ম ফেয়ার, এখ্ন ও আছে।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

পুতুল এর ছবি

দ্রোহীকে পেন্টাসী কিংডমে নিয়ে যাব।
শুভ জন্মদিন প্রিয় দ্রোহী সোনা।

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

সৌরভ এর ছবি

মডু সাবধান।
এই মন্তব্য দেখলে দ্রোহী ভাবী সচলায়তনরে পুড়ায় দিবে। গড়াগড়ি দিয়া হাসি


আবার লিখবো হয়তো কোন দিন

দুর্দান্ত এর ছবি

শুভ জন্মদিন দ্রোহী। ভাল থাকুন, সুস্থ থাকুন।

রায়হান আবীর এর ছবি

বাংলা ব্লগ সাহিত্যের গগনে এক উজ্জ্বল নক্ষত্র দ্রোহী ভাইজান। তাহার জন্মদিনে শুভেচ্ছা রইলো...

শিমুল ভাইরে চরম এই পোস্টের জন্য জাঝা

---------------------------------

তানভীর এর ছবি

আমি পড়লাম প্রথমে প্যান্টাসি কন্ডম অ্যাঁ হো হো হো

যাই হোক, শুভ জন্মদিন দ্রোহী। সব দিনই ভালো কাটুক।

* হিমু দেখি এবার আপনারে কোন কাঁথা-টাঁথা দেয় নাই। ঘটনা কি? চিন্তিত নাকি বীরাপ্পনের কাঁথার কোন প্রয়োজন নাই?

= = = = = = = = = = =
তখন কি শুধু পৃথিবীতে ছিল রং,
নাকি ছিল তারা আমাদেরও চেতনায়;
সে হৃদয় আজ রিক্ত হয়েছে যেই,
পৃথিবীতে দেখ কোনখানে রং নেই।

ধুসর গোধূলি এর ছবি
হিমু এর ছবি

আপাতত ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ ইউরোর স্বপ্ন দেখছি। তাছাড়া ভূতোদা যেরকম অ্যাকশনে থাকে ইদানীং, হিসির টাইম পায় না।


হাঁটুপানির জলদস্যু

দৃশা এর ছবি

আহারে পোলাফাইন গুলার কষ্ট দেখি মুরুব্বিগো ছাতু ফাটি যায় । বাবারা মাইনষের শালীগো ফিসনে না ঘুইরা বাপ-মার ফসন্দের মাইয়াগুলানরে বিয়া করি হেলাও । এরফর দেখবা তোমগো ফিসনে ভবিষ্যত দ্রোহীরা ছুটবো। এক এক জন “শালী এন্ড শালী কোং” কোম্ফানি খুলি বইসতে ফাইরবা... এনশাল্লাহ।

অবশেষে “চম্পা ভাবী চমৎকার” থুক্কু না হতে পারা শম্পা ভাবীর দুলাভাইকে জন্মদিনের ফাউ ফাউ শুভেচ্ছা। এধরনের শুভেচ্ছা জানাতে বড় ভাল লাগে। গিফট বিহিন শুভেচ্ছা ...আহা কত মধুর !!

দৃশা

সৌরভ এর ছবি

মাইয়াডা বাঁইচা আছে দেখি।
কই গেছিলো এতোদিন? মেট্রিক পরীক্ষা কবে?


আবার লিখবো হয়তো কোন দিন

দৃশা এর ছবি

শোন খুকী থুক্কু খোকা (এমুন ঝাপসা ছবি ঠাওর করতে পারি নাই) ৪ বার মেট্রিক ফেইল কইরা ৫ বারে পাস করার পরও সুদীর্ঘ ৫ বছর জলের মত কাটিয়া গেছে ।
আর এই কচি বয়সে তোমার মস্তিষ্ক বিকৃতি দেখা দিয়াছে এটা তো কোন কাজের কথা নয়। তোমার প্রেয়সী মেট্রিক পরীক্ষা দিতাছে বলিয়া সকলেই যে মেট্রিক মেট্রিক খেলা খেলিবে তা তো নয়। বাই দ্য ওয়ে মেট্রিক পরীক্ষা তো শেষ। কি মনে হয় তোমার তিনি কে পাস করিতে পারিবে?
অবশেষে সচলায়তনের সুশীল সমাজের কাছে এক বিনীত ফরিয়াদ... এই ঝাপসা ফটুওয়ালা খোকাটির সাহায্যার্থে সকলে টেকা কড়ি থালা বাসন লোটা-বদনা লইয়া যে যেভাবে পারুন এগিয়ে আসুন। তিনি মেট্রিক বিভ্রাট রোগে আক্রান্ত।
সাহায্যের জন্য সরাসরি যোগাযোগ করুন শিমুল আপার সাথে থুক্কু ব্রাদার আনোয়ার সাদাত শিমুলের সাথে।
আপনাদের একান্ত চেষ্টা এই খোকাটিকে ফিরিয়ে দিতে পারে তার মেট্রিক প্রেয়সী জুলেখাকে।
জনস্বার্থে ব্র্যাক।

দৃশা

অতিথি লেখক এর ছবি

জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা দ্রোহী ভাই...

-নিরিবিলি

জিফরান খালেদ এর ছবি

বেশি বেশি হ্যাপি বিলেইটেড বার্থডে...

কেমিকেল আলী এর ছবি

শুভ জন্মদিন বস

নুরুজ্জামান মানিক এর ছবি

দ্রোহী ভাই কে জন্মদিনের পারিজাত শুভেচ্ছা । সরি ফর লেইট ।

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

খোকা অমিত এর ছবি

দ্রোহী ভাই "সেরম" একজন লোক। কেবল ব্লগের পরিচয়ে এমন কথা খুব কম লোককেই বলা যায়, যাদেরকে বলা যায় তাঁদের মধ্যে নিঃসন্দেহে তিনি একজন। সচলের স্টার রম্য লেখককে জন্মদিনের শুভেচ্ছা।

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

শুভ জন্মদিন বস হাসি
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...

মৃদুল আহমেদ এর ছবি

কী মুশকিল! একটু শুভেচ্ছা জানামু, নিচের দিকে নামতে নামতে কমেন্টের বহর তো আর শেষই হয় না!
শুভ জন্মদিন দ্রোহী ভাই! অনেক ভালো থাকবেন!
তবে আপনাকে শুভেচ্ছা জানাতে গিয়ে আমাকে অনেক নিচে নামতে হল এই যা...

---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

হাসান মোরশেদ এর ছবি

সুদীর্ঘ লাইন অতিক্রম করে ৮০ নম্বরে এসে শুভেচ্ছা জানিয়ে গেলাম ।
----x----
...অথবা সময় ছিলো;আমারই অস্তিত্ব ছিলোনা

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

নুশেরা তাজরীন এর ছবি

চকলেট কেক শুভেচ্ছা হাসি

পাহারিতা এর ছবি

দেরী হয়ে গেলো, কিন্তু শুভকামনাটুকু আন্তরিক।

শুভ জন্মদিন সাধু ভাই!

দ্রোহী এর ছবি

মাসীমাগো, আমি আয়া পড়ছি অরল্যান্ডো থিক্যা।


কি মাঝি? ডরাইলা?

মেম্বরের ভায়রা ভাই এর ছবি

হে দুর্নীতিবাজ মেম্বর, আইজকার জন্মদিনে আপনেরে ফ্রেশ ধোলাইখাল মেড লোহার জাইঙ্গার শুভেচ্ছা।

রু (অতিথি)  এর ছবি

শুভ জন্মদিন!! পুরানো পোস্টে আপাতত কমেন্ট করে গেলাম। নতুন কোন পোস্ট আসলে আবারো শুভেচ্ছা জানাব।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।