• Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_clear_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_electoral_list_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_results_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_writeins_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).

সকাল বেলার খিদেঃ খবর অখবর

আনোয়ার সাদাত শিমুল এর ছবি
লিখেছেন আনোয়ার সাদাত শিমুল (তারিখ: সোম, ০২/০৬/২০০৮ - ৯:৩৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কেউ কেউ বলেন - কুকুর মানুষকে কামড়ালে সেটা পেপারে ছাপার সংবাদ হবে না, কিন্তু মানুষ যদি কুকুরকে কামড়ায় তবে সেটা চমকপ্রদ খবর। মানুষের আগ্রহ জাগায় - পরবর্তীতে কী হলো না হলো, এরকম বিষয়গুলো পাঠকের পছন্দের খবর হয়ে উঠে।

কোনো এক কারণে পত্রিকার চিঠিপত্র কলামের প্রতি আমার আগ্রহ ব্যাপক। সুযোগ পেলেই মন দিয়ে পড়ি কার কী আবেদন, দাবী দাওয়া, মতামত। কোথায় সেতু দরকার, কোন গ্রামে বিদ্যুতের খাম্বা আছে - বিদ্যুৎ নাই, কোন গ্রাম্য বাজারে জুয়ার আসর বসেছে, কোন এলাকায় পাগলা কুকুরের উপদ্রব বেড়ে গেছে, কিংবা দেশ রাজনীতি নিয়ে রাজধানী-রাজনীতির বাইরের মানুষের ভাবনা।

আজ যুগান্তরের চিঠিপত্র কলামে কিশোরগঞ্জের এক স্কুলের সহকারী শিক্ষক মোঃ সাফী উদ্দিন চিঠি লিখেছেন - বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা মাসে বাসা ভাড়া বাবদ পেয়ে থাকেন ১০০ টাকা। তিনি এও বলছেন, এ অপমানজনক বাড়ী ভাড়া দেয়ার চেয়ে না দেয়াই ভালো। তবে শেষে সরকারের কাছে আবেদন জানিয়েছেন আসন্ন বাজেটে যেনো শিক্ষকদের এ ব্যাপারটি খেয়াল করা হয়।

আলু নিয়ে আলুচনা থেমে নাই।
সাপ্তাহিক২০০০ এ সংখ্যায় ফিচার ছাপিয়েছে আলুনামা। আলুর ইতিহাস-ভূগোল-পুষ্টিগুণের পাশাপাশি সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ প্রয়োজনীয়তা নিয়ে রিপোর্টটি ছাপা হয়েছে।
জামালপুরে আলু নিয়ে মত বিনিময় সভা হয়েছে - এ খবর জানাচ্ছে প্রথম আলো।
আবার ইত্তেফাক বলছে - ব্রাহ্মণবাড়িয়ায় মিষ্টি আলুর চাষ বাড়ছে। তবে গত বছর আলুর দাম ছিল প্রতি মণ ১৬০-১৮০ টাকা, এ বছর সে দাম ২৬০-২৭০ টাকা।

ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৩৯তম মৃত্যুবার্ষিকীতে গতকাল ইত্তেফাক ভবনে এক দোয়া-মাহফিল হয়েছে। এ নিয়ে বড়সড় রিপোর্ট আছে আজকের ইত্তেফাকে। ছবিতে মোনাজাতরত ইত্তেফাকের সম্পাদকমন্ডলীর সভাপতি এবং অন্যান্যদের দেখা যাচ্ছে। সারা দেশে এ উপলক্ষ্যে কি কি কর্মসূচী নেয়া হয়েছে সে খবরও আছে। অন্য পত্রিকায় এ খবর চোখে পড়েনি।
আবার যায়যায়দিনে ছাপা হয়েছে 'ওয়ান ব্যাংক নিয়ে পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদ মিথ্যা ও বিভ্রান্তিকর; সংবাদ সম্মেলনে সাঈদ হোসেন চৌধুরী। খবরের সাথে জনাব সাঈদের ছবিও আছে। যাযাদি'র প্রিন্টার্স লাইনে দেখা যাচ্ছে - সম্পাদকমন্ডলীর সভাপতিঃ সাঈদ হোসেন চৌধুরী।

দৈনিক সমকালের এক রিপোর্ট বলছে - কক্সবাজার থেকে ৮ কিলোমিটার দূরের সোনাদিয়া দ্বীপ লিজ পাচ্ছে আরব আমিরাতের যুবরাজ। ৫০ বছরের জন্য লিজ চাইলেও সরকার ভাবছে ২৫-৩০ বছরের জন্য লিজ দিবে। আপাততঃ দফারফা ২ হাজার কোটি টাকা কিংবা আরো বেশি। সেখানে মোটেল, সী-স্পোর্টস, ক্যাসিনো সুবিধা থাকবে। তবে এক্সক্লুসিভ পর্যটন জোন ঘোষণা করে দ্বীপটি কেবল বিদেশিদের জন্য নির্দিষ্ট রাখা হবে।

আচ্ছা, এই চুক্তি হয়ে গেলে - দেশি কেউ সেখানে ঘুরতে যেতে পারবে না? নাকি পারবে?
সেখানে বিদেশিদের জন্য উইমেন-ওয়াইনের ব্যবস্থা থাকবে? একটা দ্বীপ এরকম বিদেশিদের দিয়ে নারী-জুয়া-মদের আয়োজন করলে 'মডারেট মুসলিম কান্ট্রির' সচেতন জনগণের নানান রকম 'অনুভূতি' আহত বা নিহত হবে না তো?

শুরুতে বলছিলাম, কোনটা খবর হবে আর কোনটা হবে না।
যায়যায়দিনের আরেক খবর - শেরপুরের নকলায় এক পাগলের পাগলামির শিকার হয়েছেন ইউএনও। ইউএনও বাসা থেকে বের হয়ে মসজিদে যাওয়ার সময় ঐ পাগল তার উপর চড়াও হয়, পরে লোকজন ইউএনও-কে উদ্ধার করে। পাগলের কাজ পাগল করেছে, হামলে পড়েছে গায়...।
শিরোনামে বলা হয়েছে - পাগলের হাতে ইউওএনও লাঞ্ছিত।
খুব তুচ্ছ একটি ঘটনা, পাগলের হাতে মানুষের তাড়া খাওয়া নতুন কিছু না।

তাহলে এ ঘটনা পত্রিকায় খবর হলো কোন যোগ্যতায়?


মন্তব্য

নুশেরা তাজরীন এর ছবি

(Y)

এনকিদু এর ছবি

আচ্ছা, এই চুক্তি হয়ে গেলে - দেশি কেউ সেখানে ঘুরতে যেতে পারবে না? নাকি পারবে?
সেখানে বিদেশিদের জন্য উইমেন-ওয়াইনের ব্যবস্থা থাকবে? একটা দ্বীপ এরকম বিদেশিদের দিয়ে নারী-জুয়া-মদের আয়োজন করলে 'মডারেট মুসলিম কান্ট্রির' সচেতন জনগণের নানান রকম 'অনুভূতি' আহত বা নিহত হবে না তো?

আমি মডারেট মুসলিম সেন্টিমেন্ট নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছিনা । কারো যদি টাকা খুইয়ে ফতুর হতে ইচ্ছা করে হবে । কিন্তু আমার নিজের দেশে হারামজাদা বিদেশীগুলা ঘুরে বেড়াবে আর আমি যেতে পারব না - এটা আমার সহ্য হচ্ছে না । ঐ শালাদের দেশে তো এমন কিছু নাই যেখানে শুধু আমি যেতে পারি , ও পারে না । আছে ? তাহলে আমার দেশে কেন ওরে এত জামাই আদর করতে হবে ?


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

অতিথি লেখক এর ছবি

অন্য স্বাদের লেখা।
পইড়া ভালা লাগল।
দ্বীপ বেঁইচা দিলে যদি আমাগো ঢুকতেই না দেয় তাহলে খুব খারাপ হইব কইয়া রাখলাম।

~~টক্স~~

তীরন্দাজ এর ছবি

হারামজাদারা সারা পৃথিবীতে মোল্লাগিরির বলে ওখানে গিয়ে আসল খোলস খুলবে...।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

সৌরভ এর ছবি

ইয়া হাবিবি।


আবার লিখবো হয়তো কোন দিন

কনফুসিয়াস এর ছবি

ইন্টারেস্টিং।
যাযাদির সম্পাদকমন্ডলী কি প্রতিদিনে একবার করে বদলায়? কদিন আগেই না আর কারও নাম শুনলাম!
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

সম্পাদক পাল্টালো কয়দিন আগে, আর পোস্টে যার কথা বলা হয়েছে তিনি - সম্পাদকমন্ডলীর সভাপতি।

মুজিব মেহদী এর ছবি

'দ্বীপটি কেবল বিদেশিদের জন্য নির্দিষ্ট রাখা হবে' বলা হলেও ওদের ভোগে লাগবে এমন মেয়ের যোগান অবশ্যই আমাদের দিতে হবে। পর্যটন তো এ জিনিস ছাড়া জমে না। সুতরাং দ্বীপটি কেবলই বিদেশিদের জন্য নির্দিষ্ট থাকছে, এটা ঠিক নয়। খবরে ভুল লিখেছে!

আর অনুভূতির আহত-নিহত হবার কথা বলছেন তো, এক্ষেত্রে ওটা হবে না, কারণ বিনিয়োগ তো আরব আমিরাতের যুবরাজের।

................................................................
আমার সমস্ত কৃতকর্মের জন্য দায়ী আমি বটে
তবে সহযোগিতায় ছিল মেঘ : আলতাফ হোসেন

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

দুটো সম্ভবনাই ব্যাপক।
অনেক ধন্যবাদ, মুজিব ভাই।

মাহবুব লীলেন এর ছবি

আমাদের দেশে আমরাই নিষিদ্ধ?
শুধু আমাদের নারীরা যাবে বৈদেশিক মুদ্রা চিমটি মেরে আটকাতে?

অতিথি লেখক এর ছবি

ওদের বাইরেই ওই একটা লেবাস। ভিতরে কিন্তু কিছু নাই। ব্যাটাদের যাদের ১০০টা বউ আছে, তারাও ব্রথেলে (অনারব নিষিদ্ধ।) যায়। খাদ্দামা (গৃহপরিচারিকা)র সব কিছু নাশ করে ছেলেকে গিয়ে বলে, মাশাল্লা, হাদা হুরমা (এই নারীটি) মিয়া মিয়া! (১০০/১০০) আন্তা লাজিম সিল। (তোমাকে অবশ্যই গ্রহন করতে হবে।)
-জুলিয়ান সিদ্দিকী

তানবীরা এর ছবি

এইবার বুঝলাম এখনও কাদের জন্য পত্রিকায় চিঠি পত্র ছাপে।
শুধুমাত্র বিদেশীদের জন্য ও হলেও অসুবিধা নাই, বিদেশী পাসপোর্টওয়ালারা বাঙ্গালীরা কাম লাগবো আর কোন দিন তাইলে ?

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍প্রতিদিন এরকম রিভিউ পেলে দেশী পত্রিকার সাইটগুলোয় ঢুঁ দিয়ে সময় নষ্ট করতে হয় না ;)

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর? :-?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? :-?

রায়হান আবীর এর ছবি

পেপার পড়িনা। খালি সচল পড়ি।

তাও ইয়া হাবিবি...
---------------------------------

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আপনে যে চিঠির পাঠক তা আমার এক পোস্টেই বুঝছি। যা হোক... কালেকশনটা ভালো লাগলো... সোনাদিয়া দ্বিপের খবরটা জানলাম। ধন্যবাদ।
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সবজান্তা এর ছবি

বেশ ! তাহলে বাংলাদেশে নাম-মাত্র গনতন্ত্রটাও থাকলো না।

শুনেছিলাম, চীনে এমন একটা রেস্ট্রিক্টেড এরিয়া ঘোষণা করে হবে ( সেটা অনেক উন্নত এলাকা হবে এবং পর্যটনের ভিত্তিতে না, প্রযুক্তির ভিত্তিতে ) , সেখানে বিদেশীরা নির্ভয়ে কেনাকাটা ঘোরাফেরা করবে, কিন্তু চীনারা নিজেরা ঢুকতে পারবে না। তখন ধারণা করেছিলাম, গনতন্ত্রের লেশ মাত্র নেই দেখেই এই কাজ চীনে সম্ভব। এখন দেখা যাচ্ছে, আমরাও সে পথে যাচ্ছি।

ভালো লাগলো পোস্টটা।


অলমিতি বিস্তারেণ

নিঝুম এর ছবি

আজ খুব ভোরেই আমি পোস্ট টি পড়েছি ।আজকাল পেপার পড়া হয় না ।অনেকদিন হয়ে গেলো । এইরকম অনেক গুলো খবর একসাথে পেয়ে ভাল্লাগ্লো। আসলে ভিন্নধর্মী পোস্ট কি না...
---------------------------------------------------------
পৃথিবীর সব সীমান্ত আমায় বিরক্ত করে। আমার বিশ্রী লাগে যে, আমি কিছুই জানিনা...

---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন

ধুসর গোধূলি এর ছবি

- না খবরের খবর হয়ে ওঠার ব্যাপারটা সাংঘাতিক।
ধরুণ মানুষ মাত্রই মরণশীল। কেউ মারা গেলে সেটা খবর হওয়ার কথা না, এটা স্বাভাবিক ঘটনা। বরং কেউ চিতা থেকে উঠে বসলে কিংবা কবরের মাটি ঠেলে বের হয়ে গেলে সেটা খবর হতে পারে বৈকি! অথচ দেশের প্রধানমন্ত্রী, রাস্ট্রপতিরা মরে গেলে সেই খবর ফলাও করে ছাপা হয় সংবাদপত্রে, প্রদর্শিত হয় তড়িৎমাধ্যমে।

এখানে বোধহয় পাগলের হামলা, ছাগলের গুঁতা, কুকুরের কামড়, আযরাইলের কাবাডি খেলা- এসবের খবর হওয়া নির্ভর করে সাবজেক্টের ওপর। সাবজেক্ট বড় লেভেলের কেউ হলে সেটা অবশ্যই তেলেসমাতি খবর। আর আমাদের মতো ম্যাঙ্গো পিপোল হলে সেটা স্বাভাবিক ঘটনা!

দ্বীপের লীজ দেওয়া নিয়ে কী বলা যায়!
ধরুণ, নিজের যদি হ্যাডম থাকার পরেও মুরদ না থাকে তাহলে ঘরে পরপুরুষ ঢুকবেই। বাংলাদেশের আনাচে কাণাচে অসংখ্য জায়গা ছড়িয়ে ছিঁটিয়ে আছে যেগুলো একেকটা পাতায়া বীচ হতে পারে, একেকটা দার্জিলিং স্বাস্থ্য ক্যাম্প হতে পারে, একেকটা রোপওয়ের অসাধারণ জায়গা হতে পারে, সর্বোপরী দারুণ একেকটা স্পট হতে পারে পর্যটনের জন্য। কিন্তু আজ পর্যন্ত এমন কিছু কি কারও চোখে পড়েছে যেটা নিয়ে আমরা অন্তত গর্ব করে বলতে পারি, আমাদের দেশের অমুক জায়গাটা সার্ফিং এর জন্য অসাধারণ করে গড়ে তোলা হয়েছে, সেখানে ঘুরতে যেতে পারো তোমরা!

পারি না। আর যখন পারি না তখন বাইরের কেউ এসে সেই জায়গাকে যদি বর্তমান বিশ্বের তুলনায় পর্যটন স্পট হিসেবে গড়ে তোলে, তাহলে সেখানে বলার কিছুই নেই। পোঙ্গামারা খেলেও না।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ধুসরের বিস্তারিত মন্তব্য ভালো লেগেছে।
পার্থক্যটা তাহলে ম্যাংগো পিপল আর জ্যাকফ্রুট পিপলে। দ্বীপ প্রসংগে, গরীবের বৌ সবার ভাবী; মনে পড়ে গেলো।

(আমি আগেই বলেছি, মন দিয়ে পোস্ট পড়লে ধুসর অনেক ভারী ভারী কমেন্ট করতে পারে। কিন্তু তিনি কেবল কমেন্ট ফ্লাডিং্যে ব্যস্ত। সাথে আলাবামার মেম্বার সা'ব যোগ দিলে মানিক-রতন।)

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

এই ফাঁকিবাজী পোস্ট যারা পড়েছেন- মন্তব্য করেছেন, তাঁদের সবাইকে অনেক ধন্যবাদ।

ঝরাপাতা এর ছবি

একখান বিদেশী পাসপোর্ট জোগাড় করতে হয় দেখছি! :-)


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।