আজ অচ্ছ্যুৎ বলাইয়ের হ্যাপি বাড্ডে!

আনোয়ার সাদাত শিমুল এর ছবি
লিখেছেন আনোয়ার সাদাত শিমুল (তারিখ: বুধ, ১৩/০৮/২০০৮ - ২:৩৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

মাঝে মাঝে মনে হতো সুপ্যারম্যান। সার্কাসের দড়ির উপর দাঁড়ানো, একটু সামনে যাওয়া, সময় মতো দৌড় আর ভন্ড সুশীলের মুখোশ ধরে হ্যাঁচকা টান; সবই সময়ের প্রয়োজনে। তবে, মাথা ভীষণ ঠান্ডা রেখে টু দ্য পয়েন্ট কথায় অনড়।
এমনই একজন মানুষ তিনি!
প্রিয় অচ্ছ্যুৎ বলাই।

ইদানিং মনে হয়, এসবই তো স্মৃতি।
কই, সেইসব দিন!
সেই সময়!

তখন ক্রমশঃ পাঠক হয়ে উঠি, 'রঙিলা' সিরিজের। খেলা নিয়ে স্ফটিক বিশ্লেষণের। কিংবা কবিতার।

ম্যাড়মেড়ে সময়ে লেখা তাঁর কবিতা, নিরামিষ ভালো আছি:

ভাসা ভাসা অমাবস্যায় যখন ব্যস্ত সারাটা রাজপথ
তখন আমার সময় হলো শুঁড়িবাসী হয়ে তোমার কটাক্ষে কপোতাক্ষ খোঁজার
দম দমে গম গমে যখন আগুনে বৃষ্টি ভেজায় পোড়ায় জ্বালায় সৃষ্টি-অসৃষ্টি
তখন আমার দোয়াত ভাঙ্গা কলমের উল্লাস
করে হাঁসফাস
তুমি বেফাসে ফাঁসি দাও বারবার
আমি অমাবস্যা গিলি
খিলখিলি হাসি
চোখে জল
নাইট্রাস অক্সাইডের বাণিজ্য নাই হয়ে যায় উদাসী ধবংসের অবকাশে ।

___________________

এসব নিয়েই ব্লগিং।
সময় খাতার ধারাপাতে আজ ১৩ অগাস্ট।

শুভ জন্মদিন, প্রিয় অচ্ছ্যুৎ বলাই।
আনন্দে কাটুক প্রতিটি ক্ষণ।

শেষে দেখি ইত্তেফাকের আনিস গণক কী বলেঃ

.


মন্তব্য

হিমু এর ছবি

জন্মদিনে শুকনা কাঁথার শুভেচ্ছা। পার্টি দ্যান বলাইদা। ডালভাত খাই।


হাঁটুপানির জলদস্যু

ইমরুল কায়েস এর ছবি

শুভ জন্মদিন বলাই ভাই।
@হিমু ভাই : জন্মদিনে শুকনা কাঁথার শুভেচ্ছা জিনিসটা কি ? সবার জন্মদিনেই দেখি এটা আপ্নে দ্যান ।
-----------------------------------------------------
কেউ একজন অপেক্ষা করে

অছ্যুৎ বলাই এর ছবি

থ্যাংক্স, ইমরুলকায়েস ভাই। শুকনা কাঁথার মাজেজা আমিও শুনতে চাই।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

সৌরভ এর ছবি

দেরি হইসে তো কী হইসে, আমি আজকে দুই নম্বরে।
শুভ জন্মদিন বলাই দা।
আসেন, এক গেলাস হয়ে যাক। মাল খাইয়া টাল


আবার লিখবো হয়তো কোন দিন

অছ্যুৎ বলাই এর ছবি

Prost!

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

অছ্যুৎ বলাই এর ছবি

শুধু ডালভাত না, সাথে সবুজ সপ্তাহও থাকবে। চোখ টিপি

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

হেপী বাড্ডে বলাইদা। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অছ্যুৎ বলাই এর ছবি

থ্যাংকু। প্রোফাইলে নতুন ছবি!

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

তানবীরা এর ছবি

শুভ জন্মদিন এবং শুভ নববর্ষ
নিয়ে আসুক হর্ষ
আনন্দ আর উৎকর্ষশ
খান চর্ব্য চোষ্য

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

শুভ জন্মদিন প্রিয় অচ্ছ্যুৎ বলাই!!!

প্রিয় তানবীরা, আপনি শুভকামনায় "চর্ব চোষ্য" পর্যন্ত গিয়ে থেমে গেলেন! "লেহ্য পেয়"র কি হবে? বিশেষতঃ "পেয়" কিছু না পেলে কি বলাই-এর মন ভরবে?

================================
তোমার সঞ্চয় দিনান্তে নিশান্তে পথে ফেলে যেতে হয়


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

অছ্যুৎ বলাই এর ছবি

হ্যাঁ, আগে পান, পরে গান।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

তানবীরা এর ছবি

এরপর আর ছন্দ আসছিলো না, কিন্তু পান করুক না যতো ইচ্ছা, ছন্দে কিংবা বিনা ছন্দে, জন্মদিন বলে কথা, মন ভরেই পান করুক বলাই
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

অছ্যুৎ বলাই এর ছবি

অনেক ধন্যবাদ তানবীরাপু। কিন্তু এত খেলে তো বিপদ। ভুঁড়ি বাড়তেছে। হাসি

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

তানবীরা এর ছবি

খাবেন না, তো আমাকে দিয়ে দেন, আমি খেয়েই মরতে চাই, একটাইতো জীবন

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

অনিকেত এর ছবি

বলাইদা, শুভ জন্মদিন।

অছ্যুৎ বলাই এর ছবি

অনিকেত দা, ধন্যবাদ। অনেক অনেক ভালো থাকুন।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

নিরিবিলি এর ছবি

শুভ জন্মদিন বলাইদা,আনন্দে কাটুক সারাক্ষন।

অছ্যুৎ বলাই এর ছবি

অনেক ধন্যবাদ চুপুচুপি, থুক্কু নিরিবিলি ভাই।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

অমিত এর ছবি

হ্যাপি বাড্ডে

অছ্যুৎ বলাই এর ছবি

থ্যাংকস, মেট।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

নিঝুম এর ছবি

-শুভ জন্মদিন
-------------------------------------------------------
... বাড়িতে বউ ছেলেমেয়ের গালি খাবেন, 'কীসের মুক্তিযোদ্ধা তুমি, কী দিয়েছ আমাদের'? তিনি তখন আবারো বাড়ির বাইরে যাবেন, আবারো কান পাতবেন, মা জননী কি ডাক দিল?

---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন

অছ্যুৎ বলাই এর ছবি

ধন্যবাদ, নিঝুম ভাই। আপনার সিগনেচারটা দারুণ অর্থবহ।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

সুমন চৌধুরী এর ছবি
অছ্যুৎ বলাই এর ছবি

হাসি

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

জিফরান খালেদ এর ছবি

পার্টি করলে অইটা এইহানে থ্রো কইরেন... ঠিকঠাক ধরবার চেষ্টা করবো...

অছ্যুৎ বলাই এর ছবি

ইনশা আল্লাহ, ক্যাচ প্রাকটিস চালিয়ে গেলেই হবে। চোখ টিপি

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

রেনেট এর ছবি

শুভ জন্মদিন বলাইদা। আনন্দে কাটুক আপনার জীবন।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

অছ্যুৎ বলাই এর ছবি

ধন্যবাদ, রেনেট।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

ইশতিয়াক রউফ এর ছবি

শুভ জন্মদিন!!

অছ্যুৎ বলাই এর ছবি

অনেক ধন্যবাদ।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍শুভ জন্মদিন।
পুরনো অভিযোগ: অ্যাতো কম লেখেন কেন?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অছ্যুৎ বলাই এর ছবি

সন্ন্যাসীদা, একটু শীতনিদ্রায় আছি। আবার শুরু হবে পুরোদমে।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

আলমগীর এর ছবি

জন্মদিন শুভ হোক।

অছ্যুৎ বলাই এর ছবি

ধন্যবাদ, আলমগীর ভাই।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

দ্রোহী এর ছবি

শুভ জন্মদিন বলাইদা!

অন্যকোথাও অনেকেই আমাকে বলাইদার আরেক কপি মনে করতো! খাইছে


কী ব্লগার? ডরাইলা?

অছ্যুৎ বলাই এর ছবি

হা হা। পাবলিকের দোষ দেয়া যায় না। গ্রেট পিপল থিংক অ্যালাইক। চোখ টিপি

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

মুশফিকা মুমু এর ছবি

শুভ জন্মদিন অচ্ছ্যুৎ বলাই ভাই হাততালি
অনেকের জন্মদিন দেখা যায় এমাসে, আপনার, ধুসর গোধূলি ভাই, মনজুরাউল ভাই, শ্যাজাদি, আকতার ভাইয়ের মিস্টি মেয়ে রোদেলা (আর কাউকে কি মিস করলাম? ইয়ে, মানে... )
সচলে একটা বড় পার্টি হওয়া উচিত দেঁতো হাসি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

অছ্যুৎ বলাই এর ছবি

পার্টি অর্গানাইজ করেন। সিংহগুলা নামেই সিংহ, না কামেও - দেখা যাক।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

শেখ জলিল(অফ লাইন) এর ছবি

শুভ জন্মদিন বলাই কাকু।
( ব্লগে প্রিয় কাকুর লেখা যে মিস করি সে কথা আর কতো বলবো!)

অছ্যুৎ বলাই এর ছবি

দৌড়ের জীবন, কাকু। একটু স্থির হতে পারলেই আবার ....
আপনার যায়গীরনামার ওপরে একটা রিভিউ পাওনা আছে। ইনশা আল্লাহ শনি/রবিবারে লিখে ফেলতে পারবো।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

রাফি এর ছবি

সচলে কারো কারো লেখার অপেক্ষায় দিন কাটে; বলাই দা এদের মধ্যে একজন।
শুভ জন্মদিন বলাই দা...

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

অছ্যুৎ বলাই এর ছবি

রাফি ভাই, অনেক ধন্যবাদ। পাঠক হিসেবেও আমি অলস হয়ে গেছি। সময়ের কান ধরে একটা মোঁচড় দেয়া দরকার। হাসি

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

তারেক এর ছবি

শুভ জন্মদিন বলাইদা। হাসি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

অছ্যুৎ বলাই এর ছবি

থ্যাংকু, তারেক ভাই।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

মৃদুল আহমেদ এর ছবি

অচ্ছুত নয় মোটেই বলাই
জন্মদিনের সুখ দিতে আজ
করব তাকে দলাই মলাই... দেঁতো হাসি
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

অছ্যুৎ বলাই এর ছবি

এই পাজি ছড়াকার সুযোগ পেলেই আমার কান মলে দিতে চায়!!
কর্তৃপক্ষ জবাব চাই।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

নুরুজ্জামান মানিক এর ছবি

শুভ জন্মদিন অচ্ছ্যু বলাই !

নুরুজ্জামান মানিক
************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

অছ্যুৎ বলাই এর ছবি

ধন্যবাদ, মানিক ভাই।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

পান্থ রহমান রেজা এর ছবি

শুভ জন্মদিন।
খানাপিনাটা কোথায় হচ্ছে, একটু জানায়েন। বান্দা হাজির থাকবে।

অছ্যুৎ বলাই এর ছবি

চইলা আসেন। ২ মডুরেও দাওয়াত দিমু। তাদেরকে ধোলাই দেয়ার একটা আইটেমও থাকবে। চোখ টিপি

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

ভবঘুরে এর ছবি

Maligayang Kaarawan

অছ্যুৎ বলাই এর ছবি

Salamat (ঠিক আছে তো?)

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

আকতার আহমেদ এর ছবি

শুভ জন্মদিন, বলাইদা

অছ্যুৎ বলাই এর ছবি

ধন্যবাদ, আকতার ভাই।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

রায়হান আবীর এর ছবি

শুভ জন্মদিন। শ্রদ্ধা
---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল

অছ্যুৎ বলাই এর ছবি

ধন্যবাদ। ফু দিয়া মোমবাতি নিভে না। হাসি

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

ক্যামেলিয়া আলম এর ছবি

শুভ জন্মদিন -------------।
বয়স কমল না বাড়ল?
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

অছ্যুৎ বলাই এর ছবি

আপু, বয়স তো কমাইতে চাই। কিন্তু ভুঁড়ির ক্রমবর্ধমান আকৃতি কেবলই মনে করিয়ে দেয় বুড়া হচ্ছি।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

নজমুল আলবাব এর ছবি

শুভ জন্মদিন বলাই দা।

শিমুল ছেলেটা কত কিছু মনে করিয়ে দিল। আহা সেইসব দিন আর রাত্রি...

ভুল সময়ের মর্মাহত বাউল

অছ্যুৎ বলাই এর ছবি

হে হে, আপনারা শিমুলকে যে গিফট দিছেন। হাসি

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

সুবিনয় মুস্তফী এর ছবি

জন্মদিনের শুভেচ্ছা বলাই'দা!
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর

অছ্যুৎ বলাই এর ছবি

অনেক ধন্যবাদ, সুবিনয় দা।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

কীর্তিনাশা এর ছবি

জন্মদিনের শুভেচ্ছা, বলাই দা।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

অছ্যুৎ বলাই এর ছবি

থ্যাংক্স, কীর্তিগড়া ভাই।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

ফারুক হাসান এর ছবি

সব বসদের জন্মদিন দেখি আগষ্ট মাসেই।
শুভ জন্মদিন বস!

অছ্যুৎ বলাই এর ছবি

ফাহা ভাই, সচলে সব সিংহরাশির লোকজন। হাসি

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

অছ্যুৎ বলাই এর ছবি

শিমুলের লেখা দেখে কবিতার কথা মনে পড়লো। আমার কবিতা হয় না, তবুও লেখার চেষ্টাটাও করতে পারি না অনেকদিন। সেই ৪ মাস আগে হাসপাতালে থাকার সময় একটা গল্পের প্লট মাথায় এলো, আবার হারিয়েও গেলো, সেদিন ট্রেনে বসে ভাবলাম ছোটবেলার একটা ঝড়ের দৃশ্যের সাথে মিলিয়ে একটা জীবন-জীবিকার গল্প লিখে ফেলি, সেটাও হারিয়ে গেছে।

সময়ের স্রোত বড় তীব্র এখন। খবরে খবরে সয়লাব ব্লগের পাতাগুলো। কবিতার অবসর নেই, নেই টানাভুরু নিয়ে গল্পের। এখন সময় শুধু অসহ্য সময়ের।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

কনফুসিয়াস এর ছবি

আমি চিরকাল লেট লতিফ। স্যরি বলাইদা,
শুভ জন্মদিন!

-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

অছ্যুৎ বলাই এর ছবি

আমার এখানে সময় আরো লেট। হাসি

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

অনিন্দিতা এর ছবি

শুভ জন্ম দিন।

অছ্যুৎ বলাই এর ছবি

ধন্যবাদ। আপনার নামটা সুন্দর।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

খেকশিয়াল এর ছবি

শুভ জন্মদিন বলাইদা !

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

অছ্যুৎ বলাই এর ছবি

থ্যাংকু, পন্ডিত ভাই। হাসি

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

আরিফ জেবতিক অফলাইন এর ছবি

ঐ ..কে আছিস ...আমাকেও একটা গ্লাস এগিয়ে দে ।

শুভ জন্মদিন বলাই বাবু ।

অছ্যুৎ বলাই এর ছবি

বস, খালি ব্রান্ডের নাম কন! পুরা কার্টুন হাজির।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

শুভ জন্মদিন।
বলাইদা, দাওয়াত করবেন না? কদ্দিন দাওয়াত খাই না? এ জাতির যে আতিথেয়তার জগত জোড়া সুনাম সেটা কি রূপকথা হয়ে যাবে?

অছ্যুৎ বলাই এর ছবি

আখতারুজ্জামান ভাই, আপনি কি জার্মানিতে? সেপ্টেম্বরের শুরুর দিকে একটা সচল গেট টুগেদার করা যেতে পারে।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

পিছে পইড়া গেলাম?
বড় মোমবাত্তি সহ জন্মদিনের শুভেচ্ছা। কিছু না থাকলে একগ্লাস পানি হইলেও...

____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

অছ্যুৎ বলাই এর ছবি

পিছে পড়েন নাই। আয়োজন মাত্র শুরু। হাসি

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

সবজান্তা এর ছবি

আমি নিজে যেমন লেখা পছন্দ করি, তেমন লেখা লিখতে পারি না। ধান ভানতে হয় শিবের গীত। 'প্রিসিশন' শব্দটাকে খুঁজি অনবরত, খুঁজি এমন লেখা যা ধারে কাটে - কিন্তু আফসোস তেমন লেখার ক্ষমতা আমার নেই। কিন্তু আছে অচ্ছ্যুত বলাই এর। সাবলীল ভাষার যুক্তিতে লেখা ব্লগগুলিতে আমি দেখতে পাই প্রিসিশনের পূর্ণতা।

সচলায়তনের প্রিয় কিছু নামের মধ্যেও তাই অচ্ছ্যুত বলাই নামটা যেন আরো একটু বেশি প্রিয়। যার প্রতিটা লেখাই সময় করে পড়ে ফেলি হয়ত সময়াভাবে মন্তব্য করা হয় না।

অনেক ফালতু প্যাঁচাল পারলাম, এবার শুধু বলতে চাই,

শুভ জন্মদিন অচ্ছ্যুত বলাই'দা ( এবং চোর )। সচলের পাতায় যেন আপনাকে সচল দেখি আরো অনেক বছর।


অলমিতি বিস্তারেণ

অছ্যুৎ বলাই এর ছবি

অন-দ্য-ফ্লাই অগোছালো কথাগুলো টাইপ করে যাই। আপনার প্রশংসা শুনে লজ্জা লজ্জা পাচ্ছি। আসলে 'অনুভব->কথা->ভাষায় লেখা' এই কনভার্শন সাইকেলে আমার সিস্টেম লস এত মারাত্মক যে অনেক সময়ই কোনো একটা বিষয় নিয়ে লেখা শুরুর পর বিরক্ত হয়ে আর লিখি না, অনন্তকালের জন্য সেটা ড্রাফটে চলে যায়।

অনেক ধন্যবাদ।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

স্বপ্নাহত যাকে এর ছবি

বলাইদাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। হাসি

দেরী করে ফেলসি। নেভার মাইন্ড বস। আমি আজ পর্যন্ত কোন কাজই টাইমলি করতে পারিনাই। মন খারাপ

অছ্যুৎ বলাই এর ছবি

আমি লাস্ট মিনিট ম্যান। আলসেমিতে সময় কাটিয়ে শেষ মিনিটে বাস ধরতে ভো দৌড়। আসেন, হাত মিলাই।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

সুলতানা পারভীন শিমুল এর ছবি

আমার কাজও সব শেষ সময়ে, তাড়াহুড়ো করে। সকাল বেলা কোথাও যাবার জন্য রেডি হয়ে যদি দুই মিনিট বসে থাকতে হয়, মন খুব খারাপ হয়। এই দুটো মিনিট তো ঘুমানো যেতো। মিছেই অত তাড়াতাড়ি...
এনিওয়ে
এই দিনে অনেক অনেক শুভেচ্ছা আপনাকে, বলাইদা !

..............................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

মুজিব মেহদী এর ছবি

শুভ জন্মদিন।
................................................................
আমরা তা-ই করি, বন্দিরা যা করে
আমরা তা-ই করি, বেকারেরা যা করে :
আমরা ফলিয়ে যাই আশার আবাদ।
(মাহমুদ দারবীশ)

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

অছ্যুৎ বলাই এর ছবি

মুজিব মেহদী ভাই, অনেক ধন্যবাদ। আমি আপনার স্পষ্টবাদিতার (কবিতার চেয়েও) বেশি ভক্ত।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

বিপ্লব রহমান এর ছবি

হেপ্পি বাড্ডে!


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

অছ্যুৎ বলাই এর ছবি

বিপ্লব ভাই, থ্যাংক্স।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

দৃশা এর ছবি

হিফি ভাত দে......কলাইয়ের ডাইল ভাই।

দৃশা

লুৎফুল আরেফীন এর ছবি

বলাই ভাই অনেক শুভেচ্ছা হো হো হো

আজকের দিনটা এরম বিশেষ আগে জানতাম না তো!
সালাম সচলায়তন, সালাম নেটালয়!

___________________________
বুড়োরা সবাই সমস্বরে বললো, "নবজন্ম", আমি চাইলাম "একটা রিওয়াইন্ড বাটন"

নিঘাত তিথি এর ছবি

শুভ জন্মদিন বলাই'দা।
অন্য পাড়ায় স্পষ্টবাদী সব মন্তব্যেই আপনার পরিচয় কিন্তু সচলায়তনে যখন প্রথম আপনার লেখা গল্প পড়লাম, পুরা অবাক হয়ে গিয়েছিলাম, কত ভালো লিখেন!
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

ভূঁতের বাচ্চা এর ছবি

শুভ জন্মদিন বলাইদা,
ভাল করেই মনেহয় জন্মদিনটা উদ্‌যাপিত হল।
শুভকামনা আপনার জন্য।

--------------------------------------------------------

দেবোত্তম দাশ এর ছবি

শুভ জন্মদিন

------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

অতন্দ্র প্রহরী এর ছবি

শুভ জন্মদিন বলাইদা। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা হাসি

মনজুরাউল এর ছবি

বেহিসেবি খরচ করে কোটা শেষ হয়ে গেছিল।
দেরিতে তাই_শুভজন্মদিন অ.বলাই।

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......

রণদীপম বসু এর ছবি

আগে জানতে চাই, বলাইকে অছ্যুৎ করেছে কে ? আগে হের বিচার হোক। তারপর

শুভ জন্মদিন।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

সামুতে চুর্দার কাজকার্বারে হেভি মজা পাইতাম ... বিভিন্ন কমেন্ট আর ডিপি দেইখা মনে মনে তার একখান ইমেজও খাড়া কইরা ফেলছিলাম ... পরে একদিন ফেসবুকে ছবি দেইখা তো পুরা টাসকি ... হায় হায় এই নীরিহ গোবেচারা মানুষটাই সেই লোক খাইছে

হ্যাপী বাড্ডে বলাইদা ... আইলসামি কইরা দেরি হয়ে গেল হাসি
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...

ধুসর গোধূলি এর ছবি

- জন্মদিনে সিংহের গর্জনময় শুভেচ্ছা জনাব।
কিন্তু কথা হইলো, কী সব পাট্টি মাট্টির কথা জানি শুনলাম! কেম্নে কী তাইলে! চিন্তিত
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

তানভীর এর ছবি

শুভ জন্মদিন। আমি সবার পিছে।

= = = = = = = = = = =
ঊষার দুয়ারে হানি আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত
আমরা ঘুচাব তিমির রাত
বাধার বিন্ধ্যাচল।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

১০০ দেঁতো হাসি

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অমিত আহমেদ এর ছবি

বলাই'দার মন যে কত বড় তার বমাল প্রমান পেলাম প্রথম "সচল সমাবেশ"-এ। নিরিহ দর্শন মানুষটি আমার হাতে এক কার্টুন সিগারেট ধরিয়ে দিলেন। এরপর সবার ভুঁড়িভোজের পরে বিল দেবার জন্য বলাই'দার সে কি মারামারি।

সাহস আর স্পষ্টবাদীতার কথা ব্লগসমাজ ভালোই জানে। সে নিয়ে কিছু বলার প্রয়োজন পড়বে না।

বলাই'দার কবিতার মুগ্ধ পাঠক আমি। "নিরামিষ ভালো আছি" আমার প্রিয় কবিতার একটি। কোনো লেখার ঢোকাবার অনুমতি নিয়ে রেখেছি। কিন্তু আমার কোনো লেখা এখনও কবিতাটির যোগ্য হয়ে ওঠেনি।

তবে বলাই'দার নাম শুনলেই আমার তাঁর "ছোঁপ ছোঁপ জলরঙ" লেখাটির শেষ প্যারাটি কেনো জানি খুব মনে পড়ে! মনে হয় এই এক প্যারাই বলাই'দার পরিচয় হয়ে থাকবে।

প্রিয় বলাই'দাকে জন্মদিনের অ-নে-ক শুভেচ্ছা।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

গৌতম এর ছবি

শুভ জন্মদিন, প্রিয় অচ্ছ্যুৎ বলাই।
আনন্দে কাটুক প্রতিটি ক্ষণ।

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।