'ইত্তেফাকের ৬ষ্ঠ পাতায়
বিজ্ঞাপনে ছিলো পাত্রী চাই,
বর্ণনাতে ছিলো মিল-
ঠিক আমি চেয়েছি যা তাই।'
৯০/৯১ সালের দিকে তুমুল জনপ্রিয় গান, আদনান বাবুর এলবাম - রং নাম্বার।
সময়ের সাথে আদনান বাবু ক্রেজ হারিয়েছে। নতুন নতুন শিল্পীর কন্ঠ শ্রোতা প্রিয় হয়েছে। ইত্তেফাকের ৬ষ্ঠ পাতার বিজ্ঞাপনের এ গানও আর শোনা যায় না এখন। নেটে ঘেঁটেও পেলাম না। তবে ইত্তেফাকের পাশাপাশি আরও পত্রিকা এসেছে নানান রঙে।
কোনো এক অদ্ভুত কারণে ৬ষ্ঠ পাতার বিজ্ঞাপনে রয়ে গেছে মিল।
ক'দিন আগে কিচ্ছু করার নাই। হাতের কাছে দৈনিক যুগান্তর। প্রথম পাতা, শেষ পাতা, খেলার পাতা, চিঠিপত্র কলাম শেষ। গেলাম ৬ষ্ঠ পাতায়, বিজ্ঞাপনে ভর্তি।
পাত্র চাই বিজ্ঞাপনে আছেঃ
"ইতালীর সিটিজেন, সেটেল্ড। +৩৬, সংগত কারণে ডিভোর্সড। ইতালীতে নিজের জুয়েলারী ব্যবসা। পাত্রীর পিঠে টিউমারের চিকিৎসায় স্বল্প সময়ের জন্য ঢাকায় অবস্থান। ইতালী যেতে আগ্রহী সদ্বংশের রুচিশীল অবিবাহিত পাত্র, +৪০ দাঁড়িতে আপত্তি নাই। শেষ জীবনের সংগী পাত্রকে আর্থিক সাহায্য করা হবে। যোগাযোগ করুন - মোবাইলঃ ০১৭*******"
প্রথম আলো এখন বিজ্ঞাপনে সয়লাব।
আদনান বাবুর গানের ৬ষ্ঠ পাতার মুক্তি নাই। বাড়ী ভাড়া, পাত্র-পাত্রী, পড়াব, বিক্রয়, কোরিয়ান ভাষা, সাইপ্রাসে পড়াশোনা হেন কোন বিষয় নাই যে নাই। নিউজ যেমন ১ম পাতা থেকে জাম্প করে - বাকী অংশ ১৫ পাতায়, তেমনি এসব বিজ্ঞাপনও ৬ষ্ঠ পাতায় শেষ হয় না - "শ্রেণীবদ্ধ বিজ্ঞাপনের বাকী অংশ দেখুন ১৪ নং পৃষ্ঠায়"।
গত ২-৩ দিনের প্রথম আলো থেকে বাছাই করা কিছু পাত্র-পাত্রী চাই।
পাত্রীঃ যুক্তরাজ্যে বসবাসরত একটি কোম্পানীতে ম্যানেজার হিসাবে কর্মরত (বয়স ৪৫) পাত্রের জন্য সংস্কারমুক্ত পাত্রী চাই।
সরাসরিঃ ০০৪৪৭৮*********।
সংস্কারমুক্ত পাত্রী জিনিসটা কী রকম?
_
পাত্রীঃ মাস্টার্স, ভদ্র মুসলিম অবিবাহিত ৫'-৪"-৩৫, প্রতিষ্ঠিত কোং-তে কর্মরত পাত্রের জন্য চাকুরীজীবি/আবাসিক সুবিধা আছে এমন সুশ্রী ভদ্র পাত্রী চাই। বিবাহিত-অবিবাহিত বিবেচনাযোগ্য। ব্যাংকার অগ্রাধিকার। মিডিয়া নয়ঃ ০১১৯৫******।
বাহ! পাত্রী চাকুরীজীবি এবং ব্যাংকার হইলে অগ্রগণ্য। তবে পাত্রীর আবাসিক সুবিধা থাকতে হবে। এটা কি বলে কয়ে ঘরজামাই হওয়ার বিজ্ঞাপন?
_
পাত্রীঃ কলেজ টিচার। (৫'-৮"+৩৬) দীনদার ফর্সা পাত্রের জন্য দীনদার পরিবারের লম্বা সুশ্রী পাত্রী চাই। সরাসরি অভিভাবক# ।
পাত্র দীনদার। পাত্রীর পরিবার দীনদার হইতে হবে। পাত্রী দরকার লম্বা সুশ্রী। পাত্রীর দীনদার হওয়ার দরকার নাই?
_
পাত্রীঃ ঢাকায় অভিজাত এলাকায় বসবাসরত বিবিএ (আইইউবি) যুক্তরাজ্যের গ্লামারগন বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং-য়ে মাস্টার্স অধ্যয়নরত সুদর্শন পাত্রের (২৫/৫'-১১") জন্য সম্ভ্রান্ত পরিবারের শিক্ষিতা সুন্দরী পাত্রী। বর্তমানে পাত্র গ্রীষ্মকালীন ছুটিতে স্বল্পকালীন সময়ের জন্য ঢাকায় আছেন। শুধু পাত্রীর অভিভাবকগণ দয়া করে সরাসরি যোগাযোগ করুন # ।
আচ্ছা, বিয়েটাও কি গ্রীষ্মকালীন ছুটিতে স্বল্পকালীন সময়ের জন্য?
_
পাত্রঃ ভদ্র শিক্ষিত পরিবারের অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তার স্বল্পকালীন বিবাহ বিচ্ছেদকৃত শিক্ষিত সুন্দরী কন্যার (৩২) (বিবাহের ৫ মাসে জীবন রক্ষার্থে অন্তঃস্তত্বাকালীন ডিভোর্স প্রদানকৃত) প্রফেশনাল, শিক্ষিত, চাকরীজীবি পাত্র (৩৫-৪০) চাই। সরাসরি#
"বিবাহের ৫ মাসে জীবন রক্ষার্থে অন্তঃসত্তাকালীন ডিভোর্স প্রদানকৃত"; এই লাইনের মাজেজা কী?
_
পাত্রীঃ বিয়ের দুই মাস পর অস্ট্রেলিয়া। এইচ এস সি তে কমপক্ষে ৩.৫ পেতে হবে। আইইএলটিএস- ৫.৫ প্রাপ্ত হলে ভালো হয়। আরেক ভাই বিয়ের পর আমেরিকা নিয়ে যাবে। সিটিজেন বিধবা ডিভোর্সী হলে চলবে। মিডিয়া নয়, সরাসরি বিকেল ৫টা ৩০মিনিটের পর #
হা হা। এইটা তো মনে হয় চাকরীর বিজ্ঞাপন। এইচ এস সি ৩.৫। আইইএলটিএস ৫.৫। আবার বিয়ের দুই মাস পরে অস্ট্রেলিয়া।
লারে লাপ্পা। "আরেক ভাই বিয়ের পর আমেরিকা নিয়ে যাবে"। কাকে নিয়ে যাবে? এই পাত্রীকে? সর্বনাশ - ২ ভাই মিলে এক পাত্রীকে বিয়ে!!!
_
পাত্রীঃ ধার্মিক ডাক্তার পাত্রের জন্য সম্পূর্ণ পর্দানশীন, সৎ ধার্মিক পরিবারের পাত্রী চাই। যোগাযোগঃ#
এই ধার্মিক ডাক্তার পাত্র নিজে কতোটা পর্দানশীন? সম্পূর্ণ নাকি আংশিক?
_
পাত্রীঃ শ্যামলা, চুল কম, মধ্যবিত্ত পাত্রের জন্য নম্রভদ্র সাংসারিক মনের বিবাহিত/অবিবাহিত সুশ্রী পাত্রী চাই। যোগাযোগ #
চুল কম? নাকি টাক মাথা?
_
পাত্রীঃ ঢাকায় প্রতিষ্ঠিত শিক্ষিত মানবিক মূল্যবোধসম্পন্ন চল্লিশোর্ধ পাত্রের পঁয়ত্রিশ সুশীলা। সরাসরি #
একজনের আছে মানবিক মূল্যবোধ, চাইতেছে সুশীলা। জয়কার সুশীল সমাজ।
_
পাত্র চাইঃ উচ্চ বংশীয় দ্বীনদার, পি এইচ ডি (ইংল্যান্ড) ডিগ্রীধারী, নিঃসন্তান পাত্রীর (৩৫) জন্য উপযোক্ত পাত্র চাই। যোগাযোগ #
হুম। যেমন তেমন পাত্র না। 'উপযোক্ত' পাত্র।
_
পাত্রঃ ডাক্তার (৩৮+৫'-৪") বিচ্ছেদকৃত ঢাকায় লাক্সারিয়াস গাড়ীবাড়ি সুদর্শনা নারীর জীবনসংগীর সন্ধানে #
সুদর্শনার জীবনসংগী দরকার। কারণ, সাথে আছে লাক্সারিয়াস গাড়ীবাড়ি। বিচ্ছেদকৃত ঢাকায়? মানে ঢাকার সাথে বিচ্ছেদ???
_
পাত্রঃ এমকম সুন্দরী। বুনিয়াদী পরিবার (৫'-৩"+৩০) হাই অফিসিয়াল পিতা। মাল্টি ন্যাশনালে সম্মানজনক পদে পাত্রীর জন্য, যোগাযোগ#
ওজন আছে। যেমন তেমন সুন্দরী না; এমকম সুন্দরী, বুনিয়াদী পরিবার, হাই অফিসিয়াল পিতা!!!
_
প্রথম আলোর পাতা খুঁজে ঘটক পাখী ভাইকে পেলাম না।
আদনান বাবুর গানের মতো পাখি ভাইও হয়তো হারিয়ে গেছে।
তবে ছোট্ট করে আছে মনিকা পারভিনের বিজ্ঞাপনঃ
পাত্র-পাত্রীঃ সুন্দর পরিবেশ, সাথে চা। গোপনীয়তার সাথে চলবে বিয়ের কথা। আসুন মনিকাস বাঁধনে। মনিকা পারভিন #
সুন্দর পরিবেশ, সাথে চা। বিয়ের কথা চালাবে মনিকা!!!
_
ক'দিন ধরে ইচ্ছা ছিলো S@ifur's এর বিজ্ঞাপন নিয়ে লিখবো।
এথিকসের বিন্দু মাত্র ধার না ধরে ব্যবসায়িক প্রতিদ্বন্ধীদের আক্রমণ করে S@ifur's প্রতিদিন এক একটা অসভ্য বিজ্ঞাপন দেয়।
আরো আজব লাগে যখন বিজ্ঞাপনে দেখিঃ মানিকগঞ্জের/ছাগলনাইয়ার সাবেক এম-পি অমুকের ভাগিনা তমুক এখন S@ifur's এর এই ব্রাঞ্চে। আইইএলটিএস বিষয়ে সরাসরি জানুনঃ #
১৪ আগস্টের প্রথম আলোর ৬ষ্ঠ পাতায় S@ifur's এর একটা বিজ্ঞাপনে চোখ আঁটকালো।
উপরে বড় করে লেখা "সুন্নত পোষাক"।
মূল বিজ্ঞাপনঃ
সুন্নত পোষাকের কারণে চাকরি পেতে সমস্যায় জর্জড়িতরা ফ্রি পরামর্শের জন্য ফোন করুন ঢাবি থেকে মাস্টার্স করা মুরাদ ভাইয়ের (০১৭২০০৪****) সাথে।
সুন্নতী পোশাকের বিজ্ঞাপন দেখে আদনান বাবুর আরেকটা গান মনে পড়লো। কথাগুলো -
'সালোয়ার কামিজ পড়া
লিপস্টিক ঠোঁটে মাখা
বাঁকা চুল, চুলে রং করা
নেইলপলিশ নখে ভরা,
ও মুখে তাকিয়ে নিজেকে
নিজেকে হারাই,
আমি যে খুন হয়ে যাই...'
পাত্রীর এতো এতো বিজ্ঞাপনে এরকম কিছু একবারও দেখলাম না!
মন্তব্য
ওরেরে...
শিমুল হঠাৎ পাত্র-পাত্রীর বিজ্ঞাপনে আটকে গেলো কেনো? কাহিনী তো ভালো না!
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
হে হে, কে কারে কি কয়?
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
ব্রুটাস, তুমিও?
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
সাঁপের হাঁচি বেদেয় চিনে, গুরু...।
অমিত প্রশ্ন একটা করেছে বটে...
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
হা হা হা!
আসল ঘটনা আমি জানি, ইত্তেফাকের অনলাইন ভার্সনে এই বিজ্ঞাপন থাকে না, অমিত তাই শিমুলকে ধরছে ওর তরফ থেকে বিজ্ঞাপন কালেক্ট করার জন্য।
শিমুল ভাবলো, দেখবেই যেহেতু, তাহলে এক ঢিলে দুই পাখি মারা হোক, নিজের জন্যেও দেখি।
নাকি?
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
দিলেনতো সব ফাসঁ করে।
বি:দ্র: বিজ্ঞাপন গুলা প্রতিদিন সচলে আপডেট করলে মন্দ হয়না।
আছেন কোন ভাই বন্ধু বালিকারা দেশ থেকে আপডেট দেবেন। আমাদের এই পুলাপান গুলা বড়ই কষ্টে আছে।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
আইছে আরেক কাবিল...
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
হ কনফু, তুমি সব জানো... সব বুইঝা ফালাইসো।
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
হা হা হা। বেশ হৈছে। আমিও পেপার পড়ার সময় এই ধরণের বিজ্ঞাপণ গুলো পড়ি বেশ আমোদ করে। তবে খালি পাত্র-পাত্রী নিয়েই লিখলেন? সাইপ্রাসে ভর্তির ব্যাপারে কিছু লিখলে ভালো লাগতো।
শিমুল ভাই আপনাকে আবার নিয়মিত দেখে ভালো লাগছে। ঢাকায় আছেন, একবার দেখা করবেন না?
---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল
হ্যা। সাইপ্রাসটা মনে হয় খুব ডিমান্ডিং।
আপনি টাইম পাইলে লিখে ফেলেন কিছু...।
ঠিক আছে।
বিয়ার আগে বিজ্ঞাপনগুলা খুব বেশী খেয়াল করিনাই । বিয়ার পরে ক্যান জানি এগুলাই চোখে পড়ে বেশী কইরা (আফসোস)
তয় শিমুল ভাই হঠাত্ পত্রিকার ৬ষ্ঠ পাতার আটকাই গেল ক্যান বুজতার্লামনা ! কাহিনী কী কনতো ?
বাজারে 'উপযোক্ত' হইলাম কিনা চেক করি।
এই রকম জটিল ভাষায় বিজ্ঞাপন? ভাষা বুঝতেই তো জান বেরিয়ে যায়, প্রতিটাই খুবই কনফিউজিং। তবে ব্যাপক বিনোদন পাওয়া যায় সন্দেহ নাই।
শিমুল... ভালাই
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
হা হা। আসলেই চরম বিনোদন।
এরকম শ্রেণীবদ্ধ বিজ্ঞাপনে মনে হয় শব্দ সংখ্যা ধরে বিলিং হয়। তাই, অল্পকথায় অনেক ইংগিত। প্যাঁচগি লাগানো ভাষা...
ধন্যবাদ।
আদনান বাবুরে আমরা বলতাম নাদান বাবু...
মাঝে মাঝেই পাত্র চাই বিজ্ঞাপনে দেখা যায় সামান্য খুঁত বা একটু বয়সী বা ডিভোর্সি বিরাট বড়লোক পাত্রীর জন্য পাত্র চাহিয়া বিজ্ঞাপন দেয়। যাদেরে বিবাহ করিলে দুজাহানের অশেষ শান্তি হাছিল হয়...
আমি বহুবার ভাবছি এইরম একটারে বিয়া কইরা ফালাই... তারপরে সারাদিন খালি সচলায়তনে আড্ডামু, বই পড়ুম, গান শুনুম, ফিল্ম দেখুম আর মদ খামু... আর দেশ বিদেশ ঘুইরা বেড়ামু... কাজ কামের গুল্লি মারি...
আহারে... বিয়ার আগে যে কেন এই ধান্দা করলাম না...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
ভাবীরে কইছেন এই ভাবনার কথা?
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
আমিও একই চিন্তায় আছি...।
ঘটক পাখী ভাইয়ের কোনো বিজ্ঞাপণ না থাকায় কষ্ট পাইলাম। সে কি আসলেই হারিয়ে গেল নাকি?
মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে।
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
শেষপর্যন্ত কোনটা ঠিক হইল @ শিমুল ?
এই বিজ্ঞাপনটা পাইলাম না তো!!!
এইটা পাইলে এদিকে ফরোয়ার্ড কইরো....
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
শিমুল, পিএইচডি'র বিষয় কি এই টা-ই ? ভালো করবে নিশ্চিত । ভবিষত্ উজ্জ্বল !
---------------------------------------------------------
আমার কোন ঘর নেই !
আছে শুধু ঘরের দিকে যাওয়া
---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !
হা হা হা! এইটা নিয়ে পিয়েইচডি?
স্যার, কোন বিজ্ঞাপনটা আপনি দিসেন, বুঝলাম না।
(কয়েকটা বিজ্ঞাপন পড়ে অনেকক্ষণ তাব্ধা হইয়া রইলাম, আসলে আমি কি বাংলা বুঝি?)
আবার লিখবো হয়তো কোন দিন
হুমম, এখনো বাংলা জানি না
এই পোস্টটা ফেসবুকে শেয়ার করতে হবে। শিমুল আসলে কী বলতে চায়, জাতির বিবেকের কাছে আমি এই প্রশ্ন করতে চাই।
আবার লিখবো হয়তো কোন দিন
গোপন সুত্রে খবর পাই, ফেসবুক নামক কাছারি ঘরে আড়ালে আবড়ালে কী কী আলাপ হয়।
ফেসবুক ব্যান করার দাবী জানাই।
হো! খালি ব্লগের পাতায় আগে কান্নাকাটি করতো! এখন দেখি ফেইসবুকেও শুরু করছে! ফেইসবুকে ওর স্ট্যাটাস পড়লে চক্ষু দিয়া পানি নাইমা যাওয়ার অবস্থা হয়!
তা শিমুল ভায়া! পেপারে বিজ্ঞাপন দিয়াও লাভ হয় নাই নাকি! বেচারা! বিজলি তুমি কুতায়!
দারুণ গবেষণা করা যেতে পারে কিন্তু। কোন বয়সগ্রুপের পাত্রপাত্রীরা পাত্রীপাত্র চেয়ে বিজ্ঞাপন দিচ্ছেন, তাঁদের কাম্য বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রাধান্য পাচ্ছে কী কী, এ নিয়ে পুরোদস্তুর অভিসন্দর্ভ লিখে ফেলা যায়।
পোস্টে জাঝা।
হাঁটুপানির জলদস্যু
ঝাক্কাস পোস্ট হইছে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
হাহাহাহা। দারুণ একটা পোস্ট দিয়েছেন শিমুল ভাই! ভাল মজা পেলাম
শেষপর্যন্ত শিমুলও লায়েক হইয়া গেছে !
এখন আমাগো মতো বুইড়াগো কী হইবো ? বহুৎ আশা ভরসা কইরা তিনারে লুকাইয়া লুকাইয়া ষষ্ঠপাতা পড়তাম। আহা ! এখন হেইটাও পোলাপানরা দখল কইরা ফালাইছে ?!
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
শুভ পাত্রী-সন্ধান মোবারক।
প্রশ্ন: "দীনদার" শব্দের মানে কি? কোন অভিধানে পাওয়া যাবে?
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
জুবায়ের ভাই,
আপনি কখন ব্লগে ফিরবেন!!!!
এতোদিনে বুঝলাম শিমুল কেন কামকাজ ছাড়া ঢাকায় ঘাপটি মাইরা পইড়া আছে
জিগাইলেও কিছু কয় না। আমতা আমতা করে
তা যদি ইচ্ছা থাকে তো পত্রিকা ঘাটাঘাটির কী দরকার
যথোপযু্ক্ত ফি দিয়ে আমার সাথে যোগাযোগ করলেই হয়
আনাড়ি থেকে শুরু করে ১৫ বছরের অভিজ্ঞ পাত্রী পর্যন্ত হাজির করতে পারবো একদিনের নোটিসে
পাত্রী খুঁজে পেলে বিয়ের তারিখটা অন্তত সচলে জানিয়েন
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
অপ্রয়োজনীয় পোস্ট, প্রয়োজনীয় কৃতজ্ঞতা - পোস্টের ১৬ নাম্বার মন্তব্যটা পড়ে দেখুন। ঘটনা পরিষ্কার হয়ে যাবে!
কী ব্লগার? ডরাইলা?
দ্রোহী ভাইরে কি আর এমনি এমনি ভালা পাই?
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
বাদী দ্রোহী
স্বাক্ষী দ্রোহী
বিচারকও দ্রোহী;
আমি আর কী বলি!
জটিল!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
একবার ইনকিলাবের এক বিজ্ঞাপনে দেখেছিলাম:
"সুন্দরী, সম্ভ্রান্ত বংশীয় মুসলিম পাত্রী চাই। পাত্র জাপান থেকে পিএইচডি শেষ করেছে, শীঘ্রই আমেরিকা যাবে মাস্টার্স করার জন্য।"
সুন্নতি পোশাক পরা মোটাতাজা পাত্রী মিলুক।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
হায়, কত বড় বদ্দোয়া!!!
এই গানটা বের হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই ঝামেলা লাগলো। মনে হল ... বিজ্ঞাপনে চাচ্ছে পাত্রী, অর্থাৎ বিজ্ঞাপনদাতা একজন পুরুষ (পাত্র) -- কিন্তু গানের পরবর্তী অংশে গায়ক যোগাযোগ করতে চাইল কেন? বিজ্ঞাপনে তো পাত্রের ঠিকানা!!
অবশ্য সেরকম বেসামাল অবস্থায় মানুষের বোধশক্তি লোপ পায় ... তাই একটু উল্টাপাল্টা করতেই পারে।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
এইটা আমি তখনো বুঝি নাই, এখনো বুঝি না।
কারণ, পরের লাইন গুলাঃ
পোস্ট বক্স নাম্বার ১০৩
নীল খামে চিঠি পাঠালাম
অজানা অচেনা সাথীটাকে
মনের কথাগুলো জানালাম,
চিঠির জবাব আজো পাইনি...।
তাইলে ক্যাম্নে কী!
হা হা হা
শিমুল ভাই - আপনার লেখা অনেক ভাল লাগল। বিগ্গাপনের মজা ।
বিলম্বিত কৃতজ্ঞতা, সবাইকে। পড়ার জন্য, মন্তব্যের জন্য।
ব্যাপক মজা পাইলাম।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
নতুন মন্তব্য করুন