কুয়েত এয়ারপোর্ট থেকে ধুসর গোধুলীর জন্য এক মুঠো বালি পোস্ট

আনোয়ার সাদাত শিমুল এর ছবি
লিখেছেন আনোয়ার সাদাত শিমুল (তারিখ: বুধ, ০৩/০৯/২০০৮ - ১২:১১অপরাহ্ন)
ক্যাটেগরি:

KU284 এ H23 সীটে আমি বসেছি। সকাল ৫টা।
তখনো ঢাকার আকাশে আলো ফুটেনি।
প্লেনের আধো আলো আধো অন্ধকারে দেখি আমার বাম পাশে, মানে G23 তে, তিনি।

ঠিক, ধু গো, আপনি ঠিক ধরেছেন, তিনিই।
তবে কলাপাতা রঙের সালোয়ার কামিজ ছিলো না। ছিলো হাল্কা গোলাপী রঙের।
বেগম রোকেয়া স্টাইলে কলার, থ্রি কোয়ার্টার হাতা। স্মিত চেহারা।
হ্যা, চুল গুলো ধুসর যেমন লিখেছিলেন, সেরকমই।
সিনেমার গানের মত "বয়েস উন্নিশ কুড়িরে, এ যে চাক্কুর ছুরি রে..."

তারপরে?
তারপরে আর কী হয় ধুসর? আমি ভাবছিলাম জম্মান দেশে তখন সময় কতো। কফিতে চুমুক জমে, গল্পে গল্পে হাজার হাজার ফিট উপরে...

ঢাকা টু কয়েত, ৫ ঘন্টা ৪০ মিনিট।
সচল শাদী ডট কমের হ্যাকার ধুসর এবার ভেস্তে গেলেন।

আসল কাহিনিটা তবে বলেই ফেলি,

(ওপ্স, ল্যাপটপের চার্জ প্রায় শেষ, চার্জার ব্যাগেজে)

ততক্ষণ ধুসর গোধুলির জন্য বালিময় হাহাকার...

___

কুয়েত ইন্টা এয়ারপোর্ট
কুয়েতে সকাল ৯-১০।


মন্তব্য

নজমুল আলবাব এর ছবি

আহা ধুসর, ভাই আমার। কাদিস না।

ভুল সময়ের মর্মাহত বাউল

পলাশ দত্ত এর ছবি

যারা ধূসরের কাহিনির আগাপাশতলা জানে না তারা কিন্তু এইটা বোঝে নাই!হাসি

বিশেষ দ্রষ্টব্য: এই সাইনটা আমি জিমেইল চ্যাট থেকে কপি করে দিলাম। সচলে এখনো সাইন ব্যবহার করা শিখতে পারি নাই।

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

নজমুল আলবাব এর ছবি
স্বপ্নাহত এর ছবি

হা হা হা।

গুরুরে এইভাবে নাকানি চুবানি দেঁতো হাসি

"বয়েস উন্নিশ কুড়িরে, এ যে চাক্কুর ছুরি রে..."

গানটার কথা আবার মনে করায় দিলেন। আইজকা সারাদিন যদি এই গান মাথা থিকা না নামে তাইলে কিন্তু মিয়াভাই ব্যাপারটা ভাল হইবোনা।

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

অমিত আহমেদ এর ছবি
অছ্যুৎ বলাই এর ছবি

শিমুল কারে নিয়ে আটলান্টিক পাড়ি দিলো? চিন্তার বিষয়। ধুগোকে এই পোস্টের কথা জানিয়ে ফোন দিতেই তার সে কী অট্টহাসি। সব নাকি তার প্ল্যানমাফিকই হয়েছে।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

অমিত আহমেদ এর ছবি

দুনিয়া আগায় গেছে রে ভাই।
বুঝেন না?


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

অছ্যুৎ বলাই এর ছবি

এইটা বুঝি নাই। হাসি

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

ধুসর গোধূলি এর ছবি
সুমন চৌধুরী এর ছবি
ধুসর গোধূলি এর ছবি
রণদীপম বসু এর ছবি

কোডে কোডে কী হইতেছে ? দুরভিসন্ধিমূলক মনে হইতেছে !

শিমুল, মানুষের যেমন দুইটা হাত যথেষ্ট নয়, মিনিমাম চারটা দরকার, তেমনি একটা ল্যাপটপে একটা ব্যাটারি কিছুতেই যথেষ্ট না। আর বাকি কথাগুলান অন্য কেউ বলুক...।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

হু... এ্যারোপ্লেন তো মাথার উরফে দিয়াই যায়... কিন্তু কাহিনী রহস্যময় ঠেকে? বারমুডা ট্রায়াঙ্গলের লাহান...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

তানবীরা এর ছবি

হাহাহাহা

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

সৌরভ এর ছবি

সব বাচ্চা পুলাপাইন।



২৭. বেহেস্ত যাওনের খায়েশ হগ্গলের, আপত্তি শুধু মরনে


আবার লিখবো হয়তো কোন দিন

অছ্যুৎ বলাই এর ছবি

হ, শিমুল হলো 'যত গর্জে ততো বর্ষে না' সিনেমার সাইড নায়ক।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

অতন্দ্র প্রহরী এর ছবি

মতিগতি তো সুবিধার ঠেকতেসে না দেঁতো হাসি
_________________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

কনফুসিয়াস এর ছবি

পরের খবর কই? বিজ্ঞাপন বিরতি শেষ হয় নাই?
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

বিপ্লব রহমান এর ছবি

ইয়া হাবিবি!


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍কী সব মারফতী পোস্ট দিতাসেন ইদানীং!
আমজনতা কিছুই বুজতারে না মন খারাপ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

নজমুল আলবাব এর ছবি

কিরে তুই কি কুয়েতেই থেকে গেলি নাকি? এরাবিয়ান মাইয়ারা কি খুবই সৌন্দজ্জ?

ভুল সময়ের মর্মাহত বাউল

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

বন্ধুরা, আমি ভাল আছি, নিরাপদে আছি। একটু গুছিয়ে নিয়ে আবার ফিরবো।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।