ভারতের উত্তর প্রদেশের ইমরানা বিবির কথা এখন কারো মনে আছে কিনা জানি না। তবে ইমরানা বিবিকে আলাপ উঠেছিলো অন্য ব্লগে। মোরশেদ ভাইয়ের পোস্টের সুত্র ধরে দেখেছিলাম প্রবল বিশ্বাসীদের ম্যাৎকার - সবই মিডিয়ার বাড়াবাড়ি, সবই বানোয়াট, বড়ো জোর অপপ্রয়োগ।
শরীয়া আইনে বিশ্বাসীদের ডাকি -
আসুন, আরেকটি বানোয়াট চিত্র দেখে যান।
পাক-ভূমি পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চল সোয়াতে গত ফেব্রুয়ারী মাসে শরিয়া আইন জারী হয়েছে। adultery মানে কী? জেনাহ? পরপুরুষের সঙ্গে সম্পর্ক? সাক্ষাৎ নাকি সঙ্গম? নাকি অন্য কিছু যাকে ব্যভিচার বলা হয়?
হু।
ব্যভিচারের শাস্তি দেয়া হয়েছে ১৭ বছরের এই কিশোরীকে।
মাটিতে শুইয়ে মাথা ও পায়ে চেপে ধরে দোররা মারা হয়েছে।
কান্না কাতর মেয়েটি পোশতু ভাষায় চিৎকার করছে - 'প্লিজ, যথেষ্ঠ হয়েছে, যথেষ্ঠ।'
জানি না, শরীয়া আইনে আসলেই যথেষ্ঠ হয়েছে কিনা, হয়তো হয়নি -কারণ, শেষে দেখলাম সে হেঁটে ফিরে যাচ্ছে।
অভিবাদন সেইসব শাসক,
অভিবাদন সেইসব দর্শক,
অভিবাদন সেইসব শরীয়া সমর্থক।
আসুন, আরেকবার সম্মিলিত আওয়াজ তুলুন - এইসব বানোয়াট, মিডিয়ার বাড়াবাড়ি। টাইমস অনলাইনের এই রিপোর্ট নিছক গল্প।
আর ভিডিওটি?
বলে ফেলুন - সেটাও বানানো। দেখুন এত অত্যাচারের মাঝেও মেয়েটি নড়ছে না, শুধু চিৎকার করছে, এসবই ক্যামেরার কারসাজী। বাংলাদেশে শরীয়া আইনের স্বাপ্নিক তাত্বিক স্কলার - আপনাদের স্কুল অব থট নিয়ে আসুন, বলুন এইসব বানোয়াট কিংবা অপপ্রয়োগ।
__
আমি আমার ক্ষুদ্র সামর্থ্যের মাঝে ধিক্কার জানাই এই অসভ্য জীবন বিধানে।
ঘৃণা-করুণা জানাই এই নষ্ট ব্যবস্থার স্বাপ্নিক ভ্রষ্টদের...
__
দূর্বল চিত্তের 'মানুষ' দেখার আগে একবার ভেবে নিবেন।
ক্ষমা করবেন, এই বিভৎস দৃশ্য দেখতে আপনি যথেষ্ঠ প্রস্তুত নাও হতে পারেন।
ইউটিউবের সৌজন্যে ভিডিও -
মন্তব্য
আমি একজন দুর্বল মানুষ, ভিডিওটা দেখার সাহস করতে পারলাম না।
--
আমার এই দেশেতে জন্ম, যেন এই দেশেতেই মরি...
পাকিস্তান যদি এইসব করে বেহেস্তে যায়, আমি জোর করে হলেও দোজখেই যামু।
-----------------------------------
'''''''''''
তৃপ্তি আমার অতৃপ্তি মোর
মুক্তি আমার বন্ধনডোর
'''''''''''
তৃপ্তি আমার অতৃপ্তি মোর
মুক্তি আমার বন্ধনডোর
এই যদি সত্যি ঈশ্বরের ধর্ম হয়, তাহলে সেই ঈশ্বরের আমার দরকার নেই।
আবার লিখবো হয়তো কোন দিন
যাদের আগ্রহ আছে তারা এই লিংকে ক্লিক করে ইমারানা বিবি'র পোষ্টে শরীয়া আইন নিয়ে আলোচনা ও তর্ক দেখে নিতে পারেন ।
অনেক আগের পোষ্ট ও মন্তব্য তখন ঐ ব্লগে লিখা হতো । ওদের টেকনিকেল পরিবর্তনের কারনে তর্কে অংশ নেয়া অনেকের নামই আর উল্লেখ্য নয় ওখানে । তবু ধর্মজীবিদের শরীয়ার সপক্ষে বর্বর যুক্তিগুলো দেখে নেয়া জরুরী ।
এই শরীয়া আইনের নামে আমাদের দেশে ও নূরজাহানকে পাথর ছুঁড়ে হত্যা করা হয়েছে । এই আইন নামের আপদটা কোন একটি দেশের জন্য নয় সমস্ত মানবগোষ্ঠীর জন্যই এক তীব্র অপমান ।
দানব রাষ্ট্র পাকিস্তানের ঐ নাম না জানা কিশোরীর জন্য কষ্ট পাচ্ছি ।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
লিঙ্কটাওতো কাজ করছে না।
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
ধিক!
আহা , আস্তমেয়েকে মিস করি এসব পোস্টে ।
আগের সেই টেস! নাই
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
কী আর বলব?
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
ভিডিওতে ক্লিক কর্লাম, বলা হলো যে "This video has been removed due to terms of use violation"
ভালই হলো, নৃশংসতা দেখতে এমনিও ভাললাগে না
পৃথিবীর যাবতীয় পাকির মায়রে বাপ...
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
ধর্মজীবীরা বরাবরই বর্বর - এ তো নতুন কিছু নয়।
ধিক তাদের সবাইকে।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
......
'This video has been removed due to terms of use violation.'
চারদিন পর অনলাইনে ঢুকে মনে হয় দেরি করে ফেললাম। উপরের লেখাটার সৌজন্যে ভিডিওটা আর দেখা হলো না। তবে বিষয়টা লোমহর্ষক এবং অমানবিক বর্বরতায় অভিযুক্ত। এখানে যারা ধর্মের লেবাস যুক্ত করতে চায় এরা ভণ্ড ছাড়া আর কী ! এটা এতোই পাশবিক বর্বরতা যে, ঘৃণা প্রকাশ করতেও ঘৃণা বোধ করছি। যারা এসব ঘটাচ্ছে, তাদের আকার আকৃতি নিজের মতো দেখে নিজকে মানুষ ভাবতেও লজ্জা বোধ হচ্ছে !!!
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
কী নির্মম। কী পাশবিক। কোন সুস্থ মানুষ যে এইসব করতে পারে, এবং সমর্থনও জানাতে পারে, তা কল্পনাতীত।
মোরশেদ ভাইয়ের লিংকে গিয়ে পুরোটা পড়ে শেষ করতে পারলাম না। কী হাস্যকর সব যুক্তি।
ভাল্লাগে না এসব আর।
লেখাটা অসাধারণ হয়েছে।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
ধর্ম আর মানুষ- দুটো আলাদা শব্দ হয়ে যাচ্ছে দিনে দিনে... মানুষগুলো ধার্মিক অথবা বিধর্মী হউক, অমানুষ না হউক...
এই শুধু প্রার্থণা...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
শান্তির ধর্ম ইসলামের এই পাশবিক রুপ কখনোই হযরত মুহাম্মদ (সঃ) চাননি - আমি নিশ্চিত।
...ওদের সুমতি হোক।
-------------------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!
"শান্তির ধর্ম ইসলাম" - এই তকমাটি বড্ডো বেশি আরোপিত। শান্তির কথা ইসলামে অবশ্যই আছে। কিন্তু সম্পূর্ণ বিপরীতধর্মী কথাও কোরানে এতো প্রকটভাবে উপস্থিত যে, "শান্তির ধর্ম ইসলাম" বলতে মন সায় দেয় না একেবারেই।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
কি আর বলব? মনটা এত খারাপ হয়ে গেল। ভাগ্য ভাল বাংলাদেশে শরিয়া আইন চালু হবার সম্ভাবনা নাই ।
আমার স্ত্রী সিলভিয়াও খুব আপসেট।
মৌলবাদীদের সাথে আমার সাম্প্রতিক এনকাউন্টার জানাই। শুক্রবারের নামাজটা আমি পড়ি। কেন পড়ি সেটা গৌন। মসজিদে যাবার পথে একসাথে কারপুল করি সহকর্মী মোহামাদ আর পাশের আরেক অফিসের চাকুরে আলা। প্রতিবার যাবার পথে আর ফিরে আসবার পথে আমার সাথে তুমুল ঝগড়া হয় এই দুজনের সাথে।
সাম্প্রতিক একটা বিষয় হলো রিলিজিয়াস ডিস্ক্রিমিনেশন। খুতবা দেবার সময় ইমাম সাহেব জানালেন কোন এক্সিউটিভ পজিশন নন মুসলিমদের দেয়া যাবে না। তো আমার তো মেজাজ গেল চড়ে। তুমুল ঝগড়া শেষে সেদিন রাতে আলা গিয়ে ইমামকেই জানাল কথাটা। এখন ইমাম সাহেব আমাকে "সবক" দেবার জন্য ডেকেছেন।
আর কতদিন এসব সহ্য করতে পারব জানিনা। মসজিদে গেলে মনে হয় ছুটে বেরিয়ে আসি।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
যে যার অবস্থান থেকে ব্যাপারটাকে দেখে। জীবন বিধানকে ধিক্কার দেয়ার চেয়ে যারা জীবন বিধান প্রয়োগ করছে তাদের ধিক্কার দেয়া প্রয়োজন। শরিয়া আইনের প্রয়োগে যারা করে তারা নিজেরা কতটা ধার্মিক সেটা মনে হয় বিবেচ্য বিষয়। অনেকটা দূর্নীতি দমন কমিশনের প্রধানের যেমন হতে হবে দূর্নীতিমুক্ত; অন্যভাবে বলা যায় ভূত তাড়ানোর জন্য ভূত-বিহীন সরিষা।
সন্ন্যাসী যেমন বলেছেন, "ধর্মজীবি"। আমি মনে করি এই উপাধিই তাদের জন্য যথার্থ। এরা ধার্মিক নয়, বরং ধর্মজীবি। ধর্মের অপব্যবহার করে প্রকারন্তের ধর্মকেই প্রতিপক্ষ করে তুলছে। প্রত্যেকটা শাস্তিকেই সময়, পারিপার্শিক অবস্থা কিংবা সমাজ ব্যবস্থার আলোকে ব্যাখ্যা করা যায়। যেমন এই যুগে এসে আমরা কিছু শাস্তিকে বলছি মধ্যযুগীয়। ইদানিংকালেও অনেক দেশেই সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড-- অর্থাৎ হত্যার বদলে হত্যা, কিংবা না হত্যা করেও হত্যা (যেমন এসিড ছুঁড়লে মৃত্যু দন্ড হতে পারে)। এসবই একই শাস্তির ভিন্ন ভিন্ন রূপ মাত্র। এই ধারায় আজ থেকে ৫শ বছর পরে আজকের শাস্তিগুলোকেও মধ্যযুগীয় বা সেরকম কোনো নাম দেয়া হবে এটা ধারণা করতে পারি।
আমি এটাকে ধর্মের অপব্যবহারই বলব। বাংলাদেশে যারা শরিয়া আইনের স্বপ্ন দেখে আগে আয়নায় তাদের নিজের চেহারার দেখে নেয়া উচিত। যে দেশে এখনো সাম্য প্রতিস্ঠা হয়নি, যেখানে দূর্নীতি ঠেকানোর মত একটা সৎ মানুষ খুঁজে পাওয়া যায়না, যেখানে অধিকাংশ মানুষই প্রকৃত অর্থে ধর্মের কোন চর্চা করেনা, সেখানে শরিয়া আইনের প্রয়োগ হলে অবস্থা এই ভিডিওর মতই হবে।
ব্যক্তিজীবনে যারা ধার্মিক নয়, তাদের হাতে ধর্মীয় আইন ও তার প্রয়োগ অনেকটা কামারের হাতে দইয়ের বায়নার মত।
আর শরিয়া আইন কি শুধু মেয়েদের জন্য প্রযোজ্য? ব্যাভিচার কি একা একা হয়েছে? পুরুষটার কি কোন বিচার হয়েছে? শরিয়া আইনে কি শুধু মেয়দের শাস্তির কথাই লেখা আছে?
"নারীর দুঃখের দশা অপমানে জড়ানো
এই দেখি দিকে দিকে ঘরে ঘরে ছড়ানো"
কবিতা- "অবিচার"
রবীন্দ্রনাথ ঠাকুর
এখানে গেলে ভিডিওটা এখনো দেখা যায়।
কিন্তু দেখে কি হবে? মানুষ হিসাবে নিজের অক্ষমতাটাই শুধু প্রকট হবে।
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
ভিডিওটা দেখলাম। এবং দেখলাম মানুষ নামের কিছু পারভার্টেড পশু সরাসরি রেপ করতে না পেরে কিভাবে ধর্মের নাম দিয়ে নারীদেহের বিশেষ জায়গায় দোররা মেরে বিকৃত যৌনসুখ উপভোগ করছে ! ধিক এইসব পশুদের !
এ দৃশ্য দেখে একটা স্বাভাবিক মানুষ সুস্থ থাকে কী করে !! আমি নিজেই তো অসুস্থ বোধ করছি... !
হাঃ ধর্ম ! হাঃ মানুষ !!
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
আমি মোটামুটি নিশ্চিত, এই লোকগুলো দু'চারটা করে ছোট প্যান্ট পড়েছিল... গালি এসে যায় মুখ ভরে।
আপনার দেওয়া লিংকটি দেখার সাহস হলো না।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
ধিক্কার।
.........................
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
সন্ন্যাসীর সাথে একমত।
ধিক্
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
সহমত এবং সহ ধিক্কার জানাই।
একই সাথে এখানে একটু উঁকি দেয়ার অনুরোধও করি। হয়ত একেবারেই অপ্রাসংগিক মনে হতে পারে। আবার কেউ কেউ হয়ত ভাবনার খোরাকও পেতে পারেন এখান থেকে।
ভাবনার খোরাক পেলাম, তবে ঢেকে ঢুকে না চললে ধর্ষিতা হতে হবে এই ব্যাপারটা আমি বুঝি না...কেউ দামি গাড়ি রাস্তায় রেখে যাওয়ার মানে এই না যে আমি তা তালা ভেঙে চুরি করে নিয়ে গেলে ঠিক আছে.. তাই না?
রাস্তার মাঝে গাড়ি রেখে যাওয়া অনাকাঙ্খিত.. কিন্তু তা আমার অপরাধকে কোনভাবেই জাস্টিফাই করে না
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
অপরাধকে জাস্টিফাই করা হয় নি।
আমার ধারণা, আমার অপরাধকে জাস্টিফাই করা হয়নি। আপনি কি আরেকবার লিংকটি দেখবেন?
সালেহীন, লিংক না দিয়ে আপনি নিজের বক্তব্য দিলেই ভালো করবেন। রোমান অক্ষরে দেয়া সবকও বুঝিনি। বাংলা হলে ভালো হয়।
আপনার মতামত জানতে আগ্রহী।
----------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
মতামত তো ৩৩নম্বর মন্তব্যের ঘরেই দেয়া আছে ভাই। অধিক আলোচনায় কি ফল আসবে, বলুন ? আর লিংকটি তো কেবল ভাবনার খোরাকীর জন্যেই, তার বেশী তো কিছু নয়।
বাকরুদ্ধ
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
আশ্চর্য অধর্ম কি শুধু মেয়েটাই করেছে? এখানে পুরুষটি কই? তাকে শাস্তি দেয়ার দৃশ্যটি কই? যদিও শাস্তি যাকেই দেয়া হোক, তাতে শাস্তি দেয়াটা বৈধতা পায় না। কিন্তু বুকটা ভাঙছে, মেয়েটার চিৎকার কানে বাজছে, মনে হচ্ছে মেয়েটি নয়, আমিই ওখানে শুয়ে আছি, আমার মাথা পা চেপে ধরেছে দু'জন পুরুষ, আমার পড়ছে ধর্মের দোররা।
আমি জানি, এখানে নারী-পুরুষ বিষয়টি আনা যুক্তিযুক্ত হচ্ছে না, তারপরও দেখুন, একটি মেয়েকে দু'জন পুরুষ চেপে ধরে ধর্মের দোর্রা মেরে যাচ্ছে - এই নির্দেশ এসেছে একজন পুরুষের কাছ থেকে, কারণ এই ধর্মে নারীকে বিচারিক ক্ষমতা দেয়া হয় না; নারীতো দোযখের দরোজা; তবে হ্যাঁ, নারী আবার বেহেশতী আনন্দের খোরাকও।
যে পবিত্র গ্রন্থ-কিতাব ঘেটে একজন পুরুষ বিচারক এই বর্বর রায় দেয়, এখন একজন নারী যদি সেই গ্রন্থকে মাড়িয়ে যায়, তাহলে সেই নারীকে দোষ দেয়া যাবে কি?
আবারও বলছি, ভুল বুঝবেন না দয়া করে, আমি এখানে নারীর কথা বলেছি সত্য কিন্তু আমি একজন মানুষ হিসেবেই কথাগুলো বলছি, কিন্তু ধর্ম তো মানুষকে আর মানুষ থাকতে দিচ্ছে না, দিচ্ছে কি?
সম্পূর্ণ সহমত।
যে-ধর্ম পুরুষকে সর্বময় ক্ষমতা দান করে নারীকে বানিয়ে রেখেছে অত্যন্ত নিচু শ্রেণীর মানুষ হিসেবে, সেই ধর্মের এমন ব্যবহার খুব অস্বাভাবিক আসলে নয়।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
ভিডিওটা ইচ্ছা করেই দেখলাম
এরা মানুষ না! এরা সব ব্রেইন ওয়াস্ড জন্তু
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
যেহেতু খবরটি নিয়ে ইতিমধ্যে অনেক হেডলাইন দেখেছি, ভাবলাম এবার অবসরে একটু বিস্তারিত দেখি।
১৭ বছরেরে মেয়েটি তার শ্বশুরের সাথে ঘরের বাইরে কোথাও গিয়েছিল কোন কাজে, স্বামীর বদলে। এই হলো অপরাধ।, তালেবানী আইনে। পাকিস্তানী কোন ধর্মজীবী উলেমা এর সমর্থনে কিছু বলেন নি। সম্ভবত কিছু খুঁজে পাচ্ছেন না।
অবশ্য ইসলাম শান্তির ধর্ম এটা সম্ভবত সত্যি না। আসলে ইসলাম শব্দটার অর্থ আত্মসমর্পন (আল্লাহর রাস্তায়), শান্তি নয়। নবী ও প্রথম মুস্লিমরা মদীনাতে মক্কার ব্যবসায়ীদের রাস্তা আঁটকে হাইজ্যাক করতেন। তারা সন্ধি করা , এবং পরে সবাই মুসল্মান হয়ে যাওয়াই বেশি লাভজনক ভাবে। পরে স্পেন পর্যন্ত ইসলামের তলোয়ারী দাওয়াত বেশ কয়েক শতাব্দী কার্যকর ছিল।
ইসলামে নারীর অধিকার পুরুষের অর্ধেক। সনাতন ধর্মে নারী কিছুই পায় না। রাষ্ট্রীয় বিধানে তা পরিবর্তন করা হয়েছে। এক সময় স্বামীর সাথে মৃত্যু বরণ করাই শ্রেয় মনে করা হতো। সেটাও এখন নিষিদ্ধ, কিন্তু মনে হয় নেহেরুর বংশধর বরুণের
হয়তো তাতেও আপত্তি নেই, যদি অমন কথা বলে ক্ষমতায় যাওয়া যায়।
ইহুদীদের ধর্মীয় বিশ্বাস - ঈশ্বরের সাথে তাদের বিশেষ চুক্তি আছে। তারা জাতিগতভাবে শ্রেষ্ঠ।
আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময়ে ফর্মে লিখেছিলামঃ ধর্মঃ লিবেরাল হিউম্যানিজম। প্রভোস্ট কেটে ইসলাম বসিয়ে দিয়েছিলেন। এখন কেউ জিজ্ঞেস করলে বলি ' আমার ধর্মটা জটিল'। 'সেটা কেমন?' ' মানে একটা জটিল বাক্যে শুরু ও শেষ - অন্যের উপকার করার চেষ্টা কর, তবে তা না পারলে অন্তত অপকার করো না।'
লগি-বৈঠা, শহীদ-গাযী কোন দলেই আমি নেই। অনেক কাজ আছে জীবনে।
কোন রেফারেন্স দেয়া যাবে ? বা কোন ব্যাখ্যা ?
মুসলিম বিদ্বেষী সাইট বাদ দিলে, এটি মোটামুটি বিশ্বাসযোগ্য মনে হতে পারেঃ
http://www.scribd.com/doc/228770/Debate-with-Grand-Ayatollah-Montazeri
গুগল করলে আরো অনেক দেখা যায়, যার সবগুলো ইতিহাস বিকৃতি বলে উড়িয়ে দেয়া যায় না।
পুরো ভিডিওটি দেখতে পারলাম না ...... সম্ভব না ...
আমরা দেখলাম সেই দেখার অনেক অদেখা................এখন সময় হচ্ছে সত্যিকে আড়াল করে মিথ্যাকে সাথীর সাথে উচ্চারণ করা। আমরা কি সত্যি সত্যির প্রকাশ করি। না না এবং না। তেল আর তেলেসমাতি চলছে আমাদের তক্তপোশকে আরো শক্ত করার জন্য। ছাড়ি না যত স্বার্থ তার চেয়ে অনেক অনেক বেশী চাই স্বার্থপর হতে....।
গতকাল ভিডিওটা যখন দেখি কোন মন্তব্য ছাড়া ঐ ব্লগ থেকে সাইন আউট করি। আজ অকাজের ভিড়ে হঠাৎ সচলে সেই সব ছবি ...................... আর মন্তব্য আপনার অযাচাই মন্তব্যের তলায় নিজেকে ঠাই করালাম।
মরণ রে তুহু মম শ্যাম সমান.....
ঘৃণার শক্তি কম না। ঘৃণা দিয়ে আমরা ভাষা পেয়েছি। রাষ্ট্র পেয়েছি।
জাপান বিশ্বের সবচেয়ে বড় টেকনোলজি ডেভেলপার হয়েছে। সবই ঘৃণারই ফসল। আমাদের ঘৃণা হয়তো একদিন এইসব বীজাণু পরিস্কার করতে সাহায্য করবে।
___________________________
বাংলাদেশ আমার বাংলাদেশ
ধিক্কার
বেশি কথা বলতে ইচ্ছা করছে না ।
দেশ স্বাধীন করে আমাদের পূর্বপুরুষেরা আমাদের বিশাল উপকার করেছেন ।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
সুমন চৌধুরি - কথাটা একটুও খারাপ শোনাচ্ছে না, বরং এসব ব্যাপারে জিরো টলারেন্স না থাকাটাই খারাপ হতো .........!
সম্পূর্ণ সহমত জানিয়ে গেলাম। ভদ্রতা এক জিনিস, আর নির্বিকার ভাবে নিজের অস্তিত্ব ও বোধ শক্তি বিকিয়ে যেতে দেওয়া আরেক।
কী জঘন্য কী কষ্টের একটা ঘটনা
এখানেও ক্রিটিক্যাল জাজমেন্ট করার মতো বর্বর কেউ থাকতে পারে?
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
আর কিচ্ছু বলার নাই আসোলে। এমন ব্যাপারস্যাপারই চোখে পড়ে ব'লে পত্রপত্রিকা এমনকি নেট-যোগেও দেশ-দুনিয়ার খবর রাখা একরকম ছেড়েই দিয়েছি বহুদিন হয়।
শিমুল, এই ঘটনাটা এভাবে জানানোর জন্য আপনাকে ধন্যবাদ দেবো কি না তা-ও বুঝতে পারছি না। স্যরি।
০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
উপরোক্ত "জিরো টলারেন্স"-এ যোগ দিয়ে গেলাম, শতভাগ সহমত জানিয়ে গেলাম। ওই সমস্ত ক্রিটিক্যাল জাজমেন্ট শুয়োরের বাচ্চাদের ইয়ে দিয়ে ঢুকানো উচিত।
ছি!
কই রাখবো এই অসহয়তাগুলো, এই দুঃখগুলো, আর সমষ্টির এই লজ্জাগুলো?!
কী অক্ষম এই মানুষ জনম!
০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
নতুন মন্তব্য করুন