আমার ব্লগ জীবনের প্রথম দিকে যে কজন মানুষের লেখা পড়তাম, কমেন্ট করতাম এবং ফিরতি কমেন্টের জন্য অপেক্ষা করতাম- তাদের অন্যতম এস এম মাহবুব মুর্শেদ। প্রথম দিকে প্রোফাইলে বিশাল পেশিবহুল এক মানুষের আঁকা ছবি ছিলো।
ভাবতাম - ব্যাপক গম্ভীর একজন মানুষ হবেন।
কিন্তু, কমেন্টে দেখতাম অন্যরকম। প্রাণ খোলা মানুষ।
এস এম মাহবুব মুর্শেদ লগ ইন করা মানে প্রথম দু'পাতার সব লেখা পড়ে কমেন্ট করা...
সে সময় তার ট্রেড মার্ক কমেন্ট ছিলো - "জব্বর হইছে"।
মনে পড়ে - ব্লগে একটি ধারাবাহিক উপন্যাস লেখাও শুরু করেছিলেন।
কোন কারণে থেমে গেছে...
এরও আগে চৈনিক ফিশফাস নামিয়েছিলেন দুই দুইবার।
তাঁর স্মৃতিকথা ও ভ্রমণ টাইপ লেখাগুলোর হেব্বি ফ্যান ছিলাম।
'ছিলা শামীমের বেহেশত' গল্পটা তো ব্লগজ ক্লাসিক্স... ঃ)
এস এম মাহবুব মুর্শেদ সচলায়তনের কারিগরী দিকের অন্যতম পুরোধা।
নানান ফিচার -সুবিধা নিয়ে কাজ করেন অক্লান্ত... (অথচ জেনেছি - ভীষণ ব্যক্তিগত দুঃসময় তখন)
এতো এতো বৈচিত্র্যময় লেখা লিখতে পারেন তিনি, হয়তো এখন জীবন ও জীবিকা সময় কেড়ে নিচ্ছে, তাই অনিয়মিত...।
সময়ের পাতায় আজ ২৩ এপ্রিল।
আজ এস এম মাহবুব মুর্শেদের জন্মদিন।
শুভ জন্মদিন, মুর্শেদ ভাই!
মন্তব্য
বিশাল হ্যাপি বার্থডে! সবার আগে দিলাম!
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
সুবিনয়দা,
আপনাকে বিশাল থ্যাঙ্কু।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
বাড্ডে বাড্ডে, হেপি বাড্ডে।
কী অবাক, কাল রাতে না জিমেইলে কথা হল, কোন আভাস পেলাম না!
থ্যাঙ্কু। আভাস কেমনে দিবো?
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শুভ জন্মদিন, মাহবুব মুর্শেদ!
থ্যাঙ্কু স্নিগ্ধাদি।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শুভ জন্মদিন, মুর্শেদ ভাই। সচলের ডেভুদের অফুরান প্রাণশক্তির কথা বলে শেষ করা যাবে না। ধন্যবাদ আপনাদের সব রকম প্রচেষ্টার জন্য।
শিমুল ভাইকে লেখার জন্য ধন্যবাদ। অপেক্ষায় ছিলাম।
থ্যাঙ্কু ইফতি ড্যুড।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শুভ জন্মদিন মুর্শেদ ভাই।
বুড়া হয়ে যাইতেছেন, ভাবতেই খারাপ লাগতেসে....
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
বুড়া কই হইলাম। সবেতো ভোর হইল।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শুভ জন্মদিন মাহবুব মুর্শেদকে ...
বাংলাদেশ ভরে যাক এরকম করিৎকর্মা আর ব্রাইট ছেলে দিয়ে ...
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
থ্যাঙ্কু! বাংলাদেশ আমার থেকেও ব্রাইট ছেলে দিয়ে ভরে উঠবে আপনাদের মতো ব্রাইট বড় ভাই থাকলে। (তেলের উপরে তেল )
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
আনন্দে ভরে যাক বাকি জীবন। নিরন্তর শুভেচ্ছা।
ধন্যবাদ পিপিদা!
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
সচলায়তনে আমার প্রিয় মানুষদের একজন হচ্ছেন এই মুর্শেদ ভাই। শুভ জন্মদিন আপনাকে ভাইয়া। আশাকরি দিনটা অনেক ভাল কাটুক।
---------------------------------------------
--------------------------------------------------------
ধন্যবাদ ভুতের বাচ্চা।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
আশীর্বাদ কইরা দিলাম... বড় হইয়া এস এম মাহবুব মুর্শেদের মতো যেন হইবার পারেন...
হে হে, ভালো কইছেন।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
হেভি বাড্ডে, মুর্শেদ ভাই!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
থ্যাঙ্কু বিপ্র।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শুভ জন্মদিন মা-মু,
আপনে কিন্তু কাছেই থাকেন আমার--পলাইতে পারবেন না কইলাম
(পড়ুন, মুহাহাহাহা---পালাবি কুথায়?)
কেককুক খাইতে আইতাসি ---
সত্ত্বর রেডি হউন!!
আর সচল-বাসী, আপনাদের কার কার কেক দরকার দয়া করে জানান, আপনাদের তরফ থেকে আমি কষ্ট করে হলেও খেয়ে আসব---
হাজার হোক, আপনারা আমার বড়ই পছন্দের লোক, সামান্য এই কষ্টটুকুও যদি না করি, তাইলে কেম্নে কি?
তাই নাকি? সত্যি সত্যি আসবেন? ডেলওয়্যার তো মনে হয় পাঁচ ঘন্টার ড্রাইভিং দূরে এখান থেকে। তবে আমি উইকএন্ডে ইন্ডিয়ানা যাবার চিন্তা করছি।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
দিনে দিনে গুনে দেখি কমদিন হলোনা ওর সাথে পরিচয়ের,ঘনিষ্ঠ মহলে আমরা যাকে SM3 ডাকি
সচলায়তনের টেকি দায়িত্ব নিয়ে বেচারার লেখালেখি শিকেয় উঠলো । লেখালেখি ছাড়া ওর আরেকটা বড়গুন ছিলো । ছাগু তাড়ানোতে সে ছিলো একেবারে প্রথম সারির কমরেড ।
তার লেখা 'ছিলা শামীমের বেহেশত'- ছিলো প্রস্তরযুগের ছাগুদের জন্য অব্যর্থ মারনাস্ত্র ।
অভিনন্দন ভ্রাতঃ ।
সচলায়তন ঋদ্ধ হোক তোমার ঋদ্ধতায় ।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
প্রস্তরযুগের কথা বড় মনে পড়ে বস!
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শুভদিন মুর্শেদ
ধন্যবাদ লীলেন্দা।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শুভ জন্মদিন, মাহবুব মুর্শেদ ! পরিচয় নেই তবে সচলবন্ধু হিসেবে শুভেচ্ছা জানালাম।
ভালো থাকুন।
ধন্যবাদ পাঠক।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শুভ জন্মদিন, মাহবুব মুর্শেদ
এম. এম. আর. জালাল
"ফিরে দেখুন একাত্তর ঘুরে দাঁড়াক বাংলাদেশ।"
এম. এম. আর. জালাল
"ফিরে দেখুন একাত্তর ঘুরে দাঁড়াক বাংলাদেশ।"
থ্যাঙ্কু জালাল ভাই।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শুভ জন্মদিন, মাহবুব মুর্শেদ।
থ্যাঙ্কু তানভীর ভাই।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শিমুল ড্যুড,
তোমারে আর কি বলব! তোমার লেখা পড়েই হাসি পাচ্ছে। মেদবহুল না বলে পেশীবহুল, চানাচুর লেখা না বলে বৈচিত্র্যময় লেখা... হি হি হি! থ্যাঙ্কু ব্রো।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
হা হা।
জন্মদিনে হাসিখুশিই তো থাকবেন
আরও বছর ২ আগে, অন্য কোথাও, আপনার এক ইন্টারভিউতে ৬টা প্রশ্ন করেছিলাম। তবে ভূমিকায় কী বলেছিলাম, সেটা আবার বলি -
০৭ ই জুন, ২০০৭ বিকাল ৩:৪০
comment by: আনোয়ার সাদাত শিমুল বলেছেন: শুধু আপনাকে প্রশ্ন করতেই লগইন করলাম @ মুর্শেদ ভাই।
শুরুতেই একটা ধন্যবাদ জানাই। গত বছর আমি এখানে যখন ব্লগিং শুরু করি আপনি ছিলেন সেই প্রথম ২/৩ জনের একজন যারা আমার লেখাগুলো পড়ে উৎসাহ দিতেন, কমেন্ট করতেন। এজন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
জন্মদিন শুভ হোক।
ধন্যবাদ ভুতুম।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শুভ জন্মদিন মাহবুব ভাই। জন্মদিনতো জানলাম, জন্মসালটা যেন কবে
মনে পড়ে আপনি এক্স-কলেজিয়েট, আমি কলেজিয়েটে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম ১৯৮৪ তে
ধন্যবাদ নীড় সন্ধানী ভাই। আমি ১৯৯৫তে কলেজিয়েট থেকে এস এস সি দিয়েছিলাম।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
থ্যাঙ্কু ড্যুড।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
জন্মদিনে পারিজাত শুভেচছা রইল ।
(সচলে আমার প্রথম ব্লগের প্রথম কমেন্ট করেছিলেন | এস এম মাহবুব মুর্শেদ )
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
সচলে আমার প্রথম ব্লগের প্রথম কমেন্টকারও তিনিই।
ইদানীং তো ভাই ব্লগ পড়ারই সময় পাই না।
থ্যাঙ্কু আপনাকে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
জন্মদিনে বিশাআআআআআআআআআল শুভেচ্ছা।
ভালো থাকবেন সব সময়।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
আপনাকেও বিশাআআআআআআআআআল থ্যাঙ্কু।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শুভ জন্মদিন
ভবিষ্যৎ আনন্দময় হউক
শত পুত্র কন্যা দিয়ে ঘর ভরে যাক
থ্যাঙ্কু অমিত। ক্যামেরাবাজির খবর কি?
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শুভ জন্মদিন, মুর্শেদ ভাই!
পোষ্টে ছবি দেয়ার তরিকা জান্তাম্না,আপনারে মেইলে অনেক ত্যাক্ত বিরক্ত কইরা শিখছিলাম ক্যাম্নে ছবি দিতে হয় লেখার সাথে।
আজকের এই দিনে, এসব স্মৃতি পড়ে মনে
ভাল থাইকেন।
থ্যাঙ্কু আকতার ভাই।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শুভ জন্মদিন
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
থ্যাঙ্কু রশীদ ভাই।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শুভ জন্মদিন, মুর্শেদ ভাই।
থ্যাঙ্কু পান্থ।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শুভ জন্মদিন মা.মু
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
খ্যাক খ্যাক কইরা হাসেন ক্যন মিয়া!
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শুভ হউক।
=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা
'
=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা
থ্যাঙ্কু।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
সুপ্রিয় মোর্শেদ, আপনার অসংখ্য ছোট ছোট টিপসের জন্য , সাহায্যের জন্য অনেক ধন্যবাদ, আপনার ব্যায়াম বিষয়ক পোস্ট বা গিটার কর্ডের পোস্টগুলোও কিন্তু আর এলোনা। আর রবীন্দ্রসঙ্গীত গাইয়ে একজন জীবনসঙ্গিনী পাওয়া যে কত বড় ভাগ্যের ব্যাপার, সেটা তো আগেই বলেছি। আপনাকে জন্মতিথির শুভেচ্ছা। ভালো থাকবেন, সবসময়।
আদৌ কি পরিপাটি হয় কোনো ক্লেদ?ঋণ শুধু শরীরেরই, মন ঋণহীন??
গিটার কর্ড আরো কিছু পোস্ট করার ইচ্ছে আছে। থ্যাঙ্কস আপনাকে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
হ্যাপি বাড্ডে, ড্রুপাল ভাই। জন্মদিন ড্রুপালময়, থুক্কু আনন্দময় হোক।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
থ্যাঙ্কু।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
জন্মদিনে অনেক অনেক শুভ কামনা মাহবুব মুর্শেদ।
হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!
থ্যাঙ্কু রিটন ভাই। আপনি এখন কানাডাতে না?
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শুভ জন্মদিন মুর্শেদ ভাই
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
ধন্যবাদ কীর্তি।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
আমেরিকান সময় অনুযায়ী শুভেচ্ছা জানাই আবার। সচলায়তনের পিছনে আপনার অক্লান্ত পরিশ্রমের জন্য অসংখ্য ধন্যবাদ।
থ্যাঙ্কস রেনেট।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শুভ জন্মদিন SM3 ।
একজন প্রিয় ব্লগার, প্রিয় লেখক, যাকে নিয়মিত বিরক্ত করি গত আড়াই বছর ধরে। এবং না দেখা মানুষদের মাঝে একজন প্রিয় মানুষ।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
থ্যাঙ্কস নজমুল ভাই।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
জন্মদিনে শুভেচ্ছা, বার বার ফিরে আসুক
...........................
Every Picture Tells a Story
অনেক ধন্যবাদ মুস্তাফিজ ভাই।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
হেপি বাড্ডে !
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
ধন্যবাদ এনকিদু।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
হেপি বাড্ডে মা.মু ভাই!
---------------------------------
তাও তো ভারী লেজ উঁচিয়ে পুটুশ পাটুশ চাও!
---------------------------------
বাঁইচ্যা আছি
থ্যাঙ্কু স্বপ্নাহত।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শুভ জন্মদিন...
থ্যাঙ্কু নীল।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শুভ জন্মদিন!
সুন্দর মুন্দর মডেলের গাড়ি চালান এই প্রত্যাশা রইল...
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
থ্যাঙ্কু মৃদুল ভাই। তবে গাড়ি চালানোর দিন শিঘ্রী শেষ হতে চলেছে। আমেরিকাতে নাকি ট্রেন চালু করবে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
আপনি তো বিরাট মানুষ রে ভাই। কীর্তিমান। এই অধমের ভালোবাসা গ্রহন করুন! অনেক অনেক শুভকামনা রইলো!
___________________________
বাংলাদেশ আমার বাংলাদেশ
বেশী বড় মানুষ নারে ভাই। বন্ধুরা ভালোবাসা থেকে বাড়িয়ে বলে। থ্যাঙ্কু আপনাকে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শুভ জন্মদিন মাহবুব। অনেক অনেক ভাল থাকবেন।
-----------------------------------------------------------------------------
আমি বৃষ্টি চাই অবিরত মেঘ, তবুও সমূদ্র ছোবনা
মরুর আকাশে রোদ হব শুধু ছায়া হবনা ।।
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
শুভ জন্মদিন, ভাল থাকবেন।
ধন্যবাদ সিমন।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
জন্মদিনের অযুত শুভকামনা জানাই!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
থ্যাঙ্কু তীরন্দাজ ভাই।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
মামু একটা কমপ্লিট প্যাকেজ। আমি এমনিতেই ইন্টেলিজেন্ট লোকদের ফ্যান, তার ওপরে স্ট্রেইট ফরোয়ার্ড হলে তো আরো ব্যাপক। জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
প্যাকেজ বানায় দিলেন!
থ্যাঙ্কু আপনাকে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
মামুর জন্মদিনে ব্যপক অভিনন্দন!!!!
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
আপনাকে ব্যাপক ধন্যবাদ গুরু।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শুভ জন্মদিন মাহবুব ভাই, ভাল কাটুক এইদিন
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
ধন্যবাদ নিবিড়।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
আরে, আমরা দেখি বাড্ডে বাডিজ
অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা থাকল আপনার জন্য, মুর্শেদ ভাই। অনেক ভালো কাটুক আপনার দিন। আনন্দে থাকেন। লেখালেখিতে নিয়মিত হোন। শুভ জন্মদিন
হু বাড্ডে বাডিজ। থ্যাঙ্কস আপনাকে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
- দোস্ত, আমাদের হাবশী দোস্ত তার স্টক থেকে কাঁথা নিয়ে আসার আগেই আমি তোমাকে একটা প্লাষ্টিকের লুঙ্গির শুভেচ্ছা জানিয়ে যাই। আনন্দময় কাটুক আগামী ৩৬৪টা দিন, আর আজকেরটা? অনেক অনেক আনন্দে কাটাও মিয়া।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
এহহে উইজ করা পেলাস্টিকে কাম নাই। থ্যাঙ্কস ড্যুড।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা মুর্শেদ ভাই
........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
থ্যঙ্কু কল্পনা।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শুভ জন্মদিন
থ্যাঙ্কু অনিন্দিতা।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
আমার অতি প্রিয় একটা মানুষ এই এসএমথ্রি ।
অনেকের ক্ষেত্রেই সময়ের ব্যবধানে এই প্রিয়তা কমেছে , বেড়েছে কিংবা লোপ পেয়েছে । কিন্তু প্রস্তর যুগ থেকে এই লোকটার প্রতি প্রিয়তা এক সেকেন্ডের জন্যও কমেনি । আশ্চর্য!
শুভ জন্মদিন প্রিয় মুর্শেদ ।
অনেক ধন্যবাদ আরিফ ভাই।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শুভ জন্মদিন অনেক অনেক শুভেচ্ছা রইল
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
ধন্যবাদ মুমু।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
হাই ড্যুড
হোয়াটয আপ?
ইস ইট বি ডে ম্যান? কুল...
অতি ভদ্র টেকি সচলের জন্য একনিষ্ঠপ্রান মুর্শেদকে শুভ জন্মদিন
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
ইয়ো মেঁ, হোয়াস্সাপ হোয়াস্সাপ!
ধন্যবাদ।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
তারে চোখে দেখিনি, কেবল তার কণ্ঠ শুনেছি...
কামেল ছেলেকে কোমল অভিনন্দন, শুভ জন্মদিন।
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।
খাইছে আপনি তো দেখি গানই লেখে ফেলছেন। থ্যঙ্কু আপনাকে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
নামের ঘাপলা থাকলেও কামের ছেলেকে মানে কামেল লোককে কেউ ভুলে না।
ঐ যে রিটন ডাকলেন মাহবুব মুর্শেদ - শুনলে আমার ঘাপলা লাগে, চট করে মনে করতে পারি না।
তবে এসএমথ্রি ঠিক আছে।
কিংবা সুমন....
শুভ জন্মদিন সুমন।
কর্মনিষ্ঠ মানুষ সবসময়ই সফল হয়। ধ্রুব সত্য। সুতরাং সামনে ভালো দিন আসবেই। অনেক ভালো। অনেক অনেক শুভেচ্ছা।
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
থ্যাঙ্কু শোহেইল ভাই। আমাদের ক্যামেরাবাজীর প্রতিযোগীতা কিন্তু এখনও চালু।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
আমার খুবই পছন্দের মানুষ সুমন ভাই। এই লাইনটাকে অনেক অনেক দুর টেনে নিয়ে যাওয়া যায় ইচ্ছে হলেই, কিন্তু শুভেচ্ছা জানাতে আবার দেরি হয়ে যাবে!
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
-----------------------------------
আমার ইচ্ছে হলো বাজাতে গীটার, মন আমার, মন আমার, মন আমার-
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
অনেক থ্যাঙ্কু কনফু।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
জীবনে প্রথম একটা ব্লগ লিখে বসেছিলাম
আর তার প্রথম কমেন্টটাই ছিলো মা মু'র... অনেক প্রশংসা করে। ভালো লাগার সেই তো শুরু।
শুভ জন্মদিন
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
তাই নাকি? মনে পড়ছে না তো! অনেক থ্যাঙ্কস।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
ভীরু পায়ে সচলায়তনে আসি যখন, তখনো কিছু বুঝি না।
আমাকে সাহস দিয়েছিলেন আপনি।
সেই আপনাকে, জন্মদিনে অনেক অনেক এবং অনেক শুভেচ্ছা।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
জন্মদিনের অনেক শুভকামনা৷ খুব ভাল থাকুন আত্মীয় বন্ধু সবাইকে নিয়ে৷
------------------------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
থ্যাঙ্কু দময়ন্তী।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
হা হা হা ! নিকট অতীতে অতিথি হয়েও বহুৎ ঠেলাঠেলি করেছি ! আশ্চর্য, একটুও অধৈর্য্য হয় নি ! তখনই ভালো লেগে গেছে ! এই দিনে অনেক অনেক অভিনন্দন জানিয়ে সেটা কাটাতে চাই।
জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন সবসময়.......
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
থ্যাঙ্কু রণদীপম।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শুভ হোক ...
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
থ্যাঙ্কু।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
।।শুভ জন্মদিন।।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
পলাশ ভাই ঝগড়া করবেন না?
থ্যাঙ্কু আপনাকে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শুভ জরমোদিন ব্রাদার
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
থ্র্যাঙ্কু বিরাদর।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
সচলের একমাত্র জেনুইন ভদ্র মডু' এর জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা; যার জন্য এখনো সচলায়তনে আস্তে হয়।
খাইছে। বাকিরা অভদ্র নাকি!
ধন্যবাদ আপনাকে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
জ্বরের ধাক্কায় পিছিয়ে পড়েছি, তাই দেরি হয়ে গেল। শুভ জন্মদিন প্রিয় মাহবুব মুর্শেদ। আপনার মত ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো মানুষে আমাদের চারপাশ ভরে উঠুক, অতি চালাকদের দৌরাত্ব তাতে কিছুটা কমবে।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
ঢাকায় শুনলাম সিজনাল জ্বরের প্রকোপ চলছে। সুস্থ হয়ে উঠুন শিঘ্রী এই কামনা করি।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
ভাগ্গিশ ! জন্মাইছিলেন! নাইলে সচলায়তন টাতো হৈতো না!
শুভ জন্মদিন।
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
ধন্যবাদ সুজন্দা।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
জন্মদিনে এক্সেক্সেল সাইজের শুক্না কাঁথার শুভেচ্ছা!
এক্সেল সাইজ কেন ভাই! আমার নরমাল সাইজ হলেই চলবে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
আমি লেইট লতিফ সবার পরে আসলাম শুভেচ্ছা জানাতে।
শুভ জন্মদিন মামু!
থ্যাঙ্কস দ্রোহী ভাই!
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
মাহবুব মুর্শেদ (সুমন),
তোমার জন্মদিনে অনেক শুভেচ্ছা।
আর ধন্যবাদ তোমাকে, আমার মতো "অচল" একজনকে মাঝেমাঝে হলেও "সচল" করার জন্য।
____________________________
শেখ ফেরদৌস শামস ভাস্কর
"আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।"
____________________________
শেখ ফেরদৌস শামস ভাস্কর
"আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।"
থ্যাঙ্কস ভাস্কর ভাই! আপনার লেখা দিতে না পারার জন্য দুঃখিত। ফোন দিব দেখি আজকে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শুভ জন্মদিন
— বিদ্যাকল্পদ্রুম
ধন্যবাদ শিক্ষানবিস।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শুভ জন্মদিন
থ্যাঙ্কস রায়হান।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শুভ জন্মদিন। জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা
কেক্কুকের ব্যবস্থা নাই?
----------------------------------------------------------
স্বপ্ন দেখতে ভালোবাসি। স্বপ্ন দেখতে এবং দেখাতে চাই আজীবন।
----------------------------------------------------------
----------------------------------------------------------
স্বপ্ন দেখতে ভালোবাসি। স্বপ্ন দেখতে এবং দেখাতে চাই আজীবন।
----------------------------------------------------------
থ্যাঙ্কস শামীম।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
জন্মদিনে দিলাম কনক চাঁপা
অনেক তাতে শুভেচ্ছা মাখা
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
থ্যাঙ্ক ইউ তানবীরাদি।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
পড়া হয়নি সচলায়তন বেশ অনেকদিন তাই দেখতে দেরী হলো অবশ্য শুভকামনা দেরীতে হলেও জানাতে অসুবিধা নেই ঃ-)। অনেক অনেক শুভেচ্ছা থাকলো, ভালো থাকুন, সুন্দর থাকুন ।
নন্দিনী
মুর্শেদভাই লেট হয়েছে, তবুও জন্মদিনের শুভকামনা। ভালো কেটেছে অবশ্যই ।
লেট হয়া গেল'রে ভাই। শুভ জন্মদিন।
দৃশা
দেরী করে ফেললাম।
যাই হোক, শুভ জন্মদিন।
[আমার চারপাশ]-[ফেবু]-[টিনটিন]
শুেভচছা জানাই। ভাল থাকেবন। -রু
বড্ড লম্বা লাইন। সুযোগই পাচ্ছিলাম না। তাইতে একটু দেরি হয়ে গেল।
'শুভ জন্মদিন', আনন্দে কাটুক আগামী সময়।
অনেক অনেক শুভেচ্ছা (গুড়)
মাহবুব মুর্শেদ,
জন্মদিনের শুভেচ্ছা নেবেন। আপনার লেখা এবং মন্তব্যগুলো আগ্রহ এবং ভালোলাগা নিয়ে পড়ি। হয়তো সবকিছুতে একমত হই, তা না; তবে আপনার লজিক্যাল আরগুমেন্টগুলো শিক্ষণীয়। ভালো থাকবেন সবসময়।
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
নতুন মন্তব্য করুন