আমি ফেসবুকে একজনকে বন্ধু করেছি -
সে স্ট্যাটাস পালটায়, ছবি পালটায়
পালটায় জন্মতারিখ,
আমি ইউটিউবে একজনকে সাবস্ক্রাইব করছি -
সে নাচে - গায় এবং হাসে
বাংলা-ইংরেজী ও হিন্দিতে,
আমি ব্লগস্পটে একজনকে ফলো করছি -
সে কতো রকম ছলচাতুরি করে
গল্পে ছবিতে দিনলিপিতে, তারপর
ফেসবুকের বন্ধুটি ডিম সেদ্ধ করে স্ট্যাটাসে
ইউটিউবে নর্তকীর বয়স বাড়ে ভিড্যু আপডেটে
ব্লগস্পটের চতুর বাড়ায় হিটখোর্যামি ক্লিকে ক্লিকে,
আর আমি চেয়ে থাকি-
আমি চেয়ে থাকি ফেসবুকে, ইউটিউবে এবং ব্লগস্পটে
চশমার কাঁচ মুছি, নখ খুঁচাই, এন্টিভাইরাস আপডেট করি-
কারা কারা ডিম সেদ্ধ করে খোসা ছিলে খায়
নর্তকীর বয়স বাড়লে কোমর স্থুল হয়ে যায়
ব্লগস্পটে হিট ক্লিকে ক্লিকে ছয় হাজার ছাড়ায়- অথচ
আমার চেয়ে থাকা ছাড়া কিচ্ছু করা হয় না
আমি চশমার কাঁচ মুছি, নখ খুঁচাই, এন্টিভাইরাস আপডেট করি।
মন্তব্য
তারপর আমিও কবি-তা লিখি একদিন
নর্তকীটি দিনকেদিন ডবকা হচ্ছেন। তবে নাচের নতুন কায়দা আবিষ্কার করতে পারছেন না। ঘুরেফিরে সেই একই ...।
ভীষণ বোরিং নর্তকী ইদানিং...
উনার সাথে যোগাযোগ করে ব্যাপারটা জানালে কেমন হয়?
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
আমার সাথে এক ভদ্রলোকের রীতিমত ঝগড়া লেগে গেল। ভদ্রলোক নিজে গান করেন। আমাকে বললেন, 'মমতাজের গলা শুনছ!! একেবারে র ইমোশন।' আমি তাচ্ছিল্য করলে জিজ্ঞেস করলেন, 'আচ্ছা বলো তোমার ভালো লাগে না কেন? কোন কারন আছে?' আমি বললাম, 'শিওর। মমতাজ আমাকে রিপ্রেজেন্ট করে না। মমতাজের গলা উঁচুদরের হতে পারে, র হতে পারে কিন্তু সে যে ধরনের গান করে সেটা আমার কথা বলে না। আমার 'বন্ধু' অন্যের বাড়ির সামনে দিয়াও হাঁটে, আমার বুকটাও 'ফাইট্যা' যায় না।'
এতো কথা বললাম কেন? কি জানি!
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
ইনি কি তিনি নাকি? সম্প্রতি বিবাহিতা?
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
কার কথা বললেন বুঝলাম কি?
তবে বিবাহিতার জন্য কবিতা, এহ!
মৃত কবি তারা যারা কবিতা লেখা বাদ দিয়ে খোমাবই পড়ে সময় কাটায়।
___________________________
বাংলাদেশ আমার বাংলাদেশ
আপনেও কবি হয়া গেলেন!
মূল কাহিনী বিষয়ে অবগত নই বলে কিছুই বুঝলাম না
"চ্রমুত্তরাধুনিক" ট্যাগ লাগায়া দিবেন নাকি ভাইবা দ্যাখেন।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
দিলাম চ্রমুত্তরাধুনিক। সাথে দক্ষিণাধুনিকও দিলাম...।
মূল কোনো বিষয় নাই, সবই বিভ্রম...
চ্রম চ্রম !! শিক্ষাবিদ ভায়েরা এইবার পাইবো তোমারে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
কবিতায় গানে উত্তরাধুনিক শীষ
আপনি আমি শিক্ষানবীশ...
- সারছে, মওলানাও দেখি কোবতে ল্যাখা ধর্ছে!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
মাননীয় ধূ.গো.
এনারা কী নিয়ে আলোচনা করছেন আমাকে একটু বুঝায় বলবেন?
আমারও একই দশা
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
- কোবতে বুঝানো তো কানাডা, নিজে বুঝতে পারাটাই পর্তুগালের পশ্চিম পাড় মাননীয় ধুগো'র কাছে!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
কেউ বিভ্রান্ত হবেন না, প্লিজ!
পোস্টের চেয়ে ধূসরের উত্তর আরো বেশি বিভ্রান্তিকর।
হ। পোস্ট হইলো চ্রমুত্তরাধুনিক।
আর কমেন্টগুলান চ্রমদক্ষিণাধুনিক...
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
ওরে!
-----------------------------------
আমার ইচ্ছে হলো বাজাতে গীটার, মন আমার, মন আমার, মন আমার-
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
কারা কারা ডিম সেদ্ধ করে খোসা ছিলে খায়
নর্তকীর বয়স বাড়লে কোমর স্থুল হয়ে যায়
ব্লগস্পটে হিট হয় হাজার ছয় হাজার - অথচ
আমার চেয়ে থাকা ছাড়া কিচ্ছু করা হয় না
--------------------------------------
খুব ভালো লাগলো! ভার্চুয়াল কবিতা!
সুমিন শাওন
অন্যূন।
=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা
'
=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা
কাব্যে রঙ দিতে দিতে, সবাই দেখে নিয়েন, একদিন আমাদের শিমুলও কবি হয়ে যাবে...!
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
আমিও নাচ দেখুম ইউটিউবের লিঙ্ক দেন
------------------------------
'..দ্রিমু য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
অভিজ্ঞ কারো সাথে আলাপ করেন। ক্যামনে কী করতে হয় হাতে কলমে শিখাইয়া দিবে। নাইলে কিন্তু দেখতে দেখতেই জীবন শেষ হয়ে যাবে!
ইয়ে, লেখার ভেতরে অদৃশ্য কালিতে কিছু মনে হয় লেখা আছে...
নাইলে বুইড়া সচলেরা এত খোঁচান ক্যান ??
...লেখা জবর।
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!
আমারও একটা উত্তরাধুনিক কবিতা আসি আসি কচ্চে, আসা মাত্রই ছেড়ে দিবো ব্লগে।
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
মেরেচেরেমেরেচেশিমুলমেরেচেএকটাচক্কা
কবিতটাতো কবিতার মতোই লাগছে হে বালক।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
তোফা হইয়াছে!
শুধু গান গেয়ে পরিচয়.....
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
শূন্য দশকের কবিতাজগত ওলটপালট হয়ে যাবে, স্যার। রয়েসয়ে লেখেন।
আবার লিখবো হয়তো কোন দিন
সম্পূরক কোবতে
শুধু এই কথা বলতে পারি।
স্যার যে ফেইসবুক-বন্ধুটির কথা বলেছেন,
রচনা করেছেন গুণকীর্তন ব্লগস্পটের যে হিটখোরের, অথবা
যে গুণবতী সদ্যকিশোরি বা রমণী নৃত্যশিল্পীর ছবি এঁকেছেন,
তাদের কেউ চেনে নি।
অতঃপর, বিশ্বাসী সচলবৃন্দ,
স্যারের ফেইসবুক বন্ধু, হিটখোর ব্লগার এবং শিশু-হৈতে-কিশোরি-রমণীতে পরিণত হওয়া য়ুটিউব-শিল্পী,
আপনি কি এদের সাক্ষাত পেতে চান?
তাহলে চোখ রাখুন য়ুটুবের পর্দায়, কান রাখুন ফেইসবুকের স্পিকারে।
বুক পাতুন ব্লগস্পটের ময়দানে।
অন্যান্য ইন্দ্রিয়কে সমর্পণ করুন, বেখেয়ালে
কোন তরঙ্গ যেন মিস না হয়ে যায়।
নিশ্চয়ই বিশ্বাসীরা পথভ্রষ্ট হয় না।
শুধু এই কথার নিশ্চয়তা দিতে পারি।
আবার লিখবো হয়তো কোন দিন
স্যার, আপ্নিও উত্ত্রাদুনিক!!!
খাড়ান মাওলানার ফ্রেন্ডলিস্ট চেক করতেছি।
এহ! আপনেরে ফেসবুকে এক্সেস দিলে তো!
এই কবিতার একটা বাংলা অনুবাদ দরকার...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
ভেতরের গপ্পো যে কী তা কে জানে! তবে ডিজিটাল যুগে চ্রম ডিজিটাধুনিক কোবতে হইছে।
আচ্ছা।
আরে...
অনেক নতুন কমেন্ট, খেয়াল করি নাই। ধন্যবাদ- আলবাব ভাই, পান্থ, প্রহরী, নজরুল ভাই এবং সবাই...
এইটা ভালৈসে। পুরা উত্তরাধুনিক।
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
নতুন মন্তব্য করুন