ছবি ব্লগ : Eat, Drink, Die

আনোয়ার সাদাত শিমুল এর ছবি
লিখেছেন আনোয়ার সাদাত শিমুল (তারিখ: রবি, ০৭/০৬/২০০৯ - ১১:৩৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

১৩ রকম ব্যস্ততায় দিন যায় আজকাল।
সচল থাকি, সচল রাখি...
_

[১০ শব্দের
কম লিখে
পোস্টানো যায় না
;( ]

-


মন্তব্য

দ্রোহী এর ছবি

রাইতের খাওয়া বাদ পড়েছে। দেঁতো হাসি

সাইফুল আকবর খান এর ছবি

আইচ্ছা, রাইতে না খাওয়াটাই কি রাইতের পক্ষে ভালো না কি? দেঁতো হাসি
আমি জানি না ঠিক, তয় আত্কা এইরম একটা সন্ধ হৈলো বইল্যা সরল মনে জিগায়ালাইলাম।
চোখ টিপি
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

ভূঁতের বাচ্চা এর ছবি

বিয়ার খাইয়া পেট ভইরা গেসিল মনেহয় !
------------------------------

--------------------------------------------------------

দুর্দান্ত এর ছবি

মাত্র ১৫ মিনিটের প্রাকক্রীড়া? ধুর মিয়া বেরসিক।

সাইফুল আকবর খান এর ছবি

চলুক
তয়, সরল মনে আরেকটা প্রশ্ন ভাইজান-
PERFECT NIGHT না ক্যান?
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

সবজান্তা এর ছবি

মারাত্মক ভুল আছে একটা।

ত্যাগের সিম্বল মানে হাগাজনিত কোন কম্পানীকে রাখা হয় নাই, টিস্যু হইলে সেই কোম্পানী, কিংবা সাবান হইলে তার লোগো চোখ টিপি


অলমিতি বিস্তারেণ

প্রকৃতিপ্রেমিক এর ছবি

২২:১০ থেকে ২৩:০০, ৫০ মিনিটের মধ্যে তিনটা প্যাকেট খালি করা কিভাবে সম্ভব চিন্তিত

ভূঁতের বাচ্চা এর ছবি

আমিও পুরা টাশ্‌কি খাইয়া গেলাম।
-------------------------------------

--------------------------------------------------------

নীড় সন্ধানী এর ছবি

তিনটা প্যাকেট একবারে খরচ হইছে, বাড়তি সতর্কতা!! চোখ টিপি

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
সেই সুদুরের সীমানাটা যদি উল্টে দেখা যেত!

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

তানবীরা এর ছবি

পার্ফেক্ট এর সংজ্ঞা কি ?

---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

ভূঁতের বাচ্চা এর ছবি

শিমুল ভাইয়া আপনার দেওয়া শিরোনামটার ব্যাপারে একটু আলোকপাত করেন।
---------------------------------------------

--------------------------------------------------------

প্রকৃতিপ্রেমিক এর ছবি

এই লেখায় কেউ কমেন্ট করছেনা কেন? আমি লাইন ধরায়া দিলাম তার পরেও এত কিসের শরম?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আমিও তো অনেক অপেক্ষায় থাকলাম, কেউ কিছু বললো না ;(

কীর্তিনাশা এর ছবি

চ্রম..........!!!!!

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

অনীক আন্দালিব এর ছবি

শিরোনাম তো ভুল হইলো। খাওয়া-পান-মৃত্যু কিভাবে? এখানে তো খাওয়া-পান-সহবাস। (??) কেম্নে কি?

এনকিদু এর ছবি

শেষের তিনটা মনে হয় পিল ভেবে গিলে খেয়ে মারা গিয়েছে, তাই নাম খাওয়া পান মৃত্যু ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

প্রকৃতিপ্রেমিক এর ছবি

চরম কমেন্ট!

পরিবর্তনশীল এর ছবি

কিছু গুরুত্বপূর্ণ জিনিস বাদ পড়ছে। দেঁতো হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

লিস্ট দেন জনাব...

অতন্দ্র প্রহরী এর ছবি

জীবনটা মাঝে মাঝে কী অর্থহীন রুটিনে বাঁধা পড়ে যায়, না?

রিয়াজ উদ্দীন এর ছবি

কন্স্যুমারিজম। জীবনের অঙ্কটারে তো এক্কারে সরল অঙ্ক বানায়া দিলেন। মজা পাইলাম।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।