কিংকং তার নায়াগ্রা ভ্রমণের পোস্টে বলেছিলো - ঢাকা শহরে এসে চিড়িয়াখানা না দেখা আর কানাডা এসে নায়াগ্রা না দেখা সমান। পুরোপুরি ঠিক। তবে, কলেজের নুরুন্নবী স্যারের কথাও মনে পড়ে - এক সময় ঢাকা এসে গুলিস্তান হলে সিনেমা না দেখলে, কিংবা মরণচাঁদের মিষ্টি না খেলে নাকি ঢাকা সফর পূর্ণাঙ্গ হতো না।
বর্ণনায় বিরক্ত না করি।
বরং ছবিই দেখি।
ডেটলাইন ২২-২৩ জুন, ২০০৯।
__
-০১- নায়াগ্রা শহরের আকাশ...
__
-০২- হোটেলের জানালায় বসে সচলায়তনে চোখ...
__
-০৩- প্রথম দিন বিকেলে, বাতাস ছিল খুব, সাথে রঙধনু!
__
-০৪- আগেরটা, এইটাও - কানাডা সাইডের
__
-০৫- এইটা আমেরিকার সাইডের...
__
-০৬- লম্বা লাইন, বাস মিস হবে ভয়ে, মেইড অব দ্য মিস্ট'এ ওঠা হয়নি ;(
__
-০৮- আম্রিকার দিক থেকে ঠিক মতো দেখা যায় না, ব্রিজের মাথা বানিয়ে দেখার চেষ্টা...
__
-০৯- এরকম একটা সাইকেলের শখ বহুদিনের ;(
__
-১০- এখানে সিনেমার নায়িকারা ঝর্ণায় পাথরায় না ;(
__
শেষে একটা জোক বলি।
আসলে সত্য ঘটনা।
টরন্টোতে রফিক ভাই বলে একজন আছেন। ক্যাব চালান। মাঝে মাঝে ঘুরন্তিস লোক পেলে এখানে ওখানে নিয়ে যান। একবার ৩ জন যাত্রী পাওয়া গেলো - টরন্টো থেকে নায়াগ্রা যাবে। সারা দিনের কন্ট্রাক্ট - সন্ধ্যায় টরন্টো ফিরে আসবে। এই ছিলো বোঝাপড়া। রফিক ভাই নিয়ে গেলেন।
কিন্তু, নায়াগ্রা ফলসে গিয়ে ঐ তিনজনের মাথা গেলো ঘুরে। সন্ধ্যা হয়ে আসছে, কিন্তু তারা ফিরবে না। রফিক ভাইকে বলছে - তারা রাতের নায়াগ্রা না দেখে ফিরবেই না। অন্ততঃ রাত এগারোটা পর্যন্ত থাকতে হবে। ওদিকে রফিক ভাইয়ের ফেরার তাড়া, গাড়ী পার্কিংয়ের বিল বাড়ছে। খানিক ভেবে রফিক ভাই বললেন - 'রাতে থেকে থেকে তো লাভ নাই, কিছু দেখা যাবে না...'
তিনজন অবাক হলো, 'কেনো?'
রফিক ভাই বললেন - 'রাতে সব সুইচ বন্ধ করে রাখে, পানি পড়ে না...'
তারা আরও অবাক - 'কেনো, বন্ধ রাখে কেনো?'
'আরে বন্ধ রাখবে না? কেউ তো থাকে না, শুধু শুধু এতগুলো পানি নষ্ট করার কী দরকার?' রফিক ভাই এমন ভাবে বললেন যেনো 'ধুর, আপনারা কিচ্ছু বোঝেন না'।
তারপর আর কী করা। সুইচ বন্ধ করে দিলে পানি যখন পড়বেই না, তখন থেকে আর কী লাভ। তিনজন গাড়ীতে গিয়ে ওঠে।
রফিক ভাইও গাড়ি স্টার্ট দেন।
এটুকু শুনে জিজ্ঞেস করি- 'তিন জন যাত্রী কোন দেশের ছিলো?'
আবার্জিগস!
কোন দেশের আর! পাকমন পেয়ারুন্তিস!
মন্তব্য
রফিক ভাইরে লাল সেলাম!
জোক্টায় মজা পাইলাম
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
হা হা হা
জোকটা সেইরাম হইছে।
এইরকম সাইকেলে ওঠে কেমনে?
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
.
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
বড়ই উচিত প্রশ্ন! চিন্তাযুক্ত!!
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
রফিক ভাই আর শিমুল ভাইরে জাঝা।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
টরন্টো থেকে নায়াগ্রা যাবার সবচেয়ে সহজ ও সস্তা উপায় হলো ক্যাসিনোর বাসে যাওয়া। আসা-যাওয়া মিলে বোধহয় ২০ টাকা খরচ হয়। যারা ভবিষ্যতে যেতে চান, তাদের জন্য ফ্রি পরামর্শ
-জনস্বার্থে ব্র্যাক
ছবিতে
এটাই বলতে চাইছিলাম। সবখানেই একই কাহিনী। ক্যাসিনোর বাসে উঠলেই..
ছবি দেখে সুন্দর লাগছিল। তারপরে জোকস পড়ে হাসতে হাসতে শ্যাষ! এইটা সত্যি ঘটনা হয়ে থাকলে রফিক ভাইয়ের সাথে কোলাকুলি করতে মন চাইতেছে। কী দিল!! শালার পাকমন গুলারে ধইরা দেওনেরই কাম এমনে! :D:D
বাহ্ ! সুন্দর ছবিউপহার আপনার। ওদিকটায় যাওয়া হয়নি এখনো।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
নিজেকে দেখালেন নায়াগ্রা,
এবার কাহাকে শেখাবেন ভায়াগ্রা?
( আমি নই, অধম চন্দ্রিলের জিজ্ঞাস্য)
-----------------------------------
আমার ইচ্ছে হলো বাজাতে গীটার, মন আমার, মন আমার, মন আমার-
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
তাহলে শিমুল, আপনার জন্যে কি সুইচ বন্ধ করে নি...!
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
কানাডা না দেইখা আর থাকা যাইতেছে না।
- প্রথম ছবিটার নীলে চোখ ধাঁধিয়ে গেলো, আক্ষরিকই। এতো নীল কেনো আকাশ!
নুরুন্নবী স্যার, মানে ফিজিক্সের- নটরডেমে এসেছিলেন? আছেন এখনো?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আমি যেবার গেছিলাম সেবার কতৃপক্ষ সময়মতো সুইচ বন্ধ করতে ভুলে গেছিলো!
খুবই আমোদ পাইলাম। রফিক ভাইয়ের জন্য শুভেচ্ছা।
ভালো কথা, ঐ সাইকেলটা কোথায় কিনতে পাওয়া যাবে? আমার ছোট মেয়ে বায়না ধরছে, এক্ষুনি ওরকম একটা সাইকেল ওর চাই.....ই।
_________________________________________________________
খাতার দিকে তাকিয়ে দেখি,এক পৃথিবী লিখবো বলে-একটা পাতাও শেষ করিনি।
_________________________________________________________
খাতার দিকে তাকিয়ে দেখি,এক পৃথিবী লিখবো বলে-একটা পাতাও শেষ করিনি। ( জয় গোস্মামী)
এ পর্যন্ত ৬বার নায়াগ্রা গিয়েছি। প্রত্যেকবারই ঢাকায় নতুন কেউ এলে যেমন চিড়িয়াখানা দেখাতে হয়, সেভাবে যাওয়া। তবে রাতের নায়াগ্রা জীবনের প্রথম যখন দেখি তখন আসলেই তার লাইট অফ ছিল (মানে ক্লান্তিতে শরীরের লাইট অফ ছিল)। সে কাহিনী পরে একদিন বলবো।
ছবিগুলো সুন্দর হয়েছে। কিন্তু এত কম ছবি কেন? নায়াগ্রার অন্তত ২০টা ছবি দিতে হয়। হিমুর সূত্র অনুযায়ি সাধারণ ছবিব্লগের জন্য ১০টা হলে নায়াগ্রার জন্য হবে ২০টা।
জোকটা পড়ে হাসতে হাসতে পেটে ব্যাথা। আগে থেকে একদম ধারণা করতে পারিনি
সবাইকে
এই নিয়া ৩ বার গেলাম, আরো ৩০ বার জাইতে মনে চায়
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
মাগো এইডা কী শুনলাম
আল্লারে
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
রফিক ভাই জিন্দাবাদ!
ছবি , পোস্ট আর জোকের জন্য শিমুল ভাইকে
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done
---------------------------------------------------------------------------
একা একা লাগে
এটুকু শুনে জিজ্ঞেস করি- 'তিন জন যাত্রী কোন দেশের ছিলো?'
আবার্জিগস!
কোন দেশের আর! পাকমন পেয়ারুন্তিস!
রফিক ভাইয়রে ঝাইঝা দিলাম
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
জুক্সটা মারাত্মক হইছে!
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
সেই সুদুরের সীমানাটা যদি উল্টে দেখা যেত!
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
গরীবের জন্য এইর'ম পরোপকারী পোস্ট দিছেন জন্য অনেক ধন্যবাদ।
নায়াগ্রা আসোলেই সৌন্দর্য! সব সুইচ বন্ধ কইরা দেওনের আগে একবার গিয়া দেইখা আসা লাগবো!
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
আহা নায়াগ্রা! ২ বার গেছি, দুইদিক থেকেই দেখেছি৷ আর একবার খুব শীতে যাওয়ার ইচ্ছে আছে৷ আমাদের দেশে পাঞ্জাবীদের নিয়ে এরকম জোকস চালু আছে৷
ছবিগুলো এক্কেবারে হু-হা হয়েছে শিমুল৷
আর ইয়ে, কনফুর প্রশ্নটার দিকে তীক্ষ্ণ নজর রাখলাম৷
--------------------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
ছবিগুলো সুন্দরান্তিস
রফিক ভাইকেই খুঁজছে সচলায়তন
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
জোকটা চরম!
ছবিগুলা সুন্দর। বাস্তবে দেখিনি, কখনো দেখা হবে কি না জানি না, তবে কিংকং বা আমার বন্ধুদের তোলা ছবিতে আর শোনা কাহিনীতে নায়াগ্রা সম্পর্কে অনেকটাই জানা হয়ে গেছে।
বড় হয়ে হয়ত একদিন যাব...
নতুন মন্তব্য করুন