সকাল বেলার খিদে: কী আশায় বাঁধি খেলাঘর

আনোয়ার সাদাত শিমুল এর ছবি
লিখেছেন আনোয়ার সাদাত শিমুল (তারিখ: শুক্র, ১৭/০৭/২০০৯ - ৮:০৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এসবই তোমার সকাল বেলার খিদে, সন্ধ্যে বেলা যাবে ফুরিয়ে, দেখতে দেখতে আরো একটা দিন চলে যাবে – জীবন থেকে যাবে হারিয়ে: হ্যাঁ অঞ্জন দত্তের গান। সংবাদপত্রের নানান খবর – সঙ্গতি – অসঙ্গতি নিয়ে ব্লগে সকাল বেলার খিদে প্রথম লিখি দুই বছর আগে, দ্বিতীয় পর্ব লিখি তারও এক বছর পরে। আজ অনেকদিন পরে তৃতীয় বারের মতো সকাল বেলার খিদে সিরিজে লিখতে গিয়ে দেখি, বাংলা সংবাদপত্র এখন আর সকাল বেলার খিদে নেই, অনেকটা বিকেলের নাশতা হয়ে গেছে। উত্তর আমেরিকা আসার পর থেকে - দুপুরের খাবারের পর থেকে মন উসখুশ করে, কখন ওয়েবে বাংলা পত্রিকা আপডেট হবে – তার অপেক্ষা। চায়ের তৃষ্ণার মতো ভীষণ তীব্র এ অপেক্ষা !


কোনটা খবর হবে আর কোনটা হবে না – এ নিয়ে তর্কের শেষ নেই। গত সপ্তায় একটি বাংলা দৈনিকের সম্পাদক কন্যা সন্তানের বাবা হয়েছেন, আমেরিকার এক হাসপাতালে কন্যার জন্ম হয়েছে। এমন সময়ে স্ত্রী-কন্যার পাশে তিনি থাকতে পারেননি। দেশে বসে তিনি খবরটি শিরোনাম করেছেন তার পত্রিকার প্রথম পাতায়। দোয়া চেয়েছেন পাঠকের কাছে। তবে পাঠক বড়ো বেশি দুষ্টু। পত্রিকাটির অনলাইন সংস্করণে খবরের সাথে মন্তব্য যোগ করার জায়গায় ইচ্ছেমতো ঝেড়ে এসেছে দলে দলে। পরদিন সম্পাদক অন্য কোনো বিবৃতি দিয়েছিলেন কিনা জানার সুযোগ হয়নি।
থাক, সে প্রসঙ্গ থাক।
আগের সংবাদ অনেকটা বাসী টোস্ট বিস্কুটের মতো অখাদ্য মনে হতে পারে। বরং আজ শুরুতেই রূপচানের খবরটির দিকে তাকাই। মনে হয় এ যেনো রূপকথার রূপচান। বেঙ্গল প্যাসিফিক প্রাইভেট লিমিটেডের ম্যানেজার জাহাঙ্গীর আলম বৃষ্টিভেজা দিনে রিক্সা করে নীলক্ষেত নামার সময় আড়াই লাখ টাকার প্যাকেট ভুলে ফেলে যায়। এত টাকা হারানোর পরেও তার অফিসের এমডি তাকে বরখাস্ত করেনি, বরং “তিনি জাহাঙ্গীরকে দুশ্চিন্তা না করে অফিসে যেতে বলেন। ঝামেলা এড়াতে থানা পুলিশও করতে রাজি হননি তিনি।” এই আড়াই লাখ টাকা কুড়িয়ে পেয়েছিলো রিক্সাচালক রূপচান। এতো টাকা পেয়েও সে লোভে পড়েনি। সোজা গেছে থানায়। থানার লোকজনও এতো টাকা পেয়ে বেহাত করার কুচিন্তা মাথায় আনেনি। খবর দিয়েছে টিভি চ্যানেলে। সেই খবর দেখে টাকার আসল মালিক থানায় যোগাযোগ করেছে। আসল মালিক টাকা পেয়ে রূপচানকে ৫০ হাজার টাকা দিয়েছে পুরষ্কার, আর সাথে পুলিশ কমিশনার দিয়েছে আরো ৫ হাজার।


৫৫ হাজার টাকা রূপচানের জীবন পালটে না দিলেও কিছুটা স্বচ্ছলতা দেবে, এমনটাই আশা রাখি। ওদিকে টেলিফোনে মিছে প্রেমের অভিনয় করে জনৈক শাহীনকে প্রতিপক্ষ ডাকাত দলের হাতে তুলে দিয়ে অপহরণের মামলায় আঁটক হয়েছে – ইয়াসমিন। পুলিসকে ইয়াসমিন বলেছে ১০ হাজার টাকার চুক্তিতে সে টেলিফোনে শাহীনের সঙ্গে সম্পর্ক গড়েছিলো। কিন্তু চরমপন্থী সালাম ডাকাত গ্রুপ তাকে কোনো টাকা তো দেয়ইনি, উলটা সে এখন পুলিসের ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখোমুখি। শাহীনকে উদ্ধার করা হয়েছে পাবনা থেকে।
পরিস্থিতি আসলেই ব্যাপক চিন্তার। অনামিকা-নীলাঞ্জনাদের ফোনকল মিসকলে রাত বারোটার পরে ২৫ পয়সা মিনিটের কলে এখন সতর্ক থাকতে হবে!


বাজার পরিস্থিতিও খারাপের দিকে। বাড়ছে পানির দামগ্যাসের দাম
কাঁচা মরিচের ঝাল বেড়ে গেছে মারাত্মক। প্রতি কেজির দাম দু’শ টাকা। আগামী কয়েক সপ্তায় জিনিশপত্রের দাম আরো বাড়বে নিশ্চয়। কারণ আর কিছু নয় – অশেষ নেকী হাসিলের সঙ্গে সঙ্গে বরকতময় মুনাফা লাভের মাস রমজান আসতে আর দেরী নেই। পাঁচতারার ঝলমলে ইফতার পার্টিও চলবে নিশ্চয়। ইফতার পার্টির নামে লুটপাটে ফেঁসে যাচ্ছে ব্যারিস্টার জমির উদ্দীন সরকার। খবরে প্রকাশ - এক ইফতার পার্টিতেই ২ হাজার ২০০ জনের আয়োজন করে বিল তোলা হয় ৩ হাজার ৯৯১ জনের। ইফতার বাবদ বিল দেওয়া হয় ১ লাখ ৯৯ হাজার ৫৫০ টাকা।


আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচে খেলতে নামছে বাংলাদেশ। আশার কমতি নেই। সঙ্গে যোগ হচ্ছে নানান অত্যাশা। আশরাফুলের ৫০ তম টেস্ট, সাকিবের প্রথম টেস্ট অধিনায়কত্ব, আর মাশরাফি বলছে – ‘আমাদেরই সিরিজ জেতা উচিত’। ওদিকে এক জনমত জরিপে ৭৪ভাগ পাঠক বলছে – বাংলাদেশ ক্রিকেট দল বর্তমান সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারবে না। তবুও শুভকামনা - বাংলাদেশ।


শুরুতে রূপচানের খবরে যতোটা বিমোহিত হলাম, তার চেয়ে বেশি আক্রান্ত হলাম মধ্যযুগীয় আরেক বিচার ব্যবস্থায়। মোবাইল চুরির অভিযোগে ১৫ বছর বয়েসী মিরু বেপারীর শাস্তি কার্যকর হয়েছে। খুব সাদামাটা শাস্তি – দুটি চোখ উঠিয়ে নেয়া হয়েছে আর নগদ জরিমানা ৩০ হাজার টাকা। প্রথম আলোর রিপোর্টে ফরিদপুর থেকে অজয় দাশ জানাচ্ছে – সমাজপতিদের এ রায় কার্যকর করার দায়িত্ব ছিলো মিরু বেপারীর বাবা সুলতান বেপারীর হাতে। নয়তো বাবা-ছেলে দুজনেরই চোখ তুলে নেয়ার হুমকি ছিলো।


বাংলাদেশে তৃণমূল পর্যায়ে শালিসী ব্যবস্থা কতোটুকু আইনসিদ্ধ কিংবা বৈধ – সে ব্যাপারে আমি জানতে ইচ্ছুক। কোনো সচল জেনে থাকলে – জানাবেন দয়া করে...।
---


প্রতিদিন পত্রিকায় ভেতর পাতা বাহির পাতা পড়ার সময় একটি খবরে চোখ বুলাই। প্রসঙ্গঃ যুদ্ধাপরাধীদের বিচার। হিমু ভাই যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে মাস ভিত্তিক ক্যালেন্ডার করছিলেন। অনেকদিন পত্রিকায় এ প্রসঙ্গে কোনো খবর চোখে পড়ে না। সরকারও চুপ হয়ে গেছে। তবে আজ দৈনিক আমাদের সময়ে চোখ আঁটকালো। যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া অব্যহত থাকলে বাংলাদেশের লাখ লাখ মানুষ তার প্রতিবাদের রাস্তায় নামবে – এমন হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক মূসলিম সংগঠন মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা (মূনা)। এ খবর গত পরশু ছাপিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদপত্রগুলোর অন্যতম ওয়াশিংটন টাইমস। সাংবাদিক চেসি ফ্লেমিং লিখিত ‘বাংলাদেশ প্রোবস টার্গেটস ৭১ ফোজ’ শিরোনামে প্রকাশিত সংবাদে মুনা প্রসঙ্গে বলা হয়েছে, বাংলাদেশের জামায়াতে ইসলামীর সিনিয়র কর্মকর্তারা যুক্তরাষ্ট্রে এলেই কংগ্রেসের সদস্য এবং স্টেট ডিপার্টমেন্ট/হোয়াইট হাউজের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের আয়োজন করে থাকে এই সংগঠনটি।


মূনার কার্যক্রম আর বিচার প্রক্রিয়ার স্থবিরতা দেখে দীর্ঘশ্বাসই ফেলতে হচ্ছে...।


মন্তব্য

অতন্দ্র প্রহরী এর ছবি

গত একমাসে দেশে কী হয়েছে, বলতে পারব না। অনলাইনে পত্রিকা পড়ার অভ্যাস এখনো হয়ে ওঠেনি। তবে আপনার লেখায় কিছু নমুনা পেলাম।

মিরুর খবরটা এতোই বীভৎস যে মনটা খুব খারাপ হলো।

দীর্ঘশ্বাস ফেলে গেলাম...

প্রকৃতিপ্রেমিক এর ছবি

লগিন করলাম, পড়লাম, এবং একটা দীর্ঘশ্বাস ছাড়লাম।

বিপ্রতীপ এর ছবি

হুম...আজকাল পত্রিকাগুলো তেমন খুটিয়ে পড়া হয় না। শিমুলভাই, এইটা একটা সিরিজ হতে পারে।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

হ!
আমি লিখি আর তুমি আখের রস খেতে খেতে পড়ো...। কী আরাম!!!
____________
অল্পকথা গল্পকথা

প্রকৃতিপ্রেমিক এর ছবি

হো হো হো

বিপ্রতীপ এর ছবি

শিমুলভাই,
বড়ভাই হিসেবে আপনার একটা দায়িত্ব আছে না... দেঁতো হাসি
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

মুনা নামটা পছন্দ হইছে... মুনারে মিস করি খুব... চোখ টিপি
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

মামুন হক এর ছবি

রূপচানের খবরে যতোটা আনন্দিত হলাম , তার চেয়ে অনেক বেশী লজ্জিত এবং ব্যথিত হলাম মীরু ব্যাপারীর ঘটনায়। আমি হেডলাইন দেখেই এই ঘটনার ভিতরে যাওয়ার সাহস পাইনি। এই লোকগুলা কী আসলেই মানুষ?
যুদ্ধাপরাধীদের নিয়ে বিচারের নামে টাল বাহানা বড়ই হতাশ করে।
এদেরকে ফায়ারিং স্কোয়াডে গুলি করে মারা উচিৎ।

রণদীপম বসু এর ছবি

ইদানিং পত্রিকায় চোখ ফেলার আগেই আতঙ্ক এসে বাসা বাঁধে মনে। দুঃসহ খবরগুলোর দিকেই আগে চোখ পড়ে যায় যে ! কিন্তু চোখ না ফেললেও খবর তো খবরই থাকবে। অতএব এ আতঙ্ক থেকে আমাদের পরিত্রান কবে হবে কিংবা আদৌ হবে কিনা, এ প্রশ্নের যোগ্য উত্তরদাতার খোঁজ কি পাবে বাংলাদেশ ?

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

দ্রোহী এর ছবি

কতদিন পত্রিকা পড়ি না!!!!!!

শিমুল, "সপ্তাহে একটা পোস্ট" কথাটা খেয়াল রাখবেন।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আপনি রাখছেন তো? চোখ টিপি
____________
অল্পকথা গল্পকথা

সুলতানা পারভীন শিমুল এর ছবি

মীরুর ব্যাপারটা এতো বেশিরকম নৃশংস...

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

সৌরভ এর ছবি

পেপার পড়া বাদ দেন, অনেক আয়ু বাড়বে। এসব খবর পড়েন কেনো?


আবার লিখবো হয়তো কোন দিন

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আজ সকালে ঘুম ঘুম ভাব নিয়ে নেটে আসলাম। কে জানি একটা লিংক দিলো গুতিয়ে দেখি সৌদি আরবে ৫ জনের প্রকাশ্য ফাঁসির ভিডিও ক্লিপ। একজন বাংলাদেশীও নাকি আছেন। শত শত মানুষ আগ্রহ নিয়ে দেখছে, মোবাইলে ভিডিও করছে। কী এক উৎসব। ৫টা মানুষ মুহুর্তেই ঝুলে পড়লো। কী বিভৎস!

সেই থেকে অস্বস্তিতে আছি, স্যার! এসব খবর তো তুচ্ছ!
____________
অল্পকথা গল্পকথা

সৌরভ এর ছবি

এখন থেকে সব ভিডিও দেখার আগে আমার কাছে পাঠাবেন। আমি ফিল্টার করে দেবো।


আবার লিখবো হয়তো কোন দিন

আনোয়ার সাদাত শিমুল এর ছবি
প্রকৃতিপ্রেমিক এর ছবি

আশংকায় আছি কখন ঐ মেইলটা আমার কাছে আসে। জেনে ভালোই হলো, ভুল করেও যাতে ক্লিক না করি।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ধন্যবাদ - অ/প্র, প্র/প্রে, নজু ভাই, আর/বি, সু/পা শিমুল ও মামুন ভাই।
____________
অল্পকথা গল্পকথা

হিমু এর ছবি

মূনা কবে লাখলাখ লোক রাস্তায় নামায় তা দেখার অধীর অপেক্ষায় থাক্লাম।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

তানবীরা এর ছবি

শিমুল, আমাদের সময়ের ছাগলটা বুড়া বয়সে আবার কন্যার বাপ হয়েছে। নিউজের থেকে মন্তব্যগুলো রসালো ছিলো ঃ)

তবে রূপচানটা বেক্কল। তারেক জিয়া বাবরের দেশে সততা কিসের? তাও ওর মতো গরীবের ????
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

তানবীরা, বয়স কিংবা কন্যার বাবা হওয়াটা বোধ হয় সমস্যা না। আপত্তিকর হলো - ব্যক্তিগত সংবাদকে জাতীয় দৈনিকের শিরোনাম করা।

____________
অল্পকথা গল্পকথা

তানবীরা এর ছবি

তোমার জন্য সমস্যা হয়তো না কিন্তু আমার জন্য সমস্যা ঃ)। নিজের পেপার নিজের পয়াসায় ছাপে ব্যাক্তিগত খবর ছাপবে না মানে ?

আমাদের সময়ের নিয়মিত লেখকদের বেশিরভাগই উনার কোন না কোন ভাবে পরিচিত ব্যক্তিগত ঘনিষ্ট বন্ধু। তার বাইরে তেমন কাউকে এখনো চোখে পড়ে নাই।
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

তোমার জন্য সমস্যা হয়তো না কিন্তু আমার জন্য সমস্যা ঃ)।

কেউ বুড়া বয়সে কন্যার বাপ হলে আপনার কী সমস্যা?
____________
অল্পকথা গল্পকথা

তানবীরা এর ছবি

উনি নানা হওনের বয়সে বাপ হবে, প্রকৃতির ভারসাম্য নষ্ট করবে আর তুমি বলো আমার সমস্যা কি ??? আমার একটা সামাজিক দ্বায়িত্ব আছে না ???

মানুষ একটার বেশি দুইটা সন্তানের বিলাসিতা করতে পারে না আর উনি তিনটার ফুটানী করবে আর আমার সমস্যা হবে না ??? বলো কি তুমি ???

বুড়া বয়স হলো ইবাদত বান্দেগীর বয়স .....................

---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

'দ্বায়িত্ব' পালনের ধরণ দেখেই বুঝে নিলাম...
টেক্কেয়ার!
____________
অল্পকথা গল্পকথা

প্রকৃতিপ্রেমিক এর ছবি

শিমুল, তোমার এরকম রিপ্লাইয়ের মানে আমি এখন বুঝি হাসি
তাই বলে 'শিমুল' নিয়ে যা হয়েছে তা ফাঁস করে দিওনা কিন্তু খাইছে

অর্ঘ্য এর ছবি

হলে থাকি, খবরের কাগজ খুব একটা পড়া হয়না, আর প্রথম আলো তো ধরাছোঁয়ার বাইরে ! তার পরও আজ কিভাবে জানি পড়লাম আর শুধু রুপচাঁন এর খবরটাই মনে থাকল ! আপনার পুরো লেখাটা পড়ার পরও কেন জানি শুধু রুপচাঁনের কথাটাই মনের জানালায় উঁকি দিয়ে যাচ্ছে ! এমন রুপচাঁনদের দেশেই আমার বসবাস ... এই আমার মাটি, এই আমার মানুষ ... এই ভাবনাটা কেন জানি আমাকে এক অসাধারণ আনন্দময় অনুভুতিতে জড়িয়ে ফেলে...

------------------------------------------
যাহা চাই যেন জয় করে পাই ... গ্রহণ না করি দান ...

------------------------------------------------------
পুষে রাখে যেমন ঝিনুক ... খোলসের আবরণে মুক্তোর সুখ ...

প্রজাপতি [অতিথি] এর ছবি

মীরুর ব্যপারটা পড়ে আঁতকে উঠলাম, হয়ত দেখা যাবে তার কোন দোষই ছিল না কিশোরটার, কি নির্মম আমরা। অন্যায় শাসন কায়েম করতে কোন সময়ই লাগে না, অথচ যুদ্ধাপরাধীদের বিচারের সময় যত টালবাহানা।

স্নিগ্ধা এর ছবি

এই যে 'বানান-বীর অন দ্য মেকিং' - আপনার এই সিরিজটা আরেকটু দ্রুতগতিসম্পন্ন করা কি সম্ভব? হাসি

সুহান রিজওয়ান এর ছবি

সতর্ক থাকবো- ইয়াসমিন' দের নিয়ে...
আতঙ্কিত হয়েছি- মীরু বেপারীকে নিয়ে...
শঙ্কায় আছি- মূনা কে নিয়ে...

---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

সাইফ তাহসিন এর ছবি

আপনার দাওয়াতে খানা খাইয়া বিশাল চিন্তায় পড়িলাম চিন্তিত
বিয়াফক ভ্রান্ত ধারমার লুকজনের ছড়াছড়ি দেখি চাইরদিকে

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

দুষ্ট বালিকা এর ছবি

হুমমম... আহা রূপচান!

--------------------------------
কাঠবেড়ালি! তুমি মর! তুমি কচু খাও!!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

এই পোস্টে শুরুতে ৪ তারা দিয়েছিলাম। এখন মন্তব্য সহকারে এটি ৫ তারা পাওয়ার যোগ্য। তাই তারা আপডেট করে দিলাম।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

পারফর্ম্যান্স!!! ঃ)

প্রকৃতিপ্রেমিক এর ছবি

প্রথম আলোর খবরে লিখেছে মিরুর চোখ নাকি তোলা হয়নি, আঘাত করা হয়েছে শুধু।

{গতকাল প্রথম আলোর প্রথম পাতায় ‘বাবাকে দিয়ে ছেলের চোখ তুলে নিলেন সমাজপতিরা’ শীর্ষক সংবাদে তথ্যগত ভুল থাকায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। সংশ্লিষ্ট প্রতিনিধি ঘটনাস্থলে না গিয়ে গ্রামবাসীর মাধ্যমে তথ্য সংগ্রহ করে প্রতিবেদন পাঠিয়েছিলেন। এ ভুলের জন্য প্রতিনিধির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।}
প্রথম আলোও তাহলে ঘরে বসে রিপোর্ট বানায়!!!

মামুন হক এর ছবি

আমিও খবরটা পড়লাম, মীরু ব্যাপারীর চোখ উঠানো হয়নি শুনে খোদার কসম বিরাট শান্তি পাইলাম।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আমিও।
প্র-আলো শপথের ব্যশথতাই খবর অখবর নিয়ে ভুল করে ফেলে...

নুরুজ্জামান মানিক এর ছবি

..........................................................................................................

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

ধুসর গোধূলি এর ছবি
নজমুল আলবাব এর ছবি

এই লেখাটা পড়ে অনেকদিন পরে নিজরে পুরানা কর্মক্ষেত্রের ওয়েবে গিয়া এই নিউজটা পাইলাম। নিউজটা খুবি সুন্দজ্জ।

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

দ্রোহী এর ছবি

নিউজের শেষে জনগণের লেখা মন্তব্যগুলা পড়ে হাসতে হাসতে দম আঁটকে মরে যেতাম আরেকটু হলে!

প্রকৃতিপ্রেমিক এর ছবি

কোন এক বিচিত্র কারণে ঐ পত্রিকায় সব বানানে দীর্ঘ-উ কার চলে আসে। কমেন্টগুলো পড়ার সময় আমি ভাবি হায়রে পাবলিক তোরা আর মানুষ হইলিনা।

রানা মেহের এর ছবি

গাধা রুপচানকে অভিবাদন
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

সবাইকে ধন্যবাদ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।