মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে।
বাহারী কথার চমক।
ফ্রিডম টু চুজ।
এর মধ্যে সচলায়তনে চলছে -
পোস্টে পোস্টে পোস্টার্মারামারি।
___
গানের জগতে অন্যতম পরিচিত নাম ইবা রহমান। গান গেয়ে তিনি দর্শকদের হৃদয়ের কোটরে পৌঁছাতে সক্ষম হয়েছেন। গান গেয়ে তিনি জাপান-বাংলা কালচারাল ফোরাম অ্যাওয়ার্ড, ঢালিউড অ্যাওয়ার্ড, ইন্দোবাংলা কালা মিউজিক অ্যাওয়ার্ড, সিজেএফবি অ্যাওয়ার্ড, বিবিএসএস অ্যাওয়ার্ড, কালাকার অ্যাওয়ার্ডসহ আরো অনেক সম্মাননা পেয়েছেন।
তার এই মিউজিক ভিড্যু এলবামটা এখনো দেখি নাই।
ইউট্যুবেও পাইলাম না কিছু।
কেউ কিনলে/পাইলে ইউট্যুবে তুলে দিবেন প্লিজ।
.
.
বড় করে দেখতে এখানে ক্লিক করুন।
.
___
নোটঃ কোলাজের ছবিগুলো ইন্টারনেট থেকে নেয়া। লিংক এখন পাচ্ছি না।
মন্তব্য
ওরে!! পোস্ট রেখে পোস্টার নিয়ে মাতলো দেখি সবাই। মজা পাচ্ছি। চলুক। শিমুল ভাই অনেক যত্ন করে বানিয়েছেন, বোঝাই যাচ্ছে। মনের ইবা রহমান মিশিয়ে তৈরি...
ঠিক! অনেক যত্ন করে বানালাম
সবচেয়ে মজা লাগসে সিটিএন মিউজিক। হা হা হা হা
পোস্টারে পাঁচ তারা।
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
এ্যা...! শিমুলের আবার কী হইলো...! হা হা হা !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
তাই...
আমি লক্ষ তারার চাইনা মালা -- এটা কি সেই ইবা রহমান? সিটিএন দেখে তো তাই মনে হয়। পোস্টারটা কি সত্যি নাকি ? ইশতি যা বলেছে "মনে ইবা রহমান মিশিয়ে তৈরি..."
র-টা বসিয়ে দিলাম। একটা বর্ণের জন্য কেমন কেমন যেন শুনাচ্ছিলো।
কিন্তু আমি তো আর র বসাতে পারছিনা
হা হা হা!
এইটা সবচেয়ে ভালু হইসে, নকল প্রতিরোধের ডিসক্লেইমারটা জটিল লাগসে, বস।
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
আমি ইবা রহমানকে ভালোবাসি।
--------------------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
সেরম
ওয়েবসাইট | ব্লগস্পট | ফ্লিকার | ইমেইল
ইভা রহমানই বা কে আর লোকজন তার ওপরে ক্ষ্যাপা কেনো?
অ্যালবামে এরশাদের ছবি দেয়ায় নিন্দা জানাই। বুড়া হইছে বইলা কি তার মানসম্মান নাই, সে কি অন্যদের মতো ছ্যাচড়া??
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
তুমুল হইছে!
অল্প কিছুক্ষণের জন্যে আমি ভেবেছি এটা সত্যি পোস্টার!!
-----------------------------------
আমার ইচ্ছে হলো বাজাতে গীটার, মন আমার, মন আমার, মন আমার-
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
পুরা কমার্শিয়াল হইছে! আপনি কি এই কামে নিয়োজিত ছিলেন নাকি দ্যাশে?!
ইভা রহমানের দ্যুতি যেভাবে দুনিয়াময় ছড়াচ্ছে তাতে সকল 'প্রতিভাখাটো', 'সুন্দরী' এবং 'শিল্পী হতে ইচ্ছুক'দের এখন থেকে ডক্টর মাহফুজের ন্যায় কোনও 'ধনকুবের' 'শিল্পমনা'কেই বিয়ে করতে হবে
ই-য়া-বা!
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
বেশী জোওস্
ভাল্লাগসে!
সি টি এন মিউজিক
------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
হাহ হা। জটিল হৈসে, স্যার।
আবার লিখবো হয়তো কোন দিন
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
পছন্দ হইছে
লাইকাইসি!
--------------------------------
কাঠবেড়ালি! তুমি মর! তুমি কচু খাও!!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
সিটিএন মিউজিক!
হেব্বি ঐছে শিমুল! ফাডায়ালাইছেন এক্কেরে!
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
ব্যস্ততায় এতো কমেন্টের উত্তর দিতে পারিনি।
একসাথে সবাইকে ধন্যবাদ।
নতুন মন্তব্য করুন