ধুসর গোধূলীর জন্মদিনে...

আনোয়ার সাদাত শিমুল এর ছবি
লিখেছেন আনোয়ার সাদাত শিমুল (তারিখ: বুধ, ১২/০৮/২০০৯ - ১২:৪৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সঠিক বানান কোনটি? ধুসর নাকি ধূসর, কিংবা গোধুলী নাকি গোধূলী?
আবার বলা হয় – নামের বানানে ভুল নেই।
ভুল থাকুক আর না থাকুক, এটাও বলা হয় – নাম দিয়ে যায় চেনা, নামেই পরিচয়।
বাংলা ব্লগ জগতে তেমনি একটি নাম ধুসর গোধুলী।
বিরামহীন কমেন্ট, হাসি মজায় ভরপুর, ক্লাসিক শালী শিকারী এই ধুসর গোধুলীকে নিয়েই বোধ হয় বাংলা ব্লগে সবচে’ বেশী ফ্যান্টাসী লেখা হয়েছে।
নিকের পেছনের মানুষটির বিরুদ্ধে আমার অভিযোগ আছে অন্ততঃ ৩৭টি।
ইচ্ছে ছিলো – ৩৭টি অভিযোগ নিয়ে ধুসর গোধুলীর ৩৭তম জন্মদিনে বিশাল একটি পোস্ট ছাড়বো। কিন্তু, একটু আগে জানতে পারলাম – এবার ৩৭তম নয়, ৩৮তম জন্মদিন তার। তাই অভিযোগ টভিযোগ বাদ।
একটা সত্য গল্প বলি।
আজ সকালে ফোনে রুমার কাছ থেকে শুনলাম এ গল্প।
_
ছাত্র জীবন থেকে ধু-গো মহা বাজিগর।
বাজি ধরে আর জিতে। ধরে আর জিতে। ধরে আর জিতে।
হারাহারি নাই।
একটি বহুজাতিক কোম্পানীর ঢাকা অফিসে ধু-গো যখন জয়েন করলো, তখন সবাইকে নাজেহাল করে ছাড়লো। এটা নিয়ে বাজি, ওটা নিয়ে বাজি। প্রত্যেকবার ধু-গো জিতে।
অফিসের বিগবস অতিষ্ট হয়ে ধু-গো কে চিটাগাং ট্রান্সফার করে দিলো।
চিটাগাং অফিসে যাওয়ার পরপর ওখানে বিশাল হৈ-হল্লা পড়ে গেলো। হেড অফিস থেকে সেই মহা বাজিগর চিটাগাং অফিসে জয়েন করেছে।
চিটাগাং অফিসের বস ধু-গো’কে রুমে ডাকলো, “আচ্ছা, ধু-গো আপনি নাকি বাজি ধরেন আর জিতেন, সত্য নাকি?”
ধু-গো মিটিমিটি হাসে, বিনয়ী হয়ে বলে “জ্বী স্যার”।
বস্‌ এবার আগ্রহ নিয়ে বলে, “দেখি আমার সঙ্গে ধরেন তো একটা বাজী।“
ধু-গো বলে, “বাদ্দেন স্যার, পারবেন না”।
বস বলে, “আরে না, ধরেন – অসুবিধা কী?”
ধু-গো রাজী হলো, ৫০০ টাকার বাজী, বললো – “স্যার আপনার দুই পায়ের তালুতে মোট ১৫টা তিল আছে”।
বস এবার হা হা করে হাসে। বলে, “ধুর কী বলেন? ৫০০ টাকা তো হারালেন!”
ধু-গো হাল ছাড়ে না, বলে – “স্যার আমি শিউর – ১৫টা তিল আছে, আপনি জুতা মোজা খোলেন”।
বস জুতা মোজা খুললো। দেখা যায় কোনো তিল নাই।
সবাই হাত তালি দেয়। ধু-গো পকেট থেকে ৫০০ টাকা বের করে বসের হাতে তুলে দেয়।

খানিক পরে ঢাকা অফিস থেকে ফোন।
ঢাকা অফিসের বিগ বস করেছে চিটাগাং অফিসের বসের কাছে, “হ্যালো, আপনার ওখানে ধু-গো জয়েন করেছে? আজই তো যাওয়ার কথা।“
চিটাগাং অফিসের বস হো হো করে হাসে, “হ্যাঁ হ্যাঁ জয়েন করেছে, তবে বেচারা বাজীতে ৫০০ টাকা হেরে মন খারাপ করে বসে আছে, হে হে হে”
“কী বলেন, কী হয়েছে?” ঢাকা অফিসের বসের প্রশ্ন।
“আর বলবেন না, আমার দুই পায়ের তালুতে নাকি ১৫টা তিল আছে, এই বাজী ধরে ৫০০ টাকা হেরে এখন চুপচাপ ডেস্কে বসে আছে”।
ঢাকা অফিসের বস হাহাকার করে ওঠেন, “হায় হায় এটা কী হলো? সর্বনাশ!”
চিটাগাং এর বস জিজ্ঞেস করেন, “কেনো স্যার, কী হয়েছে?”
ঢাকার বস বলেন “আর বলবেন না, ধু-গো ঢাকা থেকে যাওয়ার সময় আমার সঙ্গে বাজী ধরে গেছে, চিটাগাং অফিসে গিয়ে ৩০ মিনিটের মধ্যে আপনার দুই পায়ের জুতা মোজা খুলিয়ে ছাড়বে, ৫০০০ টাকার বাজী ছিলো, আমি তো হেরে গেলাম!”
“এঁ!” চিটাগাং এর বস থ মেরে থাকে।

তো এই হলো ধুসর গোধুলী।
রুমার বলা এই গল্পটা সত্যও হতে পারে, মিথ্যেও হতে পারে। তবে এ কথা ১০০ ভাগ সত্য – আজ ধু-গো’র জন্মদিন।
এমন শুভদিনে জা-কা-জা এবং সমগ্র সচলসঙ্গীর পক্ষ থেকে ধুগো’কে সীমাহীন শুভকামনা। শুভ জন্মদিন।
_
বিঃদ্রঃ – রুমা কে – জানতে হলে আজ থেকে ২ বছর আগের এই দিনের পোস্টে চোখ বোলাতে হবে।


মন্তব্য

ধুসর গোধূলি এর ছবি

- হা হা হা
জায়গা দখল করলাম। আমার আগে কেউ নাই। দেঁতো হাসি
তয়, বাজীটা তো অন্যরকম ভাবে হইছিলো। চোখ টিপি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

সব কাহিনী এই বছর বলে দিলে - আগামী বছর কী হবে???

ধুসর গোধূলি এর ছবি
সৌরভ এর ছবি

৩৮ বছর হৈলো? খাইসে। আমি তো ১৮ ভাবছিলাম।
যাউকগা, শুভেচ্ছা লন।


আবার লিখবো হয়তো কোন দিন

ধুসর গোধূলি এর ছবি

- লইলাম জনাব। আমার বয়স তো ১৮ই। মওলানা ইট্টু বাড়ায়া বলছে, এইটা কুনু ব্যাপার না। হুজুর-মুন্সীরা ইট্টু বাড়ায়া বললে সেইটা জায়েজ আছে। হাসি

আপনের মাইয়া ভালো আছে জনাব?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

নিবিড় এর ছবি

এইটা দারুন হইছে শিমুল ভাই চলুক


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

মৃদুল আহমেদ এর ছবি

হো হো হো
--------------------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

ধুসর গোধূলি এর ছবি
সাইফ তাহসিন এর ছবি

বস, এই লেখাটা নীড়পাতায় দিয়ে দেন না!! ধুগোদার জন্মদিনে একাধিক লেখা আসবে এটাইতো স্বাভাবিক। আর লেখাটাও সেরাম হইসে দেঁতো হাসি

আর ধুগোদারে আবার জন্মদিনের শুভেচ্ছা, সেই সাথে এক বাক্স শুক্লা কাঁথা চোখ টিপি আর রুমা এর কথা নাহয় বাদই দিলাম, পুরানা ঘায়ে খোঁচা দেয়া ঠিক না।

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

ধুসর গোধূলি এর ছবি

- বস, শিমুলের লেখা, এমনিতেই ডরে ডরে ছিলাম। এই লেখা নীড়পাতায় দিলে হাটোমে হাড়ি ভাইঙা যাবে ধুগো'র। নেংটি রেখে পালাতে হবে। মন খারাপ
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

ইশতিয়াক রউফ এর ছবি

চ্রম! এটাও নীড়পাতায় চাই।

ধুসর গোধূলি এর ছবি

- হ, ইট্টু পরে কইবেন ধুগো'দারেও নীড়পাতায় টাঙানো অবস্থায় দেখতে চাই। সাত মাহাদেশের ললনা আইসা ইট-পাটকেল মারতাছে, সেইটা লাইভ দেখতে চাই। মন খারাপ

আপনেগো দিলে দয়া মায়া নাইগো!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

অতন্দ্র প্রহরী এর ছবি

হো হো হো

মৃত্তিকা এর ছবি

দারুন মজা পেলাম ধুগো'দার বাজিমাতের কাহিনী পড়ে!
শুভ জন্মদিন তাঁকে।

ধুসর গোধূলি এর ছবি
সুহান রিজওয়ান এর ছবি

ক্লাসিক শালী শিকারী এই ধুসর গোধুলীকে নিয়েই বোধ হয় বাংলা ব্লগে সবচে’ বেশী ফ্যান্টাসী লেখা হয়েছে।

হো হো, ভালো থাকেন ধু-গো-দা। মেনী মেনী হ্যাপি রিটার্নস ! ! !
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

ধুসর গোধূলি এর ছবি
হিমু এর ছবি
তানবীরা এর ছবি

ধূগো ৩৮ !!!! এহেম এহেম

শুভ জন্মদিন রুমন
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

পান্থ রহমান রেজা এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

শুভ জন্মদিন ধূগোদা!
..................................................................

ঐ যে হাঁটছি মুদ্রা দোষে নাকটা ঘষে
আড্ডা মানেই সেকেণ্ড হাফে খেলছি সোলো
গুজবো না শার্ট আমার পাড়া স্মার্ট পেরিয়ে
সে রোদ্দুরের স্মরণ সভাও লিখতে হল

এম. এম. আর. জালাল এর ছবি

হা হা হা,
শুভ জন্মদিন রুমন


এম. এম. আর. জালাল
"ফিরে দেখুন একাত্তর ঘুরে দাঁড়াক বাংলাদেশ।"


এম. এম. আর. জালাল
"ফিরে দেখুন একাত্তর ঘুরে দাঁড়াক বাংলাদেশ।"

এম. এম. আর. জালাল এর ছবি

হা হা হা,
শুভ জন্মদিন রুমন


এম. এম. আর. জালাল
"ফিরে দেখুন একাত্তর ঘুরে দাঁড়াক বাংলাদেশ।"


এম. এম. আর. জালাল
"ফিরে দেখুন একাত্তর ঘুরে দাঁড়াক বাংলাদেশ।"

অনিকেত এর ছবি

শুভ জন্মদিন, বস!

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

ক্লাসিক শালী শিকারী
!!!! গড়াগড়ি দিয়া হাসি

শুভ জন্মদিন ধূগোদা

প্রকৃতিপ্রেমিক (লগিন করবেনা) এর ছবি

দারুণ গল্প তো! আবারো জন্মদিনে শুভেচ্ছা জানাই।

ধুসর গোধূলি এর ছবি

- আপনাকে 'আবারো ধন্যবাদ' পিপিদা, তবে সত্য ঘটনারে গল্প বলায় আপনারে কইষ্যা মাইনাস। মাফ নাই।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

কীর্তিনাশা এর ছবি

শুভ জন্মদিন গুরু!

এক হালি শালীর শুভেচ্ছা আপনারে......... দেঁতো হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

ধুসর গোধূলি এর ছবি
অতন্দ্র প্রহরী এর ছবি

হা হা হা। দুর্দান্ত গল্প। আমিও একটা লিখতে গিয়ে মাঝপথে থেমে গিয়েছিলাম দেঁতো হাসি

শুভ জন্মদিন, ধুগো'দা। (বুড়া হয়ে গেলেন আরো একটা বছর... সমবেদনা!) চোখ টিপি

অতন্দ্র প্রহরী এর ছবি

আমার শালিরা তো বস বুড়া হয় না, তবে একটারে আদর কইরা তার বাপমা বুড়ি বইলা ডাকে দেঁতো হাসি

ধুসর গোধূলি এর ছবি

- তার মানে এতোদিন চারুকলায় যাহা জনগণের মুখে মুখে রটিয়াছে, তাহার অনেকটাই তাইলে বটিয়াছে। বেশ বেশ!! হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

লুৎফুল আরেফীন এর ছবি

শুভ জন্মদিন বন্ধুবরেষু হাসি

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আজকে হিমু ভাইয়ের পোস্টে জানতে পারলাম, ধু-গোর আসল নাম কী গড়াগড়ি দিয়া হাসি

নিঃসঙ্গ গ্রহচারী [অতিথি] এর ছবি

শুভ জন্মদিন, বস!

ধুসর গোধূলি এর ছবি

- কালকে থেকে আল্লা আল্লা করতেছিলাম। ভাবছিলাম এ যাত্রা বুঝি বেঁচে গেছি! কিন্তু আপনি তো বস বাঁচতে দিলেন না। বাহাত্তরের সংবিধান ঠিকই ফিরায়ে নিয়ে আসলেন! মন খারাপ

তাও ধন্যবাদ দেই আপনারে। আসেন কোক খাই।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

মেহবুবা জুবায়ের এর ছবি

শুভ জন্মদিন!
জনতার দাবী ----রুমা কাহিনী জানাতে চাই!!

--------------------------------------------------------------------------------

ধুসর গোধূলি এর ছবি

- 'জানাতে চান' ভাবী? জানান তাইলে, আমিও জেনে নেই 'রুমা কাহিনি'। দেঁতো হাসি
আর যদি টাইপোর কারণে 'জানতে চান' তাহলে মওলানা ওরফে শিমুলের আশ্রমে হাদিয়া প্রদানপূর্বক আরজ জারি করতে হবে। আমাদের মধ্যে সেই একমাত্র 'লাইসেন্সধারী নারীকোষ' (যেমনঃ শব্দকোষ, বিশ্বকোষ) থুক্কু মওলানা। দেঁতো হাসি

আপনাকে অনেক ধন্যবাদ ভাবী।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

কৌস্তুভ এর ছবি

এই হইলো শিমুল ভায়ের, থুড়ি, ধুসর ভায়ের রুমা কাহিনী...

তাসনীম এর ছবি

শুভ জন্মদিন ধূগো।

+++++++++++++++++++++++++++++++++++++++++
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

সচল জাহিদ এর ছবি

শুভ জন্মদিন ধুগো।

----------------------------------------------------------------------------
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

গৌতম এর ছবি

শুভ জন্মদিন। আপনার জন্মদিন শালিকাময় হউক।

কিন্তু রুমা কে? চিন্তিত
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

মূলত পাঠক এর ছবি

শুভ জন্মদিন, ধুসর গোধূলি।

তিথীডোর এর ছবি

হাসি 'শুভ জন্মদিন' ধূগোদা!

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।