আপনাকে মনে পড়ে...
সচলায়তনে এলে আপনাকে মনে পড়ে।
না এলেও মনে পড়ে।
আপনি আমাদের স্বজন ছিলেন, বৃক্ষ ছিলেন, ছায়া ছিলেন।
আকাশের তারার ওপারের দেশের অধিবাসী হয়ে বুঝি বেশ আছেন!
অথচ কতো সব কথা না বলা রয়ে গেল, শোনা হলো না কতকিছু!!!
আপনি না ফেরার দেশে যাওয়া শিক্ষক সুরাইয়া খানমকে কথা দিয়েছিলেন, ২৫ মে'তে তাঁকে স্মরণ করবেন।
ঐ পোস্টের শুরুর কমেন্ট পালটা কমেন্টে আমিও তো কথা দিয়েছিলাম।
ঐদিনটির আশে পাশেই, আমি আপনাকে শুভকামনা জানাবো ৩৬৫ দিন পরপর।
আবার এলো ২২ মে।
শুভ জন্মদিন, জুবায়ের ভাই।
প্রিয় জুবায়ের ভাই...
মন্তব্য
.................
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
...................
................
______________________________________
পথই আমার পথের আড়াল
............
_________________
ঝাউবনে লুকোনো যায় না
গতবছর মনে মনে বলেছিলাম, শান্তিতে ঘুমান ভাইয়া! আজ শব্দে শ্রদ্ধাটুকু জানান দিয়ে গেলাম......
জুবায়ের ভাইয়ের বিদেহী আত্মা অনন্ত শান্তিতে থাকুক।
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
শুভ জন্মদিন জুবায়ের ভাই----
শুভ জন্মদিন। যেখানেই থাকেন, ভালো থাকেন।
আপনি অবশ্যই ভালো আছেন, একথা নিশ্চিত ভাবেই জানি। শুভ জন্মদিন জুবায়ের ভাই!
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
শুভ জন্মদিন জুবায়ের ভাই!
শুভ জন্মদিন জুবায়ের ভাইয়া। আপনার সিকি-আধুলি গদ্যগুলি পড়ে খুবই মুগ্ধ হয়েছিলাম। আফসোস, সে মুগ্ধতা আপনাকে জানানোর ভাগ্য হয়নি...
মানুষ কতো সহজে চলে যায়...
....শুভ জন্মদিন
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
খোমাখাতা
আপনার আত্মা শান্তিপ্রাপ্ত হোক......
শুভ জন্মদিন.........
শুভ জন্মদিন জুবায়ের ভাই!
শুভ জন্মদিন জুবায়ের ভাই।
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
নতুন মন্তব্য করুন