বদলে গিয়েছেন বিদ্যা বালান।
বদলে দিয়েছে কে?
আর কেউই নয়, বদলে যাও বদলে যাও স্লোগানদাতা প্রথম আলো।
"বিদ্যার সঙ্গে কাজ করতে চান আমির" শিরোনামের খবরটি ছাপা হয়েছে গত ২০ মার্চ প্রথম আলোর বিনোদন পাতায় (পৃষ্ঠা # ২০)। সঙ্গে ছিল নিচের ছবিটি -
একই দিনে বাংলাদেশ প্রতিদিনে "বিদ্যা মওসুম" শিরোনামের খবর ছাপা হয়েছে শোবিজ পাতায়। সঙ্গে একই ছবি, একটু অন্যরকম -
গুগলিং করে জানতে পারলাম, মূল ছবিটি ছাপা হয়েছিল এফএইচএম পত্রিকার মার্চ সংখ্যায়।
প্রথম আলোর পর্দা-পুষিদা সংক্রান্ত কারিগরী দেখে ভাবছি - কে বলে - উটপাখি নয়, মানুষের জীবন চাই?
মন্তব্য
সব যায়গায় উসতাদি করা যায়না, হু হু,,,
facebook
পর্দা নিয়ে তো তারা অনেক আগে থেকেই চিন্তিত।
তাই একটু পর্দানশীল করে উপস্থাপন আর কী!!
আলুর সর্দার মনে হয় মমিন, তার মনে হয় দাঁড়ায়া যায়, তাই পড়েও যায়, তাই এইসব বাছপানা আর কি
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
"এখানে সুলভে ফটুশপ দ্বারা স্তনগিরি মোচন করে বড় বুক ছোট করা হয়, বেল্ট কাটপেস্ট করে নাভি আবৃত করা হয় এবং প্যান্ট কপিপেস্ট করে সতর ঢাকা হয়। আল-আলো।"
"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"
হাসেন ক্যান? আমার তো রীতিমতো বিদ্যানুভূতিতে আঘাত লেগেছে। উচ্চ পয়োধরকে গুপ্ত করার বদলে এইভাবে লুপ্ত করে দেয়ায় তীব্র নিন্দাবাদ জানাই। আর দাবায়ে রাখতে পারবা না।
আলুপেপারের ফটুশপার ভাইয়া, আশা করি আপনি একদিন বিদ্যা বালানের দুর্গম গিরি ইস্ত্রি দিয়ে সমান করতে করতে হাত পাকিয়ে মুসা ইব্রাহিমের পর্বতজয়ের ছবি ফটুশপানোর কাজে প্রোমোশন পাবেন। আগ্রহ নিয়ে অপেক্ষা করছি ভাইয়া।
ঢাকার রাস্তাঘাটের বিজ্ঞপ্তির কথা মনে পড়ে গেল !
"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"
বিদ্যা বালানের সতর ঢাকা ছবিও তো আছে, সেইসব বাদ দিয়ে এইটাতেই রোলার চালাতে হলো কেন ?
আলু সবসময় "লেভেল প্লেইং ফিল্ড" পছন্দ করে!!!! আর আপনে দুষ্টু লুক আছে গিরি, পাহাড়, পর্বত নিয়া!!
বাউন্সি উইকেটে মতির সমস্যা হয়, তাই ফ্ল্যাট উইকেট বানায়া দিছে!!!!
সুবোধ অবোধ
[আমার চারপাশ]-[ফেবু]-[টিনটিন]
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নির্মল বিনুদুন।
[আমার চারপাশ]-[ফেবু]-[টিনটিন]
এই বিষয়ে উচ্চ তদন্তের দাবি জানাই, একই সাথে আমার এবং অনেকেরই "বিদ্যানুভূতিতে" আঘাতের জন্য অতি সত্বর উচ্চ আদালতের হস্তক্ষেপ কামনা করি।
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
ভাগ্যিস ঐটা বিদ্যা বালান ছিলো। মেগান ফক্স হইলে আলুর বিশটা ফটোসাপুরে মিলেও দাবায়ে রাখতে পারতোনা।
মেগান ফক্স হইলে এরা কম্পিউটারের সামনে ফিট হইয়া পইড়া থাকতো মিয়া!
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
কেন যে এইসব করে এরা !
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
হাসতে হাসতে পেটে খিল।
এত চমৎকার সার্জারী করেছে তার পরেও ধরে ফেললা; তোমারতো চোখ সাংঘাতিক হে!
অপারেশন মোটেও সাক্সেসফুল হয়নাই পিপিদা, আমি বাইচ্চাকালে যখন ফটোশপ নিয়ে মজা করার ট্রাই করতাম, তখন আমার কাজ এর থেকে ঢের ভাল ছিল!
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
লোগোটারে সুলেমানি বুরখা পরায় দেন না বস।
বিপ্লবী ভাই, আপনি একটু তুলির আঁচর দিয়ে দেন তাহলে
নিন্দুকের মুখে ছাই দিয়ে বিদ্যার এই সুলেমানি ছবি ছাপালেই হত - বলেন সবাই সুভানাল্লাহ।
বিদ্যার বুকে ক্লোন টুল চালালো কি আমাদের মতি ভাই স্বয়ং?
এই তিনি যে সেই তিনি তার প্রমাণ দেন দিকিনি
এটা তো সানি লিওনের ছবি।
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
বিষয়টি তুলে আনার জন্য ধন্যবাদ, নয়তো আলুর এই কীর্তি অজানাই রয়ে যেত।
বিদ্যার বুকে হাত দেয়া প্রথমালুর ঠিক হয়নি! জাতি এ মানবে না!
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
হ
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
কি অদ্ভুত, এই সব ইন্সগ্নিফিক্যান্ট এসহোল ইন্ডিয়ান ভাঁড় গুলারে মনে হয় শুধু উপমহাদেশের মানুষজন ছাড়া দুনিয়ায়র কেউই আর তেমন চেনেনা, যেমন আমরা কোন জাপানিজ বা কোরিয়ান আর্টিস্ট রে চিনিনা। মূলধারার মিডিয়া তে এইগুলারে নিয়ে ফিচার কি বন্ধ হবে না কখনই? দুনিয়াতে আরো কতদেশে আরো কত আর্টিস্ট আছে, তাদের নাম-ও আমরা জানিনা আজ পর্যন্ত্য।
তেনারা দেখতে যে সব একই রকম হয় রে ভাই। আলদা কইরা কেমনে চিনতাম?
কস্কি মমিন
কাউকে অসন্মান করলে যদি মানহানির মামলা হয় তবে এটা নিয়ে 'অংগহানির' মামলা করা যেতে পারে।
/----------------------------------------------------
ওইখানে আমিও আছি, যেইখানে সূর্য উদয়
প্রিয়দেশ, পাল্টে দেবো, তুমি আর আমি বোধহয়
কমরেড, তৈরি থেকো,গায়ে মাখো আলতা বরণ
আমি তুমি, আমি তুমি, এভাবেই লক্ষ চরণ।।
শান্তিমতো যে একটু দেখুম, সেই সিস্টেমও শালার আলু ওয়ালারা রাখলো না!
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
মেয়েরাও আজকাল লুঙ্গি কাছা মারে তা জানতাম না।
এই ছবিটা প্রথমে দেখেছিলাম ফেসবুকের কোন পেজে। লুঙ্গি কাছা মারার ব্যাপারটাই মনে হয়েছিলো তখন। পরে দেখি আরো ঢাকাঢুকির ব্যাপার আছে
প্রথম আলোর এই মোমিন বিজনেস কি টয়লেটের কিবলামুখিতা প্রকাশ হওয়ার পরে নতুন নীতি ?
হাঃ হাঃ হাঃ হিঃ হিঃ হিঃ
পুনম পান্ডের ছবিকে আলুমতি কেমন করে ছাপায়, দেখতে মন চায়। কোলকাতার মত কী আমরা রাস্তা অবরোধ করব?
গুগল ইমেজে দেখলাম এই ভদ্রমহিলার বেশি কাপড়অলা ছবির কোন অভাব নাই। প্রথম আলো এত কষ্ট করতে গেল কেন বুঝলাম না।
মজা পাইলাম।
এত পর্দা-নশীন মনোভাব সত্বেও প্রথম আলোরে সবাই ইসলামবিরোধী কয় ক্যান এইটাই তাজ্জব !
প্রথমালোর বিরুদ্ধে অঙ্গহানির মামলা হতে পারে না?
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
অঙ্গহানী না হলেও নিদেনপক্ষে স্তনহানির মামলা হতে পারে।
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
বিদ্যার নিম্বাঙ্গের দিকে তাকিয়ে হঠাথই মনে হলো যেনো সে কাছা মেরে লুঙ্গী পরে তার আবার কোমরে বেল্ট পরা। ভালোই
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
এই বিষয়ে দেখা আমার তৃতীয় পোস্ট (একটি সামুব্লগে engla/29563877 - ২১সে মার্চ, আরেকটি খুঁজে পাচ্ছি না)! কেবল মন্তব্যগুলোই লাভ!
(কোনো এক বিচিত্র কারণে word verification আসছে না, chrome, safari, firefox, mozilla কোনটাতেই না - তাই লিঙ্ক পোস্ট করতে পারলাম না.)
ক্কি ক্কান্ড! বিদ্যার তামিলনাড়ুর তো পুরো বারোটা বাজিয়ে ছেড়েছে| আহারে
বিদ্যা বালান "প্রথম আলো"-র ছবিটা দেখলে নির্ঘাত মানহানির মামলা করত!
মামলার গ্রাউন্ডটা মনে হয় 'মানহানি' না হয়ে 'মানবৃদ্ধি' হবে
একজন অর্ধনগ্ন ভিনদেশি নায়িকা নিয়ে সচলায়তনের গুনিজনদের এতো আগ্রহের কারণ বোঝা গেল না।
আগ্রহটা "অর্ধনগ্ন ভিনদেশি নায়িকা " নিয়ে নয়, আগ্রহটা প্রথম আলোর হাস্যকর কর্মকান্ড নিয়ে।
পাসওয়র্ড সংক্রান্ত ঝামেলায় আগে এই সারমর্ম ছবিটা এখানে শেয়ার করতে পারিনি:
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
এই ছবিটা দেখে বুঝলাম, আলুপেপারের পাঠক আইকিউ সম্পর্কে আলুপেপারে কামলা খাটা মেট্রিকপাশ বিভাগীয় সম্পাদকগুলি কী পরিমাণ অবগত।
দুইপাশের দুই এমেজলিল অন্তত ভাইজানরা কারা?
_______________
আমার নামের মধ্যে ১৩
এই পোস্টটা অত্যধিক দুষ্ট।
নীড়পাতা.কম ব্লগকুঠি
"এমেরিকান এপারেলস" এর "মেড ইন বাংলাদেশ" বিজ্ঞাপনের কি হাল করে দেখেন।
নতুন মন্তব্য করুন