এনামুল হক মণিকে তিরস্কার জানাই

আনোয়ার সাদাত শিমুল এর ছবি
লিখেছেন আনোয়ার সাদাত শিমুল (তারিখ: শনি, ০৮/১২/২০১২ - ১০:৩০অপরাহ্ন)
ক্যাটেগরি:

বক্তব্য খুব সংক্ষিপ্ত।
এনামুল হক মণিকে বাদ দিতে হবে।
কার কাছে আবেদন করতে হবে জানি না।
হয়তো আইসিসি করবে, হয়তো বিসিবি'রও ভূমিকা থাকবে।
তবে বাংলাদেশ ক্রিকেটের সাপোর্টার হিসাবে আবেদন জানাই - এনামুল হক মণিকে বাদ দেয়া হোক।
অন্য দলের ম্যাচে কী হবে জানি না। বাংলাদেশ দলের ম্যাচে তো নয়ই---

গতকালও বাংলাদেশের বিপক্ষে ভুল সিদ্ধান্ত দিয়েছে।
আজ শেষ মুহূর্তে রাজ্জাককে ভুল এলবিডব্লিউ দিয়েছে।
ক্রিকইনফো বলছে -
42.5
Roach to Abdur Razzak, OUT, big, big appeal given out but was it pitching outside? that is a big one, pitching way outside the off and that is a very poor decision given at a very crucial time, Razzaq's gone and Bangladesh is still three short
Abdur Razzak lbw b Roach 0 (2b 0x4 0x6) SR: 0.00

এতদিন অশোকা সিলভা বিলি বাউডেনদের ভুল সিদ্ধান্তের শিকার হতো বাংলাদেশ।
এখন স্বদেশী মণিরও???

জিতেছি, তাই হয়তো ক্ষোভটা বড় নয়।
কিন্তু, ব্যাপারটা নিয়ে সিরিয়াসলি ভাবা দরকার।

[রাজ্জাকের আউটের পরে পোস্ট লেখা শুরু করেছিলাম। এর মধ্যে অনেক কিছু ঘটে গেল। ]

বাংলাদেশ ম্যাচ জিতেছে, সিরিজ জিতেছে।
অভিনন্দন টাইগার্স!!!!

পুনশ্চঃ এনামুল হক মণির জন্য নিন্দা এবং তিরস্কার।


মন্তব্য

অতন্দ্র প্রহরী এর ছবি

আমার মাথাতেও এই চিন্তাই ঘুরছিল। মণিকে বাদ দিতে হবে আসলেই। এবং এটা সিরিয়াসলি করতে হবে।

ত্রিমাত্রিক কবি এর ছবি

হ্যাঁ বস, শুধু রাজ্জাকের আউট না, তার অ্যাটিটুডে সমস্যা, আপীল করার আগেই সে আউট দিয়ে দেয়। লেজিটিমেট হইলেও এত হালফ-হার্টেড আপীলে কাউরে এত তাড়াতাড়ি আঙ্গুল তুলতে দেখি নাই। মনে হয় সে আউট দেয়ার জন্যে ওয়েট করতেছে। এইটা স্রেফ ভুল নাকি অন্য কোন ঝামেলা আছে সেটাও তদন্ত করা দরকার।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

অতিথি লেখক এর ছবি

'নিরপেক্ষতা' দেখাইয়া হিরো হইতে চায় মনে লয়। বিদেশীগো মুখে দুইডা মিডা কথা শুনতে চায়। আম্পায়ারিং করার খায়েশ হইছে করুক, তয় আমগো মাঠের ত্রিসীমানায় আসার দরকার নাই ভাইয়ের।

- খাইশুই

তারেক অণু এর ছবি

একমত চলুক

রাতঃস্মরণীয় এর ছবি

এলবিডব্লিউর ক্ষেত্রে প্রি-রিকুইজিট হচ্ছে বলটি কোনও অবস্থাতেই লেগ স্ট্যাম্পের বাইরে পিচ করবে না। এর পর বিচার্য হচ্ছে বলের বাঁক, উচ্চতা, ব্যাটসম্যানের পদক্ষেপ, ইত্যাদি। ভুল সবারই হতে পারে কিন্তু এতো সিলি ভুল করে কিভাবে আন্তর্জাতিক আঙিনায় আম্পায়ারিং করে তা বোধগম্য হচ্ছে না। গ্রাম-গঞ্জের টেনিস খেলার আম্পায়াররাও এই নিয়ম জানে ও মানে।

আমার মনে হয় আইসিসি মনির পারফরম্যান্স মুল্যায়নে এগুলো বিবেচনায় রাখবেন। আর মনির উচিত হবে তার এই ভুল স্বীকার করে বিবৃতি দেওয়া।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

হিমু এর ছবি

মণির করা মারাত্মক ভুলগুলোর বিবরণ কেউ এক এক করে যোগ করতে পারেন মন্তব্যের খাতায়?

এই ইস্যুটা নিয়ে গুছিয়ে মুভ করা প্রয়োজন।

স্যাম এর ছবি

মণির করা ভুল্গুলোর বেশি শিকার বাংলাদেশ - তথ্যগুলো যোগাড় করা হচ্ছে।

সাফি এর ছবি

ভুলের হিসেব যেন এক তরফা না হয়, এদিকেও লক্ষ রাখতে হবে। অর্থাৎ যেই ভুল বাংলাদেশের পক্ষে গেছে সেইটাও।

অতিথি লেখক এর ছবি

গতকালও সে সোহাগ গাজীর আউট দিছে। ভুল সীদ্ধান্তের বণ্যায় মনি বাংলাদেশ দলকেই বারবার বিপদে ফেলছে। বাংলাদেশের আপীলে তার চুপ থাকা চিরাচরিত রুপ। ধিক্কার মনিকে। প্রয়োজনীয় একটা বিষয় সামনে আনার জন্যে ধন্যবাদ আপনাকে। এটা পদলেহন ছাড়া কিছু না। এই দিয়েই সে তার আম্পায়ারিং এর গ্রেড বাড়াইছে।

স্বয়ম

কীর্তিনাশা এর ছবি

গতকাল রাজ্জাকের ওভারে দুই দুইটা ক্লোজ এল বি দেয় নাই ব্যাটা। আর ও ইন্ডিজের বোলিং-এ তার আঙুল উপরেই উঠে থাকে সব সময়।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

Riasat এর ছবি

I don't think Enamul did the mistakes intentionally.
He did his job as an umpire, when an umpire is on the field, he doesn't belong to any country.
Yes he made mistakes in both games that doesn't mean you have to start throwing stones.
Some people's comments are pathetic.
Stop acting like `Indian fans`.
Ashoka Di Silva is no better than Enamul. We need to support our players/umpires even if they make
mistakes.
If you need to appeal for something or can appeal for something, it should be appeal for training for
the Bangladeshi umpires.

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

বাংলাদেশী আম্পায়ার নাকি আইসিসির আম্পায়ার?

তানিম এহসান এর ছবি

বাংলাদেশী আম্পায়ার নাকি আইসিসির আম্পায়ার? চলুক

অরফিয়াস এর ছবি

We need to support our players/umpires even if they make mistakes.

Stop acting like `Indian fans`.

পানি ঘোলা করা অনেক পুরনো দিনের অভ্যাস মনে হচ্ছে ভাই এর?? ভুল হলেও সমর্থন করতে হবে এইটা কি আপনার থিউরি?

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

তানিম এহসান এর ছবি

Stop acting like `Indian fans'। বাংলাদেশ দলের সমর্থকরা কথা বলছেন এখানে। আপনি কোন চশমা চোখে দিয়ে পড়েছেন মন্তব্যগুলো যে সেটা প্যাথেটিক হয়ে যায়? এতবেশি empathetic হলে সমস্যা।

অতিথি লেখক এর ছবি

মনি মনে হয় গঞ্জিকা সেবন করে আম্পায়ারিং করছিল। এই ব্যাটার কাজ-কারবার দেইখা মেজাজ পুরাই বিলা।

অতিথি লেখক এর ছবি

ঠিক বুঝলাম না। আম্পায়ারদের সাপোর্টের দরকার কি?আম্পায়ারদের কাজ হচ্ছে খেলা পরিচালনা করা, কোন পক্ষের হয়ে খেলা নয়। বাংলাদেশী আম্পায়ারকে সাপোর্ট করলে পরে তারা বাংলাদেশের পক্ষে অন্যায্য সিদ্ধান্ত নিবে সেই আশায় আছেন নাকি? আমরা যদি অশোকা ডি সিলভার বিরুদ্ধে কথা বলতে পারি, মণির বিরুদ্ধেও বলতে পারবো।

আর "ইন্ডিয়ান ফ্যান" বলতে কি বুঝিয়েছেন? ইন্ডিয়ার বিখ্যাত "বাজাজ ফ্যানস"?? চিন্তিত

ফারাসাত

সুহান রিজওয়ান এর ছবি

এনামুল হকের প্রতি রাগ বোধ হচ্ছে আমারো, তবে সেটা ব্যক্তি আবেগ থেকেই। খেলার মাঠে ইচ্ছে করে কেউই ভুল ডিসিশন দ্যান না। আম্পায়ারদের ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত তাদের ক্যারিয়ারেও প্রভাব ফেলে, আইসিসির এলিট প্যানেলের ওঠার জন্যে দরকারী পয়েন্ট ভুল করলে কেটে নেয়া হয়। হাসি

অশোকা ডি সিলভার বহু সিদ্ধান্ত আমাদের বিপক্ষে গেছে। আমরা তা মনে রেখেছি। তবে কারো কি মনে আছে ইংরেজদের বিপক্ষে আমাদের প্রথম জেতা ওয়ানডে ম্যাচটির খুব দারুণ উত্তেজনার মুহুর্তে কলিঙউডের ব্যাটে বল না লাগলেও অশোকা হাত তুলে দিয়েছিলেন আমাদের দিকে ?? হাসি

আম্পায়ারদের কাজটা অনেক কঠিন আসলে। এনামুল হকের সিদ্ধান্তটা এদ্দমই রদ্দি, ম্যাচ হারলে ওটার কারণেই হারতাম। তবে এটাও সত্যি, এমনকি আজকের ম্যাচেও এনামুল হক মণি দারুণ কিছু ডিসিশন দিয়েছে। হি জাস্ট এক্ট অন আ স্পার অফ মোমেন্ট আই গেস। ছাইড়া দ্যান শিমুল ভাই হাসি

দীপ্ত এর ছবি

চলুক

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

অশোকার বাংলাদেশের বিপক্ষে অনেক ভুল ঐ একটা বাংলাদেশের পক্ষে যাওয়া ভুলের কারণে মাফ হয় না প্রিয় সুহান। ভুলে ভুলে কাটাকাটি কেন হবে?

মণিরে ছাইড়া দিবো?
কথা দ্যান - আপনি মণিরে নজরে রাখবেন, আগামীতে কয়টা ভুল সে করে তা দেখবেন। ঠিক আছে? হাসি

সুহান রিজওয়ান এর ছবি

হাহাহা। আচ্ছা যান, ভুল কাউন্ট করা শুরু করলাম। নেক্সট বার এমন বোকার মতো আউট দিলে আমিই ওরে গাইলায়া পোস্ট দিবো দেঁতো হাসি

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

চিয়ার্স!!! হাসি

তোফায়েল এর ছবি

when an umpire is on the field, he doesn't belong to any country.

We need to support our players/umpires even if they make
mistakes.

ঝেড়ে কাশুন।।।

কড়িকাঠুরে এর ছবি

ভুল আম্পায়ারিং এর পাশে থাকা তত্ত্বে তো মাথা আউলাইয়া গেলো। এ কথায় তো এনামুল হক মণি'রো জিহ্বায় কামড় দেয়ার কথা। তিরস্কার কে পেতে চায়? আর টার্গেটতো ভাল আম্পায়ার হওয়া- অন্যকিছু তো না? তাই তো... চিন্তিত

যুধিষ্ঠির এর ছবি

নিন্দা আর তিরস্কার ঠিক আছে।

অনেক আবেগ নিয়ে লিখেছেন, তবে বাংলাদেশের ম্যাচে মণিকে বাদ দিয়ে লাভ কি? অশোকা ডি সিলভা বাংলাদেশের যে সব ম্যাচে ছিলো, আর যেগুলোতে ছিলো না - সেগুলোতে বাংলাদেশের পারফরম্যান্সের অনুপাত নিলে দেখা যাবে বাংলাদেশে অশোকার অনুপস্থিতিতেও ভালো করে নি। ঠিক তেমনি, ধরুন মণিকে আমরা বাদ দেয়ালাম। বাংলাদশের ফলাফলের অবস্থা একই রকম থাকলো। কি লাভ হবে? মাঝখান থেকে আমরা বেশি অভিযোগ করি এমন একটা সাড়া উঠবে। এর আগেও উঠেছে।

মণির কিছু সিদ্ধান্তের কারণে আইসিসি তাকে এমনিতেই ভালোই শাসাবে বলে ধরে নিচ্ছি - অফস্ট্যাম্পের বাইরে পিচ করা বলে এলবিডাব্লিউ দেয় যে আম্পায়ার, তাকে আইসিসি আদরে-সোহাগে রাখবে না এমনিতেই।

কিন্তু ধারাবাহিকভাবে ভালো খেলার কোন বিকল্প নেই বাংলাদেশের।

অমি_বন্যা এর ছবি

সম্পূর্ণ সহমত।

সাফি এর ছবি

আমাদের বন্ধু বলয়ে একটা ব্যাপার আছে। যেমন এনামুল নামের বন্ধু গালি খায় মাঠে কোন এনামুল বাজে পার্ফরম করলে। আমি গালি খাই শাফিউল বাজে বোলিং করলে, তেমনি আছে আমাদের সানি, নাঈম। এর মধ্যে এনামুল সবসময়েই মোটামুটি আলোচনায় থাকে। এনামুল হক মণি আম্পায়ার, এনামুল জুনিয়র স্পিনার, হালের ব্যাটসম্যান এনামুল হক। তাই এনামুল হক মণির ভাল/খারাপ সিদ্ধান্তগুলো সম্পর্কে আমরা মোটামুটি আপ-টু-ডেট থাকি। সেই থেকে যা মনে পড়ছে, এনামুল হক মণির বেশ কিছু সিদ্ধান্ত বাংলাদেশের পক্ষেও গেছে। কালকের রাজ্জাকের বিরুদ্ধে এলবিটা একটা ভুল সিদ্ধান্ত। ব্যাটসম্যান, বোলার, ফিল্ডাররা মাঠে যেমন ভুল করতে পারে, তেমনি আম্পায়ারের ও ভুল হতেই পারে। সেই ভুলের মাশুল হিসেবে এনামুলকে বাদ দেওয়ার আহ্বান জানানো আমার কাছে অতিরিক্ত আবেগী লাগছে।

আশোকা ডি সিলভার জন্য ব্যাপারটা ভিন্ন। এনামুলের তুলনায় তার নাম আসাটাও দুঃখজনক। আশোকার আম্পায়ারিং দক্ষতা কম, তাই ভুলের হার বেশী। এবং যেহেতু বাংলাদেশ ছোট দল, বাংলাদেশের বিরুদ্ধে সিদ্ধান্ত গেলে তা নিয়ে হই চই এর সুযোগ ও কম। এই বিবেচনায়ই আমার ধারণা সে তার সব বেনেফিট অব ডাউট ই বড় দল কে দিত। এই জিনিসটা খুবই সাধারণ আম্পায়ার/রেফারিদের মধ্যে। আমি সপ্তাহে গড়ে গোটা চারেক ফুটবল খেলা দেখি। ইংলিশ প্রিমিয়ার লীগের মত প্রফেশনাল মঞ্চেও সেখানে রেফারিদের নিয়মিত ভুল করতে দেখি। এবং অধিকাংশক্ষেত্রেই সেই ভুলের শিকার হয় ছোট দল গুলোই।

 মেঘলা মানুষ এর ছবি

ঠিক, "ছোট"দের সব সময়ই সমস্যা হয়। আর, বড় দলের স্টারদেরও একটা বাড়তি সুবিধা থাকে। ধরুন, শেন ওয়ার্ন বাংলাদেশের সাথে একটা ৫০-৫০ চান্সে আপিল করলে পেয়ে যেতে পারত, যেটা হয়ত আমাদের মো: রফিক স্টিভ ওয়াহর বিরুদ্ধে ৮০-২০ চান্সেও পেত না।

আমার মনে হয় মণি মনে করে যে বাংলাদেশের বিরুদ্ধে ডিসিশনে ঢিলামি করলে মনে হয় তাকে আইসিসি বাঁশ দেবে। সেটা ভেবে হয়ত এরকম 'আজিব' ডিসিশনগুলো দিচ্ছে। (জাস্ট হাইপোথিসিস)

উদ্ভ্রান্ত পথিক এর ছবি

চলুক
দুদিন আগে এলিট প্যানেলের ধর্মসেনাও দেখলাম ক্লিন ইনসাইড এজে এলবি দিলো। যাইহোক মণির আম্পারিং এ উন্নতি করতে হবে। আর বাংলাদেশে খেলা হচ্ছে বলে এলিট প্যানেলের অ্যাম্পায়ার দেওয়া হয় নাই।

---------------------
আমার ফ্লিকার

আইলসা এর ছবি

ভাই আমি আবেগী বিবাগী রাগী হইতে রাজি আছি, বাট মনিরে একটা মেসেজ দেয়া উচিৎ। গতকাল বাংলাদেশ না জিতলে মনি'রে শিবিরপিটা করতাম। আপাত: মতি কন্ঠের ভাষায় বলি, "লাইনে আসো মনি, নাইলে খাবা কনি"

অতিথি লেখক এর ছবি

পাকি এনামুলকে পাকিস্তানে রপ্তানি করা হোক।

অপ্রস্তুত লেনিন।

সাফি এর ছবি

পাকি এনামুল? বাহ!!!

আব্দুল গাফফার রনি এর ছবি

মনি অতিমাত্রায় নিরপেক্ষ থাকতে গিয়ে বাংলাদেশের বিপক্ষে চলে যাচ্ছে তার সিদ্ধান্ত। তিনি কি বুঝছেন না তাঁর সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে গেলে তার নিরপেক্ষতা থাকবে? এভাবে চলতে থাকলে তিনি জাতীয় ভিলেনে পরিণত হবেন। এখানে আরেকটা পশ্ন অনেকেই করেছেন, যে আমরা অতিমাত্রায় আবেগী হয়ে পড়ছি কিন। আমি বলব, আমাদের যা কিছু অর্জন সব আবেগ থেকেই। এই আবেগটা আছে বলেই এত দুর্নীতি, এত সংঘাতের মধ্যেও আমরা বেঁচে আছি।তাছাড়া হরিলুটের এই দেশে এখন বিনোদোন বা আনন্দ যেটুকু টিকে আছে তা ওই ক্রিকেটারদের জন্য। সেটুও যদি একজন বাংলাদেশির কারণে হারিয়ে ফেলি বা ফেলার অবস্থায় চলে যায় তখন জাতীয় আবেগ প্রমশনের কথা বলা ঠিক কিনা ভেবে দেখার অবকাশ আছে।

----------------------------------------------------------------
বন পাহাড় আর সমুদ্র আমাকে হাতছানি দেয়
নিস্তব্ধ-গভীর রাতে এতোদূর থেকেও শুনি ইছামতীর মায়াডাক
খুঁজে ফিরি জিপসি বেদুইন আর সাঁওতালদের যাযাবর জীবন...
www.facebook.com/abdulgaffar.rony

প্রৌঢ় ভাবনা এর ছবি

ধন্যবাদ, এরকমটা আমিও ভাবছিলাম। সুহান রিজউয়ানের মন্তব্য মোতাবেক না হয় পর্যবেক্ষণেই রাখা গেল।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।