বাংলাদেশ সময়ের হিসেবে এখনো প্রায় ২৫ ঘন্টা বাকী আছে। তারপর ২০১৩ সাল বিদায় নিয়ে আসবে ২০১৪ সাল।
সকল সচল, হাচল, অতিথি লেখক, পাঠকের কাছে প্রশ্ন রাখছি - ২০১৩ সালের সচলে প্রকাশিত উল্লেখযোগ্য লেখা কোনটি? চাইলে একাধিক লেখার নাম উল্লেখ করতে পারেন, যে লেখাগুলো আপনাকে ভাবিয়েছে, আপনি যে লেখা নিয়ে অন্যের সঙ্গে অনলাইনে-অফলাইনে আলাপ করেছেন, শেয়ার করেছেন কিংবা মেইলে অন্যকে পড়তে দিয়েছেন; সে লেখার শিরোনাম এবং লিংক উল্লেখ করুন মন্তব্যের ঘরে।
বছর শেষে এরকম জিজ্ঞাসা কয়েক বছর আগে করা হতো। মাঝে থেমে গেছে, সে সুযোগটাই নিলাম
এ পোস্ট ঠিক প্রচলিত জরিপ নয়, কিংবা সেরা লেখার তালিকা করার চেষ্টা নয়। বরং, ২০১৩ সালের সচলায়তনের কিছু গুরুত্বপূর্ণ লেখার তালিকা তৈরির চেষ্টা।
আগাম ধন্যবাদ।
মন্তব্য
চরম উদাসের "কুখ্যাত জারজ"।
ইচ্ছার আগুনে জ্বলছি...
১/ চরম উদাসের কুখ্যাত জারজ
২/ সৌরভ সাখওয়াতের আবারও ফিরে আসছে ওই দাঁতাল শুয়োরেরা
৩/ হিমু ভাইয়ের আশাকর্পূর
তিনটার মাত্র লিমিট বেঁধে দেওয়া ঠিক না। তাই আরেকটা বোনাস দিলাম, কৌস্তুভের তথ্য'বিনা মিথ্যা বোনা। তাও তো কত্ত কিছু বাদই পড়ে গেল।
___________________
রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি
থ্যাঙ্কস!
আচ্ছা, ৩টার লিমিট তুলে দিচ্ছি
চরম উদাসের কুখ্যাত জারজ, সুহান রিজওয়ানের তর্জনীতে স্বাধীনতা, সুজন চৌধুরীর কিন্তু পার্টি ০০১।
চরম উদাস ভাইয়ের "লছাগু গছাগু"। সবার আগে এই নামটিই মনে এল।
.............................
তুমি কষে ধর হাল
আমি তুলে বাঁধি পাল
চরম উদাসের কুখ্যাত জারজ, এসো নিজে করি ০৮ - কিভাবে ত্যানা প্যাঁচাবেন।
সুহান রিজওয়ানের তর্জনীতে স্বাধীনতা।
সৌরভ সাখওয়াতের আবারও ফিরে আসছে ওই দাঁতাল শুয়োরেরা।
হিমু'র আশাকর্পূর
সত্যপীরের কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল।
সুজন চৌধুরীর কিন্তু পার্টি ০০১।
মন্তব্যকারীরা লেখার নামের সাথে লিংকগুলো দিলে সুবিধা হতো। তাই অনুরোধটা আবার রাখছি
লিস্ট করা আসলেই মুশকিল! এত এত ভাল লেখা যে কোনটা রেখে কোনটা দিব অবস্থা! তাও একটু চেষ্টা করি-
উদাস দা'র কুখ্যাত জারজ , বাতের বালা , আঁধারের আঁধার
সুজন দা'র আয় বাচ্চু আয় , কিন্তু পার্টি , মূলানুগ
হিম্ভাই এর আশাকর্পূর , গরুটারই চরিত্র ভালো নয় , নৈনং ক্লেদয়ন্তি
মাহবুব মুর্শেদ ভাই এর হোমিও-প্যাথেটিক গাঁজাবিজ্ঞান
অতিথি লেখকদের আবারও ফিরে আসছে ওই দাতাল শুওরেরা সিরিজ এবং পাকিস্তানের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক রাখাটা কি জরুরী? সিরিজ।
নজরুল ভাই এর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হোক
আরও কত কত ভাল লেখা যে আছে !!!! আশাকরি বিভিন্ন জনের কমেন্টে সব উঠে আসবে।
সুবোধ অবোধ
চরম উদাসের কুখ্যাত জারজ আর হিমুর আশাকর্পূর- ইসরাত
হাসিব ভাইয়ের আন্তর্জাতিক অভিজ্ঞতার আলোকে জামাত নিষিদ্ধকরণের রূপরেখা
ষষ্ঠ পাণ্ডবের ‘মুক্তিযুদ্ধ ও গণহত্যা প্রত্যাখ্যান ও সামান্যীকরণ বিরোধী আইন’ চাই
চরম উদাসের কুখ্যাত জারজ
তারেক অণুর লিভ টুগেদার
সৌরভ সাখওয়াতের আবারও ফিরে আসছে ঐ দাতাল শুওরেরা (দুই পর্বের একটির লিঙ্ক দিলাম)
চরম উদাসঃ
কুখ্যাত জারজ
জগাখিচুড়ি - ০৮
নিস্বার্থ ক্রন্দন
হিমুঃ
আশাকর্পূর
আপনার দেখা সময়কে সাহিত্যে ধরে রাখুন
গুডরিডস.কম
অনার্য সঙ্গীতঃ
সশস্ত্রবাহিনী কোনো রাজনৈতিক পক্ষ নয়
কে বলেছে ধূমপান ক্ষতিকর?
কৌস্তভঃ
তথ্য বিনা মিথ্যা বোনা
ভুল সবি ভুল
তারেক অণুঃ
লিভ টুগেদার
হাসিবঃ
আন্তর্জাতিক অভিজ্ঞতার আলোকে জামাত নিষিদ্ধকরণ রূপরেখা
হেফাজতে ইসলামের নতুন কর্মসূচীর প্রেক্ষাপট বিশ্লেষণ
এস এম মাহবুব মুর্শেদঃ
হোমিও প্যাথেটিক গাঁজাবিজ্ঞান
এলোমেলো চিন্তাঃ বই সংগ্রহ
সত্যপীরঃ
কারা যেন ভালবেসে আলো জ্বেলেছিল
ষষ্ঠ পান্ডবঃ
‘মুক্তিযুদ্ধ ও গণহত্যা প্রত্যাখ্যান ও সামান্যীকরণ বিরোধী আইন’ চাই
তানিম এহসানঃ
বাংলাদেশে মৌলবাদের রাজনৈতিক-অর্থনীতি: পাঠ পর্যালোচনা ০১
আনোয়ার সাদাত শিমুলঃ
টুয়েন্টিফোর ডটকম বিস্ফোরণ
সুজন চৌধুরীঃ
কিন্তু পার্টি ০০১
ইশতিয়াক রউফঃ
৯ মাসের স্বাধীনতা, ৪২ বছরের বিজয়
শাহবাগে সশরীরে উপস্থিত না হয়েও যেভাবে সাহায্য করতে পারেন
রাগিবঃ
দুইটি মিনিট খরচ করুন - দৃষ্টিপ্রতিবন্ধীদের হাতে বই পৌছে দিতে এগিয়ে আসুন
জেনে রাখুন, ধর্মীয় অবমাননা সংক্রান্ত বাংলাদেশের আইন - ও তার প্রয়োগ-অপপ্রয়োগ
... ... আরো আসবে তো
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
পার্ফেক্ট! আমার লেখাগুলো বাদ দিয়ে বাকিগুলো স্বর্ণ একেকটা!
দু-একটা লেখা বাদে এক্সজ্যাক্ট এই মন্তব্যটাই করতাম।
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
সাথে-
সৌরভ সাখাওয়াত: আবারও ফিরে আসছে ওই দাতাল শুওরেরা- ১ - ১ম পর্বের লিংক
সুহান রিজওয়ান: তর্জনীতে 'স্বাধীনতা'
মেহদী হাসান খান: জেগে আছে শাহবাগ
কড়িকাঠুরে
আপনার সবগুলো আর
চরম উদাসঃ
এসো নিজে করি ০৮ - কিভাবে ত্যানা প্যাঁচাবেন / How to go round and round and round and ...
হিমু
হাদুল্লাপুরে ওম শান্তি
নৈনং ক্লেদয়ন্তি
বিব কিনে দাও
ষষ্ঠ পান্ডব
শাহ্বাগের টুকরো গল্প
ওডিন
অপলাপ
ইতিহাসপাতাল [পর্ব ৩]
সুজন চৌধুরী
মূলানুগ
সত্যপীর
বাদার বিক্রম
বুনোহাঁস
ডি ওয়ার্ড, পঙ্গু হাসপাতাল
তারেক অণু
‘রওশন জামিল একসন্তানের জনক। গোঁফ আছে।‘
প্রিয় কাজীদার সাথে কাটানো স্বর্ণালী মুহূর্তগুলো (ভিডিওসহ)
বাংলাদেশ নিয়ে আলোকচিত্রে লেখা গুলো। এতো গুলো লিস্ট করতে ভয় পাইছি।
তিথীডোর
ভালবেসে যাকে ছুঁই, সেই যায় দীর্ঘ পরবাসে।
পর্যবেক্ষণ ১) আরো অনেক অতিথি লেখক/সচলের লেখা পড়ার সময় খুব ভালো লেগেছিলো। কিন্তু এখন খুঁজতে আইলসামী লাগে। সাম্নের বছর লিঙ্ক জমায়ে রাখবো।
পর্যবেক্ষণ ২) অতিথি/অর্ধ/পূর্ণ সচলারা অনেক অনেক কম লেখেন
--------------------------------
হে প্রগাঢ় পিতামহী, আজো চমৎকার?
আমিও তোমার মত বুড়ো হব – বুড়ি চাঁদটারে আমি করে দেব বেনোজলে পার
আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাঁড়ার ।
পর্যবেক্ষণ ১ এর কথায় খুঁজে বের করলাম অতিথি লেখক সাগর রহমানের একটি অমৌলিক গল্প নামের অসাধারণ লেখাটা।
..................................................................
#Banshibir.
অতিথি লেখকের লেখা কি ভালোলাগেনি সাক্ষী দা?
মাসুদ সজীব
মোটামুটি এই লেখাগুলোই। সাথে সাক্ষী সত্যানন্দের স্পীকারজাদা আর গোলামকুমার
এক লহমার ঈশপের গল্প (এটা আমার ছেলের সবচেয়ে প্রিয়)
____________________________
১ - এসো নিজে করি -০৭ কিভাবে স্বর্গে যাবেন
২ - এসো নিজে করি ১১ - কিভাবে গুজব তৈরি করবেন
৩ - কিন্তু পার্টি ০০১
পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।
এই পোস্টের সুবাদে খেয়াল হলো, কতো অসামান্য লেখা এসেছে এই বছরে। একত্র করে দ্রুত একটা ইবুক করে ফেলা যায়?
এই বছরটা স্মরণীয় হয়ে থাকবে চরম উদাস ভাইয়ের অসামান্য সব লেখার জন্য। কোনটা ছেড়ে কোনটা বলবো জানি না, তবে ওনার লেখার বিভিন্ন দিক এখন পথচলতি ভাষার অংশ হয়ে গেছে। "মায়ের চেয়ে বুয়ার জন্য বেশি কাঁদা" তো আজকে একটু আগেই বললাম একজনকে। কতো লোককে যে "লুহা বলদ" উপাধি দিতে হয়েছে তার হিসাব নাই (ঐ লেখাটা এখনও খুঁজে খুঁজে পড়ি)।
রেফারেন্স এবং অন্যান্য কারণে কৌস্তুভের "তথ্য বিনা মিথ্যা বোনা" এবং হাসিব ভাইয়ের জামায়াত নিষিদ্ধকরণের রূপরেখা বেশ কয়েকবার খুঁজে বের করেছিলাম।
সুজন্দার কার্টুনের প্রসঙ্গ আছে। সাথে যোগ করবো স্যাম ভাইয়ের ব্যানারগুলো। পুরো বছর জুড়ে কী অপূর্ব শৈল্পিক সব ব্যানার দেখলাম।
হ।
বিশেষ করে আজকের ব্যানারটা, সিম্পলি সোবার। এই ভদ্রলোক নমস্য!
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
পুরোপুরি একমত।
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
২০১৩ আমার কাছে একটা দুরন্ত বছর। অনলাইনে জীবনানন্দ-র কবিতার খোঁজে এসে দেখা পাই অণু-দাদার। আটকে যাই। এ পাতা ও পাতা ঘুরতে ঘুরতে একটি জানা নাম চোখে পড়ে। অত্যন্ত প্রিয় নাম, একান্ত বিশ্বাসের নাম - মেহদী। মেহদী হাসান খান। তখনো পর্যন্ত আমি শাহবাগের আন্দোলন নিয়ে মেইনস্ট্রীম পত্রিকাগুলির বাইরে কিছু পড়িনি, জানিনি। দেখলাম মেহদী একটা পোস্ট দিয়েছে - ছবি-ব্লগ। উপরে কড়িকাঠুরে তাঁর মন্তব্যে সেই লেখার উল্লেখ করেছেন। আমি আবার এখানে করি
মেহদী হাসান খান: জেগে আছে শাহবাগ
পান্ডবদা এই পোস্টকে বলেছিলেন ঐতিহাসিক দলিল।
এই অসাধারণ পোস্ট যেখানে জায়গা নেয় সেও অসাধারণ। এইভাবেই আমার পরিচয় পাওয়া হল অসাধারণ সচলায়তন-এর। পড়া হল কত যে অতুলনীয় লেখা। বছর শেষের ব্যস্ততার মধ্যে লিখছি। আবারো ফিরে আসতে চাই এই পোস্ট-এ। এক্ষুণি একটা পোস্ট-এর উল্লেখ না করে যেতে ইচ্ছে করছে না। আমার সচলে আসার আগের লেখা পড়তে গিয়ে এর খোঁজ পেয়েছি। যেদিন বের হয়েছিল নিশ্চয়ই এক অসামান্য দায়িত্ব পালন করেছিল এই পোস্ট-টি।
অরফিয়াস-এর রাতের ঢাকা এবং সারা দেশের তান্ডব
(আরো লিঙ্ক নিয়ে ফিরে আসার ইচ্ছে রইল এই দুরন্ত হতে চলা পোস্টটিতে)
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
অনেক ভালো লেখাই অলরেডি আসছে। তাই আর পুনরুক্তি না করি। তবে চরম উদাসের পিছন পাগল এবং কনে দেখা আলো আঁধার বাদ পড়ে গেলো মনে হয়।
রিটন ভাইয়ের বিধি বাম, কই বাম?
----------------------------
নয় মাসে হলো তিরিশ লক্ষ খুন
এরপরও তুমি বোঝাও কি ধুন-ফুন
আকতার আহমেদ-এর এ'দেশ রাজাকারের না এবং ব্রাদারহুডের জন্য
----------------------------
নয় মাসে হলো তিরিশ লক্ষ খুন
এরপরও তুমি বোঝাও কি ধুন-ফুন
সবচেয়ে কঠিন এবং দীর্ঘসময় লেগেছে যে মন্তব্য করতে ভালোলাগার পরিমান অনেক বেশি ছিলো তাই লিষ্টটাও লম্বা হয়ে গেছে।
গবেষনা
১। http://www.sachalayatan.com/udash/50032--- চরম উদাস
২। http://www.sachalayatan.com/udash/50149--- চরম উদাস
রাজনীতি:
১। http://www.sachalayatan.com/anarjo_sangeet/50653---অনার্য সঙ্গীত
২। http://www.sachalayatan.com/mother/49753--Fallen leaf
৩। http://www.sachalayatan.com/haseeb/50665-- হাসিব ভাই
৪। http://www.sachalayatan.com/syeed_ahamed/50140-- সাঈদ আহমেদ
ভ্রমন:
১। http://www.sachalayatan.com/nazrul_islam/50656-- নজরুল ইসলাম
২। http://www.sachalayatan.com/mainul_raju/49699-- মইনুল রাজু
কবিতা:
১। http://www.sachalayatan.com/sumadrihotmailcom/50391-- সুমাদ্রী
২। http://www.sachalayatan.com/guest_writer/50327--- লবিব ওয়াহিদ
মুক্তিযুদ্ধ
১। http://www.sachalayatan.com/guest_writer/50936-- সৌরভ সাখাওয়াত
২। http://www.sachalayatan.com/ishtiaqrouf/50829-- ইশতিয়াক রউফ
৩। http://www.sachalayatan.com/mridul_ahmed/50744-- মৃদুল আহমেদ
গল্প
১। http://www.sachalayatan.com/hrrh69/50168---নীড় সন্ধানী
২। http://www.sachalayatan.com/udash/50788 --- চরম উদাস
৩। http://www.sachalayatan.com/himu/49130--- হিমু
৪। http://www.sachalayatan.com/himu/50717---হিমু
৫। http://www.sachalayatan.com/udash/50878--- চরম উদাস
আলোকচিত্র:
১। http://www.sachalayatan.com/tareqanu/50334--- তারেক অণু
রেখাচিত্র:
১। http://www.sachalayatan.com/sujan/51007--- সুজন
চিন্তাভাবনা:
http://www.sachalayatan.com/tareqanu/50589--- তারেক অণু
মাসুদ সজীব
[url=http://www.sachalayatan.com/udash/50149 নিস্বার্থ ক্রন্দন[/url]--চরম উদাস
[url=http://www.sachalayatan.com/mother/49753 উনয়ন বনাম প্রোপগান্ডা]fallen leaf[/url]
২০১৩ সাল শুরু হয়েছিল সুজন চৌধুরীর সাইদীচক্র ২০১৩ দিয়ে। সেই হিসাবে এখন পর্যন্ত সচলে পোস্টের সংখ্যা মোট ১৬৮২। এর মধ্যে অনেকগুলোই দুর্ধর্ষ লেখা। সুজনদার অনেক কার্টুনই উল্লেখ করার মতো তাই সবই বাদ দিয়ে গেলাম
অনেকগুলো ভালো সিরিজ আছে এই বছর। সিরিজগুলো উল্লেখ করা মুশকিল তাই তা্ও বাদ দিলাম
এক ঝলকে দেখে যা মনে আসলো তাই খুঁজে বের করলাম:
তারেক অণু বাংলাদেশ বার্ড ক্লাবের নির্দেশনা- যেভাবে পাখি রক্ষায় আপনিও অবদান রাখতে পারেন
বাংলার পথে – ৪, কামিনী নামের কথা বলা কাক! ( ভিডিওসহ!)
ছবিতে আমার মায়ের মুখ
ছবি ব্লগ - বাংলার পাখি
শৈশবে যৌন বিষয়ে শিক্ষার প্রয়োজনীয়তা
যেভাবে দেওয়া হল বাংলাদেশের সমস্ত পাখির বাংলা নাম
ছবি ব্লগ - WOMEN
লিভ টুগেদার
চরম উদাস: এসো নিজে করি ০৮ - কিভাবে ত্যানা প্যাঁচাবেন / How to go round and round and round and ...
লছাগু গছাগু
ছেঞ্ছেতিব
এসো নিজে করি ১০ - কিভাবে নরম মানুষ হবেন / How to be a moderate monkey (প্রথম পর্ব)
এসো নিজে করি ১০ - কিভাবে নরম মানুষ হবেন / How to be a moderate monkey (দ্বিতীয় পর্ব)
রাগিব: স্বপ্নের শিক্ষক.কম প্রজেক্ট - ৬ পয়সায় জীবন গড়ার অভিযান
দুইটি মিনিট খরচ করুন - দৃষ্টিপ্রতিবন্ধীদের হাতে বই পৌছে দিতে এগিয়ে আসুন
মইনুল রাজু: ভিনদেশি এক রঙের মেলায় (পর্ব ২)
হিমু: উদ্ধারকাজে নিজস্ব প্রযুক্তি ও কৌশল উদ্ভাবন আশু প্রয়োজন
বিব কিনে দাও
গরুটারই চরিত্র ভালো নয়
লুৎফর রহমান রিটন: ক্ষমা করবেন বেলাল মোহাম্মদ
এপার ওপার, সোহেল রানা, আজাদ রহমান এবং আমার ভালোবাসার মূল্য
মেহদী হাসান খান: প্রজন্মবার্তা, শাহবাগ
জেগে আছে শাহবাগ
সজীব ওসমান: জীবের বিলুপ্তি ৩ঃ বিলুপ্ত প্রাণী কি ফিরিয়ে আনা উচিত?
বিজ্ঞান নিয়ে লেখা কি এমন হওয়া উচিত?
অনার্য সঙ্গীত: নিপাহ ভাইরাস: আপনার স্বজনদের সতর্ক করেছেন তো?
সশস্ত্রবাহিনী কোনো রাজনৈতিক পক্ষ নয়
সাবরিনা সুলতানার প্রতিবন্ধী ব্যক্তির পরীক্ষায় অতিরিক্ত সময় কেবল শ্রুতি লেখক নিয়োগেই কেনো?
সাঈদ আহমেদ: আইসিটি আইনের ৫৭ ধারা: ‘আইন কানুন সর্বনেশে!’
দিগন্ত: বাংলাদেশে বিদ্যুৎ - রামপাল, রূপপুর ও এর পরে
ফাহিম হাসান: রামপাল বিদ্যুৎ প্রকল্প: পর্যবেক্ষণ ও বিশ্লেষণ
নজরুল ইসলাম: স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি!
ওডিন: ইতিহাসপাতাল [পর্ব ৩]
সুমন চৌধুরী: বাংলাব্লগাবর্তে "ছাগু" শব্দের উৎপত্তি
ষষ্ঠ পাণ্ডব: ‘মুক্তিযুদ্ধ ও গণহত্যা প্রত্যাখ্যান ও সামান্যীকরণ বিরোধী আইন’ চাই
সচল জাহিদ : পানিসম্পদ ব্যবস্থাপনায় আন্তর্জাতিক সহযোগিতা
কৌস্তভ: তথ্য বিনা মিথ্যা বোনা
হাসিব: আন্তর্জাতিক অভিজ্ঞতার আলোকে জামাত নিষিদ্ধকরণ রূপরেখা
অমি_বন্যা: পশ্চিম আফ্রিকার অবহেলিত নারী ও সয়ে চলা ঘৃণ্য এক সামাজিক অনাচার
হাসান মোরশেদ: শাবিপ্রবি পরিস্থিতিঃ প্রগতিশীলদের পাঁচ পা
সুমন_সাস্ট: ডিজিটাল ভর্তি পরীক্ষার পেছনের গল্প, একজন জাফর ইকবাল ও অন্যান্য
সত্যপীর: কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল
(বিদ্র: আমারে কেউ তা. অণু আর চ উদাসের ভক্ত কইলে আমার কিছু করার নাই)
হিমু ভাইয়ের আশাকর্পূর , বিব কিনে দাও
সুজনদার কিন্তু পার্টি ০০১
সুহান রিজওয়ানের তর্জনীতে স্বাধীনতা
চরম উদাসের সবগুলো লেখাই আমার অসম্ভব প্রিয়। তবে সবচেয়ে ভাল লেগেছিল কুখ্যাত জারজ ,জগাখিচুড়ি - ০৮ , বয়স আর আঁধারের আঁধার
সত্যপীরের কারা যেন ভালবেসে আলো জ্বেলেছিল
দৈত্যকূলে প্রহ্লাদ
আরো দুটো বলতে ভুলে গেছি হিমুভাইয়ের মধুমালতী ডাকে আয় আর যা গা আশরাফ
দৈত্যকূলে প্রহ্লাদ
সুহান রিজওয়ানের তর্জনীতে স্বাধীনতা গল্পের গুণ, নাটকীয়তা এবং ভাষার স্বতন্ত্র বৈশিষ্ট্যে অনন্য একটি লেখা।
পাণ্ডবদার ‘মুক্তিযুদ্ধ ও গণহত্যা প্রত্যাখ্যান ও সামান্যীকরণ বিরোধী আইন’ চাই
হিমু ভাইয়ের হাদুল্লাপুরে ওম শান্তি
সৌরভ সাখাওয়াতের আবারও ফিরে আসছে ওই দাতাল শুওরেরা- ২
এই লেখাগুলো গুরত্ববাহী, উল্লেখযোগ্য লেখা অবশ্য অনেক আছে।
তাসনীম ভাইয়ের স্মৃতিমেদুর লেখা -- কখনো আমার মাকে।
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
যাক আমার আর রিভিউ করা লাগল না। নগদে একটা রিভিশন হয়ে গেল
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
লীলেন্দার মন্তব্যে অনেকগুলো মিলে গেছে, পুনরাবৃত্তি বাদ দিলাম
অতিথিদের লেখায় উল্লেখযোগ্য লেগেছে-
সৌরভ সাখাওয়াতঃ
আবারও ফিরে আসছে ওই দাতাল শুওরেরা- ১
আবারও ফিরে আসছে ওই দাতাল শুওরেরা- ২
ইফতেখার আলীঃ
পাকিস্তানের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক রাখাটা কি জরুরী? (প্রথম পর্ব)
পাকিস্তানের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক রাখাটা কি জরুরী? (দ্বিতীয় পর্ব)
প্রসঙ্গঃ হেফাজতে ইসলামের ৫ই মে’র সমাবেশ
পথের দাবীঃ
ইনফরমেশন এক্সট্রাক্সন: উপাত্তকে তথ্যে রূপান্তর
রাজনৈতিক হুমকিঃ একটি পরিসংখ্যান ও কিছু তথ্য
আনু-আল হকঃ
সুশীলের ত্যানাসমগ্র
মালাকাইটের ঝাঁপিঃ
ক্ষ্যাপাটা সাহিত্যিকঃ আলেক্সান্দার দ্যুমা
সুমন_সাস্টঃ (এখন অতিথি নন)
ডিজিটাল ভর্তি পরীক্ষার পেছনের গল্প, একজন জাফর ইকবাল ও অন্যান্য
দেশ বন্ধুঃ
নীল তিমি- সর্বকালের সর্ববৃহৎ প্রাণী
তীর্থ চক্রবর্তীঃ
মহাজাগতিক মহাশক্তি
এ হাসনাতঃ
কসাই ডাক্তার
নামবিহীনঃ (আক্ষরিক অর্থেই)
তুমি কি কেবলই ছবি
অগ্নি-জলের কন্যাদ্বয়
মতিঝিল থেকে হেফাজত বিতাড়নের পর সরকারের প্রেসনোট
অনাহূত পরিব্রাজকঃ
স্বাস্থব্যাবস্থা এবং প্রাসঙ্গিক ভাবনা
লিস্টি প্রতি মাসে একবার হওয়া দরকার একবছর বিশাল সময়
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
সচলের সকল পোষ্টই ভাল লাগে, স্বভাবতঃই উপরে যে সকল নাম এসেছে সেসবের প্রায় সবগুলোর সাথে সহমত পোষন করি। এর বাইরে লীলেন দা'র মহাভারত সিরিজ, ষষ্ঠপান্ডবের লোকেন বোসের জার্নাল আর কোথায় পাবো তারে, এক লহমার আলাস্কার গ্লেসিয়ার বে উল্লেখ্য।
চোখ বন্ধ করে চিন্তা করলে যে লেখাগুলো মনে পড়ে-
১। কুখ্যাত জারজ
২। আশাকর্পূর
৩। নৈনং ক্লেদয়ন্তি
৪। প্রজন্মবার্তা, শাহবাগ
৫। এ'দেশ রাজাকারের না
৬। তথ্য’বিনা মিথ্যা বোনা
............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্ চিনে।
জটিল কালেকশন হচ্ছে। লিঙ্ক দেখে দেখে এখন অনেক না পড়া লেখা পড়ে ফেলছি। যে কোন বিষয়ে সেরা বা টপ টেন টাইপ কিছু বাছাই করতে যাওয়া বোকামি। কারণ একেক লেখার ধরন একেক রকম। তবে এভাবে বছরে উল্লেখযোগ্য কিছু লেখা বের করে সেগুলো আলাদা করে আর্কাইভ করা যেতে পারে বিভিন্ন সাল হিসেবে। সচলের পাঠক দিনে দিনে ধাইধাই করে বাড়ছে। নতুন পাঠকরা এসে যেন দারুণ সব পুরনো লেখা মিস না করে সেজন্য এরকমের আর্কাইভ খুব কাজে দিবে।
আর এ বছরের সবচেয়ে উল্লেখযোগ্য লেখা আসলে এই লেখাটাই -
২০১৩ সালে সচলায়তনে উল্লেখযোগ্য লেখা কোনটি?
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
এরকম কি করা যায় যে বছরের শুরুতেই কেউ একজন একটি পোস্ট দিলো সব গুরুত্বপূর্ণ লেখাগুলোকে একসাথে করে রাখার জন্য,সেখানে প্রতি মাসের শেষেই লেখক-পাঠকগণ মন্তব্যে উল্লেখযোগ্য/গুরুত্বপূর্ণ লেখাগুলোর লিংক রেখে যাবে? যাতে করে বছর শেষে পুরো বছরের খতিয়ান একসাথে সহজেই পাওয়া যায়।
যদি "সন্দেশ" থেকেই এধরণের পোস্ট দেয়া যায় তবে সবচেয়ে ভাল হয়। বছরের শুরুতেই একটি পোস্ট, শেষে সালতামামি। এতে করে কেবল "সন্দেশ'এর ব্লগ থেকেই সব বছরের সেরা তালিকা বের করা যাবে।
কড়িকাঠুরে
চার হাত তুইলা ভুট দিলাম
সারা বছরের গন্ধমাদন পর্বত একবারে ঠেলতে গেলে দুর্ঘটনা বশতঃ কোন পোস্ট বাদ পড়ার সমূহ সম্ভাবনা থাকে... তারচেয়ে প্রতিমাসের হিসাব মাসেই শেষ করা থাকলে বছরশেষের হিসাবেও সুবিধা...
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
বসে বসে পড়ছিলাম কদিন ধরেই, কিছু লেখা কিভাবে জানি নজর এড়িয়ে গিয়েছিলো। উদাসদার কথাই ঠিক, এটাই আসলে এই বছরের সেরা পোস্ট।
আমার মতে ২০১৩ এর সেরা লেখা অনেক, উপরে অনেকেই বলে ফেলেছেন। আকতার ভাইয়ের এ'দেশ রাজাকারের না, উদাসদার এসো নিজে করি সিরিজ, কুখ্যাত জারজ, হিমু ভাইয়ের নৈনং ক্লেদয়ন্তি, আশাকর্পূর, ওডিনের ইতিহাসপাতাল, লীলেনদার মহাভারতে তিন রাজনৈতিক নারী, হাসিব ভাইয়ের আন্তর্জাতিক অভিজ্ঞতার আলোকে জামাত নিষিদ্ধকরণ রূপরেখা কোনটা ছেড়ে কোনটার কথা বলি।
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
রাগিব ভাইয়ের দুইটি মিনিট খরচ করুন - দৃষ্টিপ্রতিবন্ধীদের হাতে বই পৌছে দিতে এগিয়ে আসুন
মেহদী হাসান খানের জেগে আছে শাহবাগ
তারেক অণুর রওশন জামিল এক সন্তানের জনক, গোঁফ আছে
চরম উদাসের এসো নিজে করি ১১ - কিভাবে গুজব তৈরি করবেন / How to cook rumor আর কুখ্যাত জারজ
হিমু ভাইয়ের মনীষার কথা
দারুণ পোস্ট!
এই লেখাটা বুকমার্ক করে রাখার প্রয়োজনীয়তা অনুভব করছি ভীষণভাবে!
facebook
নতুন মন্তব্য করুন