অপেক্ষার অনেক কিছু ছিল একদিন । রোদ -বৃষ্টি-বাতাস কিংবা মাঝরাতের নিরবতা। সবকিছু কোথায় যেন হারিয়ে যাচ্ছে দিনদিন। ই-মেইলের বাল্ক ফোলডারে জমা হচ্ছে অনেকগুলো মেইল, ইনবক্সটা কেবল ফাঁপা শূণ্যতার ম্যাচবক্স। মোবাইলটাও বেহুঁশ হয়ে আছে; কল-মেসেজ কিচ্ছু নেই। মনের ভিতর - মাথার ভিতর সারাদিন কীসব ভাবনা ঘুরঘুর করে। সে ভাবনা গুলো ছড়ানোর জন্য এখানে আসা। আশা করছি ভালোই যাবে সময় ! সবার জন্য শুভকামনা !
মন্তব্য
নতুন মন্তব্য করুন